Noakhali's Son-in-Law Bangla Drama Review

in blurt-188398 •  2 days ago 

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম নমস্কার আদাব আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন, আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহতালার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।

আজকে আমি আবারও নতুন আরেকটি নাটকের রিভিউ নিয়ে হাজির হয়ে গেলাম বরাবরের মতো আপনাদের সামনে।

আজকে আমি যে নাটকটা সম্পর্কে রিভিউ করব সেই নাটকটার নাম হচ্ছে নোয়াখালীর ঘরজামাই।

       *নোয়াখালীর ঘরজামাই(২০২২)
  • নোয়াখালীর ঘরজামাই নাটকের:-( রিভিউ উপস্থাপন)

    * নাটক সম্পর্কিত কিছু তথ্য

রচনা ও পরিচালক:- মোহাম্মদ কায়কোবাদ

সহকারী পরিচালক:- পিয়াল তানজিব

   # নাটকের মধ্যে অভিনয় করেছেন
  • জামিল হোসেন, ফারজানা আহসান মিহি, কাজী উজ্জ্বল, রেশমা, সাথি, সাবিনা, দেবন, সুপ্ত, নান্নু, আলম,

  • সময়:-৪৪ মিনিট ৪৭ সেকেন্ড
    * নাটকটির ধরন
    emotional, enterment, হ্যাপিনেস

       * নাটকের কাহিনী
    

নাটকটির প্রথমেই আমরা সেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে একজন নতুন বউ তার বাবা-মা এবং তার ছোট বোন তার ঘর জামাইয়ের জন্য খুবই অপেক্ষা করছে ঘরজামাই আসার একটু দেরি হলে তারা অনেকটা ঘাবড়ে যায় এবং চিন্তা করতে থাকে যে তাদের জামাই আসতে কেন এত দেরি হচ্ছে তার কিছুটা সময়ের মধ্যে ঘর জামাই এসে উপস্থিত হয়।

এবং তাদের সাথে কথোপকথন শুরু করে দেয়।

IMG_20230128_135735.jpg

  • নাটকের মধ্যে থেকে স্ক্রিনশট নেওয়া

যাই হোক তোরা খুবই আনন্দ ফুর্তিতে তাদের নতুন ঘর জামাইকে বরণ করে নেয় পরের দিন সকালে তার শাশুড়ি তাকে একটা মাটির কলস দিয়ে পুকুরে পানি আনতে পাঠায়।

পানি আনতে গিয়ে তার শালিকার সাথে বিভিন্ন ধরনের হাসি-ঠাট্টা করতে থাকে আমি নাটকের লিংক দিয়ে দেব আপনারা বিস্তারিত দেখে নেবেন।

একটা পর্যায়ে যখন তারা পানি নিয়ে আসে তখন তার শালিকা এবং নতুন ঘরজামাই খরচটা নিয়ে টানাটানি শুরু করে দেয় এবং নতুন ঘরজামাইয়ের হাত থেকে কলেজটা পড়ে ভেঙে যায় এবং তারপর চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়।

IMG_20230128_135751.jpg

  • নাটকের মধ্যে থেকে স্ক্রিনশট নেওয়া

এদিকে একটা সময় নতুন ঘরজামাই বাজার করতে গিয়েছিল বাজারে বাজার করে নিয়ে আসার সময় এসে দেখতে পায় তার শালিকা একটা ছেলের সাথে বসে কথা বলতেছে।

ঘর জামাই ওই ছেলেটাকে ডেকে নিয়ে এসে তার বউদের পরিবারের ঐতিহ্যের কথা বলে তখন ছেলেটা কিছুতেই রাজি হয় না বিয়ে করার জন্য এবং ছেলেটা ওখান থেকে চলে যায়।

IMG_20230128_135808.jpg

  • নাটকের মধ্যে থেকে স্ক্রিনশট নেওয়া

এরপরে জামাই বাহির থেকে খালি গলায় গান গাইতে গাইতে আসতে থাকে হঠাৎ করে দেখতে পায় একজন উঠনের মধ্যে কাপড় রোদে দিচ্ছে সে তার বউ ভেবে তার শাশুড়িকে জড়িয়ে ধরে এমন ইন্টারেস্টিং ঘটনা ঘটে যায় যার ফলে তার বউদের সাথে ঝগড়া শুরু করে দেয়।

