An album of my seven food photography.

in blurt-188398 •  last month 

Hello..!!
My Dear friends of blurt space community.
I am @rjvai from Bangladesh
Today is Wednesday , October 23/2024

FunPic_20241023_211630830.jpg

Assalamu Alaikum, you all will accept my sincere respect and love. I hope you all are very well, healthy and safe by the infinite mercy of Almighty Allah. I am also very well with your prayers and the mercy of Almighty Allah. Today I am here with another new post. Photography is one of my hobbies. Whenever I see something beautiful in front of me on the way, I immediately take a photo. And when I have time, I go to the field or a park to do photography. Sometimes if I see something interesting in my village, I photograph them. I love to photograph different types of colorful flowers, landscapes and field crops that enhance natural beauty. I always try to share beautiful photography with you. Dear friends, today I have shared with you my favorite random photography. I hope you will like my favorite random photography. Let's get started.

I and my friend Jamil went for tea together in the evening. Then I saw that a fruit shop was selling many things and took some photographs of these fruits. When I was doing photography, but that fruit person was not there. My photography was almost at the end when he suddenly came and said, brother, do you want to make a blog by photography? I answered very jokingly, yes, brother, I will make a blog. His words were very good to me, he talked to me for a long time and inquired about me a lot. It's really nice to talk to such interested people. Then I told him how is your business going and how long have you been doing this business? Then he replied that brother the sales are a little less during the night but the sales are a little better in the afternoon and in the afternoon and Alhamdulillah by the grace of Allah I am doing well.

So after talking to him I got to know a lot about him. Rumor has it that he married for love and later when they separated due to family problems, he struggled to organize his family. Actually reality is really hard so we all should always prepare for hard reality. Anyway, without further ado, let's see what photography I am sharing with you today.

আসসালামু আলাইকুম, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।ফটোগ্রাফি করা আমার খুবই শখের একটি কাজ। কোথাও চলার পথে সামনে সুন্দর কোন কিছু দেখলেই আমি সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করি। আবার যখন আমি সময় পাই তখন ফটোগ্রাফি করতে মাঠে কিংবা কোন পার্কে চলে যায়। আবার কখনো নিজের গ্রামের মধ্যে আকর্ষণীয় কোন কিছু দেখলে সেগুলো ফটোগ্রাফি করি। প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এমন বিভিন্ন ধরনের রঙিন ফুল, প্রাকৃতিক দৃশ্য ও মাঠ ফসলের ফটোগ্রাফি করতে আমি খুবই পছন্দ করি। আমি সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের নিকট আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছি। আমি আশা করি আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে।চলুন শুরু করা যাক।

আমি আর আমার বন্ধু জামিল দুজনে মিলে সন্ধ্যা বেলায় চা খাওয়ার উদ্দেশ্যে গিয়েছিলাম। তখন দেখলাম যে একটা ফলের দোকানে অনেক কিছু বিক্রি করছে সেই সময় এই ফলগুলোর কয়েক ফটোগ্রাফি করেছিলাম। যখন ফটোগ্রাফি করছিলাম তখন কিন্তু ওই ফলওয়ালা ব্যক্তিটি ছিল না আমার ফটোগ্রাফি প্রায় শেষের দিকে তখন হঠাৎ করে এসে বলল ভাই ফটোগ্রাফি করে কি ব্লগ বানাবেন নাকি? আমি বেশ মজা করে উত্তর দিলাম হ্যাঁ ভাই ব্লগ বানাবো। উনার কথাগুলো আমার কাছে খুব ভালো লাগলো উনি আমার সঙ্গে অনেকক্ষণ কথা বলল এবং আমার অনেক খোঁজ খবর নিল। আসলে এই ধরনের আগ্রহী মানুষের সঙ্গে কথা বলতে বেশ ভালই লাগে। তারপর আমি ওনাকে বললাম ভাই আপনার ব্যবসা কেমন চলছে আর কতদিন ভাই এই ব্যবসা করছেন? তারপর তিনি উত্তরে বললেন যে ভাই রাতের বেলায় একটু বেচাকেনা কম হয় তবে দুপুরের দিকে এবং বিকেলে সময়টা একটু ভালো বিক্রি হয় আর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি এইতো কয়েক বছর হল ব্যবসা শুরু করেছি।

