My Dear friends of blurt space community.
I am @rjvai from Bangladesh
Today is Sunday , October 27/2024
Assalamu Alaikum, you all will accept my sincere respect and love. I hope you all are very well, healthy and safe by the infinite mercy of Almighty Allah. I am also very well with your prayers and the mercy of Almighty Allah. Today I am here with another new post. Photography is one of my hobbies. Whenever I see something beautiful in front of me on the way, I immediately take a photo. And when I have time, I go to the field or a park to do photography. Sometimes if I see something interesting in my village, I photograph them. I love to photograph different types of colorful flowers, landscapes and field crops that enhance natural beauty. I always try to share beautiful photography with you. Dear friends, today I have shared with you my favorite random photography. I hope you will like my favorite random photography. Let's get started.
আসসালামু আলাইকুম, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।ফটোগ্রাফি করা আমার খুবই শখের একটি কাজ। কোথাও চলার পথে সামনে সুন্দর কোন কিছু দেখলেই আমি সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করি। আবার যখন আমি সময় পাই তখন ফটোগ্রাফি করতে মাঠে কিংবা কোন পার্কে চলে যায়। আবার কখনো নিজের গ্রামের মধ্যে আকর্ষণীয় কোন কিছু দেখলে সেগুলো ফটোগ্রাফি করি। প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এমন বিভিন্ন ধরনের রঙিন ফুল, প্রাকৃতিক দৃশ্য ও মাঠ ফসলের ফটোগ্রাফি করতে আমি খুবই পছন্দ করি। আমি সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের নিকট আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছি। আমি আশা করি আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে।চলুন শুরু করা যাক।
We have several honeysuckle trees in our house. I love to take pictures of flowers of madhabilata tree. So I take pictures of it at any moment. This is how I took a picture one night. Today I shared that picture with you. It is good to have flower plants in the house. Seeing flowers in the mind creates a different love. I hope you plant flowers and create beauty at home. Madhubilta is a climbing plant, the flowers of which are small, white and full of charming beauty. This plant can grow very quickly and with proper care is capable of creating a green blanket spreading over a wall, balcony or garden plant. Madhubilata flower blooms especially during summer and monsoon, covered with small white flowers. The flowers give off a sweet fragrance, which wafts through the air during the afternoon and enlivens the surroundings.
Madhubilata tree does not require much care, so it can easily be planted in the garden or on the side of the house. The plant needs enough sun and little water to grow properly. Pollinating insects, such as butterflies and bees, are attracted to these flowers. The beauty and fragrance of honeydew flowers refreshes the environment, and enhances the beauty of the garden.
