- আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম
কি অবস্থা সবার কেমন আছেন। আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।
ফটোগ্রাফি//ছাদের উপর লেবু চাষ পদ্ধতি এবং তার পরিচর্যা |
---|
- তার সাথে লেবু ফুলের ফটোগ্রাফি
Device | Name |
---|---|
Android | vivo Y20G |
Camera | triple camera 1:2.2-2 2.4 asph |
Location | Bangladesh 🇧🇩 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩 |
Short by | @rubina203 |
আসলে আমার বাড়িতে পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকা সত্ত্বেও। আমার খুব ইচ্ছে ছাদে বাগান করব আর সেজন্য আমি যেটা করি ছাদের মধ্যে ফল এবং ফুলের বাগান করি। যেটা আমার কাছে খুবই ভালো লাগে। তো কয়েকদিন আগে আমি আমার ছাদে একজন লোক দিয়ে। ইট এবং বালু সিমেন্ট দিয়ে একটা গাছ রোপন করার পাত্র তৈরি করেছিলাম। যেটার মধ্যে মাটি এবং জৈব সার ব্যবহার করে আমি লেবু গাছ রোপন করেছিলাম।
Device | Name |
---|---|
Android | vivo Y20G |
Camera | triple camera 1:2.2-2 2.4 asph |
Location | Bangladesh 🇧🇩 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩 |
Short by | @rubina203 |
আজকে আমি আপনাদেরকে সেই লেবু গাছের ফুলের ফটোগ্রাফি এবং একটা লেবু ধরেছে সেই লেবুর ফটোগ্রাফি শেয়ার করব। তার সাথে আমি শেয়ার করব আপনার কিভাবে খুব সহজে। আপনাদের ছাদে কিংবা টবে লেবু গাছ রোপন করতে পারেন সে বিষয় নিয়ে।
আপনি যদি মনে করেন। যে আপনি খুবই সীমিত জায়গায় অনেকগুলো গাছ রোপন করবেন। তাহলে কিন্তু আপনি পাত্রের মধ্যে লেবু গাছ রোপন করতে পারেন। আমি যেহেতু অনেকটা বড় জায়গা নিয়ে জাস্ট একটা লেবু গাছ রোপণ করেছে। সেজন্য আমার জায়গা অনেক বেশি হয়েছে এবং লেবু গাছ খুব তাড়াতাড়ি বড় হয়েছে, ফল দেওয়া শুরু করেছে।
Device | Name |
---|---|
Android | vivo Y20G |
Camera | triple camera 1:2.2-2 2.4 asph |
Location | Bangladesh 🇧🇩 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩 |
Short by | @rubina203 |
পাত্রে লেবু গাছ রোপন করার আগে আপনাকে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত আমরা মাটিতে গাছ রোপন করলে গাছ কিন্তু অনেক তাড়াতাড়ি বৃদ্ধি পায়। এবং ফল দেয়া শুরু করে।আপনি যখন টবের মধ্যে গাছ রোপন করবেন। তখন কিন্তু গাছ অতটা বাড়বে না।
তবে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে। সেটা হচ্ছ
আপনাকে অবশ্যই একটা ভাল জাত নির্বাচন করতে হবে। লেবুর মধ্যেও কিন্তু খারাপ জাত এবং ভালো জাত রয়েছে। আপনি ভাল জাত নির্বাচন করে টবের মধ্যে রোপন করতে পারেন।
এবার ধরুন আপনি একটা পাত্রে কিংবা ছাদের মধ্যে যে কোন একটা আকৃতি তৈরি করে। একটা লেবু গাছ রোপণ করলেন। আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেই পাত্র বা আকৃতি যেন কোনোভাবেই শুকিয়ে না যায়। প্রত্যেক দিন পর্যাপ্ত পরিমাণে পানি আপনাকে লেবু গাছের গোড়ায় দিতে হবে। যদি আপনার পাত্রের মাটি শুকিয়ে যায়। তাহলে কিন্তু আপনার লেবু গাছের পাতা ঝরা শুরু হয়ে যাবে। অবশ্যই এই জিনিসটা লক্ষ্য রাখবেন।
Device | Name |
---|---|
Android | vivo Y20G |
Camera | triple camera 1:2.2-2 2.4 asph |
Location | Bangladesh 🇧🇩 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩 |
Short by | @rubina203 |
আমরা সাধারণত জানি আমরা যখন মাটিতে লেবু গাছ রোপন করি। তখন কিন্তু মাটি থেকে পর্যাপ্ত পরিমাণে পানি শোষণ করে। এবং মাটির যেই জৈব সার রয়েছে সেটা কিন্তু গাছ শোষণ করে নিতে পারে। কিন্তু আমরা যখন ছাদের বা কোনো টবে গাছ রোপন করি। সে ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত পানি বা অতিরিক্ত পুষ্টিগুণ সম্পন্ন যে উপাদান গুলো রয়েছে সেগুলো কিন্তু গাছ, খুব সহজে শোষণ করতে পারে না। সেজন্য আপনাকে অবশ্যই লেবু গাছে যে সার ব্যবহার করা হয়। আপনি সেই সার অবশ্যই পর্যাপ্ত পরিমাণে লেবু গাছের ব্যবহার করবেন। এতে করে যেটা হবে লেবু গাছের পুষ্টি বৃদ্ধি পাবে ।এবং লেবু গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে ফলন দেয়া শুরু করবে।
