তারপর ফাং সাউছিকে দিয়ে মুভি দেখতে আসে সাথে ডাক্তার ও চাই আসে আর মুভিটা এমনিশিয়া রোগে আক্রান্ত একটা মেয়ের ভালোবাসার গল্প ছিল যেটা দেখে তারা সবাই অনেক ইমোশনাল হয়ে যায় এরপর ফাং চাই কে বলে আমি সাউছির জন্য একটা ভিডিও বানাবো আমি যে ওকে কতটা ভালবাসি সাউছি সেটা সেই ভিডিও দেখলেই বুঝতে পারবে আমার যখন স্মৃতি হারিয়ে যাবে তখন আপনি সাউছি কে সেই ভিডিওটা দেখাবেন যাতে আমি ওকে চিনতে পারিনা বলে ও অভিমান করে আমার থেকে দূরে সরে না যায়। এরপর ফাং সাউছিকে বলে তুমি যখন কাউকে সত্যিই ভালবাসবে তখন যাই হয়ে যাক না কেন তোমাকে তার সাথে থাকতে হবে।
এটা শুনে সাউছি বাহিরে চলে আসে ফাং তখন তার কাছে আসে আর তাকে জড়িয়ে ধরে বলে আমি যদি তোমাকে ভুলে যাই তাহলে প্রথম দেখাতে আবারও তোমার প্রেমে পড়বো সাউছি তখন এই কথাগুলো শুনে কান্না করতে থাকে। কারণ ও তো বুঝে গিয়েছে ও আর বেশি দিন বাঁচবে না এরপর সাউছি ফাং কে বলে আমি তোমার মেমোরি ব্যাংক দেখতে চাই আর ফাং সাউছি কে পারমিশন দিয়ে দেয় তো পরের দিন ডাক্তার সাউছি কে মেমোরি ব্যাংক এর কাছে নিয়ে আসে সাউছি মেমোরি ব্যাংকে থাকার সমস্ত মেমোরি ডিলিট করতেই যাবে
এমন সময় ডাক্তার বলে ফাং এর সৎ মা অফিসে এসেছে আর তিনি ফাং এর রুম থেকে সমস্ত জিনিস লাই এর রুমে নিয়ে যাচ্ছে এটা শুনে সাউছি সেখানে চলে আসে এসে দেখে ফাং এর সৎ মা ফাং এর টেবিল লাই এর রুমে নিয়ে যেতে চাচ্ছে তখন সাউছি তাদেরকে আটকানোর চেষ্টা করে।ফাং বলে নিতে দাও এটা একটা টেবিল মাত্র। টেবিল নেওয়ার সময় ফাং এর টেমপ্লেটটি পড়ে যায় সাউছি সেটা তুলতে গেলে ফাং এর সৎ মা সেটার উপর পা দিয়ে দাঁড়িয়ে থাকে । আর সাউছি কে অনেক কথা শোনাতে থাকে তখন ফাং এসে সাউছি কে তুলে আর তার স্বপ্নকে অনেক অপমান করে।
Then Fang takes Sauchi to watch a movie with the doctor and Chai and the movie was about a girl with amnesia and they all got very emotional after watching it. Then Fang Chai says I will make a video for Sauchi. Sauchi will understand how much I love her when she sees that video. When I lose my memory, you should show Sauchi that video so that she doesn't get angry and say I don't recognize her and move away from me. Then Fang tells Sauchi that when you really love someone, no matter what happens, you have to be with them.
Hearing this, Sauchi comes out. Fang comes to her and hugs her and says if I forget you, I will fall in love with you again at first sight. Sauchi starts crying after hearing these words. Because he understood that he will not live much longer, then Sauci tells Fang that he wants to see your memory bank and Fang gives Sauci permission, so the next day the doctor brings Sauci to the memory bank. Sauci is going to delete all the memories in the memory bank.
At that time, the doctor says that Fang's stepmother has come to the office and she is taking all the things from Fang's room to Lai's room. Sauci comes there and sees Fang's stepmother trying to take Fang's table to Lai's room, then Sauci tries to stop them. Fang says let me take it, it's just a table. While taking the table, Fang's template falls and Sauci goes to pick it up, but Fang's stepmother steps on it. And Sauci keeps telling him a lot, then Fang comes and picks up Sauci and insults his dream a lot.