আমাদের বাড়িতে বেশ কয়েকটি মাধুবিলতা গাছ রয়েছে। মাধবীলতা গাছের ফুলের ছবি তুলতে আমি ভালোবাসি।তাই যে কোন মুহূর্তে তার ছবি ধারণ করি। ঠিক এভাবেই একদিন রাতে ছবি তুললাম।আজ সেই ছবিটা আপনাদের সাথে শেয়ার করলাম। বাড়িতে ফুলের চারা থাকলে ভালো হয়।মনের মধ্যে ফুল দেখে যেন অন্যরকম ভালোলাগা তৈরি হয়।আমি আশা করি আপনি ফুল রোপণ করবেন এবং বাড়িতে সৌন্দর্য তৈরি করবেন।মাধুবিলতা একটি লতানো গাছ, যার ফুলগুলি ছোট, সাদা ও মনোমুগ্ধকর সৌন্দর্যে ভরা। এই গাছটি খুব দ্রুত বাড়তে পারে এবং সঠিক পরিচর্যা পেলে দেওয়াল, বারান্দা বা বাগানের গাছের ওপর ছড়িয়ে একটি সবুজ চাদর তৈরি করতে সক্ষম। মাধুবিলতা ফুল বিশেষত গ্রীষ্ম ও বর্ষাকালে ফোটে, যা সাদা রঙের ছোট ছোট ফুলে ঢেকে যায়। ফুল থেকে মিষ্টি সুগন্ধ আসে, যা বিকেলের সময় বাতাসে ছড়িয়ে পড়ে এবং আশেপাশের পরিবেশকে সজীব করে তোলে।
মাধুবিলতা গাছ খুব বেশি যত্নের প্রয়োজন হয় না, তাই সহজেই বাগানে বা ঘরের পাশে লাগানো যায়। গাছটি সঠিকভাবে বেড়ে ওঠার জন্য পর্যাপ্ত রোদ ও সামান্য পানি প্রয়োজন। পরাগায়নকারী পোকামাকড়, যেমন প্রজাপতি ও মৌমাছি, এই ফুলের প্রতি আকৃষ্ট হয়। মাধুবিলতা ফুলের সৌন্দর্য ও সুগন্ধ পরিবেশকে সতেজ রাখে, আর বাগানের শোভা বাড়ায়।
If we want we can make small vegetable gardens on the banks of ponds. And finally, in the vegetable garden, you can grow as many vegetables as you like, as well as plant grass for domestic animals. I noticed just such a scene going from our village to the neighboring village. In this way, we can produce many things by making small projects. So I think small gardens like pond banks play a special role for us. It is possible to create a garden on the banks of a pond just like this. For example, I have started three vegetable gardens on the banks of the pond. We produce various vegetables there throughout the year.
আমরা চাইলে পুকুর পাড়ে ছোট ছোট সবজির বাগান করতে পারি। এবং অবশেষে, উদ্ভিজ্জ বাগানে, আপনি যত খুশি সবজি চাষ করতে পারেন, সেইসাথে গৃহপালিত পশুদের জন্য ঘাস লাগাতে পারেন। আমি লক্ষ্য করলাম ঠিক এরকম একটা দৃশ্য আমাদের গ্রাম থেকে পাশের গ্রামে যাচ্ছে। এইভাবে, আমরা ছোট প্রকল্প তৈরি করে অনেক কিছু তৈরি করতে পারি। তাই আমি মনে করি পুকুর পাড়ের মতো ছোট বাগান আমাদের জন্য বিশেষ ভূমিকা পালন করে। ঠিক এভাবেই পুকুরের পাড়ে বাগান তৈরি করা সম্ভব। যেমন পুকুর পাড়ে তিনটি সবজির বাগান শুরু করেছি। আমরা সেখানে সারা বছরই বিভিন্ন সবজি উৎপাদন করি।
One day I went to a mobile store to buy a mobile phone. And the moment I bought the mobile phone, I took the photo. Mobiles are arranged very nicely in big mobile shops. It's nice to see such beautiful scenery.
একদিন একটা মোবাইলের দোকানে গেলাম একটা মোবাইল কিনতে। আর মোবাইল ফোন কেনার মুহূর্তেই ছবি তুলে ফেললাম। বড় বড় মোবাইলের দোকানে মোবাইলগুলো খুব সুন্দরভাবে সাজানো থাকে। এত সুন্দর দৃশ্য দেখে ভালো লাগছে।
I don't know what these fruits are. But on the banks of the pond there is almost noticeable fruit drop. It looks a bit like a grape but is much smaller. This is another way to enhance the beauty of the natural environment.
