আপনাদের মাঝে খুবই সুন্দর একটি দৃশ্য নিয়ে হাজির হয়েছে তবে চলুন আজকে আপনাদের মাঝে পোস্টের মাধ্যমে তুলে ধরা যাক। সিঙ্গাপুরের সেই ঐতিহাসিক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি এবং সেইসব মুহূর্তগুলো আপনাদের মাঝে প্রতিনিয়ত আমি আমার পোষ্টের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। আসলে সিঙ্গাপুরের আবহাওয়া সত্যি আমার কাছে বেশ ভালো লাগছে তুমি আমার সাথে নিজেকে মানিয়ে নিতে পেরে বেশ আনন্দিত। প্রথম দিন আসার পর একটু খারাপ লাগছিল আসলে নিজের পরিবার এবং আত্মীয়-স্বজনকে ছেড়ে দূর প্রবাসে এসে থাকতে সত্যিই বেশ কষ্ট হয় তবে নিজের ভালো লাগার কাজ করে যখন নিজের গ্রামের আসলে এভাবেই নিজের এলাকার মানুষদের সাথে মাঝে মাঝে দেখা হচ্ছে এটা আমার কাছে সব থেকে বড় একটা প্রাপ্তি বলতে পারেন আপনার সবাই। সকলে যখন একসাথে দেখা করি এবং নিজেদের মানুষগুলোর সাথে যখন মনের আনন্দ ভাগাভাগি করে নিতে পারি তখন বেশ ভালো লাগে আসলে প্রবাস জীবনে এসে যে গ্রামের এবং বেশ কিছু বন্ধু-বান্ধব পেয়েছি তাদের সাথে ঘুরে বেড়াচ্ছি এবং বেশ কিছুদিন এভাবেই এখনো থাকতে হবে এটাই আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে। চেষ্টা করব সব মিলে আপনাদের মাঝে সুন্দর কিছু মুহূর্ত উপহার দেওয়ার জন্য এবং নিজের উপভোগ করার জন্য তবে চলুন আজকের পোস্ট শেয়ার করবেন।
I have come across a very beautiful scene among you, but let me share it with you today through a post. I am enjoying the historical natural beauty of Singapore and I am constantly trying to share those moments with you through my posts. In fact, the weather in Singapore is really nice to me, I am very happy that you have adapted to me. I felt a little bad after the first day, in fact, it is really difficult to leave your family and relatives and come to a distant place, but when I do my best, I am meeting people from my own village like this from time to time, this is the biggest achievement for me, all of you. When we all meet together and can share the joy of our hearts with our own people, it is really nice. In fact, I am traveling with the village and several friends I have made in my life in exile and I will have to stay like this for a while, this is what I feel the most. I will try to give you all some beautiful moments and enjoy yourself, but let's share today's post.