Random photography captured on mobile.

in blurt-188398 •  29 days ago 

Hello..!!
My Dear friends of blurt space community.
I am @rjvai from Bangladesh
Today is Friday , October 24/2024

FunPic_20241024_211137135.jpg

Assalamu Alaikum, you all will accept my sincere respect and love. I hope you all are very well, healthy and safe by the infinite mercy of Almighty Allah. I am also very well with your prayers and the mercy of Almighty Allah. Today I am here with another new post. Photography is one of my hobbies. Whenever I see something beautiful in front of me on the way, I immediately take a photo. And when I have time, I go to the field or a park to do photography. Sometimes if I see something interesting in my village, I photograph them. I love to photograph different types of colorful flowers, landscapes and field crops that enhance natural beauty. I always try to share beautiful photography with you. Dear friends, today I have shared with you my favorite random photography. I hope you will like my favorite random photography. Let's get started.

আসসালামু আলাইকুম, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।ফটোগ্রাফি করা আমার খুবই শখের একটি কাজ। কোথাও চলার পথে সামনে সুন্দর কোন কিছু দেখলেই আমি সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করি। আবার যখন আমি সময় পাই তখন ফটোগ্রাফি করতে মাঠে কিংবা কোন পার্কে চলে যায়। আবার কখনো নিজের গ্রামের মধ্যে আকর্ষণীয় কোন কিছু দেখলে সেগুলো ফটোগ্রাফি করি। প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এমন বিভিন্ন ধরনের রঙিন ফুল, প্রাকৃতিক দৃশ্য ও মাঠ ফসলের ফটোগ্রাফি করতে আমি খুবই পছন্দ করি। আমি সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের নিকট আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছি। আমি আশা করি আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে।চলুন শুরু করা যাক।

IMG_20241003_17102204411.jpeg

Bangladesh is an agricultural country. Most of the people of the country are engaged in agriculture. However, the condition of paddy fields is not very good due to excessive rainfall at present. When I took this photograph, the farmers were planting paddy with irrigation through a pea or sallow machine. There was no water in Asadha Shravana. But now in the month of Ashwin, the condition of the paddy planted with such difficulty is bad.In the month of Ashwin, the paddy fields in the fields of Bengal face a special challenge of nature. During this period the interchange of rains and droughts became a cause of concern for the farmers. Aman paddy generally starts ripening in the month of Ashwin, but heavy rains increase the chances of crop damage. If water accumulates in the ground, the grain of rice falls down and there is a risk of rotting.On the other hand, if there is excessive drought in the month of Ashwin, the rice grains do not form full grains. This results in reduced yields and farmers face economic losses. In this month, due to sudden stormy winds and untimely rains, the time of paddy harvesting also faces problems.As a result, poor condition of paddy during Ashwin month becomes a difficult time for the farmers. During this time, protecting their crops and harvesting them properly became a major challenge, reflecting the farmers' constant struggle with nature.