আমি জানি না এই ফল কি. কিন্তু পুকুর পাড়ে প্রায় চোখে পড়ে ফলের ঝরে পড়া। এটি দেখতে অনেকটা আঙুরের মতো হলেও অনেক ছোট। এটি প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য বৃদ্ধির আরেকটি উপায়।
Banana plays a very important role for our body. Ripe bananas are good for us just as eating raw bananas is good for the body. So I have planted many banana plants on the bank of our pond.Raw banana is a nutrient-rich vegetable that is beneficial for people of all ages. It contains a lot of fiber, vitamin B6, vitamin C, potassium, and antioxidants, which are helpful in boosting the body's immune system. Raw banana improves digestion and helps maintain good intestinal health. Besides, it helps in controlling blood pressure and protects the health of the heart. In Bangladesh, raw bananas are cooked in a variety of ways, such as bhartas, bhajis and curries. It is easily digestible and beneficial for diabetics as it is low in sugar. Raw bananas have carbohydrates as well as a low-glycemic index, which helps stabilize blood sugar levels. Being rich in nutrients and readily available, raw bananas occupy an important place in the diet of people in Bangladesh.And from there it is possible to eat many ripe bananas throughout the year. So I can say that formalin-free ripe bananas are more or less in our household every year.
কলা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাকা কলা যেমন আমাদের জন্য ভালো তেমনি কাঁচা কলা খাওয়া শরীরের জন্য ভালো। তাই আমাদের পুকুর পাড়ে অনেক কলা গাছ লাগিয়েছি।
কাঁচা কলা পুষ্টিগুণে ভরপুর একটি সবজি, যা সব বয়সের মানুষের জন্য উপকারী। এতে রয়েছে প্রচুর ফাইবার, ভিটামিন বি৬, ভিটামিন সি, পটাশিয়াম, ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। কাঁচা কলা হজমশক্তি উন্নত করে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এছাড়া, এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়ক এবং হৃৎপিণ্ডের স্বাস্থ্য রক্ষা করে।বাংলাদেশে কাঁচা কলা রান্না করা হয় বিভিন্ন পদে, যেমন ভর্তা, ভাজি এবং তরকারিতে। এটি সহজেই হজমযোগ্য এবং ডায়াবেটিস রোগীদের জন্যও উপকারী, কারণ এতে শর্করার পরিমাণ কম। কাঁচা কলায় কার্বোহাইড্রেটের পাশাপাশি লো-গ্লাইসেমিক ইনডেক্স থাকে, যা রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সহায়ক। পুষ্টিগুণে ভরপুর এবং সহজলভ্য হওয়ায় কাঁচা কলা বাংলাদেশের মানুষের খাদ্য তালিকায় একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।আর সেখান থেকে সারা বছরই অনেক পাকা কলা খাওয়া সম্ভব। তাই আমি বলতে পারি যে ফরমালিনমুক্ত পাকা কলা প্রতি বছরই কমবেশি আমাদের বাড়িতে পাওয়া যায়।
There are very few people who do not like eating mangoes. I like eating mango very much. So many species of mango trees are planted in our house. Among them, the mango of this mango tree is very tasty. Many beautiful mangoes were caught this time. About five to seven trees bore mangoes. And I was able to eat more or less mangoes from every tree. I hope you will plant mango trees in your house during monsoon. Now is the perfect time to plant trees.Raw mango is a popular and nutritious fruit, which is readily available during summer. It is rich in vitamin C, vitamin A, iron, and fiber, which boosts the body's immune system and keeps skin and hair healthy. The tangy and sour taste of raw mango is not only delicious but also helps in digestion and keeps the body cool. Especially, during hot season it is effective in quenching thirst and eliminating dehydration.In Bangladesh raw mangoes are mixed with various pickles, chutneys, salads and water to make aam pana, which refreshes the body in the scorching summer heat. Rich in iron and vitamins, raw mangoes are helpful in preventing anemia. Being readily available and affordable, raw mangoes play an important role not only as food, but also in maintaining health.
