Random photography of red rose flower, time flower, ripe pomegranate and ripe juicy mango.

in blurt-188398 •  last month 

Hello..!!
My Dear friends of blurt space community.
I am @rjvai from Bangladesh
Today is Thursday , October 17/2024

FunPic_20241017_203317141.jpg

Assalamu Alaikum, you all will accept my sincere respect and love. I hope you all are very well, healthy and safe by the infinite mercy of Almighty Allah. I am also very well with your prayers and the mercy of Almighty Allah. Today I am here with another new post. Photography is one of my hobbies. Whenever I see something beautiful in front of me on the way, I immediately take a photo. And when I have time, I go to the field or a park to do photography. Sometimes if I see something interesting in my village, I photograph them. I love to photograph different types of colorful flowers, landscapes and field crops that enhance natural beauty. I always try to share beautiful photography with you. Dear friends, today I have shared with you my favorite random photography. I hope you will like my favorite random photography. Let's get started.

আসসালামু আলাইকুম, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।ফটোগ্রাফি করা আমার খুবই শখের একটি কাজ। কোথাও চলার পথে সামনে সুন্দর কোন কিছু দেখলেই আমি সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করি। আবার যখন আমি সময় পাই তখন ফটোগ্রাফি করতে মাঠে কিংবা কোন পার্কে চলে যায়। আবার কখনো নিজের গ্রামের মধ্যে আকর্ষণীয় কোন কিছু দেখলে সেগুলো ফটোগ্রাফি করি। প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এমন বিভিন্ন ধরনের রঙিন ফুল, প্রাকৃতিক দৃশ্য ও মাঠ ফসলের ফটোগ্রাফি করতে আমি খুবই পছন্দ করি। আমি সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের নিকট আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছি। আমি আশা করি আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে।চলুন শুরু করা যাক।

IMG_20241003_171029.jpeg

Red rose flower full of red color is my favorite and favorite flower. I like the tender petals of the red rose flower very much. The role of red rose flowers is unique to enhance the beauty of the garden or enhance the beauty of the home. You must have liked the photography of red rose flower which creates a wonderful beauty in our nature. Red rose flower is known as a symbol of beauty, love, and passion. Saying "Mashallah" praises its beauty, which expresses people's fascination with this flower. The bright color and sweet smell of red rose has given it a special place in all kinds of social and family events. Red roses are most commonly used on Valentine's Day or other romantic moments.

The red rose flower is characterized by its deep red color and the softness of the petals, which makes it look like a perfect creation by nature. Its fragrant scent makes the environment more pleasant, and it enhances the beauty of any garden.

Roses are not only for beauty but also have medicinal properties. Rose water made from rose petals has been used for skin care since ancient times. In addition, red rose has been used in various ancient treatments.

Red roses are considered symbols of love, respect, and bravery. In various cultures it is used as a means of expressing deep feelings. Mashallah red rose flower is a unique creation of nature, which has a place in human heart as a symbol of beauty and emotion.

লাল রঙে পরিপূর্ণ ভালোবাসার লাল গোলাপ ফুল আমার সবচাইতে পছন্দের ও প্রিয় ফুল। লাল গোলাপ ফুলের কোমল পাপড়ি গুলো আমার কাছে খুবই ভালো লাগে। বাগানের সৌন্দর্য বৃদ্ধি করতে কিংবা বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করতে লাল গোলাপ ফুলের ভূমিকা অনন্য। আমাদের প্রকৃতিতে অপরূপ সৌন্দর্য সৃষ্টিকারী লাল গোলাপ ফুলের ফটোগ্রাফিটি আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লেগেছে।লাল গোলাপ ফুল সৌন্দর্য, ভালোবাসা, এবং আবেগের প্রতীক হিসেবে পরিচিত। "মাশাল্লাহ" বললে এর সৌন্দর্যের প্রশংসা করা হয়, যা এই ফুলের প্রতি মানুষের মুগ্ধতা প্রকাশ করে। লাল গোলাপের উজ্জ্বল রঙ ও মিষ্টি গন্ধ একে সব ধরনের সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে বিশেষ স্থান দিয়েছে। ভালোবাসা দিবস বা অন্যান্য রোমান্টিক মুহূর্তে লাল গোলাপের ব্যবহার সর্বাধিক প্রচলিত।

