Travel to Sylhet (part-1)

in blurt-188398 •  2 months ago 

Assalamu Alaikum/Hello
Friends of my blurt space Community
I'm @rex-kibreay from Bangladesh

IMG_20231219_164911.jpg

I have been very busy since early morning. I woke up in the morning, first washed my hands, finished my bath, finished eating and drinking, and went to feed the fish in the pond. Before leaving home in the morning, my mobile phone is out of charge. I was moving here and there charging my mobile phone and still there was no electricity connection in our area. In fact, due to the lack of electricity connection in our area, I am really in trouble. So I am thinking that maybe we have to go somewhere and charge the mobile phone and then we have to share the work among you. But still there is no electricity in our area at 2 pm. Then suddenly I saw that the electricity came and it took almost a long time to charge the mobile phone. Even after the mobile phone was charged, I finished taking a shower and sat down to write the post. Today I am going to share with you the first part of my Sylhet trip. Actually traveling to Sylhet is really a very memorable moment in my life. I used to talk about my trip to Sylhet in many places in front of many people. I had a really great time in Sylhet and today I have to share the first part Madhyamik with you.


Convert to Bengali to facilitate the understanding of Bengali language people
আমি আজকে সকালবেলা থেকেই খুবই ব্যস্ত সময় পার করছি। সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমে হাতমুখ ধুয়ে গোসল শেষ করে খাওয়া-দাওয়া শেষ করে মাছের পুকুরে খাবার দেওয়ার জন্য গিয়েছিলাম। সকাল বেলায় বাড়ি থেকে বেরোনোর আগে আমার মোবাইল ফোনে চার্জ শেষ। মোবাইল ফোন চার্জে দিয়ে ই এদিক ওদিক একটু ঘোরাফেরা করছিলাম তখনও আমাদের এলাকায় কোন বিদ্যুৎ সংযোগ ছিল না। আসলে আমাদের এলাকায় বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে সত্যি বেশ বিপাকে পড়েছি। তাই ভাবতেছি কোথাও গিয়ে হয়তো মোবাইল ফোন চার্জ দিতে হবে তারপরেই আপনাদের মাঝে কাজ শেয়ার করতে হবে। কিন্তু তখনও আমাদের এলাকাতে দুপুর ২ টা বাজে বিদ্যুৎ নেই। তারপরে হঠাৎ দেখি বিদ্যুৎ আসলো মোবাইল ফোন চার্জ হতে প্রায় অনেক সময় প্রয়োজন ছিল। মোবাইল ফোনের চার্জ হয়ে গেল তখনও আমি গোসল শেষ করে খাওয়া-দাওয়া শেষ করে এসে বসে গেলাম পোস্ট লেখার জন্য। আজকে আপনাদের মাঝে আমি আমার সিলেট ভ্রমণের প্রথম পর্ব শেয়ার করতে যাচ্ছি। আসলে সিলেট ভ্রমণ সত্যি আমার জীবনে বেশ স্মরণীয় একটা মুহূর্ত। আমি প্রায় সিলেট ভ্রমণের কথা অনেক জায়গায় অনেক মানুষের সামনে গল্প করে থাকে। আমি সিলেটে সত্যি বেশ দুর্দান্ত একটা সময় পার করেছিলাম সেটা আজকে আপনাদের মাঝে প্রথম পর্ব মাধ্যমিক শেয়ার করতে হচ্ছি।

IMG20231025131747.jpg

IMG20231025133655.jpg

Now if you look at the picture above you can see that I have shared two pictures of Sylhet trip very nicely. Actually these two pictures were taken from Bholaganj white stone in Sylhet. When I reached Bholagan Sada Stone, I saw some beautiful scenery. Standing there, I captured several pictures on my mobile camera to share with you. In fact, I always try to present the things that I like in a beautiful way to you. After descending into the river there, we first hired a boat with several people. Boarding the boat, we had to cross a certain path to reach Bholaganj Sada Pathar. We reached Bholaganj Sada Pathar only after passing the specified route. In fact, many people come from far and wide to see this Bholagan white stone. The day we went there were indeed many tourists flocking to visit. We also had a great trip to Sylhet there. In fact, we all celebrated with great joy in our trip to Sylhet.


