![]() |
---|
আমরা সবাইকঠোর পরিশ্রম করি,এই পরিশ্রম করতে করতে একটা সময় দেখা যায়, আমরা ক্লান্ত হয়ে পড়ি। মাঝে মাঝে তো আমার এমন মনে হয়। আমাকে দিয়ে আর কিছুই হবে না।
সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে হবে,এটাই হয়তো এই পৃথিবীর নিয়ম। আমরা একটু কাজ করতে গিয়ে হাঁপিয়ে উঠি।একটি বারের জন্য ও কি ভেবে দেখেছি, আমাদের মা কখনো কি ক্লান্ত হয় নি।
কই কখনো তো তার এই ক্লান্তির ছাপ পড়া মুখটা আমাদের দেখায়নি। বরং আমরা যদি বলতাম মা কিছু খেতে ইচ্ছে করছে। সাথে সাথে তা হাজির করার চেষ্টা করতো।
যখন আমি খুব ক্লান্ত হয়ে পড়ি, তখন আমার মায়ের সেই অক্লান্ত পরিশ্রমী মুখটা আমার সামনে ভেসে ওঠে! |
---|
মা তুমি আমার স্বর্গ,
মা তুমি আমার আশা
তোমার জন্য আমার এই মনে,
অফুরন্ত ভালোবাসা।
আমি জানি গো মা,
আমার সারাটা জীবন দিয়ে ও
তোমার ঋণ শোধ হবে না।
মাগো আমার অল্প পরিশ্রম,
তোমার কাছে অনেক মনে হতো
একটু কাজ করলেই,
এক গাল হাসি দিয়ে বলতে
অনেক হয়েছে, তোমাকে আর
করতে হবে না।
মা তোমার ওই দিনের কথাগুলো,
আজ আমাকে বড্ড বেশি নিজের
প্রতি স্বার্থপর বানিয়ে দিচ্ছে।
আমি এখন যখনি ক্লান্ত হয়ে পড়ি।
তোমার মুখটা চোখ বন্ধ করলেই
দেখতে পাই,আমার মনে হয়
তুমি আমাকে বল, উঠে দাঁড়িয়ে পড়,
তুই পারবি তোকে দিয়ে হবে।
মা তুমি বলতে সব সময় সৎ সাহসী হবি,
আল্লাহ ছাড়া কারো কাছে
মাথা নত করবি না,
নিজের প্রতি বিশ্বাস রাখবি।
মা আজকে সত্যিই তোমার ওই কথা গুলো আমাকে ঘুমাতে দেয় না। যখনি একটু ঘুমিয়ে পড়ি তখন'ই মনে হয়। তুমি বলছ কিরে তোর সাফল্য অর্জনের পথে কত দূর এগিয়ে যেতে পেরেছিস।
তখনই হঠাৎ করেই ঘুম ভেঙ্গে যায়, বিছানায় উঠে বসে পড়ি। আর ভাবতে থাকি আমি আজ কি কি করলাম। আর কি কি করতে হবে,আর তখনি আবারো ও নিজের স্বপ্ন পূরণ করার প্রচেষ্টায় ঝাঁপিয়ে পড়ি।
আমি আবারও নিজেকে পরিবর্তন করতে চেষ্টা করি, আবারো ও নতুন করে নিজেকে নিজের কাছে আত্মবিশ্বাসী করে গড়ে তোলার চেষ্টা করি।
মনে পড়ে মায়ের সেই ক্লান্ত ভরা মুখের কথা। সংসারের সব কাজ সম্পন্ন করে ও আমাদের দেখা শুনা। আমাদের খাওয়ানো, গোসল করানো, সব কিছু নিজেই করতেন। তাহলে আমি কেন পারবো না। আমি ও পারবো একটু চেষ্টা করলে, কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে।
একটু চেষ্টা করে দেখিই না, পারি কিনা মায়ের মত করে, সবকিছু সামলে নিতে। আর এই চেষ্টা করতে করতেই আজ আমি এতদূর।
![]() |
---|
আমি জানি আমি খুব বেশি দূর পৌছাতে পারেনি। আমার চেষ্টা প্রতিনিয়ত চলছে চলতেই থাকবে। যতক্ষণ পর্যন্ত না, আমি আমার সাফল্যের পথে পৌঁছাতে পারবো।
অনেক কথাই লিখে ফেললাম। আজ আর লিখছি না। এ পর্যন্তই থাক। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। এই কামনা করে আজকের মত এখানেই বিদায় নিলাম।
We all work hard, and at some point, we get tired. Sometimes I feel like nothing will happen to me.
Now I can't sleep anymore, I go to bed tired.
We have to adapt to the times, maybe that's the law of this world. We were panting while doing some work. For once, I wondered if our mother was ever tired.
She never showed us this tired look on her face. On the contrary, if we told her that she wanted something to eat, she would immediately try to bring it to us.
![]() |
---|
ছবির উৎস কপিরাইট মুক্ত
When I get very tired, my mother's tireless hardworking face pops up in front of me!
fantasy-1077863_1280.webp
Image source is copyright free.
Mother, you are my heaven,
mother, you are my hope , I have endless love
for you in my heart .
I know, mother, that I will never be able to repay your debt
even if I give my whole life .
Mom, my little effort
seemed like a lot to you
, but
with a smile, you said
it was a lot, you
don't have to do it anymore.
Mom, your words from that day are making
me even more selfish today .
burma-636373_1280.jpg
Image source is copyright free.
Now whenever I get tired, I can see
your face when I close my eyes
. I feel like
you're telling me to stand up,
you can do it, you'll get through it.
Mom, you said you would always be honest and brave, never bow your head
to anyone except God , and have faith in yourself.
![]() |
---|
ছবির উৎস কপিরাইট মুক্ত
Mom, those words of yours really don't let me sleep today. Whenever I fall asleep, I think of you. You're telling me how far you've come on the path to achieving your success.
Then I suddenly woke up, sat up in bed, and wondered what I had done today. What else I had to do, and then I jumped back into the effort to fulfill my dream.
align-fingers-71282_1280.jpg
Image source is copyright free.
I try to change myself again, to build myself up again and again by making myself confident in myself.
I remember my mother's tired face. She would do all the household chores and meet us. She would feed us, bathe us, do everything herself. So why can't I? I can do it too if I try a little, what harm will it do?
I'll try a little harder to see if I can handle everything like my mother. And it's because of this effort that I've come this far.
skills-3371153_1280.jpg
Image source is copyright free.
I know I haven't gotten very far. My efforts will continue and will continue until I reach my goal of success.
I have written a lot. I am not writing any more today. Until then. May everyone be well and healthy. With this wish, I bid farewell here today.