IMG_20230128_135826.jpg

  • নাটকের মধ্যে থেকে স্ক্রিনশট নেওয়া

তাদের সংসারটা বেশ ভালই চলছিল তবে হ্যাঁ নতুন ঘরজামির একটা বদ অভ্যাস ছিল সেই বাকি খেতো সে বিয়ে করে আসার কয়েক দিন পরেই তার শ্বশুরবাড়িতে কিছু দোকানদার চলে আসে যাদের কাছ থেকে সে প্রতিনিয়ত বাকি খাওয়া শুরু করে তারা তার শ্বশুরের কাছ থেকে তাদের বাকি টাকাটা আদায় করে নিয়ে যায়।

এটা নিয়ে তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয় আবার একটা সময় মিটেও যায়।

IMG_20230128_135855.jpg

  • নাটকের মধ্যে থেকে স্ক্রিনশট নেওয়া

মেয়েটা খুবই আপসেট হয়ে পড়ে এবং চিন্তা করতে থাকে সে নোয়াখালীর ছেলেকে বিয়ে করবে ঘরজামাই হিসেবে গ্রহণ করে কোন ভুল করেছে কিনা আর মেয়েটার আরেকটা অভ্যাস ছিল সে কথায় কথায় নোয়াখাইল্লা বলে ছেলেটাকে অনেকটা বাজে ভাবে কথা বলতো সেই বারান্দায় বসে বসে বিষয়টা ভাবতেছিল তখন তার মা এসে তাকে বলে , কিছু বুঝে না শুনে একটা ছেলেকে বিয়ে করে নিয়ে এসেছিস এখন তার অভ্যাসের পরিবর্তন করতে হলে তাকে তো একটু সময় দিতেই হবে

IMG_20230128_135919.jpg

  • নাটকের মধ্যে থেকে স্ক্রিনশট নেওয়া

ঘর জামাই আবারো বাজারে চলে যায় বাজার থেকে আসার পথে সে দেখতে পায় তার শালিকে এবং তার প্রেমিক একটা মাঠে বসে কথা বলতেছেন তখন ঘর জামাই তার শালিকে কে ডাকবে সাথে সাথে এই ছেলেটা দৌড়ে এসে ঘরজামাই এর কাছে তার বিয়ের প্রস্তাব দেয় সে বলে যে দুলাভাইয়ের কথা সে রাজি আছে সে ঘরজামাই থাকবে তখন ঘর জামাই তার বিশেষ ঐতিহ্যের কথা বলা সেটা হচ্ছে বাকি খাওয়া যেটা কিনা করতে রাজি হয় না কিন্তু ঘর জামাই বুঝিয়ে সুজিয়ে তাকে রাজি করিয়ে নেয়।

IMG_20230128_135933.jpg

  • নাটকের মধ্যে থেকে স্ক্রিনশট নেওয়া

মেয়েটা ঘরের মধ্যে আয়নার সামনে বসে বসে ভাবতেছে হঠাৎ করেই ঘরজামাই ঘরের ভেতরে ঢুকে গেলাম এবং মেয়েটাকে বলল চোখ বন্ধ করার জন্য তার জন্য উপহার নিয়ে এসেছে মেয়েটা চোখ বন্ধ করে এবং ঘরজামাই তার হাতে দুটি চুরি পরিয়ে দেয় কিন্তু চুরিগুলো তার হাতের মাপের চেয়ে অনেক বড় যার কারণে তাদের মধ্যে আবারো ঝগড়া সৃষ্টি হয়।

IMG_20230128_135951.jpg

  • নাটকের মধ্যে থেকে স্ক্রিনশট নেওয়া

মেয়েটা ঘর জামাই নোয়াখাইল্লা বলে যা তা বাজে কথা বলে যার ফলে ঘরজামের মনে অনেক কষ্ট হয় সে বাড়ি থেকে বের হয়েই নিরিবিলি একটা জায়গায় বসে থাকে এবং সেভাবে তার দোষ কেন ঘর জামাই হিসেবে এখানে এসেছে তারপরে মেয়েটা তার ভুল বুঝতে পারে এবং তার স্বামীর সাথে গিয়ে সম্পূর্ণ বিষয়ে আলোচনা করে নিজেদের ঝগড়া মিটিয়ে নিতে চায়।

