Jamrul Phuler Photography

in blurt-188398 •  4 days ago 
বিসমিল্লাহির রাহমানির রাহিম
  • আসসালামু আলাইকুম/ আদাব, কি অবস্থা সবার কেমন আছেন।আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।

  • আজকে আমি আপনাদের সাথে কিছু ফটোগ্রাফি শেয়ার করব। জামরুল ফুলের ফটোগ্রাফি। অবশ্যই ফুল গুলো আপনাদের চেনা পরিচিত। কিন্তু তারপরও কেমন জানি ফুলগুলো দেখে অন্যরকম এক ভালো লাগে কাজ করছিল তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।

জামরুল ফুলের ফটোগ্রাফি

IMG_20230211_131836_321.jpg
  • সকাল থেকেই ব্যস্ততার মাঝেই দিন পার করতে হচ্ছে যেহেতু সংসার আছে বাচ্চাকাচ্চা আছে।তাদের নিয়ে কাজকর্ম করতে করতেই আমাদের দিনটা পার হয়ে যায়। তারপর গোসল করলাম খাওয়া-দাওয়া করলাম। এরপর সবাই মিলে একটু আড্ডা দেওয়ার কথা চিন্তা করলাম।
IMG_20230211_131841_731.jpg
IMG_20230211_131839_096.jpg
  • আড্ডা দেওয়ার কথা মাথায় আসতেই সবাই বলল যে না চলো আমরা একটু ঘুরে আসি। আমাদের বাড়ির পাশেই একটা বাগান আছে, যদিও বাগান টা পরিত্যক্ত। বাগানের ওখানে তেমন কেউ আসা-যাওয়া করেনা। কিন্তু আজকে কেমন জানি সবার ইচ্ছে করলো, ওই বাগান টা ঘুরে বেড়ানো। ওই বাগানে সব ধরনের ফল গাছ রয়েছে।

  • যেই ভাবা সেই কাজ সবাই মিলে হাঁটতে বের হলাম। তার সাথে গল্প তো রয়েছে। সবাই কেউ সেলফি তুলছে, তো আমি তেমন একটা ছবি তোলার প্রতি আগ্রহ না। বিশেষ করে সেলফি আমি তুলি না,হঠাৎ করে জামরুল গাছের দিকে তাকিয়ে দেখলাম জামরুল গাছে কত সুন্দর ফুল ফুটে আছে। তার সাথে কিছু ফুল ফুটে আছে কিছু ফুল এখনো ফোটেনি।

IMG_20230211_131846_727.jpg
IMG_20230211_131844_288.jpg
  • আমি ফুল গুলো দেখে দেরি না করেই আমার ফোনটা হাতে নিয়ে ফুলগুলোর ছবি তোলা শুরু করলাম। আমার দেখাদেখি সবাই ছবি তোলা শুরু করল। সবাই বলল আমি নাকি চুপিচুপি করে ফুলের ফটো তুলছে।

  • আমি নাকি কাউকে না জানিয়েই নিজের মতো করে নিজের ইচ্ছে নিয়েই ছবিগুলো তোলা শুরু করলাম। তারপরে সবাই ও এই ফুল গুলোর ছবি তুলে নিল। বাগানের মধ্যে এত সুন্দর ফুল ফুটে আছে দেখে বেশ ভালই লাগলো।

IMG_20230211_131852_412.jpg
IMG_20230211_131849_409.jpg
  • তারপর সবাই মিলে বাগানের মধ্যে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম। গল্প করলাম সারা দিনের ক্লান্তি যেন নিমিষেই দূর হয়ে গেল।

  • তারপর সবাই মিলে বাসায় চলে আসলাম। কিন্তু আমার জানি কেন ওই ফুলগুলোর প্রতি টান হয়ে গেল। তারপর ফোনটা বের করে ফুলগুলোকে আবারো দেখতে শুরু করলাম। আমি আসলে আমার লাইফে ফার্স্ট টাইম জামরুল ফুলের ফটোগ্রাফি তুলেছি। এবং দেখেছি, আমি আগে কখনো জামরুল ফুল দেখিনি তবে জামরুল খেয়েছি এই ফলটা অনেকটা টক।

