The feeling of watching traditional processions at night.

in blurt-188398 •  13 days ago 

Hello..!!
My Dear friends of blurt space community.
I am @rjvai from Bangladesh
Today is Thursday , October 23/2024

IMG_20241003_18.jpeg

Assalamu Alaikum.All of you will accept my sincere respect and love. I hope you all are very well, healthy and safe by the infinite mercy of Almighty Allah. I am also very well with your prayers and the mercy of Almighty Allah. Today I am back with another new post.

আসসালামু আলাইকুম।আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।

IMG_20241003_15.jpeg

Yatrapala is a tradition of our country. Travel is a big part of our culture. Yatrapala is held at night in the villages of our country since ancient times. All classes of people, including farmers, fishermen, blacksmiths, potters, day laborers, used to watch the procession and enjoy the procession. While watching the Yatrapala, there was no discrimination among people, rather brotherhood was created among each other. Hearing the story of Yatrapala and watching the performance, sometimes the common people of the village would sit together and laugh, and sometimes they would burst into tears. In fact, we Bengalis are as soft and gentle as we are tough in mind. In the past, our society did not have dis antenna, television was not in vogue. So they used to store their heart's joy in watching this journey.
At present, the Yatrapala of our rural areas is disappearing day by day. Now we can say that there is no yatrapala in our rural areas. However, a few days ago I went to my in-laws house. Then I came to know that a huge procession has been organized in the village next to our father-in-law's village. So I thought I would go to see this procession at night. Because I have heard many stories about Yatrapala from my grandparents since childhood. Even from my father and uncles I have heard many stories about Yatrapala. But I have never had the chance to see the Yatrapala before. So I did not miss the chance to see Yatrapala that day. So I went at night to see the Yatrapala.

IMG_20241003_14.jpeg

যাত্রাপালা আমাদের দেশের একটি ঐতিহ্য। যাত্রাপালা আমাদের সংস্কৃতির বিরাট একটি অংশ। প্রাচীনকাল থেকে আমাদের দেশের পাড়াগাঁয়ে রাতের বেলায় যাত্রাপালা অনুষ্ঠিত হয়। উক্ত যাত্রাপালায় আমাদের গ্রামাঞ্চলের কৃষক, জেলে, কামার-কুমোর, দিনমজুর সহ সকল শ্রেণীর মানুষেরা একত্রে বসে যাত্রাপালা দেখতো এবং আনন্দ উপভোগ করতো। যাত্রাপালা দেখার সময় মানুষে মানুষে তেমন কোন ভেদাভেদ হতো না বরং পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি হতো। যাত্রাপালার কাহিনী শুনে ও অভিনয় দেখে কখনো গ্রাম অঞ্চলের সাধারণ মানুষেরা একত্রে বসে হাসতো, আবার কখনো তারা কান্নায় ভেঙে পড়তো। আসলে আমরা বাঙালি জাতি মনের দিক দিয়ে যতটা কঠিন ঠিক ততটাই নরম ও কোমল। অতীতে আমাদের সমাজে ছিল না ডিস এন্টেনা, ছিল না টেলিভিশনের প্রচলন। তাই তারা এই যাত্রাপালা দেখার মধ্যেই মনের হাসি-আনন্দ সঞ্চয় করতো।
বর্তমান সময়ে আমাদের গ্রামাঞ্চলের সেই যাত্রাপালা দিন দিন বিলুপ্ত হয়ে যাওয়ার পথে। এখন আর আমাদের গ্রাম-অঞ্চলে যাত্রাপালা হয় না বললেই চলে। যাহোক, কিছুদিন আগে আমি আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম। তারপর জানতে পারলাম আমাদের শ্বশুরের গ্রামের পাশের গ্রামে জমজমাট এক যাত্রাপালার আয়োজন করা হয়েছে। তাই ভাবলাম রাত্রে এই যাত্রাপালা দেখতে যাব। কারণ সেই ছোটবেলা থেকে যাত্রাপালার অনেক কথা শুনেছি আমার দাদা-দাদীর মুখে। এমনকি আমার বাবা ও চাচাদের মুখেও যাত্রাপালার অনেক কথা শুনেছি। কিন্তু নিজে উপস্থিত থেকে এর আগে কখনো যাত্রাপালা দেখার সুযোগ আসেনি। তাই সেদিন যাত্রাপালা দেখার সুযোগ আর মিস করিনি। তাই রাত্রে চলে গিয়েছিলাম যাত্রাপালা দেখতে।

IMG_20241003_13.jpg

My son's uncle was with me when I went to see the Yatrapala at night. The journey started at 8:30 pm. But we arrived at 10:15 PM. As usual, I was surprised to attend the Yatrapala event. I saw that around one to two thousand people from around the village had come to watch the procession. Seeing so many people gather at one place at night to watch the procession was very enjoyable for all. The Yatrapala viewing area was mostly male and many women watched the Yatrapala from behind the houses and from the rooftops. Everyone was enjoying the journey in complete silence. I also sat among them watching the procession and occasionally tried to do photography.

