1,500 Blurt Power Up.

in blurt-188398 •  2 months ago 

Hello..!!
My Dear friends of blurt space community.
I am @rjvai from Bangladesh
Today is Saturday , October 26/2024

  • Assalamu Alaikum,Hope you all are well. Today I am here with a new post. To survive in this blurt platform for long term we all have to build our own capacity. So after joining this blurt platform I thought I have to build my own position. And that's why I am preparing myself to work in this platform for long term. So I am constantly in this blurt platform. Will try to improve my ability to better maintain my position on the platform. This is where my continuous efforts don't end.Therefore, the most important thing is to increase one's ability, i.e. to power up.You all pray for me.

  • So let's try to show a little better how to increase the power. If you read this post of mine carefully, you can very well learn how to increase energy. And by increasing the power in this way, one day you will become the owner of much greater power.

  • আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি এখানে একটি নতুন পোস্ট নিয়ে এসেছি। এই ব্লার্ট প্ল্যাটফর্মে দীর্ঘমেয়াদে টিকে থাকতে হলে আমাদের সবাইকে নিজেদের সক্ষমতা তৈরি করতে হবে। তাই এই ব্লার্ট প্ল্যাটফর্মে যোগদানের পর আমি ভেবেছিলাম আমাকে নিজের অবস্থান তৈরি করতে হবে। আর সেজন্যই এই প্ল্যাটফর্মে দীর্ঘ মেয়াদে কাজ করার জন্য নিজেকে প্রস্তুত করছি। তাই আমি এই ব্লার্ট প্ল্যাটফর্মে ক্রমাগত আছি। প্ল্যাটফর্মে আমার অবস্থান আরও ভালভাবে বজায় রাখার জন্য আমার ক্ষমতা উন্নত করার চেষ্টা করব। এখানেই আমার ক্রমাগত প্রচেষ্টার শেষ নেই।
    অতএব, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি হ'ল নিজের ক্ষমতাকে আরও বেশি করে বাড়ানো, অর্থাৎ পাওয়ার আপ করা।আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।

  • তো চলুন একটু ভালো করে দেখানোর চেষ্টা করি কিভাবে শক্তি বাড়ানো যায়। আপনি যদি আমার এই পোস্টটি মনোযোগ সহকারে পড়েন তবে আপনি খুব ভালভাবে শিখতে পারবেন কীভাবে শক্তি বাড়ানো যায়। আর এভাবে ক্ষমতা বাড়িয়ে একদিন অনেক বড় ক্ষমতার মালিক হয়ে যাবেন।

Before power-up

Screenshot_20241025-205341_1.jpg

  • I will share all the screenshots among you so that you can get a better idea about it. First of all I shared a screenshot with you where I showed you how much I had in my account before the power increase. Before power increase my power had 39625 blurt and account had 13570 blurt. From here I convert to 11000 blurt power.

  • আমি আপনাদের মাঝে সবগুলো স্ক্রিনশট শেয়ার করব।যেন আপনারা এই বিষয়ে খুবই ভালোভাবে ধারণা লাভ করতে পারেন। প্রথমেই আমি আপনাদের মাঝে একটা স্ক্রিনশট শেয়ার করেছি।যেখানে আমি আপনাদেরকে দেখিয়েছি পাওয়ার বৃদ্ধি করার আগে আমার একাউন্টে কত ছিল। পাওয়ার বৃদ্ধি করার আগে আমার পাওয়ারে ছিল ৩৯৬২৫ blurt আর একাউন্টে ছিল ১৩৫৭০ blurt । এখান থেকে আমি ১১০০০ blurt পাওয়ারে রুপান্তরিত করব।

Power-up Process

Screenshot_20241025-205718_1.jpg

Screenshot_20241025-205730_1.jpg

Now I converted 1500 blurt to power. How I converted to power. I tried to show you very well. If you can follow these steps shown by me. Then you can easily power-up. And to do this you must use Active key. If you use Active key, then without any hassle, you can do this in no time.