এরমধ্যে সেখানে লাই চলে আসে তখন ফাং লাই কে সাইডে আনে এই ব্যাপারে কথা বলার জন্য। কিন্তু তারা আসলে এই ব্যাপারে কথা বলে না। বরং ফাং লাই কে জিজ্ঞেস করে এমন কি করলে আমি আমি না থাকা সত্ত্বেও সাউছি খুশি থাকবে। তখন লাই বলে তুমি যখন ওর পাশে থাকো ও তখন সবচেয়ে বেশি খুশি থাকে আর এই জিনিসটা যখন আমি বুঝতে পেরেছি তখনই তোমাদের দুজনের মাঝখান থেকে সরে গিয়েছি।
এরপর ফাং লাই কে বলে হান ডাকার জন্য ও তোমাকে অফিসের সব কিছু বুঝিয়ে দেবে।লাই তখন বলে অফিসের ব্যাপারে চিন্তা করো না আগে তুমি সুস্থ হও সবকিছু ঠিক হয়ে যাবে এরপর লাই হান কে ডাকতে আসে তখন সে সাউছি কে মেমোরি ব্যাংকের সামনে দেখে আসলে সাউছি তখন মেমোরি ডিলিট করতে পারেনি তাই এখন আবার এসেছে কিন্তু এবার তো তার কাছে পারমিশন কার্ড নেই। তাই সে মেমোরি ব্যাংকের দরজা খুলতে পারছে না। তখন সে লক্ষ্য করে লাই এর কাছে পারমিশন কার্ড রয়েছে।
তাই সে লাই এর কাছে সাহায্য চায়। কিন্তু লাই বলে ভাইয়ের পারমিশন ছাড়া এটা করা যাবে না।সে কারণে সাউছি নিজের পাওয়ার ইউজ করে দরজা খোলার ট্রাই করে। কিন্তু এখন যেহেতু সে অনেক দুর্বল তাই তার পাওয়ার চলে গিয়েছে। তাই দরজাটা খুলেই না বরঞ্চ সে মাথায় আঘাত পায় লাই তখন দেখতে পায় সাউছির কপাল থেকে নীল রক্ত বের হচ্ছে।লাই বুঝতে পারে সাউছি একজন এলিয়েন তবে তারপরেও লাই ভয় পায় না কারণ ও জানে সাউছি যাই হোক না কেন ও কারো ক্ষতি করবে না।
Meanwhile, Lai comes there and brings Fang Lai aside to talk about this. But they don't actually talk about this. Instead, she asks Fang Lai what if I do this, even though I'm not there, Sauci will be happy. Then Lai says that when you are by her side, she is the happiest and when I realized this, I moved away from the two of you.
Then Fang tells Lai to call Han and he will explain everything about the office to you. Lai then says don't worry about the office first, you will get well, everything will be fine. Then Lai comes to call Han, then he sees Sauci in front of the memory bank, Sauci could not delete the memory then, so now he has come again but this time he doesn't have the permission card. So he can't open the door of the memory bank. Then he notices that Lai has the permission card.
So he asks Lai for help. But Lai says that this cannot be done without his brother's permission. That is why Sauci tries to open the door using his power. But now that he is very weak, his power is gone. So instead of opening the door, he gets hit in the head. Lai then sees blue blood coming out of Sauci's forehead. Lai realizes that Sauci is an alien, but even then Lai is not afraid because he knows that Sauci will not harm anyone no matter what.
