Photograph of village area.গ্রাম অঞ্চলের আলোকচিত্র।

in blurt-188398 •  21 hours ago 

Hello..!!
My Dear friends of blurt space community.
I am @rjvai from Bangladesh
Today is Monday , November 04/2024

FunPic_20241104_185847365.jpg

Assalamu Alaikum, you all will accept my sincere respect and love. I hope you all are very well, healthy and safe by the infinite mercy of Almighty Allah. I am also very well with your prayers and the mercy of Almighty Allah. Today I am here with another new post. Photography is one of my hobbies. Whenever I see something beautiful in front of me on the way, I immediately take a photo. And when I have time, I go to the field or a park to do photography. Sometimes if I see something interesting in my village, I photograph them. I love to photograph different types of colorful flowers, landscapes and field crops that enhance natural beauty. I always try to share beautiful photography with you. Dear friends, today I have shared with you my favorite random photography. I hope you will like my favorite random photography. Let's get started.

আসসালামু আলাইকুম, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।ফটোগ্রাফি করা আমার খুবই শখের একটি কাজ। কোথাও চলার পথে সামনে সুন্দর কোন কিছু দেখলেই আমি সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করি। আবার যখন আমি সময় পাই তখন ফটোগ্রাফি করতে মাঠে কিংবা কোন পার্কে চলে যায়। আবার কখনো নিজের গ্রামের মধ্যে আকর্ষণীয় কোন কিছু দেখলে সেগুলো ফটোগ্রাফি করি। প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এমন বিভিন্ন ধরনের রঙিন ফুল, প্রাকৃতিক দৃশ্য ও মাঠ ফসলের ফটোগ্রাফি করতে আমি খুবই পছন্দ করি। আমি সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের নিকট আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছি। আমি আশা করি আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে।চলুন শুরু করা যাক।

IMG_20241003_167.jpeg

When the paddy is growing, if you sit around the paddy field, a beautiful breeze blows and when that breeze touches your body, the mind is really filled with peace. It was nice to see these rice plants while walking that day. Just as the paddy tree blossomed, the wind was blowing back and forth so I was sitting there taking a sip and enjoying the weather. Paddy tree photography captures the rural beauty and atmosphere of agriculture in a unique way. The green shoots of the paddy plant, the grains of rice slowly turning golden and the natural surroundings add a touch of opulence to a picture. Photography can capture different stages of the rice plant, such as when the seedlings are transplanted, when the new rice emerges among the green leaves, and when the ears turn golden—each stage reveals a different form and beauty of the rice plant.
Photographing rice plants in soft morning light makes the green look brighter and fresher. Especially, photographing paddy fields in the misty morning light makes the scene even more enchanting. A wide-angle lens can be used to capture a wide view of the paddy field, which brings out the depth of the image and the vastness of nature.Shots from the paddy fields, where the rice grains and leaves stand out clearly, add more life to the image. Besides, the picture becomes a reflection of the rural life once the farmers are busy harvesting the paddy. Paddy plant photography helps in connecting with nature and instills a sense of respect for our agriculture and culture.