Convert to Bengali to facilitate the understanding of Bengali language people
এবার আপনার ওপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি অনেক সুন্দর ভাবে আপনাদের মাঝে সিলেট ভ্রমণের দুটি ছবি শেয়ার করেছি। আসলে এই ছবি দুটো হচ্ছে সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর থেকে তোলা হয়েছিল। আমারও যখন ভোলাগান সাদা পাথরে গিয়ে পৌঁছেছিলাম তখনই সেখানে অনেক সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখতে পেয়েছিলাম। সেখানে দাঁড়িয়ে আমি বেশ কিছু ছবি আমার মোবাইলের ক্যামেরা বন্দি করে রেখেছিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আসলে আমার চোখে যে জিনিস গুলো ভালো লাগে চেষ্টা করি সে জিনিসগুলো সব সময় আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য। সেখানে নদীর মধ্যে নামার পরে আমরা প্রথমে বেশ কয়েকজন মিলে একটি নৌকা ভাড়া করেছিলাম। নৌকায় উঠে আমরা ভোলাগঞ্জ সাদা পাথরে যাওয়ার জন্য নির্দিষ্ট একটি পথ পাড়ি দিতে হয়েছিল। আমরা নির্দিষ্ট পথ অতিক্রম করার পরেই ভোলাগঞ্জ সাদা পাথর গিয়ে পৌঁছেছিলাম। আসলে এই ভোলাগান সাদা পাথর দেখার জন্য অনেক দূর-দূরান্ত থেকে অনেক মানুষ এসে থাকে। আমরা যেদিন গিয়েছিলাম সত্যি সেখানে অনেক পর্যটক ভিড় করেছিল দেখার জন্য। আমরাও সেখানে বেশ দারুণভাবে সিলেট ভ্রমণ করেছিলাম। আসলে সিলেট ভ্রমণে আমরা প্রত্যেকটা বন্ধু-বান্ধব সকলে মিলে বেশ দারুণভাবে আনন্দের সাথে উদযাপন করেছিলাম।

IMG_6469.JPG

IMG20231026111345.jpg

Now you can look at the picture above. I have kindly shared two more pictures with you. In fact, I think Sylhet travel is very memorable in every person's life. In fact every person has a hobby of traveling to every small place. But I also had a dream for a long time to visit Sylhet one day. The biggest thing is that I was able to fulfill that hope last year. Last year when i studied in college sir and all invited us to go to Sylhet from our college. We responded to the call of all the students and expressed our interest to go to Sylhet. Sara then took a certain amount of money from us and took us all on a trip to Sylhet. In fact, if you can celebrate together somewhere in life with friends, it's really nice. So I also tried to show you some scenes of celebration with my college friends. I am sharing all those scenes with you through traveling to Sylhet.


Convert to Bengali to facilitate the understanding of Bengali language people
এবার আপনার উপরের ছবির দিকে লক্ষ্য করে দেখতে পারবেন। আমি চমৎকারভাবে আরো দুটি ছবি আপনাদের মাঝে শেয়ার করেছে। আসলে সিলেট ভ্রমণ প্রত্যেকটা মানুষের জীবনে বেশ স্মরণীয় আমি মনে করি। আসলে প্রত্যেকটা ছোটখাটো জায়গায় ভ্রমণ করার প্রত্যেকটা মানুষের শখ থাকে। তবে আমারও অনেক দিনের স্বপ্ন ছিল কোন একদিন হয়তো সিলেট ভ্রমণে যাব। গতবছর সেই আশা পূর্ণ করতে পেরেছি এটাই সব থেকে বড় ব্যাপার। গত বছর আমি যখন কলেজে পড়েছি তখন আমাদের কলেজ থেকে সিলেটে যাওয়ার জন্য স্যার এবং সকলে আমাদেরকে আহ্বান জানাই। আমরা সকল ছাত্র-ছাত্রী স্যারদের আহ্বানে সাড়া দিয়ে সিলেটে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিলাম। সাররা তখন আমাদের কাছ থেকে নির্দিষ্ট একটি অ্যামাউন্ট টাকা নিয়ে আমাদের সকলকে সিলেট ভ্রমণে নিয়ে গিয়েছিল। আসলে বন্ধু বান্ধবের সাথে জীবনে যদি একসাথে কোথাও এমন উদযাপন করা যায় সত্যি বেশ ভালো লাগে। তাই আমিও চেষ্টা করেছি আমার কলেজের বন্ধু-বান্ধবের সাথে আপনাদের মাঝে উদযাপনের কিছু দৃশ্য তুলে ধরার জন্য। সে সকল দৃশ্যগুলো আমি সিলেট ভ্রমণের মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করছি।

