Looking back at childhood sparrows

in blurt-188398 •  15 days ago 

IMG_20250106_173515_637.jpg

We did many things in our lives as children. One of them is Charuivathi. Nowadays, boys and girls call it a picnic. For several days now, my elder son and brother's sons and daughters have been crazy about having picnics. In fact, their picnic is to cook khichuri and chop with brinjal. In fact, even after telling me many times, I did not give it much importance.

The reason I don't pay attention to it is that my health is not very good. In fact, I am getting sick so much all the time. I hope that since I will recover, I will still have to fulfill their wishes. I am not denying that I can also share in their joy in addition to fulfilling their wishes, but for quite some time now, their words have been bothering me. Yesterday, I scolded them.

But the little boy, the innocent servant, could not be stopped by anything. Then I took the initiative to go to the market and sent my younger brother to buy rice, pulses and vegetables. I said that I would manage the money for a few days and cook khichuri with chicken for you, but I had to fulfill their request. I did not understand whether they would do it now or not. I had been very busy since morning to fulfill their request.

Then around noon our cooking was almost complete. We started cooking in a clay oven. By about twelve o'clock I was done cooking and I chopped brinjal with it which they like very much. After that everyone took a bath together. I prayed and gave them their khichdi and brinjal and pressed them and gave them to eat in banana leaves. Actually, this is a memory from our childhood, I still remember it very much.

Let me tell you something about my childhood. Actually, when I was a child, we used to tell a lot of stories, have fun, and enjoy ourselves together. I will never get those moments back, but I still remember those memories. When I think of these memories, I still think how great it would be if we could all spend some moments together again, but that is no longer possible. When we were all together as children, our moments were different.

At present, some are outside the country, some are in Dhaka, and some are in the village. It is absolutely impossible for everyone to be together. However, I pray to Allah Almighty to grant us a day when we can all be together again. We can all have a lot of joy. We will all try again to make that day memorable. I don't know if that day will come back to our lives, but everyone, including me and my cousins, are trying.

After giving them food, I ate it myself. In fact, when I was eating food in the banana leaves, I felt like I was back in my childhood. It was different to sit with them and eat food in the yard. They enjoyed it a lot. However, many people say that it would have been better if we had done it at night. In fact, doing it at night in the cold was becoming a bit tough for me.

IMG_20250106_173516_306.jpg

IMG_20250106_173516_261.jpg

Because my headache gets worse due to the cold and when the headache gets worse I can't do anything, so I tried to fulfill all their wishes during the day. Everyone had a lot of fun together, which I liked a lot. I tried to fulfill their wishes. The rest was possible only with the help of Allah. May everyone be well and pray for my son and brother and sister and their children. May Allah Hafez be well.

ছোটবেলায় আমরা আমাদের জীবনে অনেক কিছু করেছি।তার মধ্যে অন্যতম হচ্ছে চড়ুইভাতি। বর্তমান সময়ে দাঁড়িয়ে ছেলে মেয়েরা এটাকে পিকনিক বলে থাকে বেশ কয়েকদিন ধরেই আমার বড় ছেলে এবং ভাইয়ের ছেলে মেয়েরা পিকনিক করার জন্য পাগল হয়ে গেছে আসলে ওদের পিকনিক হচ্ছে খিচুড়ি রান্না করবে আর বেগুন দিয়ে চপ করবে আসলে আমাকে অনেকবার বলার পরেও আমি অতটা গুরুত্ব দেইনি।

ভাই গুরুত্ব না দেওয়ার কারণটা হচ্ছে আমার শরীরটা তেমন একটা ভালো নেই আসলে প্রতিনিয়ত এত বেশি অসুস্থ হয়ে পড়ছি আশা করি যেহেতু সুস্থ হয়ে যাব তারপরেও তাদের ইচ্ছাটা অবশ্যই পূরণ করতে হবে তাদের ইচ্ছা পূরণ করার পাশাপাশি তাদের এই আনন্দের ভাগ নিজেও নিতে পারব এটা আমি অস্বীকার করছি না কিন্তু বেশ কিছুদিন ধরে তাদের কথাগুলো আমার কাছে কেমন যেন খারাপ লাগছিল গতকালকে রীতিমতো তাদেরকে ধমক দিয়েছিলাম।