ধান যখন বড় হয় তখন ধানের মাঠের আশেপাশে বসে থাকলে একটা সুন্দর বাতাস বয় আর ওই বাতাস যখন গায়ে লাগে তখন আসলেই মনটা প্রশান্তিতে ভরে যায়। সেদিন ঘুরতে গিয়ে এই ধান গাছগুলো দেখে বেশ ভালই লাগলো। যেমন ধান গাছে ফুল এসেছে তেমনি ফির-ফিরে করে বাতাস বয়ছিল তাই ওখানে বসে একটু জিরিয়ে নিচ্ছিলাম এবং আবহাওয়াটা উপভোগ করছিলাম।ধান গাছের ফটোগ্রাফি গ্রামীণ সৌন্দর্য ও কৃষির আবহকে অনন্যভাবে তুলে ধরে। ধান গাছের সবুজ চারা, ধীরে ধীরে সোনালি রঙে রূপান্তরিত হওয়া ধানের শীষ এবং চারপাশের প্রাকৃতিক পরিবেশ একটি ছবিতে প্রাচুর্যের ছোঁয়া এনে দেয়। ফটোগ্রাফিতে ধান গাছের বিভিন্ন পর্যায়ের ছবি তোলা যেতে পারে, যেমন চারাগাছ রোপণের সময়, সবুজ পাতার মধ্যে নতুন ধান আসার সময়, এবং শীষ সোনালি হওয়ার সময়—প্রতিটি পর্যায়ে ধান গাছের ভিন্ন রূপ ও সৌন্দর্য প্রকাশ পায়।
সকালের নরম আলোতে ধান গাছের ফটোগ্রাফি করলে সবুজ রঙ আরও উজ্জ্বল ও তাজা দেখায়। বিশেষ করে, কুয়াশাচ্ছন্ন ভোরের আলোতে ধানক্ষেতের ছবি তুললে দৃশ্যটি আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করে ধানক্ষেতের বিস্তৃত দৃশ্য ক্যামেরায় ধারণ করা যায়, যা ছবির গভীরতা ও প্রকৃতির বিশালতা তুলে ধরে।
ধান গাছের কাছ থেকে তোলা ছবি, যেখানে ধানের শীষ ও পাতা স্পষ্টভাবে ফুটে ওঠে, ছবিটিতে আরও প্রাণ যোগ করে। এছাড়া, ধান কাটার সময় কৃষকদের কর্মব্যস্ততা ধরা হলে ছবিটি একসময় গ্রামীণ জীবনযাত্রার প্রতিচ্ছবি হয়ে ওঠে। ধান গাছের ফটোগ্রাফি প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপনে সহায়ক এবং আমাদের কৃষি ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ জাগায়।

IMG_20241003_165.jpeg

You can see a few bunches of jute. Jute is the golden fiber from which our Bangladesh earns a lot of foreign exchange. It is through this jute processing that our garments are made which plays a good role in the garment industry. Now jute season has arrived so many bunches of jute can be seen around the road. Jute photography highlights our traditional agriculture and natural beauty. The jute plant is known for its bright green leaves, straight long stems and its fiber. The image of a few bunches of jute symbolizes the beauty of rural life and the agricultural culture of Bangladesh. Soft morning or afternoon light works best during jute photography, as the green color of the jute looks brighter and more vibrant at this time.
Bunches of jute captured with a wide-angle lens bring depth and naturalness to the image. Also, pictures taken from jute trees, where the texture of the plant and the arrangement of the leaves are clearly visible, make the photography richer. When jute is gathered to dry or soaked in water by the river, those scenes play a special role in portraying the reality of rural life through photography. Jute photography not only captures the beauty of nature, but also jute as part of our agrarian economy and heritage among new generations. Also highlights the importance of art. These pictures show respect and sensitivity towards the local culture.

এগুলো দেখতে পাচ্ছেন কয়েক গুচ্ছ পাট। পাট হচ্ছে সোনালী আঁশ যেটা থেকে আমাদের বাংলাদেশ অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। এই পাটের মাধ্যমেই প্রক্রিয়াজাত করে আমাদের পোশাক-আশাক তৈরি করা হয় যেটা পোশাক শিল্পে বেশ ভালো একটা ভূমিকা রাখে। এখন পাটের সময়ই ও চলে এসেছে তাই রাস্তার আশেপাশে অনেকগুলো পাট এর গুচ্ছ চোখে পড়ল।পাটের ফটোগ্রাফি আমাদের ঐতিহ্যবাহী কৃষি ও প্রাকৃতিক সৌন্দর্যকে বিশেষভাবে ফুটিয়ে তোলে। পাট গাছের উজ্জ্বল সবুজ পাতা, সোজা লম্বা কাণ্ড এবং এর ফাইবারের জন্য পরিচিত। কয়েক গুচ্ছ পাটের ছবি গ্রামীণ জীবনের সৌন্দর্য ও বাংলাদেশের কৃষি সংস্কৃতির প্রতীক হয়ে দাঁড়ায়। পাটের ফটোগ্রাফির সময় সকালে বা বিকেলের মৃদু আলো সবচেয়ে ভালো কাজ করে, কারণ এই সময়ে পাটের সবুজ রঙ আরও উজ্জ্বল ও প্রাণবন্ত দেখায়।
ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স দিয়ে ধরা পাটের গুচ্ছগুলো ছবিতে গভীরতা ও প্রাকৃতিকতার ছাপ আনে। পাশাপাশি, পাট গাছের কাছ থেকে তোলা ছবি, যেখানে গাছের টেক্সচার ও পাতার বিন্যাস স্পষ্টভাবে দেখা যায়, ফটোগ্রাফিকে আরও সমৃদ্ধ করে তোলে। যখন পাট শুকানোর জন্য একত্রিত করা হয় বা নদীর ধারে পানিতে ভেজানো হয়, তখন সেই দৃশ্যগুলো ফটোগ্রাফির মাধ্যমে গ্রামীণ জীবনের বাস্তবতা তুলে ধরতে বিশেষ ভূমিকা পালন করে।পাটের ফটোগ্রাফি শুধুমাত্র প্রকৃতির সৌন্দর্য তুলে ধরে না, এটি আমাদের কৃষিজ অর্থনীতি ও ঐতিহ্যের অংশ হিসেবে নতুন প্রজন্মের মাঝে পাট শিল্পের গুরুত্বকেও তুলে ধরে। এসব ছবি স্থানীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধা ও সংবেদনশীলতার পরিচয় বহন করে।

