The sensation of collecting green chillies from the chilli trees planted on the banks of the pond.

in blurt-188398 •  25 days ago 

Hello..!!
My Dear friends of blurt space community.
I am @rjvai from Bangladesh
Today is Saturday , October 12/2024

FunPic_20241012_194211770.jpg

Assalamu Alaikum, you all will accept my sincere respect and love. I hope you all are very well, healthy and safe by the infinite mercy of Almighty Allah. I am also very well with your prayers and the mercy of Almighty Allah. Today I am here with another new post. Photography is one of my hobbies. Whenever I see something beautiful in front of me on the way, I immediately take a photo. And when I have time, I go to the field or a park to do photography. Sometimes if I see something interesting in my village, I photograph them. I love to photograph different types of colorful flowers, landscapes and field crops that enhance natural beauty. I always try to share beautiful photography with you. Dear friends, today I have shared with you my favorite random photography. I hope you will like my favorite random photography. Let's get started.

আসসালামু আলাইকুম, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।ফটোগ্রাফি করা আমার খুবই শখের একটি কাজ। কোথাও চলার পথে সামনে সুন্দর কোন কিছু দেখলেই আমি সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করি। আবার যখন আমি সময় পাই তখন ফটোগ্রাফি করতে মাঠে কিংবা কোন পার্কে চলে যায়। আবার কখনো নিজের গ্রামের মধ্যে আকর্ষণীয় কোন কিছু দেখলে সেগুলো ফটোগ্রাফি করি। প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এমন বিভিন্ন ধরনের রঙিন ফুল, প্রাকৃতিক দৃশ্য ও মাঠ ফসলের ফটোগ্রাফি করতে আমি খুবই পছন্দ করি। আমি সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের নিকট আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছি। আমি আশা করি আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে।চলুন শুরু করা যাক।

IMG_20241003_1710261.jpeg

Chilli is a spice crop. The use of green chillies is essential in our daily cooking of curries. So in the current year, the price of green pepper increased to a record amount due to the slightly lower production of green pepper in our country. The highest price of raw chilli in our Gangni market was Tk 765 per kg. For our area which is the highest price of raw chili since Bangladesh. Seeing such prices of green chillies, we started to say that we are in trouble. However, even though the price of green chillies has increased to a record extent, we have not understood its impact. Just like "what happens to crow when the bell is ripe" situation. Because I had around 50 to 55 green chilli plants planted on the banks of my pond. Every chilli plant planted on the banks of the pond produced lots of chillies this year. When the price of pepper was at its peak, there was enough pepper in my pond-side pepper plant. Every week two days I used to collect chillies from my chilli trees. I used to enjoy collecting chillies. Because the market was very hot. Not only that, while buying jhal, people's pockets also got jhal. No one in our family ever had to think about green chillies at such a moment. While collecting green chillies from the pond, I thought that if I could work a little harder this year and plant 200-300 green chillies on the pond, then I would be able to sell green chillies worth a lot of money. But that is no longer done.

কাঁচা মরিচ একটি মসলা জাতীয় ফসল। আমাদের প্রতিদিনের তরকারি রান্নার কাজে কাঁচামরিচের ব্যবহার আবশ্যিক। তাই চলতি বছরে আমাদের দেশে কাঁচামরিচের উৎপাদন কিছুটা কম হওয়ার কারণে রেকর্ড পরিমাণে কাঁচামরিচের মূল্য বৃদ্ধি হয়েছিল। আমাদের গাংনী বাজারে কাঁচামরিচের সর্বোচ্চ মূল্য হয়েছিল প্রতি কেজি ৭৬৫ টাকা। আমাদের এলাকার জন্য যেটা বাংলাদেশ সৃষ্টি হয়ে কাঁচা মরিচের সর্বোচ্চ মূল্য। কাঁচা মরিচের এরকম দাম দেখে আমরা তো বলতে শুরু করেছিলাম যে, ঝালে ঝাল লেগেছে। তবে কাঁচা মরিচের দাম রেকর্ড পরিমাণে বৃদ্ধি হলেও এর প্রভাব আমরা বুঝতে পারিনি। ঠিক যেমন "বেল পাকলে কাকের কি" এরকম অবস্থা। কারণ আমার পুকুর পাড়ে লাগানো ছিল প্রায় ৫০ থেকে ৫৫ টি কাঁচা মরিচের গাছ।পুকুর পাড়ে লাগানো প্রত্যেকটি মরিচ গাছে এ বছর প্রচুর পরিমাণে মরিচ এসেছিল। যখন মরিচের দাম একেবারেই তুঙ্গে ঠিক তখন পর্যাপ্ত পরিমাণ মরিচ ছিল আমার পুকুর পাড়ের মরিচ গাছে। প্রত্যেক সপ্তাহে দুই দিন আমার মরিচ গাছ গুলো থেকে মরিচ সংগ্রহ করতাম। মরিচ সংগ্রহের সময় খুবই আনন্দ পেতাম। কেননা বাজারে তো ঝালে ঝাল লেগেছিল। শুধু তাই নয়, ঝাল ক্রয় করতে গিয়ে মানুষের পকেটেও ঝাল লেগে গিয়েছিল। ঠিক এরকম মুহুর্তে কাঁচা মরিচ নিয়ে আমাদের পরিবারের কারো কখনোই চিন্তা করা লাগেনি। পুকুরপাড় থেকে কাঁচা মরিচ সংগ্রহের সময় ভাবতাম যে, যদি এ বছর একটু বেশি পরিশ্রম করে ২০০-৩০০ কাঁচামরিচের গাছ পুকুর পাড়ে করতে পারতাম তাহলে অনেক টাকার কাঁচা মরিচ বিক্রয় করতে পারতাম। কিন্তু সেটা তো আর করা হয়নি।