আমাদের দেশ কৃষি প্রধান বাংলাদেশ। দেশের অধিকাংশ মানুষ কৃষিকাজে নিয়োজিত। তবে বর্তমান সময়ে অতিরিক্ত বৃষ্টিপাত হওয়ার ফলে ধানের জমিগুলোর অবস্থা বেশি একটা ভালো না। এই ফটোগ্রাফি আমি যখন ধারণ করেছিলাম তখন কৃষকেরা মটর অথবা স্যালো মেশিন এর মাধ্যমে পানি ব্যবস্থা করে ধান লাগিয়েছিল। আষাঢ় শ্রাবণে পানির দেখা ছিল না। কিন্তু এখন আশ্বিন মাসে এমন অবস্থা কষ্ট করে লাগানো ধানগুলোর অবস্থা নাজেহাল।আশ্বিন মাসে বাংলার মাঠে ধানের জমিগুলো যেন প্রকৃতির এক বিশেষ চ্যালেঞ্জের মুখোমুখি হয়। এই সময়টায় বৃষ্টি ও খরার অদলবদল কৃষকদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। আমন ধান মূলত আশ্বিন মাসেই পাকতে শুরু করে, কিন্তু বৃষ্টি বেশি হলে ফসলের ক্ষতির সম্ভাবনা বেড়ে যায়। জমিতে পানি জমে থাকলে ধানের শীষ নিচে নেমে আসে এবং পচন ধরার আশঙ্কা থাকে।অপরদিকে, যদি আশ্বিন মাসে অতিরিক্ত খরা দেখা দেয়, তবে ধানের শীষে পরিপূর্ণ দানা গঠিত হয় না। এর ফলে ফলন কমে যায় এবং কৃষকদের অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি হতে হয়। এ মাসে হঠাৎ করে ঝড়ো হাওয়া ও অসময়ে বৃষ্টির কারণে ধান কাটার সময়ও সমস্যায় পড়তে হয়।ফলস্বরূপ, আশ্বিন মাসে ধানের নাজেহাল অবস্থা কৃষকদের জন্য এক কঠিন সময় হয়ে ওঠে। এ সময় তাদের ফসল রক্ষা করা এবং সঠিকভাবে ঘরে তোলা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, যা প্রকৃতির সঙ্গে কৃষকদের নিরন্তর লড়াইয়েরই প্রতিচ্ছবি।

IMG_20241003_17102204410.jpeg

In our local language it is called Khyad or Ulum. When they are big, they are kept by people to make Barun, and they are kept by people to prevent trees in drinking water. There are many of them in our ponds. So people from different places of Meherpur come and save them. Kher or Ulum is a natural grassy plant, which is closely related to the life of people in rural Bengal. Generally, this grass grows abundantly in riverbanks, billows, water bodies and swampy areas. This kher has various uses, especially in rural areas it is quite popular as a raw material. The main use of kher or ulum is to make hut sheds. Houses made of mud or bamboo are covered with thatch, which is cold in summer and water resistant in monsoon. Also, kher makes important contributions to the rural economy by making mats, baskets, fences, and other handicrafts. Kher is a well-known material of rural life as it is eco-friendly and readily available. However, in the current era, its use is decreasing somewhat due to the trend of modern construction materials. Nevertheless, the natural qualities of kher or ulum and its association with rural life carry a special image of our heritage.

আমাদের আঞ্চলিক ভাষায় এর নাম খ্যাড় বা উলুম। এগুলো বড় হলে বাড়ুন বানানোর জন্য মানুষের সংরক্ষণ করে থাকে আবার পানের বরজে গাছ বাধার জন্য এগুলো সংরক্ষণ করে থাকে। আমাদের পুকুরপাড়ে এগুলো অনেক অনেক হয়ে থাকে। তাই মেহেরপুরের বিভিন্ন স্থান থেকে মানুষজন এসে এগুলো সংরক্ষণ করে নিয়ে যায়।খের বা উলুম হলো একটি প্রাকৃতিক ঘাসজাতীয় উদ্ভিদ, যা গ্রামবাংলার মানুষের জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। সাধারণত নদীর তীর, বিল, জলাশয় ও জলাভূমি এলাকায় এই ঘাস প্রচুর জন্মায়। এই খেরের বিভিন্ন ব্যবহার রয়েছে, বিশেষ করে গ্রামীণ অঞ্চলে কাঁচামাল হিসেবে এটি বেশ জনপ্রিয়।খের বা উলুমের প্রধান ব্যবহার হয় কুঁড়েঘরের চালা তৈরি করতে। মাটির বা বাঁশের তৈরি ঘরগুলোর ছাদ খের দিয়ে ঢাকা হয়, যা গরমের সময় ঠান্ডা এবং বর্ষার সময় পানি প্রতিরোধী। এছাড়াও, খেরের তৈরি পাটি, ঝুড়ি, বেড়া, এবং অন্যান্য হস্তশিল্প তৈরি করে গ্রামীণ অর্থনীতিতে এর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।খের পরিবেশবান্ধব এবং সহজলভ্য হওয়ায় এটি গ্রামীণ জীবনের অতি পরিচিত উপকরণ। তবে বর্তমান যুগে আধুনিক নির্মাণ সামগ্রীর প্রবণতায় এর ব্যবহার কিছুটা কমে আসছে। তবুও, খের বা উলুমের প্রাকৃতিক গুণাবলি এবং গ্রামীণ জীবনের সঙ্গে এর সম্পর্ক আমাদের ঐতিহ্যের একটি বিশেষ প্রতিচ্ছবি বহন করে।

