Sacrificing one's strength for one's love

in blurt-188398 •  15 days ago 

pexels-photo-1232931.jpeg
Image source

After they left, Ellen noticed that the Neelkanth Moni was not on the table. She realized that Sauchi had stolen it. Then Sauchi came to Lai's exhibition. There, she first took out the Neelkanth Moni from her bag and put it in her shirt pocket. After a while, Ellen came to Fang and told him everything. Sauchi then tried to leave on the pretext of going to the washroom, but Fang did not let her go. And when she asked about the Neelkanth Moni, Ellen said that it was in her bag and I was checking her bag. Fang then shouted angrily and said that no one should come near her, this is her and my business.

Then Sauchi comes very close to Fang and puts the Neelkanth gem in his pocket. Then he says I didn't steal it. Saying this, he starts showing his bag. Fang realizes Sauchi didn't steal it so he says sorry to her. But Sauchi runs away from there. Fang also comes after him and apologizes to him again then says Lai's exhibition will start in a little while let's go. But Sauchi hugs him and says stay here for a while as his stone is in Fang's pocket. So Sauchi starts acting like this to get it. After a while Sauchi says I feel very hot and takes off his shirt then asks Fang to open his blazer. Getting annoyed by Sauchi's behavior, he finally takes off his blazer and gives it to Sauchi. After Fang leaves, Sauchi puts the stone under a tub.

On the other hand, Fang's father finds out about his stepmother's conspiracy against Fang. So Fang scolds his stepmother a lot. Meanwhile, Fang's stepuncle plans to ruin the exhibition so that the blame falls on Fang. Then Fang's father will be very angry with him. Then Sauci looks at Fang and says to himself, "I won't be here for long, but why don't you want to leave Fang?" A little later, Sauci smells smoke and at that moment the fire alarm goes off. Sauci then goes inside to look for Lai and is having a lot of trouble because of the smoke. And suddenly, he falls to the floor and cuts his hand on a nearby piece of wood.

Fang then came there to save Sauchi. He took Sauchi in his arms and came out and tried to bring her back to consciousness. On the other hand, Lai came home and saw that nothing had happened to his mother. In fact, Lai's uncle had set fire to the gallery. So that nothing would happen to Lai, he sent him home saying that his mother was ill.

pexels-photo-168927.jpeg
Image source
Then Lai's mother says your father said you will be given all these useless arts and you are not qualified to work in the company, saying this, Sheikh Lai is trying to convince her to work in the company. Lai says his father is right, I don't want to work in the company, I love to do art. After a while, Lai gets a call that Sauchi went in to save him and now he is very sick, so Lai quickly comes to Fang's house. When he comes and sees Sauchi sleeping, Lai says that no one else takes care of me like him and always stands by his side selflessly.

Fang then said yes, she takes care of everyone and is a very good girl. Then Lai said, "Brother, you are a busy person. I will take care of Sauci tonight." Then Fang said, "No need, I will take care of you. Go home."

The next morning, Sauchi regains consciousness and opens his eyes and sees Fang. Fang tells him to rest and leaves. Then Sauchi remembers the blue stone. Then Sauchi goes to the gallery room to look for the blue stone but everything there was burnt and he cannot find the blue stone. After Sauchi leaves, Ellen comes there to look for the stone and there he finds a stone but it was actually Sauchi's blood drop. Which has now turned into stone. Then Ellen looks at the stone carefully when Jian comes there. Actually, Ellen works for Jian. She gives Jian all the information about Fang. Ellen tells Jian that Sauchi stole Neelkanth Mani and if you check the CCTV footage, it will be proven. Since I am an outsider, you will not let me see the CCTV footage but you can check the CCTV footage. Then Jian says okay I will look into this matter.

