আমি আজকে আপনাদের মাঝে খুবই সুন্দর একটি পোস্ট নিয়ে হাজির হয়েছে। সিঙ্গাপুর শহরের সিটি আমি আজকে আপনাদের মাঝে খুবই সুন্দরভাবে তুলে ধরবো আমার মোবাইলে ক্যামেরা বন্ধুর মাধ্যমে। আসলে এখানে এসে বেশ দারুন সময় উপভোগ করছি কয়েক দিনের মধ্যেই সকল মানুষকে আপন করে নিতে পেরেছে এটা আমার জন্য সবথেকে বড় একটা পাওয়া তবে এই জায়গাগুলো ঘোরাঘুরি করতে সত্ত্বে আমার কাছে বেশ ভালো লাগে কিছুদিনের জন্য এসেছে হয়তো কিছুদিন পরে আবারো দেশে ব্যাক করব তাই কয়েকদিন খুবই সুন্দর সময় অতিবাহিত করছে এখানে নিজের সময় গুলো বেশ ভালো কাটছে এবং সকল মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে ঘটতে পারছি এটা আমার জন্য সবথেকে বড় একটা পাওয়া এভাবে চেষ্টা করব আমি আমার কাজের সাথে লেগে থাকার জন্য এবং নিজের জায়গা থেকে সবগুলো কাজকে সুন্দরভাবে শেষ করার চেষ্টা করছি যেহেতু অনেকগুলো সাইটে কাজ করি তাই চেষ্টা করছি সবগুলোতেই নিজের ধারাবাহিকতা বজায় রেখে আপনাদের সাথে কিছু সময় ভাগাভাগি করে নেওয়ার জন্য তবে চলুন আজকের মেরিনা সম্পর্কে আপনাদের মাঝে কিছু আলোচনা করা যাক। আপনারা ছবির মাধ্যমে আলোচনা উপভোগ করুন এবং নিজেরা মতামত আমার লেখা পোস্টের নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তাহলে আমি আরো বেশি উৎসাহ পাবো
I have come to you today with a very beautiful post. Today I will present the city of Singapore to you very beautifully through my mobile camera friend. Actually, I am enjoying a great time here and have been able to make all the people my own within a few days. This is the biggest achievement for me. However, despite roaming around these places, I feel very good. I have come for a few days. Maybe after a few days I will go back to the country again. So, I am spending a very beautiful few days. I am spending my time here very well and I am able to have friendly relations with all the people. This is the biggest achievement for me. I will try like this. I am trying to stick to my work and finish all the work nicely from my place. Since I work on many sites, I am trying to maintain my consistency in all of them and share some time with you. But let's discuss something about today's marina with you. You enjoy the discussion through the pictures and definitely tell me your opinions in the comment box below my post, then I will get more encouragement.
It's the first beautiful place I've ever seen. You look beautiful too. Thanks for Posting