আমরা কম বেশি সবাই জানি যে কোন গাছ রোপন করার পরে সে গেছে পর্যাপ্ত পরিমাণ আদ্রতার প্রয়োজন। তাই আমাদেরকে লেবু গাছটা এমন একটা জায়গায় রোপন করতে হবে।যেখানে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পাওয়া যায় যাতে করে গাছের কোন সমস্যা না হয়।
- বিশেষ নজরদারি
Device | Name |
---|---|
Android | vivo Y20G |
Camera | triple camera 1:2.2-2 2.4 asph |
Location | Bangladesh 🇧🇩 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩 |
Short by | @rubina203 |
লেবু গাছ পাত্র হোক কিংবা ছাদে কোন আকৃতি তৈরি টবে যেখানেই হোক না। কেন লেবু গাছে যখন একটা জায়গায় বাড়তে থাকে, তখন কিন্তু গাছের প্রতি খুবই অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। যার জন্য আপনাকে অবশ্যই লেবু গাছের পরিচর্যা করার, পাশাপাশি লেবু গাছের প্রতি আপনাকে বিশেষ নজরদারি রাখতে হবে। সাবধানে থাকতে হবে।
আপনি যখন টবে লেবু গাছ রোপন করবেন। তখন লেবু গাছ যখন বৃদ্ধি পাবে তখন কিন্তু লেবু গাছের গোড়ায় যে রসালো পুষ্টিকর জিনিসগুলো রয়েছে। গাছে যখন প্রসাখা বৃদ্ধি পাবে। তখন কিন্তু গাছ খুব তাড়াতাড়ি এই পুষ্টি উপাদান এর জিনিস গুলো চুষে ফেলবে। সেদিকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে।
আরেকটা বিষয় আপনার খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে টবের গাছ বেশি ঠান্ডা কিংবা বেশি কুয়াশা বেশি রোদ সহ্য করতে পারে না। এ ক্ষেত্রে গাছের খুবই ক্ষতি হয় আপনাকে অবশ্যই এমন একটা জায়গায় গাছ রোপন করতে হবে। যেখানে বেশি ঠান্ডা না আবার বেশি গরমও না।
আপনারা দেখে থাকবো হয়তো যারা মাটিতে লেবু গাছ রোপন করে। সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মাটি রয়েছে। যার থেকে লেবু গাছ খুব তাড়াতাড়ি ঠান্ডা এবং সামান্য হিম সংরক্ষণ করতে পারে। কিন্তু যখন একটা টবের লেবু গাছ রোপন করা হয়। সেক্ষেত্রে কিন্তু গাছের কোন কিছু শোষণ করার ক্ষমতা থাকে না। আপনারা তবে পর্যাপ্ত পরিমাণে মাটি রয়েছে সেখান থেকে যখন গাছ পানি শোষণ করে নিয়ে যায়। এর পরবর্তীতে কিন্তু আর কোন পনি থাকে না। অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। টবের মাটিতে পর্যাপ্ত পরিমাণে পানি রয়েছে কিনা।
Device | Name |
---|---|
Android | vivo Y20G |
Camera | triple camera 1:2.2-2 2.4 asph |
Location | Bangladesh 🇧🇩 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩 |
Short by | @rubina203 |
আপনি যদি উপরোক্ত জিনিসগুলো একটু একটু করে খেয়াল করে। আপনার গাছ রোপণ করতে পারেন পরিচর্যা করতে পারেন। তাহলে কিন্তু আপনি খুব সহজেই লেবু গাছ থেকে ফল গ্রহণ করতে পারবেন। যেমনটা আমি গত কয়েকদিন করেছি এবং তার ফল আমি পেয়ে গেছি।
আমি আমার লেবু গাছের ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনার কাছে ভালো লাগবে।
Device | Name |
---|---|
Android | vivo Y20G |
Camera | triple camera 1:2.2-2 2.4 asph |
Location | Bangladesh 🇧🇩 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩 |
Short by | @rubina203 |
আপনার মূল্যবান সময় ব্যয় করে, আমার লেখাটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।এই কামনা করে আজকের মত এখানেই বিদায় নিলাম। আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।
In the name of Allah, the Most Gracious, the Most Merciful.
Peace be upon you.
Welcome to my new blog.
How are you all? I hope that by the grace of the Almighty God, you are all doing well. I am also doing well by your prayers and by the grace of Allah, Alhamdulillah.