IMG_20241003_171026.jpeg

It is very important to take proper care of the chilli plant during flowering. During this time the growth of the plant as well as the yield will be good depends on the proper care of the plant. Below are some things to do when the green pepper plant flowers:

Proper irrigation system:

Adequate amount of water should be given to the plant when the flower comes. However, do not overwater, as this can cause root rot and flower drop. It is best to water regularly, sparingly.

Fertilizer Application:

Adequate supply of nutrients to the plant should be ensured during flowering. At this time, fertilizers rich in phosphorus and potassium should be given to the plants, which help to produce fruits from flowers. Organic fertilizers can also be used.

Pest and Disease Control:

Plants may be vulnerable to insect and disease attacks during flowering. Therefore, if insects are found by monitoring the trees regularly, organic pesticides should be used.

Light soil tillage:

The soil around the plant should be lightly mulched at the time of flowering to maintain soil aeration. This will make the roots of the plant stronger.

Good flowering and yield of green chillies can be expected if proper care is taken in this manner.

But I have managed to save a lot of money this year with the green chilli plants planted on the banks of my pond. Because there was no need to buy a single green pepper from the market. Instead, there was an opportunity to sell a few kilos of raw chillies. There were two types of green pepper plants planted on the banks of my pond. That is, there were two types of green pepper plants. The shape of the first variety of green pepper plants was quite stunted. The number of stalks in this variety of green pepper plants was relatively high. So the green pepper came in large quantity in such a plant. The chilies of such plants were of long type. The green chillies were hanging down on the tree. It was very easy to collect such green chillies from the plant. There was great joy in the mind while collecting from the tall green chillies.

The second type of pepper plant planted on the bank of my pond is the Akashi variety pepper plant. This type of pepper plant is very bushy and does not grow large. But all the peppers of this pepper plant are upright towards the sky. At the same time, these types of peppers are comparatively less long. However, the level of rust is higher in Akashi Chili. It is very easy to collect the Akashi variety from the pepper plant. Akashi variety of green chillies look very beautiful when they are on the tree. Still my pondside pepper plants have lots of green pepper. Chilli plants were planted on the banks of the pond, so we were spared the impact of the rise in chilli prices this year.Apart from collecting the bark from my pepper plants, I take adequate care of the pepper plants. The pond is an elevated area so pepper plants need to be watered occasionally. Regular irrigation of pepper plants resulted in re-flowering of almost all pepper plants. As much as picking chillies from a chilli tree is a joy to me, I feel even more joy seeing the new blossoms on the chilli tree. Hopefully more peppers will grow on the pepper plant.

কাঁচা মরিচ গাছে ফুল আসার সময় সঠিক যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে গাছের বৃদ্ধির পাশাপাশি ফলন ভালো হবে কিনা তা নির্ভর করে গাছের সঠিক যত্নের ওপর। নিচে কাঁচা মরিচ গাছে ফুল আসার সময় করণীয় কিছু বিষয় উল্লেখ করা হলো:

সঠিক সেচ ব্যবস্থা:

ফুল আসার সময় গাছে পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে। তবে অতিরিক্ত পানি দেওয়া যাবে না, কারণ এতে শিকড় পচে যেতে পারে এবং গাছের ফুল ঝরে যেতে পারে। নিয়মিত, অল্প অল্প করে পানি দেওয়া ভালো।

সারের প্রয়োগ:

ফুল আসার সময় গাছে পর্যাপ্ত পুষ্টি সরবরাহ নিশ্চিত করতে হবে। এ সময় গাছে ফসফরাস ও পটাশিয়াম সমৃদ্ধ সার দিতে হবে, যা ফুল থেকে ফল তৈরি করতে সহায়ক। জৈব সারও ব্যবহার করা যেতে পারে।