IMG_20241003_17102204412.jpeg

Here you can see the photography of potatoes captured while doing the market. The growth of vegetables in Bangladesh continues. And for which the lower class people of the country are going through a very difficult time. Because the price of one kg of potato is 60/65 taka. In such a situation, the situation of the country has gone to a very bad level. Because every vegetable is expensive out of reach. I don't know when this crisis in the country will be resolved. Potato is one of the most important and popular vegetables in Bangladesh. It is readily available throughout the year and is used in almost every cuisine. Potatoes are very nutritious, they contain a lot of carbohydrates, which provide energy to the body. In addition, it also contains vitamin C, potassium, and fiber, which are important for our health. Potatoes are not only nutritious, but also versatile in cooking. Fried, boiled, stewed, curried or chips—potatoes can be used in a variety of dishes. Potato is a very readily available vegetable in every market from the rural areas of Bangladesh to the cities. Potato cultivation is also very profitable in Bangladesh. Potatoes are widely produced in winter in different parts of the country, which plays an important role in the country's economy. Simple cultivation methods and proper care result in good yield of potato. Generally available at low cost, potato is considered affordable, nutritious and favorite food for all.

এখানে দেখতে পাচ্ছেন বাজার করতে গিয়ে ধারণ করা আলুর ফটোগ্রাফি। বর্তমান বাংলাদেশের শাক সবজির ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। আর যার জন্য দেশের নিম্নবিত্ত শ্রেণীর মানুষেরা বেশ কঠিন সময় পার করছেন। কারণ এক কেজি আলুর দাম ৬০/ ৬৫ টাকা। এমন অবস্থায় দেশের পরিস্থিতি বেশ খারাপ পর্যায়ে চলে গেছে। কারণ প্রত্যেকটা শাক সবজির দামি নাগালের বাইরে। জানিনা কবে দেশের এই সংকট দূর হবে।আলু বাংলাদেশের অন্যতম প্রধান ও জনপ্রিয় সবজি। এটি সারা বছর সহজলভ্য এবং প্রায় প্রতিটি রান্নায় ব্যবহৃত হয়। আলুর পুষ্টিগুণ অনেক, এতে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, যা শরীরে শক্তি সরবরাহ করে। এছাড়াও, এতে ভিটামিন সি, পটাসিয়াম, এবং আঁশও রয়েছে, যা আমাদের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ।আলু শুধু পুষ্টিকর নয়, বরং এটি রান্নায় বহুমুখী ব্যবহারও করা যায়। ভাজা, সেদ্ধ, ভর্তা, তরকারি বা চিপস—আলু দিয়ে নানা রকম খাবার তৈরি করা সম্ভব। বাংলাদেশের গ্রামাঞ্চল থেকে শুরু করে শহরের প্রতিটি বাজারে আলু একটি অত্যন্ত সহজলভ্য সবজি।আলু চাষও বাংলাদেশে অনেক লাভজনক। দেশের বিভিন্ন অঞ্চলে শীতকালে আলুর ব্যাপক উৎপাদন হয়, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সহজ চাষাবাদ পদ্ধতি এবং সঠিক যত্নের ফলে আলুর ভালো ফলন হয়।সাধারণত স্বল্পমূল্যে পাওয়া যায় বলে আলু সবার জন্য সাশ্রয়ী, পুষ্টিকর এবং প্রিয় খাদ্য হিসেবে বিবেচিত।