IMG_20230128_140006.jpg

  • নাটকের মধ্যে থেকে স্ক্রিনশট নেওয়া

তবে ঘর জামাই মোটেও রাজি হয় না সে বলে সেখান থেকে চলে যাবে সে আর এখানে থাকতে চায়না এবং পরদিন সকালে সে তার লাগিস নিয়ে ঘর থেকে বের হয়।

ঘর থেকে বের হওয়ার সাথে সাথেই ঘর জামাই এর মা ওখানে একটা গাড়ি নিয়ে উপস্থিত হয় এবং দেখতে পায় বউ ছেলে অভিমান সাথে সাথেই ঘরজামের মা তাকে বলে ওঠে,

IMG_20230128_140018.jpg

  • নাটকের মধ্যে থেকে স্ক্রিনশট নেওয়া

" ইরে শামসুদ্দি তুই ইয়ানে খাড়াই রইছত কিল্লাই আই তোর মা সাফিয়া বেগম,

এবং তার বউ তার ভুল বুঝতে পারে বউ তার ভুল বুঝতে স্বামীর সাথে নোয়াখালীতে আসার সিদ্ধান্ত নেয় এবং তারা অবশেষে নোয়াখালীতে চলে আসে সুন্দর একটা জীবন যাপন শুরু করে।

       # আমার মন্তব্য

নাটকটা দেখে আমি যতটুকু বুঝতে পেরেছি নাটকের মধ্যে ভালোবাসা ছিল ঝগড়া ছিল অভিমান ছিল আবার নোয়াখালীর মানুষদের ঘৃণা করার একটা কথা উল্লেখ করা হয়েছিল আবার সেই ঘৃণা থেকেই নতুন করে ভালবাসার জন্ম হয়েছিল।

এক কথায় বলতে গেলে আমার নাটকটা দেখে অনেক ভালো লেগেছে, আমি আমার পোষ্টের মধ্যেই নাটকের লিংকটা দিয়ে দেবো আপনারা চাইলে নাটকটা দেখে নিতে পারেন।

আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মত এখানেই বিদায় নিলাম আবারো নতুন কোন নাটক কিংবা মুভি রিভিউ নিয়ে হাজির হয়ে যাব বরাবরের মতো আপনাদের সামনে সে পর্যন্ত আল্লাহাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।"

In the name of Allah, the Most Gracious, the Most Merciful.
Assalamu Alaikum, greetings, my dear brothers and sisters, how are you all? I hope that by the grace of Allah Almighty, you are all doing well. I am also doing well, thanks to your prayers and the grace of Allah Almighty. Alhamdulillah, I am doing well.

Today, as always, I am back with a review of another new drama.

The play I will review today is called Noakhali's Son-in-Law.

   *নোয়াখালীর ঘরজামাই(২০২২)

Noakhali's Gharjamai Drama:-(Review Presentation)

* নাটক সম্পর্কিত কিছু তথ্য

Written and directed by:- Mohammad Kaikobad
Assistant Director:- Piyal Tanjib

নাটকের মধ্যে অভিনয় করেছেন

Jamil Hossain, Farzana Ahsan Mihi, Kazi Ujjal, Reshma, Sathi, Sabina, Debon, Supta, Nannu, Alam,

Duration: -44 minutes 47 seconds

  • Genre of the play:
    emotional, entertainment, happiness

    • নাটকের কাহিনী
      We see it at the beginning of the play, that a new bride, her parents, and her younger sister are eagerly waiting for her son-in-law. When the son-in-law is a little late in arriving, they get very nervous and start wondering why their son-in-law is taking so long. After a while, the son-in-law arrives.

And start a conversation with them.

IMG_20230128_135735.jpg

Taking screenshots from within the drama
Anyway, the Tora family welcomed their new son-in-law with great joy. The next morning, his mother-in-law sent him to fetch water from the pond with a clay pitcher.

While fetching water, he started laughing and joking with his sister-in-law in various ways. I will provide you with the link to the play so you can check out the details.

At one point, when they brought water, her sister-in-law and her new son-in-law started arguing about the cost, and the college fell apart at the hands of the new son-in-law, and then they started screaming and shouting.

