The person who knows how to love knows how to rule.

in blurt-188398 •  20 days ago 
20230330_222445_0000.png

গোলাপ ফুল আছে বলেই, ভালোবাসার এত দাম। ভালোবাসা আছে বলেই, শাসন করার এত মান।

আমি এমন অনেক মানুষ দেখেছি যারা কিনা ভালবাসতে জানে। কিন্তু সঠিক জায়গায় দাঁড়িয়ে কখনো শাসন করতে পারে না। আবার এমনও মানুষ দেখেছি ধমক দিয়ে শাসন করতে পারে। কিন্তু শাসন করার পরে ভালবেসে বুকে টেনে নিতে পারেনা।

হ্যাঁ বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই। আমি আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারা সবাই ভাল আছেন।

যে ভালবাসতে জানে একমাত্র তারই শাসন করার অধিকার আছে

office-4249395_1280.jpg

ছবির উৎস কপিরাইট মুক্ত

আমাদের মায়ের ভালোবাসা আমরা সবাই পাই। আমরা সবাই আমাদের মাকে ভালোবাসি। ছোটবেলার কথা অবশ্যই সবার মনে আছে। একজন মা আমাদেরকে শাসন করে। কারণ তিনি আমাদেরকে অনেক বেশি ভালোবাসে।

তার কাছ থেকে শাসন পেলে, নিজেকে অনেক ধন্য মনে হয়। যে মানুষটা আমাদেরকে কোন স্বার্থ ছাড়াই অতিরিক্ত ভালোবাসে। ছোটবেলার একটা কথা আমার এখনো মনে আছে। যখন বিকেল বেলায় স্কুল থেকে এসে খেলতে যেতাম। সন্ধ্যায় ঘরে আসলে মা বলতো, আজকে তোর ঘরে জায়গা নেই।

সারা বিকেল যেখানে ছিলি সেখানেই থাক। কিন্তু সন্ধ্যাটা যখন একটু গড়িয়ে পড়তো। তখনই মা পাগলের মত আবার খুঁজতে থাকতো, আমি কোথায় আছি। আমি কেন এখনো ঘরে আসেনি।

mother-429158_1280.jpg

ছবির

মায়ের শাসন ভালোবাসার কারণেই হয়। মা বলতো তোকে আজকে ভাত দেবো না। কিন্তু যখন এক বেলা না খেয়ে এদিক ওদিক ছোটাছুটি করতাম। পরের বেলায় মা নিজেই পাগল হয়ে যেত ভাত খাওয়ার জন্য।

কেউ যদি আপনাকে ভালোবেসে শাসন করে। সেটাকে সাদরে গ্রহণ করুন। কারন তার শাসনের মধ্যে আপনার কিছু শিক্ষা আছে। তিনি আপনাকে শাসন করছে আপনার ভালোর জন্য।

আমার ছেলে সবেমাত্র প্রথম শ্রেণীতে পড়ে। মাদ্রাসায় ভর্তি করানোর পরে আমি তেমন একটা মাদ্রাসায় যেতাম না। যেহেতু আমার শাশুড়ি ছেলের সমস্ত কিছু খোঁজ খবর রাখতো। একদিন হঠাৎ করেই অসুস্থ থাকার কারণে বাজারে গেলাম, ডাক্তারের কাছে।

boys-286245_1280.jpg

ছবির উৎস কপিরাইট মুক্ত

ছেলে মাদ্রাসায় ছিল, কোন কিছু না ভেবে ছেলের জন্য দুইটা সিঙ্গারা কিনে নিলাম। এবং মাদ্রাসার ভেতরে গিয়ে ছেলেকে দিলাম। এরপরে ভাবলাম বড় হুজুরের সাথে একটু কথা বলি, দেখি ছেলের পড়াশোনার খোঁজ খবর একটু নেই।

মাদ্রাসার ভেতরে ঢোকার পরে হুজুরের সাথে কথা বলা শুরু করলাম। এবং ছেলের বিষয়ে খোঁজ-খবর নেয়া শুরু করলাম। হুজুরকে জিজ্ঞেস করলাম ছেলের পড়াশোনা কেমন চলছে। হুজুর বলল মোটামুটি ভালো তবে বেশি ভালো না।

আমি হুজুরকে বিষয়টা ভেঙ্গে বলার জন্য অনুরোধ করলাম। তখন হুজুর বলল আপনার ছেলে পড়াশোনায় মোটামুটি ভালো। কিন্তু একটু বেশি দুষ্টামি করে। এ বিষয়টা নিয়ে আমরা ওকে টুকটাক শাসন করি।

