Random photography of my favorite flowers. আমার পছন্দের ফুলের রেনডম ফটোগ্রাফি।

in blurt-188398 •  8 days ago 

Hello..!!
My Dear friends of blurt space community.
I am @rjvai from Bangladesh
Today is Monday , October 28/2024

FunPic_20241027_203934260.jpg

Assalamu Alaikum, you all will accept my sincere respect and love. I hope you all are very well, healthy and safe by the infinite mercy of Almighty Allah. I am also very well with your prayers and the mercy of Almighty Allah. Today I am here with another new post. Photography is one of my hobbies. Whenever I see something beautiful in front of me on the way, I immediately take a photo. And when I have time, I go to the field or a park to do photography. Sometimes if I see something interesting in my village, I photograph them. I love to photograph different types of colorful flowers, landscapes and field crops that enhance natural beauty. I always try to share beautiful photography with you. Dear friends, today I have shared with you my favorite random photography. I hope you will like my favorite random photography. Let's get started.

আসসালামু আলাইকুম, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।ফটোগ্রাফি করা আমার খুবই শখের একটি কাজ। কোথাও চলার পথে সামনে সুন্দর কোন কিছু দেখলেই আমি সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করি। আবার যখন আমি সময় পাই তখন ফটোগ্রাফি করতে মাঠে কিংবা কোন পার্কে চলে যায়। আবার কখনো নিজের গ্রামের মধ্যে আকর্ষণীয় কোন কিছু দেখলে সেগুলো ফটোগ্রাফি করি। প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এমন বিভিন্ন ধরনের রঙিন ফুল, প্রাকৃতিক দৃশ্য ও মাঠ ফসলের ফটোগ্রাফি করতে আমি খুবই পছন্দ করি। আমি সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের নিকট আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছি। আমি আশা করি আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে।চলুন শুরু করা যাক।

IMG_20241003_171024.jpeg

Right now you can see rice gourd and its flower at the same time. It is very nice to see such beautiful scenes. We know rice pumpkin and gourd are exactly the same. The flowers bloom separately and in some cases the flowers are above the fruit. And this is how two vegetables can be seen. Pumpkin is a popular vegetable of Bangladesh, which is cultivated in almost every house in rural Bengal. This vegetable occupies a special place among summer vegetables. Gourd has many benefits, and is used not only in cooking, but also in Ayurvedic medicine. Gourd leaves are large and green and its vines spread above the ground. The flowers of the tree are quite beautiful; The bright yellow flowers are eye-catching. The flowers of the gourd are small but very attractive. Flowers usually bloom in the morning and fade in the afternoon. The flower is tender and contains honey, which attracts bees. Pumpkin is delicious to eat and full of nutrients. It is a good source of vitamins A, C, iron and calcium. Pumpkin is easily digestible and its fiber content helps in digestion. This vegetable retains water in the body, thereby helping to regulate body heat during summers. Pumpkin is commonly used in stir-fries, curries, dal, and sweet dishes. Barao village of Chalumdra flower is very popular in Bengal. Both the flowers and fruits of the gourd are rich in nutrients and unique in taste, so it occupies an important place in the Bengali table.

এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একই সাথে রয়েছে চাল কুমড়া এবং তার ফুল। এজাতীয় সুন্দর দৃশ্য গুলো দেখলে খুবই ভালো লাগে। আমরা জানি চাল কুমড়া এবং লাউ ঠিক একই রকমের হয়ে থাকে। আলাদাভাবে ফুল ফোটে এবং কিছু কিছু ফল হওয়ার ক্ষেত্রে ফলের উপরে ফুল থাকে। আর এভাবেই দুইটা সবজি হতো দেখা যায়।চালকুমড়া বাংলাদেশের একটি জনপ্রিয় সবজি, যা গ্রাম বাংলার প্রায় প্রতিটি ঘরে চাষ করা হয়।এই সবজি গ্রীষ্মকালীন সবজির মধ্যে বিশেষ স্থান দখল করে আছে। চালকুমড়ার গুণাগুণ অনেক, এবং এটি শুধু রান্নার ক্ষেত্রেই নয়, বরং আয়ুর্বেদিক চিকিৎসাতেও ব্যবহার করা হয়।চালকুমড়ার পাতাগুলি বড় ও সবুজ এবং এর লতা মাটির উপরে ছড়িয়ে থাকে। গাছটির ফুল বেশ সুন্দর; উজ্জ্বল হলুদ রঙের ফুলগুলি দেখতে চোখ জুড়ায়। চালকুমড়ার ফুল ছোট হলেও বেশ আকর্ষণীয়। ফুলগুলি সাধারণত সকালের দিকে ফোটে এবং বিকেলের দিকে মলিন হয়ে যায়। ফুলটি বেশ কোমল হয় এবং এতে মধু থাকে, যার ফলে মৌমাছিরা এ ফুলের প্রতি আকৃষ্ট হয়।চালকুমড়া খেতে সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর। এটি ভিটামিন এ, সি, আয়রন এবং ক্যালসিয়ামের একটি ভালো উৎস। চালকুমড়া সহজপাচ্য এবং এর আঁশ জাতীয় উপাদান হজম প্রক্রিয়ায় সহায়তা করে। এ সবজিটি শরীরের পানি ধরে রাখে, ফলে গ্রীষ্মকালে দেহের তাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে।চালকুমড়া সাধারণত ভাজি, তরকারি, ডাল, এবং মিষ্টি খাবারে ব্যবহার করা হয়। চালকুমড়ার ফুলের বড়াও গ্রাম বাংলায় বেশ জনপ্রিয়। চালকুমড়ার ফুল ও ফল দুটোই পুষ্টিসমৃদ্ধ ও স্বাদে অনন্য, তাই এটি বাংলার খাবার টেবিলে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রেখেছে।

IMG_20241003_171023.jpeg

Here you can see a small gourd with flowers on it. I love capturing all these photos from the natural environment. So sometimes wherever you go, if you notice something beautiful, you want to take a photo and take a photo. I took this photo from our pond side vegetable garden. Gourd is a well-known and popular vegetable of Bangladesh. As gourd is an easily cultivated vegetable in our rural areas, it can be found on rural dining tables most of the year. Gourd is not only a fruit, its vines and flowers are also used in various cuisines and are rich in nutrients. The gourd plant is a creeper. It grows in small nodules on the plant and spreads on the ground or over the plant. The flowers of gourd plant are usually white in color and look very beautiful. The flowers are large and mildly fragrant, adding to the beauty of the garden. Especially after evening when the flowers bloom, their sweet fragrance makes the atmosphere more pleasant. Bees and butterflies are attracted to these flowers, which aid in pollination. Gourds are a highly nutritious vegetable, containing vitamin C, B vitamins, calcium, iron, and dietary fiber. Gourd is beneficial for the body and it helps in digestion. Eating gourd is very good for health especially in summer as it keeps the body cool and helps prevent dehydration. Gourd is not only used as a curry but also used in bhaji, bara and dal. Many people like gourd braa or fry, which is very tasty to eat with rice. In rural Bengal, cooking of gourd and its flowers is still very popular, which is part of our tradition.

এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি লাউ এবং তার উপরে ফুল। প্রাকৃতিক পরিবেশ থেকে এই সমস্ত ফটোগুলো ধারণ করতে আমার কাছে খুবই ভালো লাগে। তাই মাঝেমধ্যে যেখানে যায় না কেন সুন্দর কোন কিছু লক্ষ্য করলে যেন ফটো ধারণ করতে মন চায় এবং ফটো ধারণ করে ফেলি। এটা আমি আমাদের পুকুর পাড়ের সবজি বাগান থেকেই ফটো ধারণ করেছিলাম। লাউ বাংলাদেশের একটি সুপরিচিত ও জনপ্রিয় সবজি। লাউ আমাদের গ্রামীণ অঞ্চলে সহজেই চাষযোগ্য সবজি হওয়ায় বছরের বেশির ভাগ সময় এটি গ্রামাঞ্চলের খাবার টেবিলে দেখা যায়। লাউ শুধু ফল হিসেবে নয়, এর লতা ও ফুলও বিভিন্ন রান্নায় ব্যবহৃত হয় এবং পুষ্টিগুণেও ভরপুর।লাউ গাছটি লতানো প্রকৃতির। এটি গাছে ছোট ছোট গিঁটে ধরে বেড়ে ওঠে এবং মাটিতে বা গাছের ওপর দিয়ে ছড়িয়ে যায়। লাউ গাছের ফুলগুলি সাধারণত সাদা রঙের এবং দেখতে খুব সুন্দর। ফুলগুলো বড় ও মৃদু সুগন্ধযুক্ত, যা বাগানের শোভা বাড়ায়। বিশেষ করে সন্ধ্যার পর যখন ফুলগুলি ফোটে, তখন এদের মিষ্টি গন্ধ পরিবেশকে আরও মনোরম করে তোলে। মৌমাছি ও প্রজাপতিরা এই ফুলে আকৃষ্ট হয়, যা পরাগায়নে সাহায্য করে।লাউ খুবই পুষ্টিকর একটি সবজি, যার মধ্যে ভিটামিন সি, ভিটামিন বি, ক্যালসিয়াম, আয়রন, এবং ডায়েটারি ফাইবার রয়েছে। লাউ শরীরের জন্য উপকারী এবং এটি হজমে সাহায্য করে। বিশেষ করে গরমকালে লাউ খাওয়া স্বাস্থ্যের জন্য বেশ ভালো, কারণ এটি শরীরকে ঠান্ডা রাখে ও পানিশূন্যতা প্রতিরোধে সহায়তা করে।লাউ শুধুমাত্র তরকারি হিসেবে নয়, এটি ভাজি, বড়া ও ডালেও ব্যবহার করা হয়। লাউ ফুলের বড়া বা ভাজা অনেকেই পছন্দ করেন, যা ভাতের সঙ্গে খেতে বেশ সুস্বাদু। গ্রাম বাংলায় লাউ এবং তার ফুলের রান্নার জনপ্রিয়তা এখনো অনেক, যা আমাদের ঐতিহ্যের অংশ।

IMG_20241003_171022.jpeg

Here you can see a white flower. Which is known as Telakuchi at the village level. It occurs in different places in forests. But the flower looks very nice. Like a white flower blooming on green leaves is very nice to see. Telakuchi is a well-known medicinal plant in rural Bangladesh. It is mainly a shrubby creeping plant and is easily available in rural Bengal. The leaves, fruits and flowers of the cockroach plant are all used medicinally. The role of Telakuchi is especially important in curing diabetes, cough and skin diseases. Telakuchi flowers are white in color and small in shape. The flower usually blooms in the morning and looks very much like a star. Cockroach flower petals are very soft and tender. The flower usually consists of five petals, which, being white in color, stand out beautifully in the garden. Although the flowers are small in color and size, they become an attraction for various insects, especially bees, which help in pollination. Telakuchi flowers and other parts of the plant are rich in medicinal properties. It is beneficial for diabetics as it helps control blood sugar levels. Telakuchi is helpful in reducing various types of inflammation and purifying the blood. This plant also boosts the body's immune system. Telakuchi occupies a special place in Ayurvedic medicine, which is very old and traditional. Many people in rural Bengal use this natural plant in home remedies for various ailments. Just as cockroach flowers add beauty to the garden, their nutritional and medicinal properties benefit humans.

এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাদা একটি ফুল। যেটা গ্রাম পর্যায়ে তেলাকুচি নামে পরিচিত। এটা বন জঙ্গলে বিভিন্ন জায়গা হয়ে থাকে। তবে ফুলটা দেখতে খুবই চমৎকার। যেমন সাদা একটি ফুল সবুজ পাতার উপর ফুটে থাকে দেখতে খুবই ভালো লাগে।তেলাকুচি বাংলাদেশের গ্রামীণ অঞ্চলের একটি পরিচিত ঔষধি গাছ।এটি মূলত ঝোপজাতীয় লতানো উদ্ভিদ এবং গ্রামীণ বাংলায় সহজলভ্য। তেলাকুচি গাছের পাতা, ফল এবং ফুল সবকিছুই চিকিৎসায় ব্যবহৃত হয়। বিশেষ করে ডায়াবেটিস, কাশি ও ত্বকের রোগ নিরাময়ে তেলাকুচির ভূমিকা গুরুত্বপূর্ণ।তেলাকুচির ফুল সাদা রঙের এবং আকৃতিতে ছোট। সাধারণত সকালে ফুল ফোটে এবং এটি দেখতে অনেকটাই তারার মতো। তেলাকুচির ফুলের পাঁপড়ি খুবই নরম ও কোমল। ফুলটি সাধারণত পাঁচটি পাঁপড়ির সমন্বয়ে গঠিত, যা সাদা রঙের হওয়ায় বাগানে সুন্দরভাবে উজ্জ্বল হয়ে ওঠে। ফুলের রং ও আকার ছোট হলেও এটি বিভিন্ন পোকামাকড়, বিশেষ করে মৌমাছির আকর্ষণ কেন্দ্র হয়ে ওঠে, যা পরাগায়নে সাহায্য করে।তেলাকুচি ফুল ও গাছের অন্যান্য অংশ ভেষজ গুণে ভরপুর। এটি রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে বলে ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। তেলাকুচি বিভিন্ন ধরনের প্রদাহ কমাতে এবং রক্ত পরিশোধন করতে সহায়ক। এই উদ্ভিদটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। আয়ুর্বেদিক চিকিৎসায় তেলাকুচি বিশেষ স্থান দখল করে আছে, যা অনেক পুরনো এবং প্রচলিত।গ্রামবাংলার অনেক মানুষ প্রাকৃতিক এই উদ্ভিদটি ব্যবহার করে বিভিন্ন অসুখ-বিসুখের ঘরোয়া চিকিৎসায়। তেলাকুচির ফুল যেমন বাগানের শোভা বৃদ্ধি করে, তেমনি এর পুষ্টি ও ঔষধি গুণাবলী মানুষকে উপকৃত করে।

IMG_20241003_171021.jpeg

Here you can see papaya flower. We know that there are two types of papaya trees. Some papaya trees bear fruit from a single terminal or flower and some papaya trees have long flower stalks. It is just like a papaya tree. Which is located on the bank of our pond.

এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেঁপের ফুল। আমরা জানি পেঁপে গাছ দুই রকমের হয়ে থাকে। কিছু কিছু পেঁপে গাছে একটি মাত্র শেষ বা ফুল থেকে ফল হয় আর কিছু কিছু পেঁপে গাছ রয়েছে যেখানে লম্বা আকারে ফুলের ছড়ি পড়ে। এটা ঠিক তেমনি একটা পেঁপে গাছ। যেটা আমাদের পুকুর পাড়ে অবস্থিত।