IMG_20241003_1710220440.jpeg

The photo taken at the time of buying ISU from Bamundi Bazaar. I have noticed that all these Kataris are sold in many big places in this market. Where many types of iron are available. Blacksmiths from different places come to sell these things. Aisu or Katari is an ancient tool used in the rural life of Bengal, which is very important for daily work. It is basically a small and sharp weapon, which is used to cut wood, bamboo, tree branches, or for various domestic purposes. The use of aisu is very common in rural areas for cutting wood or for small household tasks. The shape of the knife is small and suitable for one hand, so it is easily portable and convenient to use. Made of wooden handle and iron blade, this tool is strong and durable. In particular, it is essential for bamboo work, loft building, or harvesting field crops. Aisu is also used as an essential tool in traditional handicrafts of Bengal. Rural farmers and householders use these tools in their daily activities, which are deeply intertwined with their lifestyle. Despite the increase in the use of modern machinery, the aisu or katari still remains an essential part of rural life due to its accessibility, functionality and long-term use.

বামুন্দি বাজার থেকে আইসু কেনার মুহূর্তে ধারণ করা ফটোটা। আমি লক্ষ্য করে দেখেছি এই বাজারে অনেক বড় স্থান জুড়ে এ সমস্ত কাটারি বেচাকেনা হয়। যেখানে অনেক রকমের লোহার জিনিস পাওয়া যায়। বিভিন্ন স্থান থেকে কামারেরা এই সমস্ত জিনিস বিক্রয়ের উদ্দেশ্যে উপস্থিত হয়।আইসু বা কাটারি হলো বাংলার গ্রামীণ জীবনে ব্যবহৃত একটি প্রাচীন হাতিয়ার, যা দৈনন্দিন কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মূলত একটি ছোট এবং ধারালো অস্ত্র, যা কাঠ, বাঁশ, গাছের ডালপালা কাটা, বা ঘরের নানা কাজে ব্যবহার করা হয়। গ্রামীণ এলাকায় কাঠ কাটার জন্য বা গৃহস্থালির ছোটখাটো কাজের জন্য আইসু ব্যবহার খুবই সাধারণ।কাটারির আকৃতি ছোট এবং এক হাতের উপযোগী, তাই এটি সহজে বহনযোগ্য এবং ব্যবহারে সুবিধাজনক। কাঠের হাতল এবং লোহার ফলার সমন্বয়ে তৈরি এই হাতিয়ারটি মজবুত এবং টেকসই। বিশেষ করে, বাঁশের কাজ, মাচা তৈরি, বা ক্ষেতের ফসল কাটার জন্য এটি অপরিহার্য।বাংলার ঐতিহ্যবাহী হস্তশিল্পেও আইসু একটি অপরিহার্য হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। গ্রামীণ কৃষক ও গৃহস্থরা প্রতিদিনের কাজকর্মে এই হাতিয়ার ব্যবহার করে থাকে, যা তাদের জীবনযাত্রার সাথে গভীরভাবে মিশে আছে।আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়লেও, আইসু বা কাটারির সহজলভ্যতা, কার্যকারিতা এবং দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য এটি এখনও গ্রামীণ জীবনের একটি অপরিহার্য অংশ হিসেবে রয়ে গেছে।

IMG_20241003_1710220449.jpeg

One day I went to Gangni market with my friend. And being there, I was present at a godown at the moment of shopping for some special things. On arrival at the godown, I see the cycle vans taking turns in the godown. There is a godown in this place that I never knew before. I noticed things there that I wouldn't have needed to find before. However, at that moment I got to know the place and the owner.