পোকামাকড় ও রোগ নিয়ন্ত্রণ:

ফুল আসার সময় গাছ পোকামাকড় ও রোগের আক্রমণে দুর্বল হয়ে পড়তে পারে। তাই নিয়মিত গাছ পর্যবেক্ষণ করে পোকামাকড় দেখা গেলে জৈব কীটনাশক ব্যবহার করতে হবে।

হালকা মাটি কোপানো:

মাটির বায়ু চলাচল ঠিক রাখতে ফুল আসার সময় গাছের চারপাশের মাটি হালকা করে কোপাতে হবে। এতে গাছের শিকড় আরও মজবুত হবে।

এই পদ্ধতিতে সঠিক যত্ন নিলে কাঁচা মরিচের ভালো ফুল এবং ফলন আশা করা যায়।

তবে আমার পুকুর পাড়ে লাগানো কাঁচা মরিচের গাছগুলো দ্বারা এ বছর অনেকগুলো টাকা বাঁচাতে সক্ষম হয়েছি। কারণ বাজার থেকে তো একটি কাঁচামরিচও কেনার প্রয়োজন পড়েনি। বরং অল্প কয়েক কেজি কাঁচা মরিচ বিক্রয় করার সুযোগ হয়েছিল। আমার পুকুর পাড়ে লাগানো কাঁচা মরিচের গাছগুলো ছিল দুই ধরনের। অর্থাৎ দুই রকম জাতের কাঁচামরিচের গাছ ছিল। প্রথম জাতের কাঁচামরিচের গাছের আকৃতিটা বেশ ঝাঁকড়া হয়েছিল। এ জাতের কাঁচামরিচের গাছে ডালপালার সংখ্যা তুলনামূলক অনেক বেশি ছিল। তাই এ রকম গাছে কাঁচা মরিচ এসেছিল অনেক পরিমাণে। এরকম গাছের কাঁচামরিচগুলো ছিল লম্বা ধরনের। গাছে কাঁচা মরিচগুলো নিচের দিকে ঝুলে থাকতো। এ ধরনের কাঁচা মরিচ গাছ থেকে সংগ্রহ করা খুবই সহজ ছিল। লম্বা কাঁচা মরিচ গাছ থেকে সংগ্রহের সময় মনের মধ্যে খুবই আনন্দ অনুভব হতো।
আমার পুকুর পাড়ে লাগানো দ্বিতীয় জাতের মরিচ গাছটি হলো আকাশী জাতের মরিচের গাছ। এই জাতের মরিচ গাছটি খুব একটা ঝাঁকড়া এবং বড় হয় না। তবে এই মরিচ গাছের সব মরিচগুলো আকাশের দিকে খাড়া হয়ে থাকে। একই সাথে এ ধরনের মরিচগুলো তুলনামূলক কম লম্বা হয়। তবে আকাশী মরিচে ঝালের মাত্রাটা অধিক। মরিচ গাছ থেকে আকাশী জাতের মরিচ সংগ্রহ করা খুবই সহজ। আকাশী জাতের কাঁচামরিচ গুলো গাছে থাকা অবস্থায় দেখতে অসাধারণ সুন্দর লাগে। এখনো আমার পুকুর পাড়ের মরিচ গাছগুলোতে অনেক কাঁচামরিচ রয়েছে। পুকুর পাড়ে কাঁচা মরিচের গাছগুলো লাগানো ছিল বিধায় এ বছর কাঁচা মরিচের মূল্যের ঊর্ধ্বগতির প্রভাব থেকে বেঁচে গেছি।আমার মরিচ গাছগুলো থেকে ঝাল সংগ্রহের পাশাপাশি আমি মরিচ গাছগুলোর পর্যাপ্ত পরিমাণে যত্ন নিয়ে থাকি। পুকুরপাড় উঁচু একটি জায়গা তাই মরিচ গাছগুলোকে মাঝেমধ্যে পানি সেচ দেওয়া প্রয়োজন। নিয়মিত মরিচ গাছগুলোতে পানি সেচ দেওয়ার ফলে প্রায় সবগুলো মরিচ গাছে নতুন করে আবার ফুল এসেছে। মরিচ গাছ থেকে মরিচ সংগ্রহ যেমন আমার কাছে আনন্দদায়ক ঠিক তেমনি মরিচ গাছে নতুন ফুল আসা দেখে আরো বেশি আনন্দ অনুভব করছি। আশা করছি মরিচ গাছে আরও অনেক মরিচ আসবে।

IMG_20241003_1710269.jpeg

Cultivation of green chillies on pond banks is a simple and profitable method of agriculture. Proper planning and care for 50 to 55 plants can yield good yields at low cost. Below is the step by step method of chilli cultivation:

Land preparation:

The land along the pond should be well prepared for cultivation. First, the soil should be loosened by plowing 5-6 inches deep. After that, compost should be mixed with manure or cow dung. Due to the proximity of the pond, the soil will always be moist, so the drainage system should be good so that excess water does not accumulate.