তখন আমি হুজুর কে বলেছিলাম, হুজুর যখনই ও দুষ্টামি করবে। আপনারা অবশ্যই ওকে মারবেন। এরপরে হুজুর আমাকে ডেকে বলল আমরা অবশ্যই শাসন করব, কিন্তু তাকে আদর ও করবো।

school-1782427_1280.jpg

ছবির উৎস কপিরাইট মুক্ত

হুজুর আমাকে বলল, "যে ভালবাসতে জানে একমাত্র সেই সুন্দর করে শাসন করতে জানে"। আমরা আপনার ছেলেকে আমাদের মত করেই বড় করব। এটা আমাদের দায়িত্ব, হুজুরের কথা শুনে আমার মনটা শান্ত হয়ে গেল।

হুজুরের এই কথাগুলো থেকে আমি বুঝতে পারলাম। একমাত্র তারই অধিকার আছে শাসন করার, যে মন থেকে ভালবাসতে জানে।

এই ঘটনা থেকে আমি উপলব্ধি করতে পারলাম। ছেলে মেয়েকে শাসন করবেন তবে অতিরিক্ত নয়। অবশ্যই তারা দুষ্টুমি করবে, এতে করে অতিরিক্ত শাসন করতে গেলে তাদের মানসিক সমস্যা হতে পারে। অবশ্যই শাসন করবেন সেটা একটা পর্যায় পর্যন্ত, অতিরিক্ত করা যাবে না।

ভালোবাসার শাসন নিয়ে অনেক কথাই বলে ফেললাম। যদি আমার কথায় কোন ভুল হয়ে থাকে। তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আজ আর লিখছি না, এ পর্যন্তই থাক। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করছি।

@rubina203

Because there are roses , love is so precious. Because there is love, there is so much value in governing.
I have seen many people who know how to love. But they can never stand in the right place and discipline. I have also seen people who can discipline by scolding. But after disciplining, they cannot pull them into their hearts with love.

Yes friends, how are you all? I am fine, Alhamdulillah, thanks to your prayers and the infinite mercy of Allah. I hope you are all well.

Only he who knows how to love has the right to rule.
office-4249395_1280.jpg
Image source is copyright free.

We all get our mother's love. We all love our mother. Everyone must remember their childhood. A mother disciplines us. Because she loves us very much.

When I receive discipline from him, I feel very blessed. The person who loves us unconditionally. I still remember something from my childhood. When I would come home from school in the afternoon and go play. When I came home in the evening, my mother would say, there is no room for you in the house today.

Stay where you were all afternoon. But when the evening rolled around a little. That's when mom would start looking for me like crazy again, where am I? Why haven't I come home yet?

mother-429158_1280.jpg
Photo

Mother's discipline is based on love. Mother would say, "I won't give you rice today." But when I ran around without eating for a meal, the next day, mother herself would go crazy for rice.

If someone disciplines you out of love, accept it with gratitude. Because there is something you can learn from his discipline. He is disciplining you for your own good.

My son is just in first grade. After he was admitted to the madrasa, I didn't go to the madrasa much. Since my mother-in-law used to keep track of everything about my son. One day, I suddenly fell ill and went to the market to see the doctor.

boys-286245_1280.jpg
Image source is copyright free.

My son was in a madrasa, so without thinking anything, I bought two singaras for my son. I went inside the madrasa and gave them to my son. Then I thought I would talk to the elder brother, but I saw that there was no news about my son's studies.

After entering the madrasa, I started talking to Huzoor. And I started asking about my son. I asked Huzoor how his son's studies were going. Huzoor said that he was doing fairly well but not very well.

I requested Huzoor to explain the matter. Then Huzoor said that your son is fairly good at studies. But he is a little mischievous. We discipline him a little bit about this.

Then I told Huzoor, whenever Huzoor misbehaves, you will definitely beat him. Then Huzoor called me and said, "We will definitely discipline him, but we will also love him."

school-1782427_1280.jpg
Image source is copyright free.

Huzoor told me, "Only the one who knows how to love knows how to discipline beautifully." We will raise your son the way we did. It is our responsibility, my heart became calm after hearing Huzoor's words.

From these words of the Master, I understood that only he who knows how to love from the heart has the right to rule.

I realized from this incident. You should discipline your children, but not excessively. Of course they will misbehave, and if you discipline them excessively, they may have mental problems. Of course, you should discipline them to a certain extent, but you cannot do it excessively.
I have said a lot about the rule of love. If there is any mistake in my words, then you will definitely look upon my apology with a positive eye.

I won't write anymore today, that's all for now. I wish everyone to be well and healthy.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!