Photography of litchi flowers in our garden and

in blurt-188398 •  17 days ago 

Now mango buds, litchi flowers, everything can be kept around. Since we have litchi trees at home, I try to take care of my litchi flowers. In fact, there is currently a drought, due to which the flowers look like they have been burned by the sun. So I went to the market to buy some pesticides. Actually, I don't know which one would be better to use, so I consulted the doctor to find out. He gave me the names of several pesticides.

And he asked me to buy those medicines. Then I read the instructions on the medicine and how to use it. Then I started using it in the flowers with water. I don't know if the pesticide reaches the base of each flower, but I still try. Then I watered the base of the plant and left it with soil so that at least we get some yield. I believe that if you can take care of anything, you will definitely get a small yield, if not more.

IMG_20250314_183820_226.jpg

IMG_20250314_183820_472.jpg

IMG_20250314_183819_806.jpg

IMG_20250314_183820_423.jpg

IMG_20250314_183819_625.jpg

IMG_20250314_183819_831.jpg

IMG_20250314_183820_111.jpg

IMG_20250314_183819_656.jpg

IMG_20250314_183820_458.jpg

You must take care of something constantly, so you have to give some time to take care of that thing. Try to take some time out of your life and do something good. If you can take some time out on the first day, I believe you can take more time out on the second day. Because I try to spend some time here from my busy life and I believe if I keep trying here constantly, then I will definitely get something from here.

I have been taking care of the trees for about 5-6 days now, I don't know if everything is fine or not, but I am still trying to keep everything in order, God willing, everything will be fine and I am constantly trying to water the roots of the trees because there is no rain, which is causing a bit of a problem. It would have been better if it had rained. In fact, there are several reasons for the lack of rain. I will say that we are also at fault. We do not constantly try to protect the environment. When we cut down trees, it is not right to do this at all. Trees have an important role to play in protecting the environment, but what do we do? We cut down trees for our needs. The amount of houses that are being built makes me afraid sometimes, wondering whether we will see green trees in the future.

If you look back to 2000, you will see how much trees have been cut down so far. That is, in the last 25 years, a lot of space has become vacant. Houses are being built, then factories are being built, and some are building their own farms. Due to this, a large number of trees are being cut down. We are being driven away from greenery. Perhaps this is why this drought is not happening. If we find out the reason why it is not raining, then these problems are happening because of us.

So I request everyone, at least if you cut down one tree, try to plant two more trees. If there is a shortage of oxygen in this world, then you will never be able to survive in this world. Keep one thing in mind. The price of a bottle of oxygen is very high. But if you calculate that amount, you will not be able to imagine the amount of oxygen we consume every day. So let's cut down one tree and plant another tree. I am sharing my litchi flower photography with you. Let me know how it feels. Stay well everyone.

চার পাশে এখন আমের মুকুল লিচুর ফুল সবকিছুই রাখা যায় আমাদের বাড়িতে যেহেতু লিচু গাছ আছে তাই আমি আমার লিচু ফুল গুলোর পরিচর্যা করার চেষ্টা করি আসলে বর্তমান সময়ে অনাবৃষ্টি যার কারণে ফুল গুলো রোদের কারণে মনে হচ্ছে পুড়ে গেছে তাই বেশ কিছু কীটনাশক ঔষধ নেয়ার জন্য প্রথম অবস্থায় বাজারে গিয়েছিলাম আসলে কোন ওষুধ ব্যবহার করলে ভালো হবে এটা আমি জানি না তাই এটা জানার জন্য ডাক্তারের সাথে পরামর্শ করেছিলাম উনি আমাকে বেশ কিছু কীটনাশক ওষুধের নাম দিয়েছিলেন।

IMG_20250314_183820_458.jpg

IMG_20250314_183819_656.jpg

IMG_20250314_183819_625.jpg

IMG_20250314_183820_472.jpg

IMG_20250314_183819_831.jpg

IMG_20250314_183819_806.jpg

IMG_20250314_183820_423.jpg

IMG_20250314_183820_111.jpg

IMG_20250314_183820_226.jpg

এবং সেই ঔষধ গুলো আমাকে কিনে আনতে বলেছিলেন তারপর আমি কি নিয়ে ওষুধের গায়ে লেখা পড়ে নিয়েছিলাম কিভাবে ব্যবহার করতে হবে এরপরে পানি দিয়ে ফুলের মধ্যে ব্যবহার করা শুরু করলাম জানিনা প্রতিটা ফুলের গোড়ায় কীটনাশকের ঔষধ পৌঁছায় কিনা কিন্তু তারপরেও চেষ্টা করি এরপর গাছের গোড়ায় পানি দিয়েছি মাটি দিয়ে রেখে দিয়েছি যাতে করে অন্ততপক্ষে কিছু ফলন আমরা পাই। আমি এটা বিশ্বাস করি যে কোন জিনিস আপনি যদি পরিচর্যা করতে পারেন তার থেকে বেশি না হলেও অল্প পরিমাণে ফলন আপনি অবশ্যই পাবেন।

