আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি শেষের ভেজা ঘাসফুলের কিছু ফটোগ্রাফি। প্রতিনিয়ত আপনাদের মাঝে ভিন্ন ভিন্ন কিছু ফুলের ফটোগ্রাফি এবং ভিন্ন ভিন্ন কিছু পোস্ট নিয়ে হাজির হয়ে আসি আশা করি আমার লেখা পোস্ট করলে আপনাদের কাছে প্রতিনিয়ত বেশ ভালো লাগে। প্রতিনিয়ত চেষ্টা করি আমি আমার জায়গা থেকে সুন্দর কিছু কনটেন্ট লিখে আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য। যেহেতু একজন ব্লগার তাই ব্লগারের কাজ হচ্ছে প্রতিনিয়ত তাদের নতুন নতুন কনটেন্ট গুলো আপনাদের মাঝে লিখে সাজিয়ে সুন্দরভাবে উপস্থাপনা করা ঠিক আমিও সেই জায়গা থেকে আমার ফটোগ্রাফিক গুলো দিয়ে খুবই সুন্দর ভাবে কিছু কথা লিখে আপনাদের মাঝে সাজিয়ে তোলার জন্য যে সকল পাঠক রয়েছে আপনারা প্রতিনিয়ত পড়ে বেশ মজা পান আমি এটাই বিশ্বাস করি। কেননা পাঠক্রম পোস্ট পড়তে সত্যি বেশ পছন্দ করে এবং সেইসব পোস্টে আপডেট দিতে বেশ পছন্দ করে প্রতিনিয়ত তারা আমাকে সমর্থন জানিয়ে আসছে আমি প্রতিনিয়ত তাদের সাথে এরকম ভাবে সুন্দর মুহূর্ত অতিবাহিত করতে বেশ পছন্দ করছি সবশেষে আমি আমার দক্ষতার মাধ্যমে আপনাদের সাথে কাজ করতে পেরে আনন্দিত আপনারা সাপোর্ট দিয়ে চলেছেন এটা আমার কাছে এক অবিস্মরণীয় বলে আমি মনে করি তবে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের মাঝে সুন্দর এবং মনোরম পরিবেশ তবে চলুন আজকের পোষ্টের বিস্তারিত আপনাদের মাঝে শেয়ার করা দরকার।
Today I am going to share with you some photography of the last wet grass flowers. I constantly come to you with different flower photography and different posts. I hope you like my writing. I constantly try to write some beautiful content from my place and give you gifts. Since I am a blogger, the job of a blogger is to constantly write and arrange their new content for you and present it beautifully. I also write some things very beautifully from that place with my photographs and arrange it for you. I believe that all the readers who are there will enjoy reading it constantly. Because the course really likes to read posts and likes to update those posts. They are constantly supporting me. I am constantly enjoying spending beautiful moments with them. Finally, I am happy to work with you through my skills. I think it is an unforgettable experience for me. However, I need to share the details of today's post with you from the beginning to the end.
আমি প্রতিনিয়ত আমার পোষ্টের নিচে আমাদের কমিউনিটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিভাবে কমিউনিটিতে ডেলিগিশন করতে হবে এরকম একটি ভিডিও প্রতিনিয়ত আমার পোষ্টের নিচে শেয়ার করে আসছি। সেই ধারাবাহিকতায় আজকেও আমি আমার পোষ্টের নিচে ভিডিও শেয়ার করব। আমাদের কমিউনিটি ডেলিগিশন সার্ভার একাউন্টের নাম @blurtspace আপনারা চাইলে যে কোন ইউজার এখানে ডেলিগিশন করতে পারবেন। আমাদের কমিউনিটির একাউন্টে ডেলিগিশন করলে আপনারা ভোট পাবেন এক্ষেত্রে প্রত্যেক সপ্তাহে ডেলিগিশন এমাউন্ট অনুযায়ী এ রিওয়ার্ডস পাঠিয়ে দেওয়া হবে। প্রতিনিয়ত আমরা এই ধারাবাহিকতা গুলো পালন করে আসছি আপনারা আমাদের কমিউনিটির ডেলিগিশন একাউন্ট ভিজিট করলে বুঝতে পারবেন। আসলে আমরা অন্যান্য ডেলিগিশন একাউন্ট থেকে নিজেরা একটু আলাদাভাবে ডেলিগিশন একাউন্ট তৈরি করেছি যাতে কোন ট সিস্টেম ভোট না হয় এ ক্ষেত্রে আপনারা blurtbooster থেকেও ভোট পাবেন কোন সমস্যা নেই । যদি এক্ষেত্রে কোন সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমারও চেষ্টা করব এই সমস্যা গুলো সমাধান করে দেওয়ার জন্য। আমাদের কমিউনিটিতে যে সকল ইউজার আছে প্রত্যেকেই ডেলিগিশন করেছে এবং নিজেরা প্রত্যেক সপ্তাহে রিওয়ার্ডস নিচ্ছে এবং প্রত্যেকটা পোস্টে ভোট নিচ্ছে আপনারাও চাইলে আমাদের কমিউনিটির নিয়ম গুলো মেনে ডেলিগিশন করতে পারেন এক্ষেত্রে আপনারাও প্রত্যেক সপ্তাহের রিওয়ার্ডস পাবেন। তাই আমরা কমিউনিটির সকল ইউজারদের কথা মাথায় রেখে প্রতিনিয়ত সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য নতুন নতুন আইডিয়া আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি ভিডিও দেখলে আপনারা কমিউনিটিতে ডেলিগিশন করতে পারবেন যদি কোন সমস্যা হয় আমাদের discord সার্ভার যোগাযোগ করবেন আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ।
I have been sharing a video under my post on how to delegate in the community to move our community forward. In that vein, today I will also share a video under my post. The name of our community delegation server account is @blurtspace. Any user can delegate here if you want. If you delegate to our community account, you will get votes. In this case, rewards will be sent every week according to the delegation amount. We have been following this consistency constantly. You will understand if you visit our community delegation account. In fact, we have created a delegation account a little differently from other delegation accounts so that there is no system vote. In this case, you will also get votes from blurtbooster. If there is any problem in this case, please contact us and I will try to solve these problems. All the users in our community have delegated and are getting rewards every week and voting on every post. If you want, you can also delegate by following our community rules, in which case you will also get rewards every week. So, keeping in mind all the users of the community, we are constantly sharing new ideas with you to move forward beautifully. I hope that after watching the video, you will be able to delegate in the community. If you have any problems, please contact our discord server and we will try to solve them. Thank you all.
Telegram and Whatsapp