Image source
On the day of Raksha Bandhan, Sir told all the children to tie Rakhi on the hands of boys. When the time of Vaishnavi came to tie Rakhi on Anand, he became reluctant to tie Rakhi. After Sir repeatedly asked him, Vaishnavi stood silently. Seeing this, Sir asked him to come forward and started beating him a lot. Anand stood by and watched all this. Actually, Anand and Vaishnavi lived in the same neighborhood. Since childhood, Vaishnavi liked Anand very much. Actually, she did not know anything about Anand, but her mother could understand everything by looking at Vaishnavi. One day, Anand's friend told him that Vaishnavi likes you very much. Anand looked and saw that Vaishnavi was looking at him. After a while, when they went to drink water, Anand told Vaishnavi that we both live in the same neighborhood, right? Vaishnavi said yes. After that, Vaishnavi left from there, but because of today's incident, Anand realized how much Vaishnavi loved him.
This time when Vaishnavi comes to the party in her new look, everyone looks at her in surprise because none of them believed that a simple girl from the village would look so beautiful because of modern dress and at this time, the most handsome boy of their college, Viraj, falls in love with her. She did not know anything about all this. The next day, Anand apologizes to Vaishnavi because he treated her very badly the day before. After that, Vaishnavi gets out of the car and tells Anand that I went to the party yesterday. Anand thinks that he is saying these things to make him angry, so he does not say anything to her. On the other hand, as soon as Vaishnavi comes to the class, Viraj looks at her with a very emotional look and Vaishnavi understands this. Now the most handsome boy of the college has fallen in love with her. What could be happier for her? After knowing this, her friend asks her what are you doing? Why aren't you telling her about Anand? Vaishnavi asks, "Are you talking nonsense?" Her friend tells her that Anand loves you very much. Vaishnavi says, "I love him, you won't understand." And in this way, Vaishnavi and Viraj's friendship deepens.
Image source
রাখসা বন্ধনের দিন সব ছেলেমেয়েদেরকে স্যার বলেন যে ছেলেদের হাতে রাখি বাঁধার জন্য। যখন বৈশুকি সময় এলো আনন্দকে রাখি বাঁধার জন্য তখন সে রাখি বাঁধার জন্য নারাজ হয়ে যায় তখন স্যার বারবার বলার পরেও বৈশু চুপচাপ দাঁড়িয়ে থাকে এটা দেখে স্যার তাকে এগিয়ে আসার জন্য বলে এবং তাকে অনেক মারধর করতে শুরু করে। আনন্দ পাশে দাঁড়িয়ে এসব কিছু দেখতে লাগলো আসলে আনান্দ এবং বৈষ্ণবী একই মহল্লায় থাকতো ছোটবেলা থেকেই মনে মনে বৈষ্ণবী আনান্দ কে খুব পছন্দ করত আসলে আনান্দ বিষয়ে কিছুই জানতো না কিন্তু তার মা বৈষ্ণবী কে দেখে সবকিছুই বুঝতে পারত। একদিন আনান্দ এর বন্ধু তাকে বলতে থাকে বৈষ্ণবী তোমাকে অনেক বেশি পছন্দ করে আনান্দ তাকিয়ে দেখে বৈষ্ণবী তার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরেই তারা যখন পানি খেতে যায় তখন আনান্দ বৈষ্ণবী কে বলে আমরা দুজন একই পাড়ার মধ্যেই থাকি তাই না বৈষ্ণবী বলে হ্যাঁ এরপরে বৈষ্ণবী সেখান থেকে চলে যায় কিন্তু আজকের এই ঘটনার কারণে আনান্দ বুঝতে পারে বৈষ্ণবী তাকে কতটা ভালোবাসে।
এবার যখন বৈষ্ণবী নিজের নতুন রূপে পাটির মধ্যে চলে আসে সবাই তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে কেননা তাদের কারোর বিশ্বাসও ছিল না গ্রামে থাকা একটা সাদামাটা মেয়ে মর্ডান ড্রেসের কারণে এত বেশি সুন্দর লাগবে আর এই সময়ে তাদের কলেজের সবচাইতে বড়লোকের ছেলে বিরাজ তার প্রেমে পড়ে যায় এই সবের কিছুই জানতো না, আনান্দ পরের দিন সে বৈষ্ণবের কাছে ক্ষমা চায় কেননা আগের দিন সে তার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিল এরপরেই বৈষ্ণবী গাড়ি থেকে বের হয়ে আনন্দকে বলতে থাকে আমি কালকে পার্টিতে গিয়েছিলাম আনন্দ মনে করে তাকে রাগানোর জন্য সে এসব কথা বলছে এইজন্য সে তাকে কিছুই বলে না অন্যদিকে দেখা যায় বৈষ্ণবী ক্লাসে আসার সাথে সাথেই বিরাজ থাকে খুব আবেগ ময় দৃষ্টিতে দেখতে থাকে আর এই কথাটা বৈষ্ণবী ও বুঝতে পারে এখন কলেজের সবচাইতে হ্যান্ডসাম ছেলে তার প্রেমে পড়েছে এর চাইতে খুশির বিষয় তার কাছে আর কি হতে পারে। এই বিষয়টা জানতে পেরে তার বান্ধবী তাকে বলে এটা তুমি কি করছ আনান্দ এর কথা তাকে বলে দিচ্ছ না কেন তখন বৈষ্ণবী বলে কি আজেবাজে বলছিস তখন তার বান্ধবী তাকে বলে আনান্দ তোমাকে অনেক বেশি ভালোবাসে তখন বৈষ্ণবী বলে আমি ওকে ভালোবাসি তুমি বুঝবে না আর এভাবেই চলতে চলতে বৈষ্ণবী এবং বিরাজের বন্ধুত্ব গভীর হয়ে ওঠে