Meanwhile, Fang brings food for Sauci but he sees Sauci is very worried. Sauci is behaving like a child, in fact, he is very worried about not getting the stone. Because now he will not be able to return to the planet but seeing Sauci doing this, Fang thinks that his health is not good. So he tells his secretary to send all the files home. He will not be able to go to the office today, when Sauci comes there wearing a sheet. He comes and says that I am hungry from thinking, give me more food. Then Fang frys him an egg and says that if you fry an egg today with a handsome CEO like me, he will never be able to finish it today, saying that he starts laughing. But Sauci does not listen to his words and keeps eating eggs for fun. A little later, he comes and wants to eat more eggs, but Fang gets stuck and starts frying eggs one after another.
At night, Sauchi takes a bath and comes in front of Fang wearing Fang's shirt. Seeing Sauchi like this, Fang can't get her heart around her. She tells Sauchi to go and change your dress. Sauchi then starts changing her clothes in front of her and Fang, embarrassed, goes to her room. After a while, Sauchi comes and scares Fang and then asks Fang to have a drink with her. Fang agrees and Fang and Sauchi start having a good time.
The next morning, the two were sitting for breakfast and Sauchi said, "I want to go to the office now and work in good health." Then Fang said, "Okay, I misunderstood you about Neelkanth Moni. I'm very sorry for that, but don't worry, the investigation is going on. We will know who stole it in a few days." Hearing this, Sauchi got very worried. He came home and started thinking about what he would do and finally decided that he would tell Fang everything today.
Meanwhile, it is seen that Lai's father has forgiven her mother, then Lai's mother asks her father to give Lai some work in the company, then Lai's father tells Lai, okay, maybe you will work hard in the company or else you will focus on art, which one do you want to do? Lai then says, I want to do art. Lai's mother holds her mouth and brings her home. Then she tells Lai, why are you so stupid, Fang's father doesn't love me like his first wife, I have to ask him for everything. For that, I have always conspired against Fang and even set fire to the exhibition. So that your father would be angry with Fang. Hearing this, Lai gets very angry. Lai says, Fang doesn't want me to be bad and only made this exhibition to fulfill my dream and you broke my dream. And do you know, Sauci was dying for you.
Saying this, Lai angrily goes to Fang's house and comes to Sauchi and apologizes, but she doesn't let Sauchi understand that her mother started the fire. Then she talks to Sauchi for a long time, then Sauchi comes out to say goodbye to Lai. Seeing the two of them smiling and happy, Fang starts feeling jealous. When he comes home, he tells Sauchi that you are my girlfriend, you will always be with me, and no one else. Saying this, he kisses Sauchi. After kissing, both of them turn red with shame. Then Sauchi comes to Chai. Chai realizes that something bad has happened between Fang and her. The next day, Jian comes to Fang's house and shows Fang the CCTV footage, which proves that Sauchi stole the sapphire. Fang then tells Jian that he doesn't have to tell anyone about it.
Then Fang comes to Sauchi's house and asks him if he wants to tell me something about Neelkanth Moni. Sauchi then realizes that Fang knows everything so Sauchi admits that he stole. Fang then says why did you lie to me for so long. If you needed it, you could have told me why you are just playing a false game and saying all this, Fang angrily leaves from there. And comes out and tells his secretary to stop Neelkanth Moni's project.
And since this incident, Sauchi has been feeling sad. He tells Jiabu that he wants to leave this world now. Jiabu then tells him that if you commit suicide, the signal on our planet will be lost. And then they will come and take you away. So Sauchi tries many times to commit suicide, but none of them work. Finally, he decides that he will die without eating, so he ties himself up with a rope so that even if he feels hungry, he cannot eat.
After a while, Chai brings food for Sauci but he doesn't want to eat at all, so Chai calls Mr. Han and tells him that Sauci has stopped eating and drinking since the fight with Fang and wants to kill himself. When Fang comes to the office, Han tells him everything. After hearing this, Fang runs to Sauci's house and says that you want to die for me. Sauci says that I am doing this for myself and it has nothing to do with you. Fang says that it's okay, do whatever you want, but first resign from my company, then my company will not have to take responsibility for your death.
