Today's recipe is small fish

in blurt-188398 •  2 days ago 

IMG_20241222_173011_150.jpg

Hello friends, Assalamu Alaikum, how are you all? I hope that by the infinite mercy of the Almighty God, you are all very well. I am also Alhamdulillah, thanks to your prayers and by the infinite mercy of Allah, Alhamdulillah, I am well. Winter means that new light will be available in the market. This is the rule. I also bought new potatoes today. In fact, cooking small fish with new light is a different fun.

Small fish is a very beneficial fish for our health that has many benefits for our health and we all like small fish more or less, so today I bought two types of small fish from the market. In fact, as much as I like small fish, my sons hate it because they don't like to eat fish, which causes a lot of problems in my family.

Small fish contain a lot of vitamins, but there is a story about small fish, which I will share with you today in a small amount. Actually, we had an uncle near our house whose father had told him before the metro, "Dad, you must try to eat the head of every fish in the world." But in this case, he misunderstood. His father had said that he should eat small fish. But what did he do? He sold all his property and started eating the heads of big fish.

Because of which it turned out that all his property was gone for so long, but he went completely crazy to eat the head of a big fish, which made him lose his mind at some point. In fact, what happens if you misunderstand something? I think that any word or anything will turn out well if you understand it and then do it. Then of course your family and everyone in your household will be fine.

Today I will cook several types of small fish and cook them in different ways which will take me a little time. Actually, there is a taste in cooking fish. Because if you cook the fish with turmeric, chili, tomato, onion and everything, then it is much more fun to eat and the more sauce you add, the better it tastes.

IMG_20241222_173010_957.jpg

IMG_20241222_173010_732.jpg

I have cooked with potatoes and cooked with mash, and I have also cooked shrimp and fish with potatoes, fried them, and made thin dal. In fact, it would be wrong to be a vegetarian the day I die because I have cooked fish. That's how it is in my family. I try to eat non-vegetarian food at least once a week. I really like fish, but my boys don't really want to eat it.

They try their best to eat them with meat, but eating them with meat is not that good for our bodies because it can cause us problems, so of course we should be a little careful, and we all know more or less how beneficial small fish are for us.

So the more you eat small fish, the better it is for your health. You should definitely try to take care of your own health as well as your family's health. At least you and your family will be well and everyone will be healthy. Don't forget to let us know how the photographs turned out, God willing.

হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো শীতকাল মানেই হচ্ছে নতুন আলো পাওয়া যাবে বাজারে এটাই নিয়ম আমিও আজকে নতুন আলু কিনে নিয়ে এসেছিলাম আসলে নতুন আলো দিয়ে ছোট মাছ রান্না করার মজাটাই অন্যরকম।

ছোট মাছ আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা মাছ যেটা আমাদের স্বাস্থ্যের অনেক উপকার করে থাকে আর ছোট মাছ আমরা কমবেশি সবাই অনেক বেশি পছন্দ করি তাই আজকে আমি বাজার থেকে বেশ দুই ধরনের ছোট মাছ কিনে নিয়ে এসেছিলাম আসলে ছোট মাছ আমি যতটা পছন্দ করি আমার ছেলেরা ততটাই ঘৃণা করে কেননা তারা মাছ খেতে পছন্দ করেনা এই নিয়ে আমার ফ্যামিলিকে অনেক সমস্যা হয়।

IMG_20241222_173010_624.jpg

ছোট মাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে ছোট মাছ নিয়ে একটা গল্প আছে সেটা অল্প পরিমাণে আজকে আপনাদের সাথে শেয়ার করি আসলে আমাদের এখানে আমাদের বাড়ির পাশে একজন কাকা ছিল যার বাবা তাকে মেট্রোর আগে বলে গিয়েছিল বাবা তুমি প্রতিটা লোকমায় অবশ্যই মাছের মাথা খাওয়ার চেষ্টা করবা এক্ষেত্রে কিন্তু ওনার বোঝার ভুল হয়েছে ওনার বাবা বলেছিল নাকি ছোট মাছ খাওয়ার জন্য কিন্তু উনি কি করলেন উনার সমস্ত সম্পত্তি বিক্রি করে বড় মাছ এর মাথা খাওয়া শুরু করলেন।

যার কারণে দেখা গেল এত সময় ওনার সমস্ত সম্পত্তি শেষ হয়ে গেল কিন্তু উনি বড় মাছের মাথা খাওয়ার জন্য একেবারে পাগল হয়ে গেলেন এতে করে উনি নিজেও একসময় মাথা খারাপ হয়ে গেল আসলে ভুল বুঝলে যা হয় আর কি তাই আমার মনে হয় যে কোন কথা বা যেকোনো কিছু ভালো হয়ে যাবে বুঝে শুনে তারপর করা উচিত তাহলে অবশ্যই আপনার ফ্যামিলি এবং আপনার পরিবার সবাই ভালো থাকে।

আজকে আমি বেশ কিছু ধরনের ছোট মাছ রান্না করবো এবং বিভিন্নভাবে রান্না করব যার কারণে আমার একটু সময় লাগবে আসলে মাছ রান্না করার মধ্যে একটা স্বাদ আছে। কেননা আপনি যদি মাছ হলুদ মরিচ টমেটো পেঁয়াজ সবকিছু মাখিয়ে রান্না করেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে আর ঝাল যত বেশি দিবেন তত ভালো লাগে।

আমি আলু দিয়ে রান্না করেছি এবং মাখিয়ে রান্না করেছি আবার চিংড়ি মাছ আলু দিয়ে রান্না করেছি ভাজি করেছি এবং পাতলা ডাল করেছি আসলে যেদিন নিরামিষ নিরামিষ মরলে ভুল হবে কেননা মাছ রান্না করেছি ওটা আমি আমার ফ্যামিলিতে এটাই চলে আমি চেষ্টা করি সপ্তাহে একদিন অন্ততপক্ষে আমিষ খাওয়ার জন্য আমি অনেক পছন্দ করি মাছ কিন্তু আমার ছেলেরা তেমন একটা খেতে চায় না।

ওরা সর্বায় চেষ্টা করে মাংস দিয়ে খাওয়ার জন্য তবে মাংস দিয়ে খাওয়াটা আমাদের শরীরের পক্ষে ততটা ভালো না কেননা এতে করে আমাদের সমস্যা হতে পারে তাই অবশ্যই আমাদেরকে একটু সাবধানতা অবলম্বন করা উচিত আর ছোট মাছ আমাদের জন্য কতটা উপকারী সেটা আমরা সবাই কম বেশি জানি।

IMG_20241222_173010_559.jpg

IMG_20241222_173010_895.jpg

তাই যত বেশি আপনি ছোট মাছ খাবেন সেটা আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর অবশ্যই চেষ্টা করবেন নিজের স্বার্থের পাশাপাশি পরিবারের স্বাস্থ্য ঠিক রাখতে হবে অন্তত পক্ষে আপনি এবং আপনার পরিবার সবাই ভালো থাকতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  2 days ago  ·  

Your small fish recipes is very beautiful