আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি সকালবেলায় কুয়াশা ভেজা সরিষা ফুলের ফটোগ্রাফি। আজকে সকাল বেলায় যখন আমি বাড়ি থেকে বের হয়েছিলাম তখন আমাদের এলাকায় প্রচুর পরিমাণে কুয়াশা দেখতে পেয়েছিলাম। আমি মাঠের দিকে যখন হাঁটতে গিয়েছিলাম তখন আমার মোবাইলে ক্যামেরা বন্দী করে রেখেছিলাম কুয়াশায় বেচার সরিষা ফুলের ফটোগ্রাফি। আমি আজকে আপনাদের মাঝে সেই অসহায় যা শৈশবলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছে। আসলে সকালবেলায় এই গ্রামের প্রাকৃতিক আবহাওয়া পরিবেশ আটাহাঁটি করতে সত্যি আমার কাছে বেশ ভালো লাগে আসলে এগুলো আমি সবসময় উপভোগ করি। আমি চেষ্টা করি বিভিন্ন ধরনের জিনিস প্রতিনিয়ত আপনাদের মাঝে ভিন্ন ভাবে তুলে ধরার জন্য। আসলে এগুলোর মাধ্যমে আমাদের সম্ভব বিভিন্ন ধরনের জিনিসগুলোকে আমরা বিভিন্ন ধরনের সামাজিক এবং যোগাযোগ কন্টেন এর মাধ্যমে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া। তাই আমরা এই প্লাটফর্মটাকে এমন ভাবে সাজাতে চাই এবং আমাদের কমিউনিটি এই প্লাটফর্মের নাম্বার ওয়ান ব্যাংকিং এ রয়েছে আশা করি এভাবেই কমিউনিটির ধারাবাহিকতা বজায় রেখে সামনের দিকে এগিয়ে যাবে এটাই হচ্ছে আমাদের সকলের মুখ্য উদ্দেশ্য এবং সকলকে এখান থেকে কিছু আনন্দ এবং বিনোদন নেওয়ার সুযোগ তৈরি করে দেবো এটাই হচ্ছে আমাদের সকলের উদ্দেশ্য। আশা করি আজকের লেখা পোস্ট আপনাদের সকলের কাছে ভালো লাগবে সকলের মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ।
Today I am going to share with you the photography of mustard flowers soaked in the morning mist. When I left the house this morning, I saw a lot of fog in our area. When I went to walk towards the field, I captured the photography of mustard flowers sold in the fog on my mobile camera. Today, I am the helpless child who has appeared among you with this photography. In fact, I really like to walk around the natural weather and environment of this village in the morning. In fact, I always enjoy these. I try to constantly present different types of things to you in different ways. In fact, through these, we can spread different types of things among people through different types of social and communication content. So we want to organize this platform in such a way and our community is the number one banking on this platform. I hope that the community will move forward in this way, maintaining the continuity of the community. This is the main objective of all of us and we will create an opportunity for everyone to get some joy and entertainment from here. This is the objective of all of us. I hope you all enjoy today's post. Thank you for sharing your opinions.