And then Fang leaves from there, while Lai joins the company as a development director and makes his mother a condition that she stays away from Fang and Sauci from now on and does not try to harm them in any way. Sauci comes to resign the next day. But no matter how angry Fang shows, he loves Sauci very much. He will not let Sauci go that easily. So he tells Sauci that you cannot resign. Because you signed our contact paper and it says that you will work in our company for five years. Sauci says I did not sign any paper, you are lying. Fang then says that if I lie, you will have to accept it. Otherwise, I will file a case against you and the restaurant. And Sauci wants Sauci and does not want to put the restaurant in danger. So he is forced to agree to Fang's offer.
The next day, Sauchi was standing outside the office, wondering whether to go in or leave. Fang came there and took Sauchi's hand and brought her to the office. After arriving at the office, Sauchi came up with a plan. He took a file and went to Fang's room and threw the file. Seeing this, Fang said, "What kind of behavior is this?" Sauchi said, "If you don't like my behavior, fire me." Fang understood his intention and started giving him one order after another to irritate him. Sauchi got very angry and told Fang that you are crazy and that's why you have to go to the doctor. Then Fang said, "Yes, I have to go to the doctor today, but you have to go with me."
এদিকে ফাং সাউছির জন্য খাবার নিয়ে আসে কিন্তু সে দেখে সিউছি খুবই চিন্তিত সাউছি বাচ্চাদের মতো আচরণ করছে আসলে পাথরটি না পেয়ে সে অনেক বেশি চিন্তায় পড়ে গেছে। কারণ এখন তো সে আর গ্রহে ফিরে যেতে পারবে না কিন্তু সাউছি কে এমন করতে দেখে ফাং মনে করে তার শরীর ভালো নেই। তাই সে তার সেক্রেটারি কে বলে সমস্ত ফাইল বাসায় দিয়ে যেতে। সে আজ অফিসে যেতে পারবে না তখন সেখানে সাউছি একটা চাদর পরে চলে আসে। এসে বলে চিন্তায় আমার খিদে লেগে গিয়েছে আমাকে আরো খাবার দাও। তখন ফাং তাকে ডিম ভেজে দেয় আর বলে আমার মত হ্যান্ডসাম সিইও কে দিয়ে আজকে তুমি ডিম ভাজালে তবে আজকেই শেষ আর কখনোই করাতে পারবে না এটা বলে সে হাসতে থাকে। কিন্তু সাউছি তার এসব কথা কানে তুলে না সে মজা করে ডিম খেতে থাকে। একটু পরে এসে আরো ডিম খেতে চায় ঠেকায় পড়ে ফাং একের পর এক ডিম ভেজে দিতে থাকে।
রাতে সাউছি গোসল করে ফাং এর শার্ট পরে তার সামনে চলে আসে সাউছি কে এভাবে দেখে ফাং কিছুতেই তার কাছে মন বাসাতে পারেনা।সে সাউছি কে বলে যাও তুমি তোমার ড্রেস চেঞ্জ করে আসো সাউছি তখন তার সামনেই তার জামা চেঞ্জ করতে শুরু করে লজ্জা পেয়ে ফাং তার রুমে চলে আসে। একটু পর সাউছি এসে ফাং কে ভয় লাগিয়ে দেয় আর তারপর ফাং কে তার সাথে ড্রিঙ্ক করতে বলে।ফাং ও রাজি হয়ে যায় ফাং আর সাউছি সুন্দর সময় কাটাতে থাকে।
