My girlfriend ellian movie explain part 1

in blurt-188398 •  28 days ago 
IMG_20241124_184206.jpg

সাউছি সেখানে আসলে এলেন তাকে জিজ্ঞেস করে সে কে কোথা থেকে এসেছে কিন্তু সাউছি তাকে কিছুই বলেনা তখন এলেন সাউছি কে বলে তুমি যদি আমার কাছে কোন কিছু না বল আমার হাতে থাকা রিমোট দিয়ে তোমার কচ্ছপ কে মেরে ফেলবো।সাউছি দেখে এলেন জিয়াবু কে একটা কাচের বক্সে রেখে দিয়েছে।সাউছি তখন কৌশল করে এলেন এর কাছ থেকে রিমোট নিতে চায় তখন এলেন সাউছি কে ধাক্কা মারে আর নিছে পড়ে সাউছির হাত কেটে যায়। এলেন দেখতে পায় সাউছির হাত থেকে নীল রক্ত বের হচ্ছে যেটা পরবর্তীতে নীলকান্ত মনিতে পরিনত হচ্ছে।আর এর মধ্যে সেখানে ফাং চলে আসে ফাং এসে এলেন কে অনেক মারধর করে আর তাকে চাকরি থেকে বের করে দেয়। তারপর সাউছি কে বাড়ি পৌছে দেয়।

পরের দিন সাউছি ফাং এর অফিসে এসে বলে তোমার উচিত পারফিউম প্রজেক্টটা নিয়ে ভালোভাবে কাজ করা কারণ ওই প্রজেক্টে তুমি সফল হলে সবাই বুঝতে পারবে এমনেশিয়া থাকা সত্ত্বেও এই কোম্পানির সিইও হওয়ার যোগ্যতা তোমারি সবচেয়ে বেশি। আর এই আইডিয়াটা ফাং এর ও খুব ভালো লাগে এরপর থেকে দুজন প্রজেক্ট নিয়ে মন দিয়ে কাজ করতে থাকে। কাজের ফাঁকে ফাঁকে দুজনের সময় বেশ ভালোই কাটতে থাকে।কাজ শেষে বাড়ি ফেরার পথে এলেন সাউছি কে কিডন্যাপ করে তবে এলেন জিয়ান এর হয়ে কাজ করলেও জিয়ান এসব ব্যাপারে কিছুই জানতো না।

জিয়ান কে আমরা দেখি ফাং এর সাথে দেখা করতে আসে ফাং তখন জিয়ান কে তুমি খুবই একটা ভালো মেয়ে আর তুমি যথেষ্ট সুন্দরী তোমাকে এমন আচরণ একদমই মানায় না তোমার উচিত এমন একজনকে ভালোবাসা যে তোমাকে ভালবাসবে ফাং এর এসব কথায় জিয়ান এর চোখে পানি চলে আসে। এদিকে এলেন এর টাস লাগায় সাউছি ঠান্ডা জমে যেতে থাকে আর এলেন সাউছির শরীর থেকে ইনজেকশনের সাহায্যে তার রক্ত নিয়ে যেতে থাকে।

IMG_20241124_184154.jpg
IMG_20241124_184221.jpg
IMG_20241124_184236.jpg

When Sauci arrives there, Ellen asks him where he came from, but Sauci doesn't tell him anything, then Ellen tells Sauci that if you don't tell me anything, I will kill your turtle with the remote in my hand. Sauci sees that he has put Jiabu in a glass box. Sauci then tricks Ellen into taking the remote from Ellen, then Ellen pushes Sauci and cuts Sauci's hand. Ellen sees blue blood coming out of Sauci's hand, which later turns into a diamond. And in the meantime, Fang comes there, Fang beats Ellen a lot and fires him from his job. Then he takes Sauci home.

The next day, Sauci comes to Fang's office and says that you should work well on the perfume project because if you succeed in that project, everyone will understand that you are the most qualified to be the CEO of this company despite having amnesia. And Fang also liked this idea and from then on, the two started working on the project. The two spent their time quite well in between work. On the way home after work, Ellen kidnapped Sauci, but Ellen worked for Jian, but Jian did not know anything about these things.

We see Jian when Fang comes to meet Fang. Then Jian says to Fang, "You are a very good girl and you are quite beautiful. You should love someone who will love you." Fang's words bring tears to Jian's eyes. Meanwhile, Sauci starts to freeze because of Ellen's toss and Ellen starts to take her blood from Sauci's body with the help of an injection.