IMG_20241003_17102.jpeg

Here you can see akanda flower photography. This flower is quite noticeable at the village level. This tree blooms beautifully on the side of the road or in the garden. Maybe because of the beauty of this flower, many people don't want to throw it. But this flower is so beautiful that many people love to take photos. Akanda is a well-known tree in the rural areas of Bangladesh and its flowers are also quite popular. This tree usually grows on roadsides, fallow land or around houses. The flowers, leaves and roots of the Acanda plant have medicinal properties, due to which it has been used in Ayurvedic medicine for many years. Acanda flowers are quite large and attractive. The flowers look very beautiful with a mixture of white and purple colors. The flower has five petals, and parts of it rise slightly from the center. Akanda flowers have a mild fragrance that attracts butterflies and bees, thus it also plays an important role in pollination. Akanda plant has medicinal properties, which are effective in curing various diseases. Its leaves, flowers and roots are used in Ayurvedic medicine. Akanda plant leaves are heated and used for joint pain. Its roots and stems yield a milky white sap, which is used to heal wounds and treat skin diseases. Apart from this, Akanda is also very useful for problems like colds and stomach aches. Although Akanda is a medicinal plant, its white sap can also be poisonous, so it has to be used with caution. However, the people of rural Bengal know the various benefits of this plant and use it in natural treatment. Just as Akandha flower enhances beauty, its medicinal properties benefit humans, which is part of our ancient medicinal tradition.

এখানে আপনারা দেখতে পাচ্ছেন আকন্দ ফুলের ফটোগ্রাফি। এই ফুলটা গ্রাম পর্যায়ে বেশ লক্ষ্য করা যায়। রাস্তার পাশে অথবা বাগানের মধ্যে যেখানে সেখানে এই গাছ হয়ে খুব সুন্দরভাবে ফুল ফুটে থাকে। হয়তো এ ফুলের কসের কারণে অনেকেই ছোড়াতে চায়না। তবে এ ফুল কিন্তু অনেক সুন্দর এজন্য অনেকে ফটো ধারণ করতে খুবই পছন্দ করে।আকন্দ বাংলাদেশের গ্রামীণ অঞ্চলের পরিচিত একটি গাছ এবং এর ফুলও বেশ জনপ্রিয়।এই গাছটি সাধারণত রাস্তার ধারে, পতিত জমিতে বা বাড়ির আশেপাশে বেড়ে ওঠে। আকন্দ গাছের ফুল, পাতা এবং শিকড়ে রয়েছে ঔষধি গুণ, যার কারণে এটি আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে বহু বছর ধরে।আকন্দের ফুলগুলো বেশ বড় এবং আকর্ষণীয়। সাদা ও বেগুনি রঙের মিশ্রণে ফুলগুলি দেখতে দারুণ সুন্দর। ফুলের পাঁচটি পাঁপড়ি থাকে, এবং এর কেন্দ্র থেকে কিছু অংশ সামান্য ওপরে উঠে থাকে। আকন্দ ফুলে মৃদু সুগন্ধ রয়েছে যা প্রজাপতি ও মৌমাছিদের আকর্ষণ করে, ফলে এটি পরাগায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।আকন্দ গাছের ঔষধি গুণ রয়েছে, যা বিভিন্ন রোগ নিরাময়ে কার্যকর। আয়ুর্বেদিক চিকিৎসায় এর পাতা, ফুল এবং শিকড় ব্যবহার করা হয়। আকন্দ গাছের পাতা গরম করে গিঁটের ব্যথায় ব্যবহার করলে উপকার পাওয়া যায়। এর শিকড় ও কাণ্ড থেকে এক ধরনের দুধ জাতীয় সাদা রস বের হয়, যা ক্ষত সারাতে এবং ত্বকের রোগ নিরাময়ে ব্যবহার করা হয়। এছাড়া সর্দি-কাশি এবং পেটের পীড়ার মতো সমস্যায়ও আকন্দ বিশেষ উপকারী।যদিও আকন্দ একটি ঔষধি গাছ, তবে এর সাদা রস বিষাক্তও হতে পারে, তাই সাবধানে ব্যবহার করতে হয়। তবুও গ্রামবাংলার মানুষ এই উদ্ভিদটির নানা উপকারীতা জানে এবং প্রাকৃতিক চিকিৎসায় এটি ব্যবহার করে। আকন্দ ফুল যেমন সৌন্দর্য বৃদ্ধি করে, তেমনি এর ঔষধি গুণাবলী মানুষের উপকারে আসে, যা আমাদের প্রাচীন ঔষধি ঐতিহ্যের অংশ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!