পরের দিন সকালে দুজন নাস্তা করতে বসে সেখানে সাউছি বলে আমি এখন সুস্থ অফিসে গিয়ে কাজ করতে চাই তখন ফাং বলে ঠিক আছে আমি তোমাকে নীলকান্ত মনির ব্যাপারে ভুল বুঝেছি এর জন্য আমি খুবই দুঃখিত তবে চিন্তা করো না তদন্ত চলছে কয়েকদিনের মধ্যেই জানা যাবে কে সেটা চুরি করেছে। এটা শুনে সাউছি অনেক চিন্তায় পড়ে যায়। সে ঘরে এসে ভাবতে থাকে সে কি করবে অবশেষে ঠিক করে আজকে সে ফাং কে সবকিছু বলে দেবে।
এদিকে দেখা যায় লাই এর বাবা তার মাকে ক্ষমা করে দিয়েছে তখন লাই এর মা তার বাবাকে বলে কোম্পানিতে লাই কে কোন কাজ দেয়ার জন্য তখন লাই এর বাবা লাই কে বলে ঠিক আছে হয়তো তুমি কোম্পানিতে মন দিয়ে কাজ করবে আর নয়তো তুমি মন দিয়ে আর্ট করবে তুমি কোনটা করতে চাও লাই তখন বলে আমি আর্ট করতে চাই। লাই এর মা তার মুখ চেপে ধরে তাকে ঘরে নিয়ে আসে। এরপর সে লাই কে বলে তুমি এত বোকা কেন এমনিতেই ফাং এর বাবা তার প্রথম স্ত্রীর মতো আমাকে ভালোবাসে না সবকিছু আমাকে তার কাছ থেকে চেয়ে চেয়ে নিতে হয়।তার জন্য সব সময় ফাং এর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি এমনকি এক্সিবিশনে আগুন লাগিয়েছি। যাতে তোমার বাবা ফাং এর উপর রেগে যায়। এটা শুনে লাই অনেক রেগে যায়।লাই বলে ফাং আমার খারাপ চায়না ও শুধু আমার স্বপ্ন পূরণ করার জন্য এই এক্সিবিশন করেছে আর তুমি কিনা আমার স্বপ্নটাই ভেঙ্গে দিলে। আর তুমি কি জানো তোমার জন্য সাউছি মরতে বসেছিল।
এসব বলে লাই রাগ করে ফাং এর বাসায় চলে আসে আর সাউছির কাছে এসে ক্ষমা চায় তবে সে সাউছি কে বুঝতে দেয় না যে এই আগুনটা তার মা লাগিয়েছে তারপর সে সাউছির সাথে অনেকক্ষণ গল্প করে তারপর সাউছি হাসতে হাসতে লাই কে বিদায় জানাতে বাইরে আসে। তাদের দুজনকে হাসি খুশি দেখে ফাং জেলাস ফিল করতে থাকে।সে বাসায় এসে সাউছি কে বলে তুমি আমার গার্লফ্রেন্ড সবসময় আমার সাথে থাকবে তুমি আর কারো না। এসব বলে সে সাউছি কে কিস করে।আর কিস করা শেষে দুজন লজ্জায় লাল হয়ে যায়। তারপর সাউছি চাই এর কাছে চলে আসে।চাই সাউছিকে দেখেই বুঝে ফেলে ফাং এবং তার মধ্যে দুষ্ট কিছু হয়েছে। পরের দিন জিয়ান ফাং এর বাসায় আসে আর সে ফাং কে সিসিটিভি ফুটেজ দেখায় যেটা তে প্রমাণ হয় সাউছি নীলকান্তমণি চুরি করেছে ফাং তখন জিয়ান কে বলে এ ব্যাপারে কাউকে কিছু বলতে হবেনা।
তারপর ফাং সাউছির বাসায় এসে তাকে বলে তুমি কি নীলকান্ত মনির ব্যাপারে আমাকে কিছু বলতে চাও। সাউছি তখন বুঝতে পারে ফাং সবকিছু জেনে গিয়েছে তাই সাউচি স্বীকার করে যে সে চুরি করেছে ফাং তখন বলে এতদিন তাহলে কেন আমাকে মিথ্যা বলেছিলে। তোমার যদি এটা দরকার ছিল আমাকে বলতে পারতে কেন শুধু শুধু মিথ্যা নাটক করলে এসব বলে ফাং রেগে সেখান থেকে চলে যায়। আর বাহিরে এসে তার সেক্রেটারি কে বলে নীলকান্ত মনির প্রজেক্ট বন্ধ করে দিতে।