এবার আমি ১৫০০ blurt পাওয়ারে রূপান্তরিত করলাম।আমি কিভাবে পাওয়ারে রূপান্তরিত করলাম।সেটা আমি খুব ভালোভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি।যদি আপনারা আমার দেখানো এই ধাপগুলো অবলম্বন করতে পারেন। তাহলে খুব সহজেই Power-up করে ফেলতে পারবেন। আর এই কাজটা করার জন্য আপনাদের অবশ্যই Active key ব্যবহার করতে হবে। যদি আপনি Active key ব্যবহার করেন।তাহলে কোন ধরনের ঝামেলা ছাড়াই,আপনারা এই কাজটি অল্প সময়ের মধ্যেই করে ফেলতে পারবেন।

After power-up

Screenshot_20241025-205950_1.jpg

And through this I converted to 1500 blurt power. After converting to 1500 blurt power, my account power is 4,803 blurt. I have taken a target to complete 3 lakh power by this year anyway. If I keep increasing power like this, then I don't think it will be too difficult for me to increase 3 lakh power.

Increasing power is very important for every person because the price of blurt is very low at this time. And if it can be bought and kept at this low price, I think it will be very useful in the future. There will come a time when the price of blart will be high. Then think how much the income will increase. And the amount of money you are investing here today if the price of blart becomes high then how many times your investment money will increase. Think about it. All in all, if we can increase our power in this way, we will benefit ourselves. We can survive on this blurt platform for a long time and very well and as we increase our power, our earnings will also increase a lot.

আর এরই মধ্য দিয়েই আমি ১৫০০ blurt পাওয়ারে রুপান্তরিত করে ফেললাম। ১৫০০ blurt পাওয়ারে রূপান্তরিত করার পরে,আমার একাউন্টে পাওয়ার হলো ৪,৮০৩ blurt। আমি টার্গেট গ্রহণ করেছি এই বছরের মধ্যে যেকোন ভাবে তিন লাখ পাওয়ার পূর্ণ করব।যদি আমি প্রতিনিয়ত পাওয়ার এভাবে বৃদ্ধি করতে থাকি।তাহলে তিন লাখ পাওয়ার বৃদ্ধি করা আমার কাছে খুব একটা কঠিন হবে বলে মনে করি না।

পাওয়ার বৃদ্ধি করাটা প্রত্যেকটা মানুষের জন্যই খুবই গুরুত্বপূর্ণ ।কারণ এই সময়ে ব্লার্টের দাম অনেক কম। আর এই কম দামে যদি কিনে রেখে দেওয়া যায় তাহলে ভবিষ্যতে অনেক কাজে আসবে বলে আমার কাছে মনে হয়। একটা সময় আসবে যখন ব্লার্টের দাম বেশি হয়ে যাবে।তখন একবার ভেবে দেখুন কত বেশি পরিমাণে উপার্জন বৃদ্ধি পেয়ে যাবে।আর আজকে আপনি যে পরিমাণে টাকা এখানে ইনভেস্ট করছেন যদি ব্লার্টের দাম অনেকটা বেশি হয়ে যায় তাহলে আপনার সেই ইনভেস্টের টাকা কত গুণ বেশি হয়ে যাবে সেটাও একবার চিন্তা করে দেখুন। সব মিলিয়ে আমরা যদি এভাবেই পাওয়ার বৃদ্ধি করতে পারি তাহলে আমাদের নিজেদের জন্যই উপকার হবে। আমরা এই ব্লার্ট প্লাটফর্মে দীর্ঘমেয়াদি ভাবে এবং খুবই সুন্দর ভাবে টিকে থাকতে পারবো আর পাওয়ার বৃদ্ধি করার সাথে সাথে আমাদের উপার্জনের পরিমাণটাও অনেক বৃদ্ধি পেয়ে যাবে।

Equation of power-up
DescriptionBlurt
Before power-up my blurt power3,303
Amount of power up1,500
After power-up my blurt power4,803
Target10,00,000
Remained9,95,197
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

thank you ma'am