ছোট বোনের সাথে আনন্দে এবং মজার গল্পে মেতে উঠেছিলাম। গত কালকে আমি আমার ছোট মামার বাসাতে গিয়েছিলাম ছোট মামার মেয়ের সাথে বেশ দারুন ভাবে মজা করে খেলা করেছিলাম। বলতে ছোট মামার মেয়ে অনেক ছোট কারো কোলে যায় না কিন্তু আমি যাওয়ার পরে আমার কাছ থেকে নামতেই চায় না আসলে আমি বুঝি না ছোট মানুষ কেন এত আমার বেশি গালাগ। তবে সেখানে দোলনায় চড়িয়ে মামার মেয়ের সাথে বেশ আনন্দে উল্লাসে দুজন মেতে উঠেছিলাম এবং বেশ কিছু ছবি আমি আমার মোবাইলের ক্যামেরাবন্দি করে রেখেছিলাম। চেষ্টা করি আমি আপনাদের মাঝে বিভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন কিছু পোস্ট শেয়ার করে প্রত নিহত আপনাদের মাঝে পোস্ট লেখার জন্য। আসলে আমার ছোট্ট আব্বুর নাম হচ্ছে রুহি। আসলে তার বাবা-মা তাকে অনেক বেশি ভালোবাসে সেই কারণে হয়তো তাদের ছাড়া কাউকে বোঝেনা। তবে না বোঝার একটি কারণ আছে তারা সবসময় সবারই থাকে গ্রামে বাড়িতে আসে না বললেই চলে। গ্রাম থেকে মাঝে মাঝে আমি এবং আরো অনেকে যাই সেখানে। সব মিলিয়ে মামার মেয়ের সাথে বেশ দারুন সময় অতিবাহিত করেছিলাম সেই সময় গুলো আবারো আপনাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য চলে আসলাম।
I had fun and had fun with my younger sister. Yesterday I went to my younger uncle's house and played with my younger uncle's daughter in a very fun way. My younger uncle's daughter doesn't go on anyone's lap very young, but after I left, she didn't want to get off me. In fact, I don't understand why small people are so much of a nuisance to me. However, there, we rode on the swing and had a lot of fun with my uncle's daughter and I captured several pictures on my mobile camera. I try to share different types of posts with you and write posts for each of you. Actually, my younger uncle's name is Ruhi. Actually, his parents love him very much, that's why he doesn't understand anyone except them. But there is a reason why he doesn't understand. He always stays with everyone in the village, it can be said that he doesn't come home. Sometimes I and many others go there from the village. All in all, I had a great time with my uncle's daughter and I have come to share those times with you again.
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.