লাল গোলাপ ফুলের বৈশিষ্ট্য হলো এর গভীর লাল রঙ এবং পাপড়ির কোমলতা, যা দেখে মনে হয় যেন এটি প্রকৃতির হাতে তৈরি এক নিখুঁত সৃষ্টি। এর সুবাসিত ঘ্রাণ পরিবেশকে আরও মনোরম করে তোলে, এবং এটি যে কোনো বাগানের সৌন্দর্য বৃদ্ধি করে।

গোলাপ শুধু সৌন্দর্যের জন্য নয়, এর ভেষজ গুণাগুণও রয়েছে। গোলাপের পাপড়ি থেকে তৈরি গোলাপ জল প্রাচীনকাল থেকে ত্বকের যত্নে ব্যবহৃত হয়ে আসছে। এছাড়া, বিভিন্ন প্রাচীন চিকিৎসায় লাল গোলাপের ব্যবহার রয়েছে।

লাল গোলাপ প্রেম, শ্রদ্ধা, এবং সাহসিকতার প্রতীক হিসেবে বিবেচিত। বিভিন্ন সংস্কৃতিতে এটি গভীর অনুভূতি প্রকাশের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। মাশাল্লাহ লাল গোলাপ ফুল প্রকৃতির এক অনন্য সৃষ্টি, যা সৌন্দর্য ও আবেগের প্রতীক হিসেবে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে।

IMG_20241003_171028.jpeg

This is Time Flower Photography. Many people call it grass flower. Time flowers are most beautiful to see on a dewy morning. Many people like to create a beautiful garden by planting time flower plants in a tub on the roof of their house. In fact, small gardens of such time flowers planted in tubs on the roof of your house or the entrance to your house, i.e. the gate, look very beautiful. Time flower is a fragrant medicinal plant, which has been used in various herbs and treatments since ancient times. It is mainly a herbaceous plant, which produces small flowers. Thyme flowers are usually white, pink, or light purple in color, and the leaves are aromatic, used in cooking and medicinal purposes.

The main attraction of thyme flower is the fragrance of its leaves and flowers and its medicinal properties. It contains an antiseptic ingredient called thymol, which acts as a disinfectant. Tea made from thyme flowers is very beneficial in relieving cold, cough and sore throat. It is also used as a digestive aid and as a spice to add flavor to food.

Time flowering plants are small and easy to grow in any garden. It grows quickly without much care and its leaves can be collected all year round. Time flower is mainly grown in the Mediterranean region, but now it is popular in many countries of the world.

The time flower is a prized plant for three reasons—cooking, medicine, and beauty. It is a favorite plant of gardeners and herbalists for its many uses.

এটা হল টাইম ফুলের ফটোগ্রাফি। অনেকে এটা ঘাসফুল বলে থাকে। শিশির ভেজা সকালে টাইম ফুল গুলো দেখতে সবচাইতে বেশি সুন্দর লাগে। অনেকেই খুব শখ করে নিজ ঘরের ছাদের উপরে টবের মধ্যে টাইম ফুলের গাছ লাগিয়ে সুন্দর বাগান তৈরি করতে পছন্দ করে। আসলে নিজ ঘরের ছাদের উপরে অথবা নিজ বাড়িতে প্রবেশদ্বার অর্থাৎ গেটের উপরে টবে লাগানো এ ধরনের টাইম ফুলের ছোট বাগান গুলো দেখতে খুবই সুন্দর লাগে।টাইম ফুল একটি সুগন্ধি ঔষধি গাছ, যা প্রাচীনকাল থেকে বিভিন্ন ভেষজ ও চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। এটি মূলত গুল্মজাতীয় উদ্ভিদ, যা ছোট ছোট ফুল ফোটায়। টাইম ফুলের রং সাধারণত সাদা, গোলাপি বা হালকা বেগুনি হয়ে থাকে এবং এর পাতাগুলোও সুগন্ধযুক্ত, যা রান্না ও ঔষধি কাজে ব্যবহার করা হয়।