প্রতিনিয়ত একটা জিনিসের পরিচর্যা আপনাকে অবশ্যই করতে হবে তাই সেই জিনিসের খেয়াল রাখার জন্য আপনাকে বেশ কিছু সময় দিতে হবে নিজের জীবন থেকে কিছুটা সময় বের করে চেষ্টা করবেন ভালো কিছু করার আপনি যদি প্রথম দিন একটু সময় বের করতে পারেন দ্বিতীয় দিন আরো বেশি সময় বের করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। কারণ আমি আমার জীবনের ব্যস্ত সময় থেকে কিছুটা সময় এখানে ব্যয় করার চেষ্টা করি আর আমি বিশ্বাস করি আমি যদি এখানে প্রতিনিয়ত চেষ্টা করতে থাকি অবশ্যই আমি এখান থেকে কিছু না কিছু তো অবশ্যই পাবো।

মোটামুটি গাছের পরিচর্যা আজকে প্রায় ৫-৬ দিন যাবত করছি জানিনা সব কিছু ঠিকঠাক আছে কিনা তারপরেও সবকিছু ঠিক রাখার চেষ্টা অব্যাহত রয়েছে ইনশাল্লাহ অবশ্যই সবকিছু ঠিক হবে এবং প্রতিনিয়ত চেষ্টা করছি গাছের গোড়ায় পানি দেয়ার জন্য কারণ বৃষ্টি নেই যার কারণে একটু সমস্যা হচ্ছে বৃষ্টি হলে ভালো হতো আসলে বৃষ্টি না হওয়ার কারণগুলোর মধ্যে অন্যতম বেশ কয়েকটা কারণ রয়েছে এখানে আমি বলব আমাদেরও দোষ আছে। পরিবেশ রক্ষা করার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করি না আমরা যখন তখন গাছ কেটে ফেলি এটা করা মোটেও ঠিক না আপনার আমার পরিবেশ রক্ষার জন্য গাছের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কিন্তু আমরা কি করি আমাদের প্রয়োজনে গাছ কেটে ফেলি যে পরিমাণে বাড়িঘর তৈরি হচ্ছে ভবিষ্যতে সবুজ গাছপালা দেখা যাবে কিনা এটা ভেবেই মাঝে মাঝে ভয় পাচ্ছি।

২০০০ সালের দিকে আপনারা একটু যদি তাকাই তাহলে দেখতে পাবেন কি পরিমানে গাছপালা এ পর্যন্ত কাটা হয়েছে মানে বিগত ২৫ বছরে মোটামুটি অনেক জায়গা ফাঁকা হয়ে গেছে বাড়ি তৈরি হচ্ছে তারপরে কারখানা তৈরি হচ্ছে কেউ আবার নিজেদের ফার্ম তৈরি করছে যার কারণে কিন্তু প্রচুর পরিমাণে গাছপালা কাটা হচ্ছে সবুজ থেকে আমরা বিতাড়িত হচ্ছি যার কারণে হয়তোবা এই অনাবৃষ্টি দেখা দিচ্ছে না কেন বৃষ্টি হচ্ছে না এর কারণটা যদি আমরা খুঁজে বের করি তাহলে আমাদের নিজেদের কারণেই কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে।

তাই আমি সবাইকেই অনুরোধ করব অন্ততপক্ষে যদি আপনি একটা গাছ কেটে ফেলেন আরো দুইটা গাছ রোপন করার চেষ্টা করবেন যদি এই পৃথিবীতে অক্সিজেনের সংকট দেখা দেয় তাহলে আমি আপনি এই পৃথিবীতে কখনোই বেঁচে থাকতে পারবো না একটা বিষয় মাথায় রাখবেন এক বোতল অক্সিজেনের দাম কিন্তু প্রচুর পরিমাণ সেই হিসাব করলে আমরা প্রতিনিয়ত কি পরিমাণে অক্সিজেন গ্রহণ করি সেটা আমি আপনি ধারণাও করতে পারব না তাই আসুন একটা গাছ কেটে ফেলার পর আরেকটা গাছ রোপন করি আমার লিচু ফুলের ফটোগ্রাফি আমি আপনাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে জানাবেন সবাই ভালো থাকুন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  17 days ago  ·  

আপনার পোস্টে উল্লেখিত লিচু গাছের মুকুল এর ফটোগ্রাফি দেখতে বেশ সুন্দর হয়েছে। নতুন বছরে প্রতিটি কাছেই মুকুল ধরে সে মুকুল থেকে আস্তে আস্তে ফল তৈরি হয়। বসন্ত মাসে এর সুন্দর সব জায়গায় সব গাছে ফুল ধরে।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Curated by abiga554

!r2cornell_curation_banner.png

Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.

Visit our Discord - Visita nuestro Discord