Seeding:

It is important that chilli seeds are of good quality and disease free. First sow the seeds in the seed bed to make seedlings. After making seedlings within 20-25 days they should be planted in the main land. Plant-to-plant spacing of 1 ft. and row spacing of 1.5 ft. should be maintained so that each plant gets enough space.

Irrigation and care:

Pepper plants require regular irrigation. However, excessive watering should be avoided, as the roots of the pepper plant cannot tolerate too much water. The soil near the pond is usually moist, so adequate irrigation should be provided so that the plant does not dry out. Organic fertilizers should be applied at the base of the plant every 15 days.

Pest and Disease Prevention:

Proper measures should be taken to protect the pepper plant from various pests and diseases. Organic pesticides can be used if required. The leaves and fruits of the tree should be monitored regularly.

Collect the yield:

Green chillies can be harvested from the plant within 60-70 days of planting. Each plant yields enough pepper to be marketed or stored for personal use.

By this method of cultivation of pepper on the banks of ponds it is possible to get good production and profit.

IMG_20241003_1710264.jpeg

পুকুর পাড়ে কাঁচা মরিচ চাষ একটি সহজ এবং লাভজনক কৃষি পদ্ধতি। ৫০ থেকে ৫৫ টি গাছের জন্য সঠিক পরিকল্পনা ও যত্ন নিলে অল্প খরচে ভালো ফলন পাওয়া যায়। নিচে ধাপে ধাপে মরিচ চাষের পদ্ধতি তুলে ধরা হলো:

জমি প্রস্তুতি:

পুকুর পাড়ের জমি চাষের জন্য ভালোভাবে প্রস্তুত করতে হবে। প্রথমে ৫-৬ ইঞ্চি গভীর চাষ দিয়ে মাটি ঝুরঝুরে করতে হবে। এরপর জমিতে কম্পোস্ট সার বা গোবর মিশিয়ে নিতে হবে। পুকুরের কাছাকাছি হওয়ার কারণে মাটি সবসময় আর্দ্র থাকবে, তাই নিকাশী ব্যবস্থা ভালো করতে হবে যেন অতিরিক্ত পানি না জমে।

বীজ বপন:

মরিচের বীজ ভালো জাতের এবং রোগমুক্ত হওয়া জরুরি। চারা তৈরির জন্য প্রথমে বীজতলায় বীজ বপন করুন। ২০-২৫ দিনের মধ্যে চারা তৈরির পর সেগুলো মূল জমিতে রোপণ করতে হবে। গাছ থেকে গাছের দূরত্ব ১ ফুট এবং সারির দূরত্ব ১.৫ ফুট রাখতে হবে, যাতে প্রতিটি গাছ পর্যাপ্ত জায়গা পায়।

সেচ ও যত্ন:

মরিচ গাছের জন্য নিয়মিত সেচ প্রয়োজন। তবে অতিরিক্ত পানি দেওয়া থেকে বিরত থাকতে হবে, কারণ মরিচ গাছের শিকড় বেশি পানি সহ্য করতে পারে না। পুকুরের পাশের মাটি সাধারণত আর্দ্র থাকে, তাই পর্যাপ্ত সেচ দিতে হবে যাতে গাছ শুষ্ক না হয়। প্রতি ১৫ দিনে গাছের গোড়ায় জৈব সার প্রয়োগ করতে হবে।

পোকামাকড় ও রোগ প্রতিরোধ:

মরিচ গাছকে বিভিন্ন ধরনের পোকামাকড় ও রোগ থেকে রক্ষা করতে সঠিক ব্যবস্থা নিতে হবে। প্রয়োজন হলে জৈব কীটনাশক ব্যবহার করা যেতে পারে। গাছের পাতা ও ফল নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।

ফলন সংগ্রহ:

রোপণের ৬০-৭০ দিনের মধ্যে গাছ থেকে কাঁচা মরিচ সংগ্রহ করা যায়। প্রতিটি গাছ থেকে পর্যাপ্ত পরিমাণ মরিচ পাওয়া যায় যা বাজারজাত করা যায় অথবা ব্যক্তিগত ব্যবহারের জন্য সংরক্ষণ করা যায়।

এই পদ্ধতিতে পুকুর পাড়ে মরিচ চাষ করলে ভালো উৎপাদন ও লাভ পাওয়া সম্ভব।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  24 days ago  ·  

Thank you very much for sharing some beautiful Jhal pictures with us