তারা চলে যাওয়ার পর এলেন খেয়াল করে টেবিলের উপর নীলকান্ত মনি নেই।সে বুঝতে পারে সাউছি এটি চুরি করেছে। এরপর সিউছি লাই এর এক্সিবিশনে চলে আসে। সেখানে সে প্রথমে তার ব্যাগ থেকে নীলকান্ত মনি বের করে তার জামার পকেটে রেখে দেয়। আর কিছুক্ষণ পরেই ফাং এর কাছে এলেন এসে সবকিছু বলে দেয়।সাউছি তখন ওয়াশরুমের বাহানা দিয়ে চলে যেতে নেয় তখন ফাং তাকে যেতে দেয় না। আর নীলকান্ত মনির ব্যাপারে জিজ্ঞেস করে তখন এলেন বলে ওটা ওর ব্যাগে আছে আমি ওর ব্যাগ চেক করে দেখছি।ফাং তখন চিৎকার করে রেগে গিয়ে বলে কেউ ওর পাশে আসবে না এটা ওর আর আমার ব্যাপার।

তারপর সাউছি ফাং এর অনেক কাছে চলে আসে আর নীলকান্ত মনিটি তার পকেটে রেখে দেয়। এরপর বলে আমি চুরি করিনি। এ বলে সে তার ব্যাগ দেখাতে থাকে ফাং বুঝতে পারে সাউছি এটা চুরি করেনি তাই সে তাকে সরি বলে। কিন্তু সাউছি দৌড়ে সেখান থেকে চলে যায়।ফাং ও তার পেছন পেছন চলে আসে আবারও এসে তার কাছে ক্ষমা চায় তারপর বলে আর একটু পরে লাই এর এক্সিবিশন শুরু হবে চলো যাই। কিন্তু সাউছি তাকে জড়িয়ে ধরে বলে এখানে আরো কিছুক্ষণ থাকো আসলে তার পাথরটি ফাং এর পকেটে রয়েছে। তাই ওটা নেয়ার জন্য সাউছি এমন নাটক করতে থাকে। একটু পরে সাউছি বলে আমার অনেক গরম লাগছে এটা বলে নিজের জামা খুলে ফেলে তারপর ফাং এর ব্লেজার খুলতে বলে সাউছির এমন কাণ্ডে বিরক্ত হয়ে শেষমেষ ব্লেজার খুলে সাউছি কে দিয়ে দেয় ফাং চলে যাওয়ার পর সাউছি পাথরটি একটা টবের নিচে রেখে দেয়।

pexels-photo-1395306.jpeg
Image source
pexels-photo-1395306.jpeg

অন্যদিকে ফাং এর বাবা ফাং বিরুদ্ধে তার সৎ মায়ের ষড়যন্ত্রের কথা জেনে যায়। তাই ফাং এর তার সৎ মাকে অনেক বকাঝকা করে। এদিকে ফাং এর সৎ মামা এক্সিবিশন নষ্ট করে দেয়ার প্ল্যান করে যাতে করে তার দোষ ফাং এর উপর গিয়ে পড়ে। তাহলে ফাং এর বাবা তার ওপর অনেক রেগে যাবে। এরপর সাউছি ফাং এর দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে আমি তো আর বেশি দিন পৃথিবীতে নেই কিন্তু কেন যেন ফাং কে ছেড়ে যেতে মন চাচ্ছে না। একটু পরেই সাউছি ধোঁয়ার গন্ধ পায় আর এমন সময় ফায়ার এলাম বেজে ওঠে। সাউছি তখন লাই কে খুঁজতে ভেতরে চলে যায় আর ধোঁয়ার কারণে তার অনেক কষ্ট হচ্ছিল। আর হঠাৎ করে সে ফ্লোরে পড়ে যায় আর কাছের টুকরায় তার হাত কেটে যায়।

