গ্রাম বাংলার বনে জঙ্গলে পথে-ঘাটে বাড়ির পাশে। এই ফুল গুলো আমরা সবাই দেখে থাকি। এই ফুলগুলোর সাথে কমপক্ষে সবাই খুব কম বেশি হলেও পরিচিত। ফুলগুলো অসম্ভব সুন্দর, সাধারণ মাঝে হালকা মধ্যখানে লাল আকৃতির অল্প একটু চিহ্ন থাকায়, দেখতে অসাধারণ লাগে এই ফুলগুলো।
কথা বলতে বলতে তো আপনাদের খোঁজখবর নিতে পারিনি। আচ্ছা এবার বলুনতো সবাই কেমন আছেন। আশা করি সৃষ্টিকর্তার ও শেষ রহমতে। সবাই অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।
ফটোগ্রাফি// ভাঁটফুল
![]() |
---|
সত্যি কথা বলতে গিয়ে আমার জীবনে আমি প্রথম এই ফুলটার নাম জানতে পারলাম। আসলে কখনো জানা হয়নি, তবে এখন লেখার সুবিধার্থে অবশ্যই আমাকে জানতে হবে, এই ফুলের নাম কি। তাই ফুলের ফটোগ্রাফি ধরে গুগলে সার্চ দিয়েছিলাম। তারপর জানতে পারলাম এই ফুলের নাম ভাঁটফুল ।
এই ফুলের নাম যেমন আজব, ফুলটা দেখতেও অসম্ভব সুন্দর। বাগানের মধ্যে এখন চারিদিকে যেদিকেই তাকাই এই ফুলের গন্ধে চারপাশ মাতোয়ার হয়ে আছে। যেন এই ফুল ফুটে সাদা হয়ে আছে চারপাশ।
- বসন্তের ঠিক শেষ কয়েকদিনে এই ফুল গাছের দিকে তাকালে, এই ফুল গাছের অন্য এক রূপ দেখা দেয়। সব ফুল ঝরে গিয়ে এই গাছের মধ্যে অন্যরকম এক ফল ধরা শুরু করে, এক একটা সময় এই গাছ এক একরকম রং পরিবর্তন করে।
![]() |
---|
![]() |
---|
![]() |
---|
![]() |
---|
তবে এই গাছটি ভাঁট গাছ নামে পরিচিত হলেও। এর স্থানভেদে এর নামের মধ্যে অনেক পরিবর্তন রয়েছে। অনেকেই এটাকে ঘন্টা ফুল বলে জেনে থাকে। আবার অনেকেই এটাকে বন্যজুঁই ফুল নামেও চিনে থাকে।অনেকের কাছে আবার এটা ভাঁটি ফুল নামেও পরিচিত।
এই ভাঁট ফুলের ইংরেজি নাম wild Janine এর বৈজ্ঞানিক নাম হচ্ছে Clerodendrumviscossum vent
এই ফুলের গাছটি লম্বায় অন্ততপক্ষে ১৩ থেকে ১৫ সেন্টিমিটার হয়ে থাকে, চ্যাপ্টার হয়ে থাকে 11 থেকে 12 সেন্টিমিটার। এই ফুল গাছটি দেখতে গাঢ় সবুজ। অমিশ্রণ এই ফুল গাছের পাতাগুলো চারপাশে খাঁজ কাটা হয়ে থাকে। পাতার নিচে শিরগুলো অনেকটা মোটা মোটা স্পষ্ট হৃদপিন্ডের আকৃতির মত।
এই ফুলের পাতা খেলে যাদের কৃমি অসুখ এর সমস্যা রয়েছে। তারা খুব তাড়াতাড়ি ওই রোগ থেকে নিজেদেরকে সুস্থ করতে পারে। এবং গ্রাম্য কবিরাজি ক্ষেত্রেও এই গাছের পাতা ব্যবহার করা হয়ে থাকে। তবে এই গাছের পাতা অত্যন্ত তেতো।
![]() |
---|
![]() |
---|
![]() |
---|
এই ফুলের গাছগুলো অবহেলায় অযত্নে ধীরে ধীরে একটু একটু করে বড় হয়। বর্ষাকালে এই ফুলের গাছের নতুন পাতা গজায়। অসম্ভব গাঢ় সবুজ এই গাছের পাতাগুলো।
ফাল্গুন মাসের ঠিক মাঝামাঝি সময়ে এই গাছগুলো। তাদের নিজ রূপ নতুন করে আবারো ধারণ করে। ধীরে ধীরে গাছের মধ্যে ফুলের কলির সৃষ্টি হয়। আর ফাল্গুনের মাঝামাঝি বা শেষ দিকটায় এই ফুলগুলোর সারা গাছে ফুটে ওঠে।অসম্ভব সুন্দর চারপাশে এই ফুলের গন্ধে যেন মাতোয়ারা হয়ে উঠে
এই ফুল গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনয়েড থাকে।
ফ্ল্যাভোনয়েড থাকার কারণে ক্যান্সার নিরাময় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
এছাড়াও চুলকানি, ব্লাড সুগার কৃমি,কোলেস্টেরল, এই সকল রোগ প্রতিরোধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তবে এটা এখনো স্বীকৃতি দেয়নি কোন সরকারি কর্মকর্তা।
![]() |
---|
![]() |
---|
![]() |
---|
যদিও এই ফুল গাছগুলো আমরা রোপন করি না। কিন্তু অবহেলায় বড় হয়েও এটা আমাদের অনেক উপকার করে। এই ফুলের উপকার আমরা হয়তোবা চোখে দেখতে পাই না।তবে কোন একদিন আমরা ঠিকই উপলব্ধি করতে পারব। সৃষ্টিকর্তার এই সৃষ্টি জগতে কোন কিছুই কিন্তু তিনি অবহেলার জন্য সৃষ্টি করেননি।
বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। এই ফুলের কিছু ফটোগ্রাফি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
আমার বাড়ির ঠিক সামনেই রাস্তার মধ্যে প্রচুর পরিমাণে এই ফুলগুলো ফুটে আছে। আমার বড় ছেলে খেলা করার জন্য ফুলগুলো তুলে এনেছিল। আর আমি ওখান থেকেই কিছু ফটোগ্রাফি তুলে নিয়েছিলাম। আপনাদের সাথে শেয়ার করার জন্য।
![]() |
---|
![]() |
---|
আজ এ পর্যন্তই থাক। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মত এখানেই বিদায় নিলাম। আবারো নতুন কিছু নিয়ে অবশ্যই আপনাদের মাঝে চলে আসব।সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
In the forests of rural Bengal, on the roads and next to the houses. We all see these flowers. At least everyone is more or less familiar with these flowers. The flowers are incredibly beautiful, with a small red mark in the middle, which is light in the middle, these flowers look extraordinary.
