আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি খুবই সুন্দর একটি ফটোগ্রাফি। গত কয়েকদিন আগে রাতে আমি এবং মুস্তাফিজুর মামা একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম সেখান থেকে আমি বেশ কিছু লাইটিং দলের ফটোগ্রাফি আমার মোবাইলে ক্যামেরা বন্দি করে রেখেছিলাম আপনাদের মাঝে প্রত্যেকদিন একটু একটি একটি করে লাইটিং ক্যামেরার ফটোগ্রাফি শেয়ার করছি। আসলে আমি যেকোনো ধরনের ফটোগ্রাফি সব সময় আমার মোবাইলের ক্যামেরা বন্দী করে আপনাদের মাঝে শেয়ার করতে বেশ পছন্দ করি। আসলে এই ফটোগ্রাফি গুলো শেয়ার করা আমার নেশার মতো হয়ে গেছে আমি প্রায় প্রতিনিয়ত এরকম বিভিন্ন ধরনের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করে থাকি। আজকেও সেই ধারাবাহিকতা বজায় রেখে সকাল সকাল আপনাদের মাঝে খুবই সুন্দর একটি ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছে। আজকের এই ফটোগ্রাফিটি হচ্ছে বেগুনি কালারের লাইটিং বল এর ফটোগ্রাফি আশা করি আপনাদের সকলের কাছে দেখতে বেশ ভালো লাগবে আমাদের এলাকায় রেস্টুরেন্টেও বেশ দারুন ছিল সত্যি সেখানে বেশ দারুন ভাবে আমি এবং মুস্তাফিজুর রহমান দুজন মিলে খাওয়া দাওয়া করেছিলাম। সব মিলিয়ে বেশ দারুন সময় অতিবাহিত করেছিলাম সেখানে আমরা।
I am going to share a very beautiful photography with you today. A few days ago, Mustafizur's uncle and I went to a restaurant to eat at night. From there, I captured several lighting team photographs on my mobile camera. I am sharing one lighting camera photograph with you every day. In fact, I always like to capture any kind of photography with my mobile camera and share it with you. In fact, sharing these photographs has become like an addiction for me. I share such different types of photography with you almost constantly. Today, maintaining that continuity, I have come to you with a very beautiful photography this morning. Today's photography is a photography of a purple colored lighting ball. I hope you all will like it. The restaurant in our area was also quite great. Mustafizur Rahman and I ate and drank together there. All in all, we had a great time there.