IMG_20241003_164.jpeg

This is an old photo I found in an album. So I thought I would share this picture with you as it brings back so many memories. I took this picture for the first time when I came home a long time ago. I was very happy to see this natural scene. I don't know how it felt. If you want your opinion, you can tell it in the comment box.

এটি একটি পুরনো ছবি দেখলাম যে অ্যালবামে পড়ে রয়েছে। তাই ভাবলাম যে ছবিটা অনেক স্মৃতি বহন করছে আপনাদের মাঝে এটা শেয়ার করি। অনেক আগে যখন বাড়িতে এসেছিলাম তখন প্রথম এই ছবিটা উঠিয়েছিলাম। এই প্রাকৃতিক দৃশ্যটা দেখে আমার খুব ভালো লাগছিল সেদিন জানিনা কেমন লেগেছে আপনাদের কাছে আপনাদের মতামত চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন।

IMG_20241003_163.jpeg

It can be seen Gang of Hat Bowali area, this place me and my friend Maruk went for a walk then suddenly the view of this place caught my eye. I don't know why, I liked the scene so much that I stopped for a while and took a photo. As the water was flowing from one side, there was a beautiful breeze from the other side which was a great moment.

এটি দেখতে পাচ্ছেন হাট বোয়ালি এলাকার গাং, এই জায়গাটিতে আমি এবং আমার ফ্রেন্ড মারুক দুজনে ঘুরতে গিয়েছিলাম তখন হঠাৎ করেই এই জায়গাটির দৃশ্যটি আমার চোখে পড়ে গেল। আমার কাছে কেন জানি না খুব ভালো লাগলো দৃশ্যটি তাই একটু থেমে ফটোগ্রাফি করে নিলাম। একদিক থেকে যেমন পানি অতিবাহিত হচ্ছিল অন্য দিক থেকে অনেক সুন্দর হাওয়া গায়ে লাগছিল যেটা দারুন একটা মুহূর্ত ছিল।

IMG_20241003_162.jpeg

Here you can see that the jute has been raised. Now within a few days the pulp will be extracted from these jute and later they will be processed and dried and sold by calculating their weight in kg. And when the golden fibers are spun, there is a familiar smell that I like quite well. The process of ginning jute is a familiar scene of rural life in Bangladesh, deeply entwined with agricultural culture. Photography of soaking bunches of jute in water depicts an important step in our tradition and agricultural practice. After the jute is harvested, it is soaked in water to extract the jute fibers, which is known as 'jag dewa'. This process softens the jute husk, making the fibers easier to separate. The jute raising scene is particularly interesting in photography, as it creates a scenic picture of the farmer's toil and nature. Usually bunches of jute are kept floating in the river or canal, and pressed down with bamboo or something heavy. The images become more mesmerizing when the scene is captured on camera in soft morning light, or afternoon sunlight. The mix of water and green jute creates a unique contrast in the frame. This scene of jute rousing is not only a wonderful picture through photography, but it also shows respect for the hard work of our farmers and the tradition of jute industry. Such images can play a special role in preserving our heritage and making people interested in agriculture.