IMG_20241124_184251.jpg
IMG_20241124_184304.jpg
IMG_20241124_184318.jpg

অন্যদিকে সাউছি কে খুঁজে না পাওয়াতে ফাং অনেক চিন্তায় পড়ে যায় সে হান কে সাউছির মোবাইলের লোকেশন ট্র্যাক করতে বলে হান লোকেশন ট্র্যাক করে বলে সাউছি একটা পুরনো ফ্যাক্টরিতে রয়েছে আর তারপর ফাং লাই কে নিয়ে সেখানে চলে যায় লাই এসে এলেন এর সাথে ফাইট করতে থাকে আর ফাং সাউছির কাছে এসে নিজের ব্লেজার খুলে সাউছির গায়ে দেয়। আর মারামারির একপর্যায়ে এলেন লাই কে ছুরি ঢুকিয়ে দিতে নেই তখন ফাং এসে তার হাত দিয়ে চুরি ধরে আর তারপর লাই কে বলে সাউছি কে নিয়ে বাড়ি ফিরে যেতে আর সে নিজে এলেন এর সাথে ফাইট করে।

এরপর আমরা দেখি লাই সাউছির পাশে বসে আছে।আর সে সাউছি কে বলতে থাকে আমি এখন বুঝতে পেরেছি তুমি এবং ফাং একে অপরের জন্য জন্মেছো তোমরা দুজন দুজনকে অনেক ভালোবাসো তাই এখন আর আমি তোমাদের মাঝে কাঁটা হয়ে থাকবো না আমি তোমাদের দুজনের মাঝ থেকে সরে যাব।আর সে এটাও বুঝতে পারে ফাং তাকে কতটা ভালোবাসে কারণ আজকে ফাং নিজের রক্ত ঝরিয়ে তাকে বাঁচিয়েছে।

যাইহোক এরপর সাউছির জ্ঞান ফিরে আসে ফাং সাউছির অনেক যত্ন নিতে থাকে ফাং চলে যাওয়ার পর জিয়াবু বলে আমি ফাং এর থেকে তোমার নীল পাথরটি নিয়ে নেব কিন্তু সাউছি বলে ওটা নিতে গেলে ফাং এর ক্ষতি হবে তাই আমি ওটা নিতে পারবো না জিয়াবু বলে তোমার অলরেডি শক্তি চলে গেছে তুমি গ্রহে না ফিরে গেলে তুমি মারা যাবে।সাউছি তখন বলে আমি ফাং এর মেমোরি ব্যাংক ডিলিট করে দেব যাতে আমি মারা গেলে ও আমার স্মৃতি দেখে কষ্ট না পায়।জিয়াবু তখন বলে তুমি একটা পাগল মেয়ে নিজে মরতে বসেছ অথচ এখন ও কিনা ফাং কে নিয়ে পড়ে আছ। পরের দিন ঘুম থেকে উঠে সাউছি দেখে হান এবং ফাং রেস্টুরেন্টে চলে এসেছে তারপর হান ফাং ও সাউছির ছবি তোলে ফাং তখন সাউছি কে বলে এবার বৃষ্টি হওয়ার পর যদি তোমাকে ভুলে যাই এই ছবিগুলো আমাকে তোমার কথা মনে করিয়ে দেবে। তাই আমি ঠিক করেছি এখন থেকে প্রতিদিন আমরা ছবি তুলবো।

IMG_20241124_184333.jpg
IMG_20241124_184351.jpg

On the other hand, Fang gets very worried because he can't find Sauci. He asks Han to track Sauci's mobile phone location. Han tracks the location and says Sauci is in an old factory. Then Fang takes Lai and goes there. Lai comes and starts fighting with Ellen. Fang comes to Sauci and takes off his blazer and puts it on Sauci. At one point in the fight, Ellen is about to stab Lai, when Fang comes and grabs her hand and then tells Lai to take Sauci back home and he fights with Ellen.

Then we see Lai sitting next to Sauci. And he tells Sauci that I now understand that you and Fang were born for each other. You two love each other very much. So now I won't be a thorn in your side. I will move away from you. And he also understands how much Fang loves him because today Fang saved him by shedding his blood.

However, after Sauci regained consciousness, Fang started taking care of Sauci a lot. After Fang left, Jiabu said, "I will take your blue stone from Fang, but Sauci said that if I take it, it will harm Fang, so I can't take it." Jiabu said, "Your power is already gone, if you don't return to the planet, you will die." Sauci then said, "I will delete Fang's memory bank so that when I die, she won't be sad because of my memories." Jiabu said, "You are a crazy girl, you are dying yourself, but now you are falling for Fang." The next day, when Sauci woke up, Han and Fang were at the restaurant. Han took a picture of Fang and Sauci. Fang then told Sauci that if I forget you after it rains, these pictures will remind me of you. So I decided that from now on, we will take pictures every day.

  • প্রতিটা ছবি ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে!

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!