আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি শীতের সন্ধ্যায় আগুন পোহানোর ফটোগ্রাফি। গ্রামের সকল ছেলেমেয়ে যখন এক জায়গায় বসে শীতের দিনে আগুন পড়ানো যায় সত্যি বেশ ভালো লাগে। আমি তো মাঝে মাঝে আমাদের গ্রামের ছোট্ট ছেলে মেয়েদের সাথে এভাবে আগুন পোহাতে বেশ পছন্দ করি। আসলে প্রতিনিয়ত আমি আমার গ্রামের ছোট ছেলে মেয়েদের সাথে বেশিরভাগ সময় সময় কাটিয়ে থাকে এবং তাদের সাথে সময় কাটানো গুলো আমার কাছে বেশ ভালো লাগে আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গেলে তাদেরকে সাথে নিয়ে যেতে বেশ পছন্দ করে কেননা তারা সবসময় নিজের কাছে নিজের কাছে আবদ্ধ থাকে। আমার জায়গা থেকে চেষ্টা করি তাদেরকে ভিন্নভাবে সহযোগিতা করার। এ কারণে তারা সব সময় আমার কাছেই থাকে এর মাধ্যমে আমিও বেশ উপকৃত হয় এবং তাদেরকে বিভিন্নভাবে উপকার করার চেষ্টা করি। সব মিলিয়ে বেশ দারুন ভাবে পায়ে হেঁটে তাদের সাথে এলাকা ঘোরাঘুরি করি এবং দারুন সময় প্রায় দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের সাথে আড্ডা এবং খুন ছুটিতে মেতে উঠে এভাবেই আগানো দৃশ্য গুলো আপনাদের মাঝে তুলে ধরলাম।
Today I am going to share with you a photography of a fire burning in a winter evening. It is really nice when all the children of the village sit in one place and light a fire on a winter day. I sometimes like to light a fire like this with the little boys and girls of our village. In fact, I spend most of my time with the little boys and girls of my village and I like spending time with them. I like to take them with me when I go to different places because they are always close to me. From my place, I try to help them in different ways. That is why they are always with me, through which I also benefit a lot and try to help them in different ways. All in all, I had a great time walking around the area with them and spent a great time chatting with them from morning to evening and having fun. I presented the scenes that went on like this to you.