Today I have come to write something about the visit to Kushtia Islamic University. I try to give you some new and interesting information from that place, I am constantly sharing new content with you. All the videos are true. I had a great time here. Kushtia Islamic University appointed my younger uncle as a professor a few days ago, so my brother-in-law and my sister and sister's daughter went to visit my uncle's university. Uncle showed us all the places of our university there and the beautiful and pleasant environment there really impressed me. Uncle has a personal room in the university, he took us all there, arranged breakfast there, the behavior of all the people there really impressed us all. Actually, every person has many big dreams in his life, it is really difficult to realize those dreams, but it is natural that you have to hold on to your dreams and live in life. I hope you all like today's post. Please share your opinions in the comments below. Best wishes to everyone.
কুষ্টিয়া ইসলামের বিশ্ববিদ্যালয় ভ্রমন সম্পর্কে আমি আজকে আপনাদের মাঝে কিছু কথা লেখার জন্য হাজির হয়েছে। আমি চেষ্টা করি আপনাদের মাঝে প্রতিনিয়ত কিছু নতুন নতুন এবং কিছু মজার কিছু তথ্য উপহার দেওয়ার জন্য সেই জায়গা থেকে প্রতিনিয়ত আমি নতুন কিছু কনটেন্ট শেয়ার করে চলেছে আপনাদের মাঝে। সব ভিডিও সত্যি এখানে আমি বেশ দারুন সময় অতিবাহিত করেছিলাম। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় আমার ছোট মামা প্রফেসর হিসেবে বেশ কিছুদিন আগেই নিয়োগ দিয়েছে তাই সেখানে আমি আমার দুলাভাই এবং আমার আপু সহ আপুর মেয়ে সকলে ঘুরতে গিয়েছিলাম মামার বিশ্ববিদ্যালয় । মামা সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের পুরা জায়গা গুলো ঘুরে দেখিয়েছিল এবং সেখানে বেশ সুন্দর মনোরম পরিবেশ সত্যি সকল মনোরম পরিবেশ আমাকে বেশি মুগ্ধ করেছিল। মামা বিশ্ববিদ্যালয়ের মধ্যে পার্সোনাল একটি রুম রয়েছে সেখানে আমাদের সকলকে নিয়ে গিয়েছিল সেখানে নাস্তার ব্যবস্থা করেছিল এখানে সেখানে সকল মানুষের ব্যবহার আচার আচরন সত্যি আমাদের সকলকে মুগ্ধ করেছিল। আসলে প্রত্যেকটি মানুষের জীবনে অনেক বড় বড় স্বপ্ন থাকে সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করা সত্যিই অনেক কঠিন তবে স্বপ্নগুলোকে আঁকড়ে ধরে জীবনে বেঁচে থাকতে হবে এটাই স্বাভাবিক। আশা করি আজকের লেখা পোস্ট আপনাদের সকলের কাছে ভালো লাগবে সকলের মতামত নিচে কমেন্টের মাধ্যমে জানাবেন সকলের জন্য শুভকামনা রইল।