টাইম ফুলের মূল আকর্ষণ এর পাতা ও ফুলের সুগন্ধ এবং এর ঔষধি গুণ। এতে রয়েছে থাইমল নামক এক ধরনের অ্যান্টিসেপ্টিক উপাদান, যা জীবাণুনাশক হিসেবে কাজ করে। ঠান্ডা, কাশি এবং গলা ব্যথার উপশমে টাইম ফুল থেকে তৈরি চা অনেক উপকারী। এছাড়া এটি হজম সহায়ক হিসেবে ব্যবহার করা হয় এবং খাদ্যে স্বাদ বাড়াতে মশলা হিসেবে ব্যবহৃত হয়।

টাইম ফুলের গাছ ছোট এবং সহজে যেকোনো বাগানে জন্মাতে পারে। এটি খুব বেশি যত্ন ছাড়াই দ্রুত বেড়ে ওঠে এবং সারা বছরই এর পাতা সংগ্রহ করা যায়। টাইম ফুল বিশেষত ভূমধ্যসাগরীয় অঞ্চলে বেশি জন্মায়, তবে এখন পৃথিবীর বিভিন্ন দেশে এটি জনপ্রিয়।

রান্না, ঔষধ, এবং সৌন্দর্য—এই তিনটি কারণে টাইম ফুল একটি অমূল্য গাছ। এর বহুবিধ ব্যবহারের জন্য এটি বাগানপ্রেমীদের এবং ভেষজ চিকিৎসকদের প্রিয় উদ্ভিদ।

IMG_20241003_171024.jpeg

This is a photograph of a mango full of ripe toasts and honey juice. It is not a grafted mango. Our mango is a very old and old tree. One of the main features of this mango is that it is impossible for humans to eat this mango when it is raw. It is so sour in its raw state that it cannot be eaten even with dry chili powder and salt. But when this mango is ripe, it tastes sweeter than honey. As soon as the sour mango ripens in the world, where does such sweetness come from? When these mangoes are unripe, no human movement is seen around these mango trees. Even on stormy days no one comes to pick these mangoes. But when these mangoes start ripening, some people will always be seen around the mango trees. Especially young children are more affected around our mango trees. Ripe mangoes are one of the most popular and delicious fruits of summer. There is a huge demand for ripe mangoes in various countries of the subcontinent including Bangladesh, which is also known as the "King of Fruits". Different varieties of mangoes are available in summer, such as Himsagar, Langra, Fazli, Gopalbhog, Amrapali etc. Although each variety has a different taste, aroma, and sweetness, all ripe mangoes are very delicious.

Ripe mango tastes sweet and juicy, which quenches thirst and keeps the body cool. It is rich in vitamin A, C, and various antioxidants, which are beneficial for skin, hair, and vision. Besides, ripe mangoes are also helpful in digestion and boost immunity.

Mango season in Bangladesh starts from April and lasts till June-July. During this period, various varieties of ripe mangoes are seen in the market. While unripe mangoes are sour, ripe mangoes are sweet and juicy, which are used to make a variety of drinks, desserts and sweets apart from being eaten straight away.

The nutritional value and taste of mango make it not only a delicious fruit, but also a beneficial food for body nutrition and health. This juicy summer fruit holds a special place in Bengali culture, making the presence of ripe mangoes especially delightful on the dining table.