তো তার সঙ্গে কথা বলার পরে মোটামুটি তার সম্বন্ধে অনেক কিছুই জানলাম। কথায়, কথায় উঠে আসলো তিনি নাকি প্রেম করে বিয়ে করেছিলেন এবং পরবর্তীতে পারিবারিক সমস্যার কারণে তারা যখন আলাদা হয়ে যায় তখন উনি অনেক কষ্ট করে তার সংসারটা গুছিয়েছে। আসলে সত্যি বলতে বাস্তবতাটা সত্যি অনেক কঠিন তাই আমাদের সবাইকে সবসময়ই কঠিন বাস্তবতার জন্য তৈরি করে থাকা উচিত। যাইহোক আর বেশি কথা বাড়াচ্ছি না চলুন দেখে আসি আজকে আমি কি,‌কি ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করছি।

IMG_20241003_17102204412.jpeg

He was saying that there are many types of nutrients in raisins. I said how many kilos of raisins? Then he said that I bought it for 800 rupees. That means you can buy 100 grams of raisins for 80 taka. I didn't buy any more now, inshallah I will buy more soon and try to eat occasionally.

কিসমিসে নাকি অনেক ধরনের পুষ্টিগুণ রয়েছে উনি তখন বলছিল আমি বললাম যে কিসমিসের কেজি কত করে? তখন উনি বলল যে আমি ৮০০ টাকা করে কিনে এনেছি। তার মানে বুঝতেই পারছেন ৮০ টাকায় ১০০ গ্রাম কিসমিস আপনারা ক্রয় করতে পারবেন। আমি এখন আর ক্রয় করলাম না ইনশাল্লাহ খুব দ্রুত একটু বেশি করে ক্রয় করে রাখবো এবং মাঝেমধ্যে খাওয়ার চেষ্টা করব।

IMG_20241003_17102204411.jpeg

It has puri inside it, and another ki like a dil, I don't remember the name but it was very tasty. Sometimes I want to eat some fried food, then in the evening I go to the city and eat some fried food. I had a lot of fun eating the puri because it was very fresh, ie hot, hot and served to us shortly after frying.

এর ভিতরে রয়েছে পুরি, এবং আরেকটা কি যেন একটা দিল এটা নাম আমার ঠিক স্মরণ নেই তবে খেতে কিন্তু বেশ সুস্বাদু ছিল। মাঝেমধ্যে আমার একটু ভাজাপোড়া খেতে মন চায় তখন সন্ধ্যাবেলায় শহরের দিকে গিয়ে একটু ভাজাপোড়া খেয়ে আসি। পুড়িটা খেয়ে বেশ মজা পেয়েছি কারণ এটা একদম টাটকা ছিল অর্থাৎ গরম, গরম ভাজার একটু পরেই উঠিয়ে আমাদের দিয়ে দিয়েছিল।

IMG_20241003_17102204410.jpeg

You can see the dragon fruit. Dagon fruit has many nutritional properties and is very beneficial for the body. When this fruit came in the market, its price was sky high but now it is available only at 150 taka per kg which is quite a good thing. The dragon fruits looked quite fresh. I hope you will tell me how you like it in the comments.

এগুলো দেখতে পাচ্ছেন ড্রাগন ফল। ডাগন ফল নাকি অনেক ধরনের পুষ্টিগুণ রয়েছে এবং এটি শরীরের জন্য অনেক বেশি উপকারী। এই ফল যখন মার্কেটে এসেছিল তখন এর দামটা আকাশ ছোয়া ছিল তবে এখন বর্তমানে মাত্র ১৫০ টাকা কেজিতেই পাওয়া যাচ্ছে যেটা বেশ ভালো একটা বিষয়। ড্রাগন ফল গুলো দেখতে বেশ টাটকা মনে হল। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন আশা করি।

IMG_20241003_1710220449.jpeg

In this photograph you can see currants and grapes. Grapefruits are foreign maybe too thick shaped for that. But the pains may be native because it was a medium size pain. And we all probably know about this thing that pain contains a lot of blood which is very beneficial for our body especially this result is very good for those who donate blood.

