আমি আজকে আপনাদের মাঝে হাজিরে এসেছি সিঙ্গাপুরের সুন্দর কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করার জন্য। গত কয়েকদিন আগে আমি সিঙ্গাপুর এসেছি আপনারা সকলেই জানেন এসে আমি বেশ কিছু জায়গা ঘোরাঘুরি করেছি এবং নিজ চোখে দেখেছি আসলে সিঙ্গাপুরের জায়গা গুলো এবং পরিবেশের সাথে আমার কাছে বেশ ভালো লেগেছে এত সুন্দর জায়গায় এর আগে আমি কখনো কোথাও দেখিনি। আমার দেখা সুন্দর জায়গা গুলোর মধ্যে সিঙ্গাপুরের এই জায়গাটি একটি আমি তাই আপনাদের মাঝে চেষ্টা করতে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখে তুলে ধরার জন্য। প্রতিনিয়ত চেষ্টা করে আমার জায়গা থেকে আপনাদের সুন্দর কিছু বিনোদনের উপর দেওয়ার জন্য সেই জায়গাগুলোর মধ্যে থেকে আমি আমার সর্বপ্রথম দিয়ে চেষ্টা করছি একটি সুন্দর জায়গার ছবি আমি আমার মোবাইলে ক্যামেরা বন্দি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য আসলে সব সময় আপনাদের সাথে চেষ্টা করি আনন্দ এবং উপভোগ ভাগাভাগি করে নেওয়ার জন্য আসলে ঘুরতে এসেছে এর মাঝে চেষ্টা করছি আপনাদের সাথে আনন্দ এবং উপভোগ করার মধ্য থেকে আমি চেষ্টা করছি আমার সুন্দর কিছু করার জন্য। আলোচনা আজকে আমি এই জায়গা সম্পর্কে আরো বিস্তারিত কিছু আলোচনা করব।
I have come to you today to share some beautiful views of Singapore with you. I came to Singapore a few days ago, as you all know, I have visited many places and seen them with my own eyes. In fact, I really liked the places and the environment of Singapore. I have never seen such a beautiful place before. This place in Singapore is one of the beautiful places I have seen, so I will try to organize it and write it down for you. I am constantly trying to give you some beautiful entertainment from my place. From those places, I am trying my best to share a picture of a beautiful place with you. I have captured it on my mobile camera and shared it with you. In fact, I always try to share joy and enjoyment with you. In fact, I have come to visit in the meantime. I am trying to do something beautiful with you. Discussion Today, I will discuss this place in more detail.