IMG_20241003_12.jpg

রাত্রে যাত্রাপালা দেখতে যাওয়ার মুহূর্তে আমার সাথে ছিল আমার ছেলের মামা। যাত্রাপালা শুরু হয়েছিল রাত সাড়ে আটটার সময়। কিন্তু আমরা পৌঁছেছিলাম রাত দশটা পনেরো মিনিটে। যাত্রাপালার অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমি তো যথারীতি অবাক হয়ে গেছি। দেখলাম আশপাশের চারপাশ গ্রামের প্রায় এক থেকে দুই হাজার মানুষ যাত্রাপালা দেখতে এসেছে। রাতের বেলায় এক জায়গায় এত মানুষ জড়ো হয়ে যাত্রাপালা দেখার মুহূর্তটা সকলের জন্যই খুবই উপভোগ্য ছিল। যাত্রাপালা দেখার স্থানে বেশিরভাগ ছিল পুরুষ মানুষ এবং বাড়ির আড়াল থেকে এবং ঘরের ছাদের উপর থেকে অনেক মহিলা মানুষ যাত্রাপালা দেখছিল। সকল মানুষ একেবারেই চুপচাপ অবস্থায় যাত্রাপালা উপভোগ করছিল। আমিও তাদের মাঝে বসে যাত্রাপালা দেখছিলাম এবং মাঝেমধ্যে ফটোগ্রাফি করার চেষ্টা করেছিলাম।

IMG_20241003_16.jpeg

Yatrapala is one of the traditional entertainments of the village. Due to the influence of modern technology, the value of yatrapala has decreased in urban areas, but in villages, this drama is still one of the main sources of people's joy. In the winter evenings, the Yatrapala sits on the stage in the village mud yard, open field or under a banyan tree.

The people of the village sit in line and wait for the procession to begin. Everyone comes together with family members or friends to watch the play. Such a gathering of village people is not only for entertainment but also a wonderful opportunity to spend time with each other.

The audience sometimes lost their senses in joy hearing the drums, cymbals and drama dialogues of the Yatrapala. Sometimes laughter, sometimes tears, sometimes excitement fills the atmosphere. The people of the village were impressed by the performance of the heroes and heroines of the journey.

This experience of sitting in line and watching the procession in the village is not only entertainment but also an integral part of the village culture, which is still alive.

গ্রামের ঐতিহ্যের অন্যতম বিনোদনমাধ্যম যাত্রাপালা। আধুনিক প্রযুক্তির প্রভাবে শহুরে এলাকায় যাত্রাপালার কদর কমে গেলেও গ্রামে আজও এই নাট্যধারাটি মানুষের আনন্দের অন্যতম প্রধান উৎস। শীতের সন্ধ্যায় গ্রামের মাটির উঠোনে, খোলা মাঠে বা কোনো বটগাছের তলায় মঞ্চ বসে যাত্রাপালার।

গ্রামের মানুষজন লাইন ধরে বসে অপেক্ষা করে যাত্রাপালা শুরু হওয়ার জন্য। সবাই একসাথে পরিবারের সদস্য বা বন্ধুদের নিয়ে নাটক দেখতে আসে। গ্রামের মানুষদের এ ধরনের সমাগম শুধু বিনোদনের জন্য নয়, বরং একে অপরের সাথে সময় কাটানোর এক অসাধারণ সুযোগও।

যাত্রাপালার ঢোল, করতাল এবং নাটকের সংলাপ শুনে দর্শকরা মাঝে মাঝে আনন্দে আত্মহারা হয়ে ওঠে। কখনো হাসি, কখনো কান্না, আবার কখনো উত্তেজনায় ভরে ওঠে পরিবেশ। যাত্রার নায়ক-নায়িকার অভিনয় দেখে গ্রামের মানুষেরা আপ্লুত হয়।

গ্রামে লাইন ধরে বসে যাত্রাপালা দেখার এই অভিজ্ঞতা কেবল বিনোদন নয়, এটি গ্রামের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ, যা এখনও জীবন্ত।

IMG_20241003_11.jpg

The Yatrapala was held in a room. The house was surrounded by a thatch fence and above it was a tin shed. Inside the room were the actors performing in the Yatrapala. They came in stages and were acting as Yatrapala. After watching the yatrapala, I realized that the yatrapala is being held based on the popular story in our society called Banvas of Kamala. A boy was acting in Yatrapala and another girl was acting with him. A boy and a girl were sometimes acting as hero and heroine. Again, sometimes the king and generals dressed up, some as sailors, some as peasants and other actors appeared with their performances.