মাথায় আঘাত পেয়ে সাউছির অনেক কষ্ট হচ্ছিল তাই লাই তাকে হেল্প করতে রাজি হয় এরপর লাই এর সাহায্য নিয়ে সাউছি মেমোরি ডিলিট করতে থাকে। কিন্তু তার আর ফাং এর স্মৃতিগুলো দেখে সাউছি অনেক কান্না করতে থাকে। এরমধ্যে ফাং এই ব্যাপারে জেনে যায়। তাই লাই সাউছি কে এখান থেকে বের করে দেয়। যাতে ফাং সাউছি কে ভুল না বুঝে। এরমধ্যে ফাং দৌড়ে সেখানে চলে আসে তবে ততক্ষণে সমস্ত মেমোরি ডিলিট হয়ে গিয়েছে। সে লাই এর সাথে অনেক রাগারাগি করে তবে সে বুঝতে পারে এটা সাউছির কাজ তাই সে রেগে ছাই এর রেস্টুরেন্টে চলে আসে।সাউছি তখন ভয়ে লুকিয়ে পড়ে তখন ফাং তাকে কোলে করে রুমে নিয়ে আসে আর তারপর জিজ্ঞেস করে সে এমনটা কেন করেছে।
সাউছি তাকে আসল সত্যিটা বলেনা শুধু বলে এছাড়া আমার আর কোন উপায় ছিল না ফাং তখন বলে এই কথার মানে কি আর সে সাউছির সঙ্গে অনেক রাগারাগি করে। একটু পর ফাং এর মাথা ঠান্ডা হলে সে সাউছি কে সরি বলে আর বলে তুমি মেমোরি ডিলিট করতে পারবে কিন্তু কখনোই তোমার প্রতি আমার অনুভূতি ডিলেট করতে পারবে না। আচ্ছা আমাকে শুধু বলো কেন তুমি ডিলিট করলে তুমি কি আমাকে ছেড়ে যেতে চাচ্ছ।
এরই মধ্যে সেখানে বিদ্যুৎ চমকানো শুরু হয়ে যায় তাই সাউছি ফাং কে তার বাসায় ফিরে যেতে বলে কিন্তু ফাং বাসায় না গিয়ে সাউছির বাসার সামনে দাঁড়িয়ে থাকে জিয়াবু তখন এটা সাউছি কে জানায় আর তারপর সাউছি জানালা দিয়ে ফাং এর দেখে তাকিয়ে থাকে আর অনেক কান্না করতে থাকে একটু পরে সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়। তখন চাই ছাতা নিয়ে এসে সাউছি কে ফাং এর কাছে যেতে। এদিকে ফাং এর এমনেসিয়া শুরু হয়ে যায়। আর আজকে সে দেখতে পায় সেদিন তার মায়ের এক্সিডেন্ট কিভাবে হয়েছিল। এরিমধ্যে সাউছি সেখানে চলে আসে আর এসে সে ফাং কে জড়িয়ে ধরে আর তখন আমরা দেখি ফাং এর সাউছির ব্যাপারে সবকিছু মনে আছে। এমনকি সাউছি যে তাকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছে সেটাও তার মনে পড়ে গেছে। আর তারপর ফাং অজ্ঞান হয়ে যায়।
Sauci was in a lot of pain after getting hit in the head, so Lai agreed to help her, then Sauci started deleting her memory with Lai's help. But Sauci started crying a lot after seeing her and Fang's memories. In the meantime, Fang found out about this. So Lai threw Sauci out of here. So that Fang wouldn't misunderstand Sauci. In the meantime, Fang ran there, but by then all the memories had been deleted. She got very angry with Lai, but she realized that it was Sauci's work, so she came to Chai's restaurant in anger. Sauci then hid in fear, then Fang brought her to the room in his arms and then asked why she did this.
Sauci didn't tell her the real truth, she just said, "I had no other choice." Fang then asked what this meant and she got very angry with Sauci. After a while, when Fang cools down, he says sorry to Sauci and says you can delete the memory but you can never delete my feelings for you. Well, just tell me why if you delete it, do you want to leave me?
In the meantime, lightning starts flashing there so Sauci tells Fang to go back to his house but Fang doesn't go home and stands in front of Sauci's house. Jiabu then tells Sauci and then Sauci looks at Fang through the window and starts crying a lot. After a while, it starts raining there. Then Chai brings an umbrella and Sauci goes to Fang. Meanwhile, Fang's amnesia starts. And today he sees how his mother's accident happened that day. In the meantime, Sauci comes there and hugs Fang and then we see that Fang remembers everything about Sauci. He even remembers that Sauci saved him from the accident. And then Fang faints.