বাংলাদেশ বিমান বন্দরে গতকাল গিয়েছিলাম সেখান থেকে বেশ কিছু ফটোগ্রাফি আমি আমার মোবাইলে ক্যামেরা বন্ধ করে রেখেছিলাম। আসলে আমি গতকাল বাংলাদেশ ছেড়ে সিঙ্গাপুরে পাড়ি দিয়েছি তাই সেখান থেকে বেশ কিছু ছবি সংগ্রহ করেছিলাম তবে আপনাদের মাঝে আগের মত আর সময় দিতে পারছি না এটা আমার কাছে খুবই দুঃখজনক একটা ব্যাপার। তবে চেষ্টা করব আমি আমার কাজের ফাঁকে ফাঁকে আপনাদের সাথে আবারো আগের সেই ধারাবাহিকতা ফিরে আনার জন্য। আসলে সব মিলিয়ে দেশের বাইরে পাড়ি জমাতে হয়েছে পরিবারের বড় ছেলে হিসেবে এটা আমার কর্তব্য ছিল। জানিনা পরিবারে মা-বাবার সপ্ত পূরণ করতে পারব কিনা তবে চেষ্টা এবং ইচ্ছাশক্তি সব সময় থাকবে। আশা করছি সে ধারাবাহিকতা বজায় রেখে আপনাদের মাঝে কাজের ধারাবাহিকতা বজায় থাকবে। আজকের মত পোস্ট লিখে জানিয়ে শেষ করছি সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ।
I went to Bangladesh Airport yesterday and took several photographs from there, and I had closed the camera on my mobile. Actually, I left Bangladesh yesterday and moved to Singapore, so I collected several pictures from there, but I am very sad that I cannot give you the time I used to. However, I will try to bring back the previous continuity with you again in my spare time. In fact, it was my duty as the eldest son of the family to move abroad. I do not know if I will be able to fulfill the promise of my parents in the family, but I will always have the effort and willpower. I hope that the continuity of work will continue among you by maintaining that continuity. I am writing today's post and ending by thanking everyone on my behalf.