যাত্রাপালা অনুষ্ঠিত হয়েছিল একটি ঘরের মধ্যে। ঘরের চারিদিকে ছিল বাশের বেড়া এবং উপরে ছিল টিনের চালা। উক্ত ঘরের মধ্যে যাত্রাপালায় অভিনয় করা অভিনেতাগণ ছিল। তারা পর্যায়ক্রমে এসে যাত্রাপালার অভিনয় করছিল। যাত্রাপালা দেখার পরে বুঝতে পারলাম যে, কমলার বনবাস শিরোনামের যে কাহিনীটি আমাদের সমাজে প্রচলিত আছে সেই কাহিনী অবলম্বন করে যাত্রাপালাটি অনুষ্ঠিত হচ্ছে। যাত্রাপালায় অভিনয় করছিল একটি ছেলে এবং তার সাথে অভিনয় ছিল আরো একটি মেয়ে। একটি ছেলে ও একটি মেয়ে মাঝেমধ্যে নায়ক-নায়িকার রূপ নিয়ে অভিনয় করছিল। আবার মাঝে মধ্যে রাজা এবং সেনাপতি সেজে, কেউ মাঝি সেজে, কেউ বা কৃষক সেজে এবং আরো অন্যান্য অভিনেতাগণ তাদের অভিনয় নিয়ে উপস্থিত হয়েছিল।

IMG_20241003_13.jpg

While watching Jatrapala, when the act based on the sad story was going on, all the audience including me were watching the act completely silently. During the performance, the sound of various musical instruments including drums and tablas were stirring in our minds. In fact, this was my first opportunity to see such a journey performance from so close. Then when the comedy act was being performed, the common audience had a smile on their faces. Again, when the song was accompanied by the musical instruments, the audience seated around them were sitting and moving their bodies in dancing postures. I really enjoyed one of the most extraordinary moments in my life while watching Yatrapala that day. Just like this, I could not understand when it was half past midnight to watch the performances of different stories of Yatrapala.

I got to know from my friend that it may still take about one to two hours to complete the journey. So I headed home before the journey was over. In fact, since my childhood, I wanted to see Yatrapala live. That wish was finally fulfilled. Yatrapala is actually a very enjoyable event. This journey covers a large part of our culture. So we all should come forward from our respective positions to protect this tradition, our culture. And the authorities should take proper steps to protect this culture.

যাত্রাপালা দেখার সময় যখন দুঃখের কাহিনী অবলম্বন করে অভিনয় চলছিল ঠিক তখন আমি সহ সকল দর্শকগণ একেবারেই নিশ্চুপ হয়ে অভিনয় দেখছিলাম। অভিনয়ের মধ্যে মাঝেমধ্যে ঢোল ও তবলা সহ বিভিন্ন বাদ্যযন্ত্রের শব্দ আমাদের মনের মধ্যে কেমন যেন নাড়া দিয়ে উঠছিল। আসলে এতো কাছ থেকে এরকম যাত্রাপালার অভিনয় দেখার সুযোগ এইটাই আমার প্রথম ছিল। তারপর যখন হাসির অভিনয় হচ্ছিল তখন সাধারণ দর্শকগণ সকলের মুখে হাসি ফুটে উঠেছিল। আবার যখন বাদ্যযন্ত্রের বাজনার সাথে গান হয়েছিল তখন চারপাশে বসে থাকা দর্শকেরা বসে বসে শরীর নাড়িয়ে নাচের ভঙ্গি করছিল। সত্যি জীবনে অন্যতম একটি অসাধারণ মুহূর্ত উপভোগ করেছিলাম সেদিন যাত্রাপালা দেখতে গিয়ে। ঠিক এভাবেই যাত্রাপালার বিভিন্ন কাহিনীর অভিনয় গুলো দেখতে দেখতে কখন যে রাত দেড়টা বেজে গেছে একেবারেই বুঝতে পারিনি।
আমার বন্ধুর নিকট থেকে জানতে পারলাম যে যাত্রাপালা শেষ হতে এখনো প্রায় এক থেকে দুই ঘন্টা সময় লাগতে পারে। তাই যাত্রাপালা শেষ হওয়ার আগেই বাড়ির দিকে রওনা হয়েছিলাম। আসলে অনেক ছোটবেলা থেকেই আমার ইচ্ছে ছিল সরাসরি যাত্রাপালা দেখার। সেই ইচ্ছেটা শেষ পর্যন্ত পূর্ণ হল। আসলে যাত্রাপালা অত্যন্ত উপভোগ্য একটি অনুষ্ঠান। এই যাত্রাপালা আমাদের সংস্কৃতির বিরাট একটি অংশ জুড়ে রয়েছে। তাই আমাদের সকলের উচিত আমাদের এই ঐতিহ্য, আমাদের এই সংস্কৃতিকে রক্ষা করার জন্য নিজ নিজ অবস্থান থেকে সকলকে এগিয়ে আসা উচিত ।এবং কর্তৃপক্ষের উচিত এই সংস্কৃতিকে রক্ষা করার জন্য যথার্থ পদক্ষেপ গ্রহণ করা।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  13 days ago  ·  

Apu, you are very beautiful dancing picture of us

  ·  13 days ago  ·  

@fizz.vai ai hossain4152 k re... Ato shundor comment korce..

  ·  13 days ago  ·  

Jara valo comment korte pare na tader comment kora nished kore dish...

  ·  12 days ago  ·  

Ajke pare na Aste Aste sikhe jabe Kew ki 1st ai sob pare.

  ·  12 days ago  ·  

Ok

  ·  12 days ago  ·  

Jakir ar vai