IMG20231026114949.jpg

IMG20231026120143.jpg

You can see if you look at the picture above. I captured several photographs with my mobile camera when a friend of mine was taking a bath while lying beautifully in the water. In fact, every person has a hobby of wandering in many places in their life. Actually we visited Sylhet basically there was a specific place to take bath. In fact, I liked it the most because of the dedicated space for bathing. In fact, I too was very happy to take a bath there. The waters there were quite clear and covered with a warm dry atmosphere. The atmosphere there really impressed me. We had a lovely time there with friends. After the bath, we friends all changed the dress there together. That's how our travelogue day goes by. Hope you all like today's post. Thank you all for your feedback through the comment box.


Convert to Bengali to facilitate the understanding of Bengali language people
আপনারা এবার উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। আমার এক বন্ধু চমৎকারভাবে পানির মধ্যে শুয়ে শুয়ে যখন গোসল করতে ছিল তখন বেশ কয়েকটি ফটোগ্রাফি আমি আমার মোবাইলের ক্যামেরা ধারণ করে রেখেছিলাম। আসলে প্রত্যেকটা মানুষের জীবনে অনেক জায়গায় ঘোরাঘুরি করার শখ থাকে। আসলে আমরা সিলেটে ঘুরতে গিয়েছিলাম মূলত এখানে একটি নির্দিষ্ট জায়গা ছিল গোসল করার জন্য। আসলে গোসল করার জন্য নির্দিষ্ট যে জায়গাটি ছিল এর কারণে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছিল। আসলে সেখানে গোসল করতে পেরে সত্যি আমারও সকলে বেশ আনন্দিত ছিলাম। সেখানে পানি গুলো বেশ পরিষ্কার এবং উষ্ণ শুকনো পরিবেশে ঢাকা ছিল। সেখানকার পরিবেশ সত্যি আমাকে বেশ মুগ্ধ করেছিল। সেখানে পরিবেশে বেশ মনোমুগ্ধকর সময় আমরা বন্ধুরা মিলে একসাথে পার করেছিলাম। গোসল শেষে আমরা বন্ধুরা সকলে একসাথে সেখানে ড্রেস চেঞ্জ করেছিলাম। এভাবেই ভ্রমণ কাহিনীর দিন আমাদের অতিবাহিত হতে থাকে। আশা করি আজকের লেখা পোস্ট আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত দিচ্ছে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ।


My best wishes and congratulations to all the users who will visit this post of mine today.

Join Our Community blurt space


1000063028.jpg

✨💞My Own Identity💞✨

1000062172.jpg

I am Md. Kibria Hossain. I live in Kamarkhali village of Gangni Thana, Meherpur District, Khulna Division, Bangladesh. My best wishes and congratulations to you all. I will try my best to take the Blurt platform to greater heights in the future. I am currently a 12th standard student. My mother tongue is Bengali. I love to speak and write in Bengali. Most of all I like to do photography. I spend most of my time traveling around. Among few hobbies my main hobby is traveling to different places. In brief I have shared my identity with you. Everyone pray for me. I wish you all the best.

✨💞Thank you for visiting my blog💞✨

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  2 months ago  ·  

Actually I like to travel very much. But nice to see you shared a very nice episode of Sylhet trip.

Thank you for sharing such great content!
Congratulations on your post in #blurt-131902 or #blurtconnect
Blurt to the Moon
Most welcome Votes for our community Witness Here
Your publication has been manually upvoted by @oadissinOfficial Blurtconnect-ng Page
Please delegate Blurt power to @blurtconnect-ng and help support this curation account
Also, keep in touch with Blurtconnect-ng family on 

Telegram and Whatsapp