Time to get some photos out of the computer.

in blurt-188398 •  3 months ago 

Assalamu Alaikum/Hello
Friends of my blurt space Community
I'm @rex-kibreay from Bangladesh

1000068869.jpg

I have been very busy since morning. I woke up in the morning, washed my hands and went to the fish pond to give food. After feeding the fish in the pond, I came home and ate. Then I left the house to print some pictures. In fact we have to go far away from home to print the pictures. There is no good computer store around our house where we can print any kind of picture. Since I needed a lot of high quality images, I traveled a long way to our bamundi market to print the images. The pictures that I printed were firstly taken by me from home with my mobile camera very nicely. After going there I talked to the shopkeeper and started printing the pictures. I spent a lot of time there on the way to take the bike. As his work was also necessary to go there was very important. So I went to print the pictures.

Convert to Bengali to facilitate the understanding of Bengali language people
আজকে সকাল থেকে বেশ ব্যস্ত সময় পার করছি। সকাল বেলায় ঘুম থেকে উঠে প্রথমেই হাতমুখ ধুয়ে মাছের পুকুরে খাবার দেওয়ার জন্য গিয়েছিলাম। মাছে পুকুরে খাবার দেওয়া শেষ করে বাড়িতে এসে খাওয়া দাওয়া করেছিলাম। তারপরে আমি বাড়ি থেকে বের হয়ে পড়লাম কিছু ছবি প্রিন্ট করার জন্য। আসলে ছবিগুলো প্রিন্ট করার জন্য আমাদের বাড়ি থেকে প্রায় অনেক দূরে যেতে হয়। আমাদের বাড়ির আশেপাশে এরকম কোন কম্পিউটারের ভালো দোকান নেই যে সেখানে আমরা যেকোনো ধরনের ছবি প্রিন্ট করতে পারব। যেহেতু আমার অনেক হাই কোয়ালিটির ছবি দরকার ছিল তাই আমি অনেক পথ পাড়ি দিয়ে আমাদের বামুন্দি বাজারে গিয়েছিলাম ছবিগুলো প্রিন্ট করার জন্য। যে ছবিগুলো আমি প্রিন্ট করেছিলাম সেই ছবিগুলো প্রথমেই আমি বাড়ি থেকে আমার মোবাইলের ক্যামেরা দিয়ে খুবই চমৎকারভাবে তুলে নিয়ে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পরে আমি দোকানদারের সাথে কথা বলে ছবিগুলো প্রিন্ট করা শুরু করেছিলাম। বাইক নিয়ে যাওয়ার পথে সেখানে বেশ সময় ব্যয় হয়েছিল আমার। যেহেতু নিজের কাজ তাও সেখানে যাওয়া প্রয়োজন ছিল খুবই জরুরি। তাই আমি ছবিগুলো প্রিন্ট করতে গিয়েছিলাম।

1000068870.jpg

1000068871.jpg

You can see if you look at the picture above. After entering the store, I captured several pictures with my mobile camera and shared with you. After leaving the house with the bike, I took a boy next to our house on the bike. Actually I don't like to go anywhere alone so we both went together. After reaching there with the bike, I kept the bike very nicely extended at a certain place. After entering the shop the shopkeeper gave me a WhatsApp number where I documented the pictures very nicely. The images were entered into the computer shortly after being documented. Then from there every picture was downloaded very nicely. After downloading each image did a great job of editing and printing each image individually. In fact, it was nice to see the friends too. Actually there were different kinds of things available in each of the shops and I found it very nice to see each and every item. In fact, we always try to present good content to you. So I came to you today to share a content of my lifestyle. Hope you like today's post.

Convert to Bengali to facilitate the understanding of Bengali language people
আপনারা এবার উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। দোকানের মধ্যে প্রবেশ করার পরে আমি বেশ কিছু ছবি আমার মোবাইলের ক্যামেরা বন্দী করে আপনাদের মাঝে শেয়ার করেছি। বাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পরে আমি বাইকে চড়ে আমাদের বাড়ির পাশের একটি ছেলেকে নিয়ে গিয়েছিলাম। আসলে কোন জায়গায় যেতে আমার একা একা ভাল লাগে না তাই আমরা দুজন মিলে গিয়েছিলাম। বাইক নিয়ে সেখানে পৌঁছানোর পরে বাইক অনেক সুন্দরভাবে একটি নির্দিষ্ট জায়গায় ইস্টেন্ড করে রেখেছিলাম। দোকানের মধ্যে প্রবেশ করার পরে দোকানদার আমাকে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিল আমি সেখানে অনেক সুন্দর ভাবে ছবিগুলো ডকুমেন্ট করে দিয়ে দিয়েছিলাম। ছবিগুলো ডকুমেন্ট করে দেওয়ার কিছু সময়ের মধ্যে কম্পিউটারের মধ্যে প্রবেশ করেছিল। তারপর সেখান থেকে প্রত্যেকটি ছবি অনেক সুন্দর ভাবে ডাউনলোড করে নিয়েছিল। ডাউনলোড করা শেষ করে প্রত্যেকটি ছবি খুবই চমৎকারভাবে এডিটিং এর কাজ করেছিল এবং প্রত্যেকটি ছবি একে একে প্রিন্ট দিচ্ছিল। আসলে ফ্রেন্ডগুলো দেখতে আমার কাছেও বেশ চমৎকার লেগেছিল। আসলে সেখানে দোকানগুলোতে প্রত্যেকটিতে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছিল এবং প্রত্যেকটি জিনিস দেখতে আমার কাছে বেশ চমৎকার লেগেছিল। আসলে সব মিলিয়ে চেষ্টা করি সব সময় আপনাদের মাঝে ভালো ধরনের কনটেন্ট তুলে ধরার জন্য। তাই আপনাদের মাঝে চলে আসলাম আজকে আমার লাইফস্টাইল এর একটি কনটেন্ট শেয়ার করার জন্য। আশা করি আজকের লেখা পোস্টে আপনাদের ভালো লাগবে।