এই যে দেখতে পাচ্ছেন পাট জাগিয়ে রাখা হয়েছে। এখন কিছুদিনের মধ্যেই এই পাটগুলো থেকে আস বের করে নেয়া হবে এবং পরবর্তীতে এগুলোকে প্রক্রিয়াজাত করে শুকিয়ে এর ভর কেজি হিসাব করে বিক্রি করা হবে। আর যখন সোনালী আঁশ থেকে সারানো হয় তখন একটা চেনা গন্ধ আসে যেটা আমার কাছে বেশ ভালই লাগে।পাটের জাগ দেওয়ার প্রক্রিয়া বাংলাদেশের গ্রামীণ জীবনের একটি পরিচিত দৃশ্য, যা কৃষি সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। কয়েক গুচ্ছ পাট পানিতে জাগ দেওয়ার ফটোগ্রাফি আমাদের ঐতিহ্য ও কৃষি কর্মের একটি গুরুত্বপূর্ণ ধাপকে চিত্রিত করে। পাট কাটা শেষে, পাটের আঁশ বের করার জন্য তা পানিতে ভিজিয়ে রাখা হয়, যা ‘জাগ দেওয়া’ নামে পরিচিত। এই প্রক্রিয়ায় পাটের খোসা নরম হয়, ফলে ফাইবার সহজে আলাদা করা যায়।ফটোগ্রাফিতে পাট জাগ দেওয়ার দৃশ্যটি বিশেষভাবে আকর্ষণীয়, কারণ এর মধ্যে কৃষকের পরিশ্রম ও প্রকৃতির একটি নৈসর্গিক ছবি ফুটে ওঠে। সাধারণত নদী বা খালপাড়ে পাটের গুচ্ছ পানিতে ভাসমান অবস্থায় রাখা হয়, এবং এর উপরে বাঁশ বা ভারি কিছু দিয়ে চাপ দিয়ে রাখা হয়। ভোরের নরম আলোতে, বা বিকেলের সূর্যের আলোতে এই দৃশ্য ক্যামেরায় ধারণ করলে ছবিগুলো আরও মুগ্ধকর হয়ে ওঠে। পানি ও সবুজ পাটের মিশ্রণ ফ্রেমে একটি অনন্য কনট্রাস্ট তৈরি করে।পাট জাগ দেওয়ার এই দৃশ্য ফটোগ্রাফির মাধ্যমে শুধুমাত্র একটি চমৎকার ছবি নয়, বরং এটি আমাদের কৃষকদের পরিশ্রম ও পাট শিল্পের ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে। এ ধরনের ছবি আমাদের ঐতিহ্যকে সংরক্ষণে এবং কৃষি কাজে মানুষকে আগ্রহী করে তুলতে বিশেষ ভূমিকা পালন করতে পারে।

IMG_20241003_166.jpeg

Meanwhile, you can see that new paddy is being planted. This scene of paddy planting will become common if you come to the village. Because rice is our main food which comes from paddy. There is no Bengali word for fish and rice, so no matter what happens, we will have to cultivate rice.

এবার এদিকে আবার দেখতে পাচ্ছেন যে নতুন ধান রোপন করা হচ্ছে। ধান গাছ রোপণ করার এই দৃশ্যটা আপনারা যদি গ্রামে আসেন তাহলে এটা কমন হয়ে যাবে। কারণ চাল হচ্ছে আমাদের প্রধান খাবার যেটা ধান থেকে এসে থাকে। কথায় আছে না মাছে ভাতে বাঙালি, তাই যেটাই হয়ে যাক না কেন আমাদের ধান চাষ করাই লাগবে।

IMG_20241003_161.jpeg

Blue sky by the side of the road I liked this scene when it rained. Ever since I came home, I knew it was only going to rain. Once I thought it was raining, then the sky cleared and the sun came out. Then the weather seemed very strange to me, so I took a picture of the sky. Then. Anyway, thank you all for staying by my side and enjoying the blog. See you again very soon with a new post. Until then, everyone stay healthy. God bless you.

রাস্তার পাশে নীল আকাশ এই দৃশ্যটি আমার কাছে খুব ভালো লাগছিল যেদিন বৃষ্টি হয়েছিল। বাড়িতে আসার পর থেকে কি জানি শুধু বৃষ্টি হতেই আছে একবার বৃষ্টিতে ভেবেছিলাম তারপর কিছুক্ষণের মধ্যেও আকাশটা পরিষ্কার হয়ে গেল এবং রোদ উঠে গেল । তখন আবহাওয়াটা বেশ আজব লাগলো আমার কাছে তাই আকাশের ছবিটা উঠেছিলাম।তখন। যাই হোক ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থেকে ব্লগটি উপভোগ করার জন্য আবারো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোন পোস্টে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  17 hours ago  ·  

Shalom Eleichem 💯🤗