বন্ধুর সাথে একদিন বাজার করতে গেছিলাম গাংনী বাজারে। আর সেখানে উপস্থিত হয়ে তার বিশেষ কিছু জিনিস কেনাকাটার মুহূর্তে উপস্থিত হয়েছিলাম একটা গোডাউনে। গোডাউনের উপস্থিত হয়ে দেখছি সাইকেল ভ্যানের বিভিন্ন জিনিস গোডাউনের মধ্যে পালা দেওয়া। আগে কখনো জানতাম না এমন একটা গোডাউন এই স্থানে রয়েছে। এমন এমন জিনিস সেখানে লক্ষ্য করেছি পূর্বে প্রয়োজন বোধ করেও খুঁজে পেতাম না। যাইহোক ওই মুহূর্তে পরিচয় লাভ করলাম স্থানটার এবং মালিকের সাথে।

IMG_20241003_1710220448.jpeg

Golden ash jute, which is the cash crop of Bangladesh. After washing this lesson, the jute chalks are tied and dried in this way. They are used for fuel or other purposes. So a few days ago I noticed that while returning home from Gangni Bazaar, it was left to dry like this in places. However, due to the excessive rainfall in the month of Ashwin, people were quite confused to save them. Jute chalk is an important element in the rural life of Bangladesh. The hard and dry part that remains after collecting the fiber from jute is known as jute chalk. It is mainly used as fuel and contributes significantly to the daily living of village families. Jute chalk is very readily available and affordable in rural areas. It is used as fuel for cooking in household stoves, as it burns quickly and provides heat for a long time. As jute chalk is eco-friendly, it is the favorite fuel of rural people. Also, jute chalk is used in agriculture. As an organic fertilizer in the land, it is helpful in increasing soil fertility. Decomposing jute chalk and incorporating it into the soil increases crop productivity, which is profitable for farmers. Today, despite the increasing prevalence of modern energy systems, jute chalk is still an important part of village life. It is not only a fuel, but also a material closely related to environment and economy.

সোনালী আশ পাট, যা বাংলাদেশের অর্থকারী ফসল। এই পাঠ ধোয়ার পর পাটের খড়ি গুলো এভাবে আটি বেঁধে শুকানো হয়। এগুলো জ্বালানি অথবা বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করা হয়ে থাকে। তাই কিছুদিন আগে লক্ষ্য করে দেখলাম গাংনী বাজার থেকে বাড়ি ফিরতে, জায়গায় জায়গায় এভাবেই শুকাতে দেওয়া হয়েছে। তবে আশ্বিন মাস এসে অতিরিক্ত বৃষ্টিপাত হওয়ার মানুষ বেশ বিভ্রান্তির মধ্যে ছিল এগুলো সংরক্ষণ করতে গিয়া।পাটের খড়ি বাংলাদেশের গ্রামীণ জীবনে একটি গুরুত্বপূর্ণ উপাদান। পাট থেকে আঁশ সংগ্রহ করার পর যে শক্ত এবং শুকনো অংশটি অবশিষ্ট থাকে, সেটাই পাটের খড়ি নামে পরিচিত। এটি মূলত জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় এবং গ্রামের পরিবারগুলোর দৈনন্দিন জীবনযাত্রায় বিশেষ অবদান রাখে।গ্রামীণ অঞ্চলে পাটের খড়ি খুবই সহজলভ্য এবং সাশ্রয়ী। গৃহস্থালির চুলায় রান্নার কাজে এটি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়, কারণ এটি দ্রুত জ্বলে এবং দীর্ঘ সময় ধরে তাপ প্রদান করে। পাটের খড়ি পরিবেশবান্ধব হওয়ায়, এটি গ্রামীণ মানুষের প্রিয় জ্বালানি।এছাড়া, পাটের খড়ি কৃষিক্ষেত্রেও ব্যবহৃত হয়। জমিতে জৈব সার হিসেবে এটি মাটির উর্বরতা বাড়াতে সহায়ক। পাটের খড়ি পচিয়ে মাটিতে মেশালে ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি পায়, যা কৃষকদের জন্য লাভজনক।বর্তমানে আধুনিক জ্বালানি ব্যবস্থার প্রচলন বাড়লেও, পাটের খড়ি এখনও গ্রামের মানুষদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধুমাত্র জ্বালানি নয়, বরং পরিবেশ ও অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি উপকরণ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  29 days ago  ·  

Very nice photo shared between us