1000068872.jpg

1000068873.jpg

1000068888.jpg

After I put the pictures on WhatsApp it downloaded each picture very nicely. After that, the images were printed through the printer machine in stages. When the pictures were printed out I thought it was pretty cool. Then the shopkeeper very nicely cut the pictures around with scissors and gave me pictures of each size. Actually these pictures were taken for a job photographing our house. That's why I took the pictures of our old house and printed them with my mobile camera. While I printed the pictures I spent some time sitting there doing more of my online work. In fact, I have been working in the online world since childhood. So I always try my best to present my online works beautifully everywhere. I printed a total of ten images from here. In our Bangladeshi Taka each picture here took 40 Taka a piece. Took a total of 400 rupees from me to print the pictures. Hope you all like today's post. Share your opinion through the comment box below. My best wishes to all.


Convert to Bengali to facilitate the understanding of Bengali language people
ছবিগুলো আমি হোয়াটসঅ্যাপে দেওয়ার পরে অনেক সুন্দর ভাবে প্রত্যেকটি ছবি ডাউনলোড করে নিয়েছিল। তারপরে ছবিগুলো পর্যায়ক্রমে প্রিন্টার মেশিনের মধ্যে দিয়ে প্রিন্ট করে নিয়ে আসছিল। ছবিগুলো যখন প্রিন্ট হয়ে বের হচ্ছিল তখন দেখতে আমার কাছে বেশ চমৎকার লেগেছিল। তারপরে দোকানদার অনেক সুন্দর ভাবে ছবিগুলো চারিপাশ দিয়ে কাঁচি দিয়ে কেটে প্রত্যেকটি সাইজের ছবি আমাকে দিয়েছিল। আসলে এই ছবিগুলো আমাদের বাড়ির ছবি একটা কাজের জন্য তোলা হয়েছিল। জীবনের স্মৃতি হিসেবে ঘরে টাঙিয়ে রাখা হবে এজন্যই আমাদের পুরনো ঘরের ছবিগুলো আমি আমার মোবাইলের ক্যামেরাবন্দি করে প্রিন্ট করে নিয়ে এসেছিলাম। আমি যখন ছবিগুলো প্রিন্ট করেছিলাম সেখানে বসে বেশ কিছু সময় আমি আমার অনলাইনের আরো অন্যান্য কাজ সেরে নিয়েছিলাম। আসলে আমি ছোটবেলা থেকে অনলাইন জগতে কাজ করি। তাই চেষ্টা করি যে কোন সময় আমি আমার অনলাইনের কাজগুলোকে সুন্দরভাবে সব জায়গায় উপস্থাপনা করার জন্য। আমি এখান থেকে সর্বমোট দশটি ছবি প্রিন্ট করেছিলাম। আমাদের বাংলাদেশী টাকায় এখানে প্রত্যেকটি ছবি ৪০ টাকা পিস নিয়েছিল। আমার কাছ থেকে মোট ৪০০ টাকা নিয়েছিল ছবিগুলো প্রিন্ট করার জন্য। আশা করি আজকের লেখা পোস্টে আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।


My best wishes and congratulations to all the users who will visit this post of mine today.

Join Our Community blurt space


1000063028.jpg

✨💞My Own Identity💞✨

1000062172.jpg

I am Md. Kibria Hossain. I live in Kamarkhali village of Gangni Thana, Meherpur District, Khulna Division, Bangladesh. My best wishes and congratulations to you all. I will try my best to take the Blurt platform to greater heights in the future. I am currently a 12th standard student. My mother tongue is Bengali. I love to speak and write in Bengali. Most of all I like to do photography. I spend most of my time traveling around. Among few hobbies my main hobby is traveling to different places. In brief I have shared my identity with you. Everyone pray for me. I wish you all the best.

✨💞Thank you for visiting my blog💞✨

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  3 months ago  ·  

Thanks for sharing such beautiful photography with us.

  ·  3 months ago  ·  

Thank you so much for writing and sharing such a beautiful post today.