কিন্তু ছোট বাচ্চা নাজেহাল বান্দা কোন কিছুই বলে থামানো যাচ্ছে না এরপরে নিজে থেকে উদ্যোগ নিলাম বাজার করার জন্য ছোট ভাইকে পাঠিয়ে দিলাম বাজারে চাল ডাল এবং সবজি কিনে নিয়ে আসার জন্য আমি বলেছিলাম যে কিছুদিন যাক টাকা ম্যানেজ করে মুরগি দিয়ে তোমাদের জন্য খিচুড়ি রান্না করে দেবো কিন্তু তাদের আবদার পূরণ করতেই হবে তারা এখনই করবে কি আর করব বুঝতে পারছিলাম না তাদের আবদার পূরণ করার জন্য সকাল থেকেই আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম।

IMG_20250106_173515_991.jpg

IMG_20250106_173516_440.jpg

এরপরে দুপুরের দিকে মোটামুটি আমাদের রান্না সম্পূর্ণ হলো একটা মাটির চুলার মধ্যে আমরা রান্না বান্না শুরু করেছিলাম মোটামুটি বারোটা নাগাদ আমার রান্না শেষ হয়ে গেছে তার সাথে বেগুন চপ করেছিলাম যেটা ওরা অনেক বেশি পছন্দ করে। এরপর সবাই মিলে গোসল করেছিল আমি নামাজ পড়ে নিয়ে ওদেরকে ওদের খিচুড়ি এবং বেগুন চাপ দিয়ে কলাপাতার মধ্যেই খেতে দিয়েছিলাম আসলে এটা আমাদের ছোটবেলার স্মৃতি এটা আমার এখনো অনেক বেশি মনে পড়ে।

আমার ছোটবেলা নিয়ে কিছু কথা বলি আসলে ছোটবেলায় অনেক গল্প করতাম মজা করতাম সবাই মিলে আনন্দ করতাম ওই মুহূর্তগুলো এখন আর ফিরে পাবো না তবে ওইগুলো স্মৃতি এখনো মনে পড়ে এই স্মৃতিগুলো মনে হলে এখনো মনে হয় যদি সবাই মিলে আবারো কিছু মুহূর্ত পার করতে পারতাম তাহলে কতই না ভালো হতো কিন্তু সেটা এখন আর সম্ভব নয় ছোটবেলায় আমরা সবাই যখন একসাথে ছিলাম তখন আমাদের মুহূর্তগুলো ছিল অন্যরকম।

বর্তমান সময়ে কেউ রয়েছে দেশের বাহিরে কেউ ঢাকায় আবার কেউ গ্রামে সবাই একসাথে হওয়া একেবারেই অসম্ভব তারপরেও আল্লাহ তায়ালার কাছে দোয়া করি এমন একটা দিন আমাদেরকে দিক যেদিন আমরা সবাই আবারো একসাথে হতে পারব সবাই অনেক বেশি আনন্দ করতে পারব ওই দিনটাকে স্মরণীয় করার জন্য সবাই আবারো চেষ্টা করব জানিনা ওই দিনটা আমাদের জীবনে ফিরে আসবে কিনা তবে সবাই আমি সহ আমার চাচাতো ভাই বোনেরা সবাই চেষ্টা করছে।

মোটামুটি তাদেরকে খাবার দেয়ার পরে আমি নিজেও খেয়ে নিয়েছিলাম আসলে কলাপাতার মধ্যে যখন খাবার খাচ্ছিলাম তখন মনে হচ্ছিল ছোটবেলাটা আবার ফিরে পেয়েছি তাদের সাথে বসে উঠানের মধ্যে খাবার খাওয়ার মজাটা অন্যরকম ছিল তারা অনেক বেশি আনন্দ করেছে তবে অনেকেই বলছে রাতের বেলা করলে ভালো হতো আসলে ঠান্ডার মধ্যে রাতের বেলায় করাটা আমার জন্য একটু টাফ হয়ে যাচ্ছিল।

কেননা ঠান্ডার কারণে আমার মাথা ব্যথাটা অনেক বেশি বৃদ্ধি পায় আর মাথা ব্যথা বেড়ে গেলে আমি কোন কিছুই করতে পারি না সেজন্য দিনের বেলায় ওদের সমস্ত ইচ্ছে পূরণ করার চেষ্টা করেছি সবাই মিলে অনেক বেশি মজা করেছে যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে চেষ্টা করেছি তাদের আবদার পূরণ করার জন্য বাকিটা আল্লাহতালা সহায় ছিলেন বলেই করতে পেরেছি সবাই ভালো থাকবেন এবং আমার ছেলে এবং ভাই বোনের এবং তাদের সন্তানদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!