আর এই ঘটনার পর থেকে সাউছি মন খারাপ করে বসে থাকে সে জিয়াবু কে আমার এখন এই পৃথিবী ছেড়ে চলে যেতে ইচ্ছে করছে জিয়াবু তখন তাকে বলে যদি তুমি আত্মহত্যা কর তাহলে আমাদের গ্রহে সিগন্যাল ছলে যাবে।আর তখন তারা এসে তোমাকে নিয়ে যাবে সেজন্য সাউছি আত্মহত্যা করার অনেক চেষ্টা করে কিন্তু কোনোটাতেই লাভ হয় না অবশেষে সে ঠিক করে না খেয়ে এসে মারা যাবে তাই নিজেকে দড়ি দিয়ে বেঁধে রাখে যাতে খুদা লাগলেও সে খাবার খেতে না পারে।
একটু পর চাই সাউছির জন্য খাবার নিয়ে আসে কিন্তু সে খেতে একদমই রাজি হয় না তাই চাই মিস্টার হান কে কল করে জানায় ফাং এর সাথে ঝগড়া হওয়ার পর থেকে সাউছি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে ও নিজেকে মেরে ফেলতে চাইছে।ফাং অফিসে আসলে হান তাকে সবকিছু খুলে বলে এই কথাটা শোনার পর ফাং এক দৌড়ে সাউছির বাসায় চলে আসে এসে বলে তুমি আমার জন্য মারা যেতে চাইছ সাউছি তখন বলে এসব আমি নিজের জন্য করছি এতে তোমার কোন সম্পর্ক নেই। ফাং বলে ঠিক আছে তোমার যা খুশি তাই করো তবে এর আগে আমার কোম্পানি থেকে রিজাইন করে আসবে তাহলে আমার কোম্পানিকে আর তোমার মৃত্যুর দায়ভার নিতে হবে না।
আর তারপর ফাং সেখান থেকে চলে যায় এদিকে লাই কোম্পানিতে ডেভেলপ ডিরেক্টর হিসেবে জয়েন করে আর তার মাকে শর্ত দেয় সে যেন এখন থেকে ফাং আর সাউছি র থেকে দূরে থাকে তাদের জন্য কোনরকম ক্ষতি করার চেষ্টা না করে পরেরদিন সাউছি রিজাইন দিতে চলে আসে। কিন্তু ফাং যতই রাগ দেখাক সে সাউছিকে অনেক ভালোবাসে।এত সহজে সে সাউছিকে ছাড়বো না।তাই সে সাউছিকে বলে তুমি রিজাইন করতে পারবে না। কারণ তুমি আমাদের কন্টাক্ট পেপারে সাইন করেছ আর সেখানে লেখা আছে তুমি পাঁচ বছরের জন্য আমাদের কোম্পানিতে কাজ করবে সাউছি বলে আমি কোন পেপারে সাইন করিনি তুমি এসব মিথ্যা কথা বলছ।ফাং তখন বলে আমি মিথ্যা বললে এ সেটা তোমাকে মেনে নিতে হবে। আর তা না হলে আমি তোমার এবং রেস্টুরেন্টের নামে মামলা করে দেব।আর সাউছি তো চাই এবং রেস্টুরেন্ট কে কিছুতেই বিপদে ফেলতে চায় না। তাই সে বাধ্য হয়ে ফাং এর কোথায় রাজি হয়।
পরের দিন সাউছি অফিসের বাহিরে দাঁড়িয়ে এখন সে ভেতরে যাবে নাকি চলে যাবে এমন সময় ফাং সেখানে চলে আসে আর সাউছির হাত ধরে অফিসে নিয়ে আসে অফিসে আসার পর সাউছির মাথায় একটা প্ল্যান আসে সে একটা ফাইল নিয়ে ফাং এর রুমে এসে ফাইলটি ছুড়ে মারে। এটা দেখে ফাং বলে এটা কেমন ব্যবহার সাউছি বলে আমার ব্যবহার ভালো না লাগলে আমাকে চাকরি থেকে বাদ দিয়ে দাও।ফাং তখন তার মতলব বুঝতে পারে তাই তাকে জ্বালানোর জন্য একের পর এক কাজের অর্ডার দিতে থাকে। সাউছি তো অনেক রেগে যায় আর ফাং কে বলে তুমি একটা পাগল এর জন্যই তো ডাক্তারের কাছে যেতে হয়। তখন ফাং বলে হ্যাঁ আজকেই আমাকে ডাক্তারের কাছে যেতে হবে তোমাকে কিন্তু আমার সাথে যেতে হবে।