স্বপ্ন সেটা নয় যেটা আমরা ঘুমিয়ে দেখি স্বপ্ন সেটা যেটা আমাদের ঘুমাতে দেয় না! আবদুল কালাম আজাদের উক্তি! |
---|
![]() |
---|
আমরা আমাদের জীবনে অনেক কিছু করার চেষ্টা করি! বা সিদ্ধান্ত নেই,, যে এই কাজগুলো আমরা করব! কিন্তু অনেক সময় দেখা যায়! একবার দুইবার যখন আমরা ওই কাজে হেরে যাই! তখন আমরা সিদ্ধান্ত নেই ধুর আমাকে দিয়ে হবে না।
এই কথাটা বলার পরে,, আমাদের কাছে ওই কাজ করার যে আগ্রহ টা থাকে! সেটা কমে যায়! আমরা ঘুমিয়ে পড়ি,,,কিংবা অন্য কোন কাজে ব্যস্ত হয়ে পড়ি! কিংবা ফেসবুক,, ইনস্টাগ্রাম এগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ি এবং সময়টা পার করে দেই।
আমাদের স্বপ্ন গুলোর কথা একটা সময় ভুলে যাই! কিন্তু আমার কাছে মনে হয়,, যে স্বপ্নটা আমাকে ঘুমাতে দিচ্ছে না! সেই স্বপ্নটা পূরণ করার তাগিদ,,, আমার কাছে সবচাইতে বেশি হওয়া প্রয়োজন।
আমাদের এমন কিছু স্বপ্ন দেখা প্রয়োজন! যে স্বপ্নগুলো পূরণ করার জন্য আমাদের ঘুম হবে না! যে স্বপ্নগুলো আমাদেরকে ঘুমাতে দিবে না! এই স্বপ্নগুলো পূরণের তাগিদে,, আমরা আমাদের সততা, এবং কঠোর পরিশ্রমকে কাজে লাগাতে পারবো।
সময় তো আমরা অবহেলায় ও পার করে দেই! কিন্তু আমরা যদি সেই সময়টাকে কাজে লাগাতে পারি! তাহলে আমাদের জীবনটা ধন্য! জীবনে অনেক বাধা-বিপত্তি আসবে! তাই বলে কি আমরা চুপ করে বসে থাকবো।
আমাদের মধ্যে অনেক মানুষ আছে! যারা বলে তাদের ভাগ্য নাকি তাদের সাথে চলেনা! এই কথাটা ভুল! এই ধারণা নিয়ে,, যে মানুষগুলো বসবাস করে! তাদের মনে হয়তো বা কঠোর পরিশ্রম করার মত শক্তি,,, থাকে না।
নিজের জায়গা থেকে পরিষ্কার হওয়া উচিত! এই কথার মানে এই না যে, আমি সব সময় সুন্দর জামা কাপড় পড়ে ঘুরে বেড়াবো! এই কথার মানে হচ্ছে,, এই যে আপনি আপনার জায়গা থেকে সব সময় সততা, এবং নিষ্ঠার সাথে নিজের কঠোর পরিশ্রম দিয়ে! আপনার কাজগুলো সঠিকভাবে করার চেষ্টা করবেন।
একটু চেষ্টা আপনাকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম! আপনার একটু কঠোর পরিশ্রম আপনাকে অনেকদূর পর্যন্ত পথ পাড়ি দিতে সাহায্য করবে! ভাগ্য আপনার হাতে এসে ধরা দিবে! যদি সেখানে আপনি আপনার কঠোর পরিশ্রম এবং সততা দিয়ে কাজ করেন।
ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখার চাইতে,, আপনি জেগে আপনার স্বপ্নটাকে কঠোর পরিশ্রম দিয়ে পূরণ করার চেষ্টা করুন! আজকে হবে না,, তাতে সমস্যা নেই! আজকের দিনটা কেটে যাবে! কালকে হবে না তাও সমস্যা নেই! কালকের দিনটাও কেটে যাবে! কিন্তু পরশু যে হবে না! তার কোন গ্যারান্টি,, আমি কিংবা আপনি কেউই দিতে পারবো না।
![]() |
---|
তাই নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে,, নিজেকেই সজাগ থাকতে হবে! হয়তো বা একটু কঠোর পরিশ্রম করতে হবে! হয়তোবা একটু সততার সাথে থাকতে হবে! কিন্তু ধৈর্যের ফল অনেক মিষ্টি এটা ভুলে গেলে চলবে না।
আর তাই সবার কাছে অনুরোধ করব! ঘুমিয়ে স্বপ্ন না দেখে,, নিজের স্বপ্নকে পূরণ করার জন্য সজাগ থাকুন!ইনশাআল্লাহ কোন না কোন একদিন,,,, আপনার স্বপ্ন ঠিকই পূরণ হবে।
আজ না হয় এ পর্যন্তই থাক! সবাই ভালো থাকুন সুস্থ থাকুন! এই কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি! আল্লাহ হাফেজ।
Dreams are not what we see in our sleep, dreams are what doesn't let us sleep! Abdul Kalam Azad's quote!
fantasy-1077863_1280.webp
Image source
We try to do many things in our life! Or decide,, that we will do these things! But many times it happens! Once or twice when we fail in that task! Then we decide, damn it, it won't happen to me.
After saying this, the interest we have in doing that work! It decreases! We fall asleep,,,or get busy with some other work! Or we get busy with Facebook,, Instagram and pass the time.
We forget about our dreams for a while! But I think,, the dream that doesn't let me sleep! The urge to fulfill that dream,,, is what I need the most.
We need to dream some dreams! Dreams that we won't sleep to fulfill! Dreams that won't let us sleep! In order to fulfill these dreams, we can use our honesty, and hard work.
We pass time carelessly! But if we can utilize that time! Then our life will be blessed! There will be many obstacles and dangers in life! So why should we sit quietly?
There are many people among us! Who say that their luck is not with them! This is wrong! People who live with this idea! They may not have the strength to work hard.
You should be clean from your place! This does not mean that I will always walk around wearing nice clothes! This means that you will always try to do your work correctly from your place with honesty, and dedication, with your hard work.
fantasy-2049567_1280.jpg
Image source
A little effort can take you forward! A little hard work will help you go a long way! Luck will come to your hand! If you work there with your hard work and honesty.
Instead of dreaming in your sleep, wake up and try to fulfill your dream by working hard! It won't happen today, it's okay! Today will pass! It won't happen tomorrow, it's okay too! Tomorrow will pass too! But the day after tomorrow won't happen! Neither you nor I can give any guarantee.
swimmer-1678307_1280.jpg
Image source
So to fulfill your dreams, you have to be vigilant! Maybe you have to work a little harder! Maybe you have to be a little more honest! But don't forget that the fruits of patience are very sweet.
And so I request everyone! Don't sleep and dream, be vigilant to fulfill your dreams! InshaAllah, one day, your dreams will definitely come true.
Stay here until today or not! May everyone be well and healthy! Wishing this, I am saying goodbye here today! May Allah protect us.