এটা হলো পাকা টসটসে ও মধুর রসে পরিপূর্ণ একটি আমের ফটোগ্রাফি। এটা কোন কলম করা গাছের আম নয়। আমাদের খুবই পুরনো ও বয়স্ক একটি গাছের আম। এই আমের একটি প্রধান বিশিষ্ট হলো, কাঁচা অবস্থায় এই আমটি মানুষের পক্ষে খাওয়া অসম্ভব। কাঁচা অবস্থায় এতটাই টক যে শুকনো মরিচের গুঁড়া ও লবণ দিয়েও খাওয়া যায় না। কিন্তু এই আমটি পেকে গেলে খেতে মধুর চেয়েও মিষ্টি লাগে। এ রকম বিশ্ব টক আম পেকে যাওয়ার সাথে সাথে এত মিষ্টি আসে কোথা থেকে, আসলে এ ধরনের চিন্তা করলে আমি এমনিতেই অবাক হয়ে যায়। যখন এই আমগুলো কাঁচা থাকে তখন এই আম গাছের আশেপাশে কোন মানুষের আনাগোনা দেখা যায় না। এমনকি ঝড়ের দিনেও এই আম কুড়াতে কেউ আসে না। কিন্তু এই আমগুলো পাকতে শুরু করলে সব সময় আম গাছের আশপাশে কিছু না কিছু মানুষ দেখা যাবেই। বিশেষ করে অল্প বয়স্ক ছেলেমেয়েদের প্রভাবটা বেশি থাকে আমাদের এই আম গাছের আশপাশে।পাকা আম গ্রীষ্মের একটি অন্যতম জনপ্রিয় ও সুস্বাদু ফল। বাংলাদেশসহ উপমহাদেশের বিভিন্ন দেশে পাকা আমের ব্যাপক চাহিদা রয়েছে, যা "ফলের রাজা" হিসেবেও পরিচিত। গ্রীষ্মকালে আমের বিভিন্ন জাত পাওয়া যায়, যেমন হিমসাগর, ল্যাংড়া, ফজলি, গোপালভোগ, আম্রপালি ইত্যাদি। প্রতিটি জাতের আমের স্বাদ, ঘ্রাণ, এবং মিষ্টতা ভিন্ন হলেও সব ধরনের পাকা আমই অত্যন্ত লোভনীয়।

পাকা আমের স্বাদ মিষ্টি এবং রসাল, যা তৃষ্ণা মেটানোর পাশাপাশি শরীরকে ঠান্ডা রাখে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, এবং বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বক, চুল এবং দৃষ্টিশক্তির জন্য উপকারী। এছাড়া পাকা আম হজমেও সহায়ক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

বাংলাদেশে আমের মৌসুম শুরু হয় এপ্রিল থেকে এবং চলে জুন-জুলাই পর্যন্ত। এই সময়কালে বাজারে নানা জাতের পাকা আমের সমারোহ দেখা যায়। কাঁচা আম যেমন টক, তেমনই পাকা আম মিষ্টি ও রসালো, যা সরাসরি খাওয়া ছাড়াও বিভিন্ন ধরনের পানীয়, ডেজার্ট এবং মিষ্টি তৈরিতে ব্যবহৃত হয়।

আমের পুষ্টিগুণ ও স্বাদ একে কেবল একটি সুস্বাদু ফলই নয়, বরং শরীরের পুষ্টি ও স্বাস্থ্যের জন্যও একটি উপকারী খাবার হিসেবে পরিগণিত করে। গ্রীষ্মের এই রসাল ফলটি বাঙালির সংস্কৃতিতে বিশেষ স্থান দখল করে আছে, যা খাবারের টেবিলে বিশেষ করে পাকা আমের উপস্থিতি অত্যন্ত আনন্দদায়ক।

IMG_20241003_1710616.jpeg

Ripe pomegranate fruit is very beneficial for our body. Ripe pomegranate fruit juice plays an important role in blood production in our body. We have a total of three pomegranate trees in our house. Three trees have more or less pomegranates this time. These pomegranate fruits begin to ripen in the month of Shravana. Pomegranate fruits have started to thicken slowly due to the rains of the monsoon season. And the rain-soaked pomegranates looked very beautiful to me. So I have shared with you beautiful photography of rain wet pomegranate fruits. You will surely be encouraged to plant pomegranate fruit trees at home after seeing the pomegranate fruits of my tree. Ripe pomegranate is a delicious and nutritious fruit, which is known and popular all over the world. It is famous for its bright red juicy seeds. Pomegranate grows well in tropical and subtropical regions, and is also widely cultivated in Bangladesh.