Photography//Lemon cultivation method and care on the roof
Lemon flower photography with him
IMG_20230217_150839_022.jpg
Device Name
Android I live Y20G
Camera triple camera 1:2.2-2 2.4 asph
Location Bangladesh 🇧🇩 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
Short by @rubina203
In fact, despite having enough space in my house, I really want to have a garden on my roof, and that's why I do a fruit and flower garden on my roof. Which I really like. So a few days ago, I made a planter on my roof with a man. Using bricks, sand, and cement, I planted a lemon tree in it using soil and organic fertilizer.
IMG_20230217_150841_604.jpg
Device Name
Android I live Y20G
Camera triple camera 1:2.2-2 2.4 asph
Location Bangladesh 🇧🇩 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
Short by @rubina203
Today I will share with you a photograph of the lemon tree's flowers and a photograph of the lemon holding a lemon. Along with that, I will share with you how you can easily plant a lemon tree on your roof or in a pot.
If you think that you will plant many trees in a very limited space. Then you can plant lemon trees in pots. Since I have a very large space, I just planted a lemon tree. That's why my space is much larger and the lemon tree has grown very quickly and started bearing fruit.
IMG_20230217_150858_851.jpg
IMG_20230217_150856_566.jpg
IMG_20230217_150844_385.jpg
Device Name
Android I live Y20G
Camera triple camera 1:2.2-2 2.4 asph
Location Bangladesh 🇧🇩 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
Short by @rubina203
Before planting a lemon tree in a pot, you need to keep a few things in mind. First of all, if we plant the tree in the ground, the tree grows very quickly. And starts bearing fruit. When you plant the tree in a tub. But the tree will not grow that much.
But you have to remember one thing. That is,
you must choose a good variety. Even in lemon, there are bad varieties and good varieties. You can choose a good variety and plant it in a tub.
Now suppose you have made any shape in a pot or on the roof. You have planted a lemon tree. You must ensure that the pot or shape does not dry out in any way. You must give adequate water to the base of the lemon tree every day. If the soil in your pot dries out. Then your lemon tree will start shedding leaves. You must keep this in mind.
IMG_20230217_150908_048.jpg
IMG_20230217_150905_647.jpg
IMG_20230217_150903_081.jpg
IMG_20230217_150901_521.jpg
Device Name
Android I live Y20G
Camera triple camera 1:2.2-2 2.4 asph
Location Bangladesh 🇧🇩 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
Short by @rubina203
We usually know that when we plant a lemon tree in the ground, it absorbs sufficient water from the soil. And the organic fertilizer in the soil can be absorbed by the tree. But when we plant a tree on the roof or in a tub, the excess water or nutrients that are present in it cannot be absorbed very easily by the tree. That is why you must use the fertilizer that is used in lemon trees. You must use that fertilizer in sufficient quantity for lemon trees. This will increase the nutrition of the lemon tree. And the lemon tree will grow very quickly and start yielding.
We all know that after planting a tree, it needs sufficient moisture. So we need to plant the lemon tree in a place where it gets enough sunlight so that the tree does not have any problems.
Special surveillance
IMG_20230217_150914_868.jpg
IMG_20230217_150912_917.jpg
IMG_20230217_150910_055.jpg
Device Name
Android I live Y20G
Camera triple camera 1:2.2-2 2.4 asph
Location Bangladesh 🇧🇩 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
Short by @rubina203
Whether it is a lemon tree in a pot or in a shaped tub on the roof, wherever it is. Why is it that when a lemon tree grows in one place, it creates a lot of extra stress on the tree. For which you must take care of the lemon tree, as well as keep a special eye on the lemon tree. You have to be careful.
When you plant a lemon tree in a pot, when the lemon tree grows, the juicy nutrients that are at the base of the lemon tree will be absorbed by the tree. When the branches grow on the tree, the tree will absorb these nutrients very quickly. You must take care of that.
Another thing you need to keep in mind is that potted plants cannot tolerate too much cold or too much fog or too much sun. In this case, the plant will be very damaged. You must plant the plant in a place where it is not too cold or too hot.
You may have seen those who plant lemon trees in the ground. There is enough soil. From which the lemon tree can quickly cool and save a little frost. But when a lemon tree is planted in a pot. In that case, the plant does not have the ability to absorb anything. You have enough soil from where the plant absorbs water. After that, there is no more water. Of course, you have to keep an eye on whether there is enough water in the pot soil.
IMG_20230217_150922_220.jpg
IMG_20230217_150918_923.jpg
IMG_20230217_150916_772.jpg
Device Name
Android I live Y20G
Camera triple camera 1:2.2-2 2.4 asph
Location Bangladesh 🇧🇩 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
Short by @rubina203
If you pay attention to the above things a little bit. You can plant and take care of your tree. Then you can easily get fruits from lemon trees. As I have done in the last few days and I have got the fruits.
I am sharing my lemon tree flower photography with you. I hope you like it.
IMG_20230217_150924_536.jpg
Device Name
Android I live Y20G
Camera triple camera 1:2.2-2 2.4 asph
Location Bangladesh 🇧🇩 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
Short by @rubina203
Thank you very much for spending your valuable time reading my article.
May everyone be well and healthy. With this wish, I bid farewell here today. Assalamualaikum warahmatullahi wabarakatuhu.
Thank you all.