IMG_20230128_135751.jpg

Taking screenshots from within the drama
Meanwhile, one day, the new son-in-law went to the market to buy groceries. When he returned home, he saw his sister-in-law sitting and talking to a boy.

When the son-in-law called the boy and told him about his wife's family traditions, the boy refused to marry her and left.

IMG_20230128_135808.jpg

Taking screenshots from within the drama
Then the son-in-law came out from outside singing in a bare voice. Suddenly, he saw a man hanging clothes in the sun in the yard. He thought she was his wife and hugged his mother-in-law. An interesting incident occurred, which led to a fight with his wife.

IMG_20230128_135826.jpg

Taking screenshots from within the drama
Their family was doing quite well, but yes, the new housemate had a bad habit of eating leftovers. A few days after he got married, some shopkeepers came to his in-laws' house, from whom he started eating leftovers constantly. They collected their leftover money from his in-laws.

This led to arguments between the husband and wife, but they eventually reconciled.

IMG_20230128_135855.jpg

Taking screenshots from within the drama
The girl became very upset and started thinking whether she had made a mistake by marrying a boy from Noakhali as her son-in-law. The girl had another habit, she used to call the boy Noakhali in a very rude manner. She was sitting on the veranda and thinking about it when her mother came and said to her, "You have married a boy without understanding anything. Now, if you want to change your habit, you will have to give him some time."

IMG_20230128_135919.jpg

Taking screenshots from within the drama
The son-in-law goes to the market again. On the way back from the market, he sees his sister-in-law and her lover sitting in a field talking. Then the son-in-law asks who will call his sister-in-law. Immediately, this boy runs up and proposes marriage to the son-in-law. He says that he agrees to the brother-in-law's words and that he will be the son-in-law. Then the son-in-law talks about his special tradition, which is eating leftovers, which he does not agree to do, but the son-in-law convinces him.

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81TL1LKV5Vf41Vh7tYYwFhFbtMmeLB8LBTejSDriu5bUYMyRYdXxCKhJ7K3XjSn8GQQJW7SQyAVt39cs1EiVFB7qWPd1Z8.jpeg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81LsbAB9oYt4XB3qXzPRn4uJkUQPVw3ib7mgwqzGmQvsgQ4ZZQCZ8ZiNxB8kk1H5csGmwkRMyvRT4sL6Zq3ZkzhmE9QuuQ.jpeg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81SnzDx1vNurbaE2YyzpuuCee6xinC5LE368FDso5U4wgjB7MzKHTByFUSiBkSP11uwy8JQTyogPfHQb4HwrzNc3dXhHVp.jpeg

IMG_20230128_135933.jpg

Taking screenshots from within the drama
The girl was sitting in front of the mirror in the room, thinking. Suddenly, the son-in-law entered the room and told the girl that he had brought her a gift to close her eyes. The girl closed her eyes and the son-in-law put two bracelets on her hands, but the bracelets were much larger than her hands, which caused another fight between them.

IMG_20230128_135951.jpg

Taking screenshots from within the drama
The girl says bad things to her son-in-law, Noakhilla, which causes a lot of pain to the husband. He leaves the house and sits in a quiet place, wondering why it is his fault that he came here as a son-in-law. Then the girl realizes her mistake and wants to go and discuss the whole matter with her husband and settle their quarrel.

IMG_20230128_140006.jpg

Taking screenshots from within the drama
However, the housemate does not agree at all, saying that he will leave, that he does not want to live here anymore, and the next morning he leaves the house with his luggage.

As soon as he left the house, the son-in-law's mother arrived there in a car and saw the wife and son in law. Immediately, the son-in-law's mother said to him,

IMG_20230128_140018.jpg

Taking screenshots from within the drama
"Hey Shamsuddi, you were standing there, your mother Safia Begum, I am here."
And his wife realizes her mistake. The wife decides to come to Noakhali with her husband to realize her mistake and they finally move to Noakhali and start living a beautiful life.

   # আমার মন্তব্য

As far as I understood from watching the play, there was love, there was quarrel, there was pride, and there was also a mention of hating the people of Noakhali, and from that hatred, a new love was born.

In short, I really enjoyed watching the play. I will provide the link to the play in my post so you can watch the play if you want.

"I bid you all good and healthy until today. I will be back with a new drama or movie review as usual. Until then, may Allah have mercy on you."

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!