Ripe pomegranates are rich in nutrients. It is a rich source of vitamin C, K, folate, potassium and fiber. Also, pomegranate seeds are very high in antioxidants, which boost the body's immune system and help prevent various types of inflammation. Ripe pomegranate juice is effective in reducing the risk of heart disease and is also helpful in controlling blood pressure.

Pomegranate is not only for eating but also has various medicinal properties. Pomegranate juice has been used since ancient times as a digestive aid, and is also beneficial for brightening the skin. Moreover, its antioxidant content plays a helpful role in preventing various serious diseases including cancer.

The sour-sweet taste of ripe pomegranate makes it popular among people of all ages. It can be eaten raw, or juiced. Apart from quenching thirst, pomegranate juice plays an important role in keeping the body fresh and healthy. Hence, ripe pomegranate is not only a delicious fruit but also considered as a healthy and nutritious food.

পাকা ডালিম ফল আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। পাকা ডালিম ফলের রস আমাদের শরীরের রক্ত তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের বাড়িতে মোট তিনটা ডালিমের গাছ রয়েছে। তিনটা গাছে কম বেশি ডালিম ধরেছে এবার। এই ডালিম ফলগুলো শ্রাবণ মাসে পাকতে শুরু করে। বর্ষা ঋতুর বৃষ্টির ছোঁয়ায় ডালিম ফলগুলো আস্তে আস্তে মোটা হতে শুরু করেছে। আর বৃষ্টি ভেজা ডালিম ফলগুলো দেখতে খুবই সুন্দর লেগেছিল আমার কাছে। তাই বৃষ্টি ভেজা ডালিম ফলগুলোর সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে আপনাদের নিকট শেয়ার করেছি। আপনারা নিশ্চয়ই আমার গাছের ডালিম ফল গুলো দেখে আপনারাও বাড়িতে ডালিম ফল গাছ লাগাতে উৎসাহিত হবেন।পাকা ডালিম একটি সুস্বাদু ও পুষ্টিকর ফল, যা সারা বিশ্বে পরিচিত এবং জনপ্রিয়। এটি তার উজ্জ্বল লাল রঙের রসালো বীজের জন্য বিখ্যাত। ডালিম গ্রীষ্মমণ্ডলীয় এবং উপ-গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে ভালোভাবে জন্মে, এবং বাংলাদেশেও এটি ব্যাপকভাবে চাষ হয়।

পাকা ডালিমে প্রচুর পুষ্টি উপাদান রয়েছে। এতে ভিটামিন সি, কে, ফোলেট, পটাশিয়াম এবং ফাইবারের সমৃদ্ধ উৎস। এছাড়া, ডালিমের বীজে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ অত্যন্ত বেশি, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিভিন্ন ধরনের প্রদাহ প্রতিরোধ করতে সাহায্য করে। পাকা ডালিমের রস হৃদরোগের ঝুঁকি কমাতে কার্যকর এবং এটি রক্তচাপ নিয়ন্ত্রণেও সহায়ক।

ডালিম শুধু খাওয়ার জন্য নয়, এর বিভিন্ন ঔষধি গুণাগুণও রয়েছে। প্রাচীনকাল থেকে ডালিমের রস হজম সহায়ক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে, এবং এটি ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও উপকারী। তাছাড়া, এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ক্যান্সারসহ বিভিন্ন মারাত্মক রোগ প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে।

পাকা ডালিমের টক-মিষ্টি স্বাদ এটি সব বয়সের মানুষের কাছেই জনপ্রিয় করে তুলেছে। এটি কাঁচা খাওয়া যায়, অথবা রস তৈরি করেও পান করা যায়। ডালিমের রস তৃষ্ণা মেটানোর পাশাপাশি শরীরকে সতেজ ও সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই, পাকা ডালিম শুধু একটি সুস্বাদু ফল নয়, এটি একটি স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার হিসেবে বিবেচিত।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!