IMG_20230211_131857_069.jpg
IMG_20230211_131854_423.jpg
  • এই জামরুল যখন মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে বানানো হয়। তখন তো আর কোন কথাই নেই।জামরুল অনেকটা রসালো হয়ে থাকে। তবে খেতে অনেক বেশি টক, এবং ভিটামিন সি সমৃদ্ধ একটা ফল।

  • তো সবগুলো ফটোগ্রাফি আমি আপনাদের সাথে শেয়ার করছি।আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন।

  • আজ না হয় এ পর্যন্তই থাক। পরবর্তী সময় নতুন কোন ফুলের ফটোগ্রাফি নিয়ে। অবশ্যই হাজির হব আপনাদের মাঝে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

In the name of Allah, the Most Gracious, the Most Merciful.
Assalamu Alaikum/Adab, how are you all? I hope that by the infinite mercy of the Almighty God, you are all doing well. I am also doing well, Alhamdulillah, by your prayers and the infinite mercy of Allah.

Today I will share some photography with you. Photography of Jamrul flowers. Of course, you know the flowers. But still, somehow, I feel a different kind of pleasure when I see the flowers, so I thought I would share it with you.

Jamrul Phuler Photography
IMG_20230211_131836_321.jpg
Device Name
Android I live Y20G
Camera triple camera 1:2.2-2 2.4 asph
Location Bangladesh 🇧🇩
Short by @rubina203
We have to spend the day busy from morning onwards as we have a family and children. Our day passes by while doing activities with them. Then we took a bath and had some food and drinks. After that, we all thought of hanging out for a while.
IMG_20230211_131841_731.jpg
IMG_20230211_131839_096.jpg
Device Name
Android I live Y20G
Camera triple camera 1:2.2-2 2.4 asph
Location Bangladesh 🇧🇩
Short by @rubina203
As soon as the idea of chatting came to mind, everyone said, "Let's go for a walk." There is a garden next to our house, although the garden is abandoned. No one comes and goes there much. But today, somehow, everyone wanted to walk around that garden. There are all kinds of fruit trees in that garden.

We all went out for a walk together, thinking that it was the right thing to do. There is a story to it. Everyone is taking selfies, so I am not that interested in taking pictures. I don't particularly take selfies, but suddenly I looked at the Jamrul tree and saw how many beautiful flowers were blooming on the Jamrul tree. Some flowers were blooming, some flowers were not blooming yet.

IMG_20230211_131846_727.jpg
IMG_20230211_131844_288.jpg
I immediately took my phone and started taking pictures of the flowers. Everyone started taking pictures of me as soon as they saw me. Everyone said that I was secretly taking pictures of the flowers.

I started taking pictures of myself without telling anyone. Then everyone took pictures of these flowers too. It was really nice to see so many beautiful flowers blooming in the garden.

IMG_20230211_131852_412.jpg
IMG_20230211_131849_409.jpg
Then we all walked around the garden for a long time. We talked and the fatigue of the whole day seemed to disappear in an instant.

Then we all went home together. But I don't know why I was drawn to those flowers. Then I took out my phone and started looking at the flowers again. I actually took a photograph of a Jamrul flower for the first time in my life. And I saw, I had never seen a Jamrul flower before, but I ate Jamrul, this fruit is very sour.

IMG_20230211_131857_069.jpg
IMG_20230211_131854_423.jpg
When this jamrul is made with chili powder and salt. Then there is nothing else to say. Jamrul is very juicy. However, it is very sour to eat, and is a fruit rich in vitamin C.

So I am sharing all the photographs with you. I hope you like them. If you like them, please let me know.

Today or not, stay here. Next time, with a new flower photography. I will definitely appear among you. Until then, may Allah protect us, Assalamu Alaikum wa Rahmatullahi wa Barakatuhu.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  4 days ago  ·  

Hi @rubina203

আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। Blurt Space কমিউনিটির পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ। আমি আশা করি আপনি খুব দ্রুত আমাদের Discord সার্ভারে জয়েন হবেন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

Join This Discord
https://discord.gg/bgeDy6ED

  ·  4 days ago  ·  

আমি আপনাদের discord সার্ভারে জয়েন আছি অনেক আগে থেকেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আবারো আমন্ত্রণ জানানোর জন্য আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন।