Random photography of pineapple, mulashak, papaya, palm and gendari kusur.

in blurt-188398 •  20 days ago 

Hello..!!
My Dear friends of blurt space community.
I am @rjvai from Bangladesh
Today is Sunday , November 03/2024

FunPic_20241103_115422164.jpg

Assalamu Alaikum, you all will accept my sincere respect and love. I hope you all are very well, healthy and safe by the infinite mercy of Almighty Allah. I am also very well with your prayers and the mercy of Almighty Allah. Today I am here with another new post. Photography is one of my hobbies. Whenever I see something beautiful in front of me on the way, I immediately take a photo. And when I have time, I go to the field or a park to do photography. Sometimes if I see something interesting in my village, I photograph them. I love to photograph different types of colorful flowers, landscapes and field crops that enhance natural beauty. I always try to share beautiful photography with you. Dear friends, today I have shared with you my favorite random photography. I hope you will like my favorite random photography. Let's get started.

আসসালামু আলাইকুম, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।ফটোগ্রাফি করা আমার খুবই শখের একটি কাজ। কোথাও চলার পথে সামনে সুন্দর কোন কিছু দেখলেই আমি সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করি। আবার যখন আমি সময় পাই তখন ফটোগ্রাফি করতে মাঠে কিংবা কোন পার্কে চলে যায়। আবার কখনো নিজের গ্রামের মধ্যে আকর্ষণীয় কোন কিছু দেখলে সেগুলো ফটোগ্রাফি করি। প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এমন বিভিন্ন ধরনের রঙিন ফুল, প্রাকৃতিক দৃশ্য ও মাঠ ফসলের ফটোগ্রাফি করতে আমি খুবই পছন্দ করি। আমি সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের নিকট আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছি। আমি আশা করি আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে।চলুন শুরু করা যাক।

IMG_20241003_177116.jpeg

In this photograph you can see many pineapples lined up along the road. In fact, these buyers arrange them on the roadside and sell them. When asked the price, he said that the price of two pieces of pineapple is 140 rupees. Ana's looked very good and seemed very fresh. Pineapple is a delicious and nutritious fruit that is very beneficial for our body. It contains high amounts of vitamin C, manganese, and antioxidants, which help boost the body's immune system. The high fiber content of pineapple improves digestion and helps relieve constipation. An enzyme called bromelain in it helps to break down proteins naturally, which helps in faster digestion of food and reduces inflammation. Pineapple is helpful in reducing the risk of heart disease as it helps in controlling blood pressure in the body and helps in reducing harmful cholesterol in the body. Regular consumption of pineapple increases skin radiance and reduces signs of aging. It acts as fuel for the body and helps in relieving fatigue. Pineapple is used as an ingredient in salads, juices, and various recipes. It is also suitable for diet as it is low in calories and high in nutrients. Regular consumption of pineapple increases the body's energy, and it plays a special role in improving our overall health.

এই ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছেন অনেকগুলো আনারস রাস্তার পাশে সাজিয়ে রাখা হয়েছে। আসলে এই ক্রেতারা রাস্তার পাশে এগুলো সাজিয়ে রেখে বিক্রয় করে থাকেন। দাম জিজ্ঞেস করাতে বললেন যে দুই পিস আনারসের দাম ১৪০ টাকা। আনার এগুলো দেখে বেশ ভালই লাগছিল মনে হচ্ছিল অনেক টাটকা।আনারস একটি সুস্বাদু ও পুষ্টিকর ফল যা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ম্যাঙ্গানিজ, এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। আনারসের উচ্চ ফাইবার পরিমাণ হজমশক্তি উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক। এতে থাকা ব্রোমেলিন নামক একটি এনজাইম প্রাকৃতিকভাবে প্রোটিন ভাঙতে সাহায্য করে, যা খাবার দ্রুত হজমে সহায়তা করে এবং প্রদাহ কমায়।আনারস হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক কারণ এটি শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং শরীরের ক্ষতিকর কোলেস্টেরল কমাতে সাহায্য করে। নিয়মিত আনারস খেলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় এবং বার্ধক্যের লক্ষণ কমে। এটি শরীরের জ্বালানি হিসেবে কাজ করে এবং ক্লান্তি দূর করতে সহায়ক।আনারস সালাদ, জুস, এবং বিভিন্ন রেসিপির উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। এতে ক্যালোরি কম এবং পুষ্টিগুণ বেশি থাকায় এটি ডায়েটের জন্যও উপযোগী। নিয়মিত আনারস খেলে শরীরের শক্তি বৃদ্ধি পায়, এবং এটি আমাদের সার্বিক স্বাস্থ্যের উন্নতিতে বিশেষ ভূমিকা রাখে।

IMG_20241003_17711.jpeg

This is what I mentioned in the post about this mula shak that this mula shak has radish as well as its greens, that is, if you buy only radish, you can eat both radish and greens, which is a great thing. I saw such a thing today for the first time. I find it very unique. Radishes and radishes are two nutritious ingredients in our daily diet. Radish is basically a winter vegetable, which is very beneficial for our body. It is rich in vitamin C, calcium, and fiber, which boosts immunity and improves digestion. Radish helps relieve constipation and is effective in protecting liver health. The antioxidant content in it helps to remove harmful toxins from the body and keeps the blood pressure under control. On the other hand, mulashak provides some additional nutrients to our body. It is rich in vitamin A, calcium, and iron, which are helpful in strengthening bones and increasing blood hemoglobin. Mulashak is also beneficial for skin and eyes. It helps lower cholesterol in the body and helps protect heart health. Apart from cooking, radishes and radishes are also used in salads and soups, adding flavor as well as nutritional value. Regular consumption of Radish and Mulashak increases the body's energy and contributes significantly to the improvement of our overall health.

এই যে এই মুলা শাকের কথা আমি পোষ্টের মধ্যে উল্লেখ করেছিলাম যে এই মুলা শাক এ যেমন মুলা ‌রয়েছে তেমনিভাবে এর শাক ‌ও রয়েছে অর্থাৎ আপনি যদি শুধুমাত্র মূলা ক্রয় করেন সে ক্ষেত্রে মুলা এবং শাক ‌ দুটোই খেতে পারবেন যেটা বেশ দারুন একটা বিষয়। এমন জিনিস আজকে আমি প্রথম দেখলাম। আমার কাছে এটি অনেক ইউনিক লেগেছে।মুলা ও মুলাশাক আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় পুষ্টিকর দুটি উপাদান। মুলা মূলত শীতকালীন সবজি, যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ক্যালসিয়াম, এবং আঁশ থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হজমশক্তি উন্নত করে। মুলা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এবং লিভারের স্বাস্থ্য রক্ষায় কার্যকর। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান দেহের ক্ষতিকর টক্সিন বের করতে সহায়তা করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।অন্যদিকে, মুলাশাক আমাদের শরীরের জন্য আরও কিছু বাড়তি পুষ্টি সরবরাহ করে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ক্যালসিয়াম, ও আয়রন রয়েছে, যা হাড় শক্তিশালী করতে এবং রক্তের হিমোগ্লোবিন বাড়াতে সহায়ক। মুলাশাক ত্বক ও চোখের জন্যও উপকারী। এটি শরীরের কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং হৃৎপিণ্ডের স্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা রাখে।মুলা ও মুলাশাক রান্না করা ছাড়াও সালাদ ও স্যুপে ব্যবহৃত হয়, যা স্বাদ বৃদ্ধির পাশাপাশি পুষ্টিগুণও যোগ করে। নিয়মিত মুলা ও মুলাশাক খেলে শরীরের শক্তি বৃদ্ধি পায় এবং এটি আমাদের সার্বিক স্বাস্থ্যের উন্নতিতে বিশেষ অবদান রাখে।

IMG_20241003_177114.jpeg

The papayas look very nice to me, it seems that the ripe papayas are very tasty to eat. Actually I like to eat this type of papaya very much and it destroys cancer seeds so papaya is a very healthy fruit. Papaya is a nutritious and delicious fruit which is very beneficial for our body. It is rich in vitamins A, C, E, and K, which help boost our immune system. The fiber in papaya relieves constipation and improves digestion. The enzyme papain in it helps break down proteins naturally, which aids in quick digestion and provides proper nutrition to the body. Papaya is also very beneficial for the skin. It has antioxidant properties that help keep the skin bright and smooth and reduces the signs of aging. Regular consumption of papaya helps reduce wrinkles and blemishes on the skin. Besides, papaya reduces the risk of heart disease and keeps blood pressure under control. It helps lower cholesterol and improves blood circulation. Papaya is also beneficial for people who want to lose weight, as it is low in calories and high in nutrients. Ripe papaya can be eaten raw in salads, and raw papaya can be cooked and eaten as a curry. Consuming papaya daily keeps the body fresh and active and plays an important role in improving our overall health.

পেঁপে গুলো দেখে আমার কাছে বেশ চমৎকার লেগেছে, একেবারে মনে হচ্ছে গাছ পাকা পেঁপে খেতে মনে হয় অনেক সুস্বাদু হবে। আসলে আমি এই ধরনের পেঁপে খেতে অনেক বেশি পছন্দ করি আর এটি ক্যান্সারের বীজ ধ্বংস করে থাকে এর জন্য অনেক সুস্বাস্থ্যকর একটি ফল হচ্ছে পেঁপে।পেঁপে একটি পুষ্টিকর ও সুস্বাদু ফল যা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, ই, এবং কে রয়েছে, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। পেঁপেতে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজমশক্তি উন্নত করে। এতে থাকা এনজাইম প্যাপেইন প্রাকৃতিকভাবে প্রোটিন ভাঙতে সাহায্য করে, যা খাবার দ্রুত হজমে সহায়ক এবং শরীরে সঠিক পুষ্টি সরবরাহ করে।পেঁপে ত্বকের জন্যও অত্যন্ত উপকারী। এতে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকায় ত্বক উজ্জ্বল ও মসৃণ রাখতে সহায়ক এবং বার্ধক্যের লক্ষণ কমায়। পেঁপের নিয়মিত সেবন ত্বকে বলিরেখা ও দাগ কমাতে সাহায্য করে। এছাড়া পেঁপে হৃদরোগের ঝুঁকি কমায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। এটি কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং রক্ত সঞ্চালনকে উন্নত করে।পেঁপে ওজন কমাতে ইচ্ছুক ব্যক্তিদের জন্যও উপকারী, কারণ এতে ক্যালোরি কম এবং পুষ্টিগুণ বেশি। পাকা পেঁপে কাঁচা অবস্থায় সালাদে খাওয়া যায়, আর কাঁচা পেঁপে তরকারি হিসেবে রান্না করে খাওয়া যায়। প্রতিদিন পেঁপে খেলে শরীর সতেজ ও সক্রিয় থাকে এবং এটি আমাদের সার্বিক স্বাস্থ্য উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

IMG_20241003_177113.jpeg

This uncle sold taal on the roadside. It looked good to see the ripe palms, I remembered those old sayings, picking palms was an addiction when I was a child. When it rained, I used to see when the palm fell from around the palm tree. Seeing this palm vendor reminded me of those golden days of childhood. Palm is a nutritious and delicious fruit which is very popular in our country especially in rural areas. It contains vitamin A, vitamin C, calcium, iron, and various antioxidants that are beneficial for our body. Dates help improve digestion and relieve constipation. The fiber and iron present in it help prevent anemia and maintain good blood circulation in the body. Jaggery is made from palm juice, which is used to make various sweets. Talpak or talshans keeps the body cool and maintains water balance in the body. The antioxidant content in the palm removes harmful free radicals from the body and boosts the immune system. Apart from this, dates are also beneficial for the skin, as they make the skin bright and smooth. Dates are helpful in weight loss, as they are low in calories and high in nutrients. Palm oil helps keep the body cool in the heat and relieves fatigue. Regular consumption of taal increases the body's energy and plays an important role in improving our overall health.

এই যে এই আঙ্কেল তাল বিক্রি করেছিল রাস্তার পাশে। গাছ পাকা তাল গুলো দেখে বেশ ভালোই লাগছিল সেই পুরনো কথা গুলো মনে পড়ে যাচ্ছিল ছোটবেলায় তাল কুড়ানো একটা নেশা ছিল। বৃষ্টি হলেই তালগাছের আশেপাশের থেকে দেখতাম যে কখন তাল পড়ে। এই তাল বিক্রেতাকে দেখে ছোটবেলার সে সোনালী দিনগুলো মনে পড়ে যাচ্ছিল।তাল একটি পুষ্টিকর ও সুস্বাদু ফল যা আমাদের দেশে বিশেষ করে গ্রামীণ অঞ্চলে খুবই জনপ্রিয়। এতে ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন, এবং বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আমাদের শরীরের জন্য উপকারী। তাল হজম শক্তি উন্নত করতে সহায়ক এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। এতে থাকা ফাইবার ও আয়রন রক্তস্বল্পতা প্রতিরোধে সহায়ক এবং দেহের রক্ত সঞ্চালন ভালো রাখে।তালের রস থেকে গুড় তৈরি করা হয়, যা বিভিন্ন মিষ্টান্ন তৈরি করতে ব্যবহৃত হয়। তালপাক বা তালশাঁস শরীরকে ঠান্ডা রাখে এবং শরীরে পানির ভারসাম্য বজায় রাখে। তালের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরের ক্ষতিকর ফ্রি র‌্যাডিক্যাল দূর করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া তাল ত্বকের জন্যও উপকারী, কারণ এটি ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে।তাল ওজন কমাতে সহায়ক, কারণ এতে ক্যালোরি কম এবং পুষ্টিগুণ বেশি। তালের শাঁস গরমে শরীরকে শীতল রাখতে সাহায্য করে এবং ক্লান্তি দূর করে। নিয়মিত তাল খেলে শরীরের শক্তি বৃদ্ধি পায় এবং এটি আমাদের সার্বিক স্বাস্থ্যের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

IMG_20241003_177112.jpeg

On the side of the road I saw many Gendari kasu kept. They are very tasty to eat and full of juice. If they were sold in small pieces, maybe I would have tried to take it, but since it is a big sugarcane or kusuru, eating it is often a matter for everyone. Gendari kusuru is a popular vegetable, which is widely cultivated in many parts of our country. . It contains a lot of vitamin A, C, calcium, iron and fiber, which is very beneficial for the body. Gendari Kushur Saak is helpful in boosting immunity and improves digestion. The antioxidant content in it protects the body's cells from damage and slows down the aging process. Gendari Kushur is also very beneficial for the skin and eyes. It is rich in vitamin A, which helps in maintaining good eyesight and keeps the skin bright and healthy. This vegetable is helpful in controlling blood cholesterol and is effective in protecting the heart. It contains iron, which prevents anemia and increases energy in the body. Gendari kusur greens can be eaten as curries, bharata or soups, which add flavor as well as provide nutrients. Regular consumption of Ghendari Kushur greens boosts the body's immune system and helps in maintaining our overall health.

রাস্তার পাশে দেখলাম অনেকগুলো গেন্ডারী কসুর রাখা আছে। এগুলো খেতে বেশ সুস্বাদু হয়ে থাকে এবং রসে ভরপুর। যদি এগুলো ছোট, ছোট করে কেটে বিক্রি করতো সেক্ষেত্রে হয়তোবা আমি এটি নেওয়ার চেষ্টা করতাম তবে যেহেতু অনেক বড় একটা আখ বা কুসুর এটি খাওয়াটা কিন্তু অনেক সময় সবার একটা বিষয়।গেন্ডারি কুসুর একটি জনপ্রিয় শাক জাতীয় সবজি, যা আমাদের দেশের অনেক অঞ্চলে ব্যাপকভাবে চাষ করা হয়। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, ক্যালসিয়াম, আয়রন এবং আঁশ থাকে, যা শরীরের জন্য খুবই উপকারী। গেন্ডারি কুসুর শাক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক এবং হজমশক্তি উন্নত করে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরের কোষগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং বার্ধক্যের প্রক্রিয়া ধীর করে।গেন্ডারি কুসুর শাক ত্বক ও চোখের জন্যও বিশেষ উপকারী। এতে প্রচুর ভিটামিন এ রয়েছে, যা চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়তা করে এবং ত্বককে উজ্জ্বল ও স্বাস্থ্যকর রাখে। এই শাক রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়ক এবং হৃদযন্ত্রকে সুরক্ষিত রাখতে কার্যকর। এতে আয়রন রয়েছে, যা রক্তস্বল্পতা প্রতিরোধ করে এবং শরীরে শক্তি বৃদ্ধি করে।গেন্ডারি কুসুর শাক তরকারি, ভর্তা বা স্যুপ হিসেবে খাওয়া যায়, যা স্বাদ বৃদ্ধির পাশাপাশি পুষ্টি সরবরাহ করে। নিয়মিত গেন্ডারি কুসুর শাক খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং এটি আমাদের সার্বিক স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!