এই ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছেন বেদানা এবং আঙ্গুর ফল। আঙ্গুর ফলগুলো বিদেশি হয়তোবা ওই জন্য অনেক মোটা আকৃতির। তবে বেদনা গুলো হয়তো বা দেশী কারণ এটি মিডিয়াম সাইজের বেদেনা ছিল। আর আমরা সবাই হয়তোবা এই জিনিসটা সম্পর্কে অবগত যে বেদনাতে প্রচুর পরিমাণে রক্ত থাকে যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী বিশেষ করে যারা ব্ল্যাড ডোনেট করে তাদের জন্য অনেক ভালো এই ফলটি।

IMG_20241003_1710220448.jpeg

Here you can see kheer dates. I always like to eat such dates especially dates have a lot of nutrients inside and dates can be eaten in different ways. Especially dates can be made into syrup and you can eat only dates. I have heard that those who live in Arabia can get through a whole day on 3 to 4 dates.

এখানে দেখতে পাচ্ছেন খির খেজুর। এই ধরনের খেজুরগুলো খেতে আমার এমনিতেই ভালো লাগে বিশেষ করে খেজুরের ভিতরে অনেক পুষ্টিগুণ থাকে আর খেজুর বিভিন্ন উপায় খাওয়া যায়। বিশেষ করে খেজুরের শরবত বানিয়ে খাওয়া যায় এছাড়াও এমনিতেই আপনারা শুধু ,শুধু খেজুর খেতে পারবেন। আমি শুনেছি আরবে যারা থাকেন তারা ৩ থেকে চারটা খেজুর খেয়েই সারাদিন কাটিয়ে দিতে পারে।

IMG_20241003_1710220447.jpeg

In this photograph you can see some pineapples. The pineapples were very large in size and looked very good. I enjoy eating pineapples if they are ripe and sweet. However, these pineapples do not seem fully ripe, maybe after a few days when they ripen, they will be much more delicious to eat.

এই ফটোগ্রাফি তে দেখতে পাচ্ছেন যে কয়েকটা আনারস। আনারসগুলো সাইজে খুব বড় ছিল দেখেই খুব ভালো লাগছিল। আমার আনারস খেতে বেশ ভালই লাগে যদি আনারসগুলো পাকা এবং মিষ্টি হয়। তবে এই আনারস গুলো দেখে সম্পূর্ণ পাকা মনে হচ্ছে না হয়তোবা কিছুদিন পরে যখন পেকে যাবে তখন খেতে অনেক বেশি সুস্বাদু হবে।

IMG_20241003_1710220446.jpeg

Ending my photography post today with this apple photography. One thing I have noticed is that due to the boom in Bangladesh the prices of all things have gone up but the price of apples has gone up a bit. I don't know the exact price of this apple, but I was coming from home in the train and saw that small, small apples were being sold at the price of 350 taka per kg and these are very big, I don't know how much they will cost.

Anyway, thank you all for staying by my side and enjoying the blog. See you again very soon with a new post. Until then, everyone stay healthy. God bless you.

এই আপেলের ফটোগ্রাফি দিয়ে আজকে আমার ফটোগ্রাফি পোস্ট শেষ করছি। আমি একটা জিনিস খেয়াল করেছি বাংলাদেশের ঊর্ধ্বগতির কারণে সব জিনিসের দামে বেড়েছে তবে আপেলের দামটা একটু বেশি বেড়েছে। এই আপেলের দামটা আমি ঠিক জানিনা তবে আমি বাড়ি থেকে ট্রেনের ভিতরে আসছিলাম সেদিন দেখেছিলাম ছোট, ছোট আপেল বিক্রি করছিল ৩৫০ টাকা কেজি দারে আর এইগুলো তো অনেক বড় সাইজের এটা জানি না কত টাকা নিবে।

যাইহোক ধন্যবাদ সবাইকে এতক্ষন পাশে থেকে ব্লগটি উপভোগ করার জন্য আবারো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোন পোস্টে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Curated by abiga554

!r2cornell_curation_banner.png

Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.

Visit our Discord - Visita nuestro Discord