ফাং তখন সাউছি কে বাঁচাতে সেখানে চলে আসে।সে সাউছি কে কোলে নিয়ে বাহিরে বের হয়ে আসে আর তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে অন্যদিকে লাই বাসায় এসে দেখে তার মায়ের কিছুই হয়নি । আসলে লাই এর মামা গ্যালারিতে আগুন লাগিয়েছে।লাই এর যাতে কিছু না হয় তাই মায়ের অসুস্থতার কথা বলে তাকে বাসায় পাঠিয়ে দিয়েছে।

pexels-photo-230289.jpeg
Image source
এরপর লাই এর মা বলে তোমার বাবা বলেছে তোমাকে দিয়ে এসব ফালতু আর্ট হবে কোম্পানিতে বসার যোগ্যতা তোমার নেই এগুলো বলে শেখ লাই কে কোম্পানিতে বসানোর জন্য রাজি করাচ্ছে। লাই বলে বাবা ঠিকই বলেছে আমি কোম্পানিতে কাজ করতে চাই না আমি আর্ট করতে ভালোবাসি একটু পরেই লাই এর কাছে ফোন আসে যে সাউছি তাকে বাঁচানোর জন্য ভেতরে গিয়েছিল আর এখন সে খুবই অসুস্থ এই কথা শুনে লাই তাড়াতাড়ি ফাং এর বাসায় চলে আসে। এসে দেখে সাউছি ঘুমাচ্ছে তখন লাই বলে ওর মত আমার আর কেউ কেয়ার করে না ও নিঃস্বার্থভাবে সব সময় পাশে এসে দাঁড়ায়।

ফাং তখন বলে হ্যাঁ ও সবারই কেয়ার করে ও অনেক ভালো একটা মেয়ে এরপর লাই বলে ভাইয়া তুমি তো ব্যস্ত মানুষ আজ রাতে আমি সাউছির খেয়াল রাখবো তখন ফাং বলে প্রয়োজন নেই আমি খেয়াল রাখবো তুমি বাড়ি চলে যাও।

পরের দিন সকালে সাউছির জ্ঞান ফিরে চোখ খুলে সে ফাং কে দেখতে পায় ফাং তাকে রেস্ট করতে বলে চলে যায়। তারপর সাউছি নীল পাথরের কথা মনে পড়ে যায়। এরপর সাউছি নীল পাথরটি খুঁজতে গ্যালারি রুমে চলে আসে কিন্তু সেখানকার সবকিছু পুড়ে গিয়েছিল আর সেটা নীল পাথরটি খুঁজে পায় না। সাউছি চলে যাওয়ার পর এলেন সেখানে পাথরটি খুঁজতে আসে আর সেখানে সে একটি পাথর খুঁজে পায় কিন্তু এটা আসলে সাউছির রক্তের ফোঁটা ছিল। যেটা এখন পাথরে পরিণত হয়েছে এরপর এলেন ভালোভাবে পাথরটি দেখতে থাকে এমন সময় জিয়ান সেখানে চলে আসে। আসলে এলেন জিয়ানের হয়ে কাজ করে।সে জিয়ান কে ফাং এর ব্যাপারে সমস্ত ইনফরমেশন দেয়। এলেন জিয়ান কে বলে সাউছি নীলকান্ত মনি চুরি করেছে সিসিটিভি ফুটেজ চেক করলে সেটা প্রমাণ হয়ে যাবে। আমি বাহিরের মানুষ বলে তো আমাকে সিসিটিভি ফুটেজ দেখতে দিবে না কিন্তু তুমি সিসিটিভি ফুটে চেক করতে পারবে। তখন জিয়ান বলে ঠিক আছে আমি এই ব্যাপারটা দেখব।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  15 days ago  ·  

আপনার blurt এর পাওয়ার গুলো ফেলে না রেখে আমাদের ডেলিগেশন একাউন্টে ডেলিগেশন করতে পারেন। এটা করলে আমাদের সকলের জন্যই অনেক বেশি ভালো হবে।

আমাদের ডেলিগেশন একাউন্ট এর নাম @blurtspace

প্রত্যেক সপ্তাহে আপনার ডেলিগেশন অনুসারে রিওয়ার্ড আপনার একাউন্টে পৌঁছে যাবে।

  ·  15 days ago  ·  


** Your post has been upvoted (1.40 %) **