I couldn't check up on you while talking . Well, now tell me how everyone is. I hope by the grace of God and the last day. Everyone is very well. I am also very well, thanks to your prayers and the infinite mercy of Allah.
Photography// Vantphul
IMG_20230308_133540_227.jpg
To be honest, this is the first time in my life that I have come to know the name of this flower. Actually, I have never known it, but now for the convenience of writing, I definitely need to know what the name of this flower is. So I searched Google for a photograph of the flower. Then I found out that the name of this flower is Bhanthul.
As strange as the name of this flower is, the flower is also incredibly beautiful to look at. Now, wherever I look in the garden, the scent of this flower fills the surroundings. It's as if the flowers have bloomed and turned everything white.
When you look at this flowering tree in the last few days of spring, a different form of this flowering tree appears. All the flowers have fallen and the tree begins to bear a different fruit, and at one time this tree changes color in a unique way.
IMG_20230308_133539_850.jpg
IMG_20230308_133539_820.jpg
IMG_20230308_133540_106.jpg
IMG_20230308_133540_463.jpg
However, although this plant is known as the Bhant tree, its name varies depending on its location. Many people know it as the Ghanta flower. Many also know it as the Wild Jasmine flower. To many, it is also known as the Bhanti flower.
The English name of this flower is wild Janine. The scientific name is Clerodendrumviscossum vent.
This flowering plant is at least 13 to 15 centimeters tall, 11 to 12 centimeters wide. This flowering plant is dark green in appearance. The leaves of this flowering plant are serrated around the edges. The tips of the leaves are thick and clearly heart-shaped.
Those who have problems with worm disease can recover from that disease very quickly by eating the leaves of this flower. And the leaves of this plant are also used in rural poetry. However, the leaves of this plant are very bitter.
IMG_20230308_133540_328.jpg
IMG_20230308_133539_721.jpg
IMG_20230308_133539_716.jpg
These flowering plants grow slowly and carelessly, little by little. During the rainy season, new leaves grow on these flowering plants. The leaves of these plants are incredibly dark green.
In the middle of the month of Falgun, these trees regain their original form. Gradually, flower buds form in the trees. And in the middle or end of Falgun, these flowers bloom all over the tree. The impossibly beautiful surroundings seem to be intoxicated by the fragrance of these flowers.
This flowering plant contains a large amount of flavonoids.
Due to the presence of flavonoids, it plays a very important role in curing cancer.
It also plays an important role in preventing diseases such as itching, blood sugar, worms, and cholesterol. However, this has not yet been recognized by any government official.
IMG_20230308_133551_537.jpg
IMG_20230308_133552_080.jpg
IMG_20230308_133540_422.jpg
Although we do not plant these flowers and trees. But even though they grow with neglect, they benefit us a lot. We may not be able to see the benefits of these flowers with our eyes. But one day we will be able to understand them. Nothing in this world created by the Creator was created for negligence.
I have said a lot. I am sharing some photographs of this flower with you. I hope you like it.
These flowers are blooming in abundance on the road right in front of my house. My eldest son picked the flowers to play with. And I took some photographs from there. To share with you.
IMG_20230308_133551_786.jpg
IMG_20230308_133539_960.jpg
Stay here until today. Wishing everyone to be well and healthy, I bid you farewell here today. I will definitely come back to you with something new. Until then, may Allah protect you, Assalamu Alaikum wa Rahmatullahi wa Barakatuhu.