আম খেতে পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে। আম খেতে খুব ভালো লাগে। তাই আমাদের বাড়িতে অনেক প্রজাতির আম গাছ লাগানো হয়েছে। তার মধ্যে এই আম গাছের আম খুবই সুস্বাদু। এবার অনেক সুন্দর আম ধরা পড়ল। প্রায় পাঁচ থেকে সাতটি গাছে আম ধরেছে। আর প্রতিটি গাছ থেকে কমবেশি আম খেতে পেরেছি। আশা করি বর্ষাকালে আপনার বাড়িতে আম গাছ লাগাবেন। এখন গাছ লাগানোর উপযুক্ত সময়।কাঁচা আম একটি জনপ্রিয় ও পুষ্টিকর ফল, যা গ্রীষ্মকালে সহজলভ্য। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন এ, আয়রন, ও ফাইবার, যা শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে। কাঁচা আমের খটখটে টক স্বাদ শুধু মুখরোচকই নয়, বরং হজমশক্তি বাড়াতে সাহায্য করে এবং শরীরকে ঠাণ্ডা রাখে। বিশেষত, গরমের সময় এটি তৃষ্ণা মেটাতে ও পানিশূন্যতা দূর করতে কার্যকর।
বাংলাদেশে কাঁচা আম দিয়ে বিভিন্ন রকম আচার, চাটনি, সালাদ এবং পানি মিশিয়ে আম পানা তৈরি করা হয়, যা গ্রীষ্মের প্রচণ্ড গরমে দেহকে সতেজ করে তোলে। আয়রন ও ভিটামিনের সমৃদ্ধ কাঁচা আম অ্যানিমিয়া প্রতিরোধে সহায়ক। সহজলভ্য ও সাশ্রয়ী হওয়ায় কাঁচা আম শুধু খাদ্য হিসেবে নয়, বরং স্বাস্থ্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
There are very few people who do not love flowers. I also love flowers. Be it a good variety or vegetable flower or field flower. Because every flower has its own beauty. And colors the natural environment with its beauty. Gourd flowers decorate the vegetable garden very nicely.
ফুল ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে। আমিও ফুল ভালোবাসি। সেটা ভালো জাতের হোক বা সবজির ফুল হোক বা মাঠের ফুল। কারণ প্রতিটি ফুলের নিজস্ব সৌন্দর্য রয়েছে। আর প্রাকৃতিক পরিবেশকে তার সৌন্দর্য দিয়ে রঙিন করে। লাউ ফুল সবজি বাগানকে খুব সুন্দর করে সাজায়।
There are very few people who do not like to take pictures in the sky. Most of the people who work on this platform like to capture the sky. Because many people have found the white clouds in the sky by taking pictures. Similarly I also try to capture the sky sometimes. It's so nice to see white clouds flying by. Just like that, I captured a picture by holding the mobile towards the sky.
আকাশে ছবি তুলতে পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে। এই প্ল্যাটফর্মে যারা কাজ করেন তাদের বেশির ভাগই আকাশ ধরতে পছন্দ করেন। কারণ অনেকেই ছবি তুলে আকাশে সাদা মেঘ খুঁজে পেয়েছেন। একইভাবে আমিও মাঝে মাঝে আকাশ ধরার চেষ্টা করি। পাশ দিয়ে সাদা মেঘ উড়তে দেখে খুব ভালো লাগছে। ঠিক সেই ভাবেই আকাশের দিকে মোবাইলটা ধরে একটা ছবি তুললাম।
Green crop field brings life in people. Sometimes the mind wanders in the fields of crops. So on days when the weather is cold, I go for a walk in the crop field in the afternoon. It finds a different kind of peace in the mind. As if I lost myself in the midst of green nature. I also like paddy field very much. As if the village finds a different touch of Bengal.
সবুজ ফসলের ক্ষেত মানুষের মধ্যে প্রাণ আনে। মাঝে মাঝে মন ঘুরে বেড়ায় ফসলের মাঠে। তাই যেদিন আবহাওয়া ঠান্ডা থাকে, আমি বিকেলে ফসলের মাঠে হাঁটতে যাই। এতে মনে এক অন্যরকম শান্তি পাওয়া যায়। যেন সবুজ প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলেছি। আমিও ধানক্ষেত খুব পছন্দ করি। যেন গ্রাম বাংলার অন্যরকম ছোঁয়া খুঁজে পায়।