গত কয়েকদিন ধরে আমি বিদেশে যাওয়ার জন্য আমাদের মেহেরপুর জেলা থেকে টিটিসি ট্রেনিং সেন্টার ট্রেনিং করার জন্য উপস্থিত হয়েছে। সেখান থেকে আজকে বেশ কয়েকটি ছবি তুলে আপনাদের মাঝে পোস্ট শেয়ার করতেছি। আসলে আমি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি । তবে আমি চেষ্টা করি সব সময় আমার কাজের জায়গা থেকে বিভিন্ন দিন আমি যে সকল কাজকর্মগুলো করি সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আশা করে যায় আর অল্প কিছুদিনের মধ্যে দেশ ছেড়ে বিদেশের উদ্দেশ্যে পাড়ি দিতে হবে তাই সেখানে গিয়ে কি কি ধরনের কাজ এবং কি কি ব্যবহার এবং আমাদের উদ্দেশ্য সেটাই এখানে আমাদের শেখানো হয়েছে। সব মিলিয়ে আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি বিভিন্ন ধরনের কাজের মাধ্যমে সহযোগিতা পাওয়ার জন্য এবং খুব সুন্দরভাবে টিচাররা আমাদেরকে গাইডলাইন দিয়ে কাঁদছে এগুলো আমি সবসময় উপভোগ করছি। আজকের মাত্র দুইদিন আমাদের ট্রেনিং শুরু হয়েছে সামনের দিন তিন দিন হয়ে গেলে আমাদের এখান থেকে একটি সার্টিফিকেট দিবে সেই সার্টিফিকেট নিয়ে আমরা দেশের বাইরের উদ্দেশ্যে রওনা দিব আসলে আমাদের এখানে প্রায় ১০০ জনের উপরে ট্রেনিং করতে এসেছে সকলে বেশ দারুন মেধাবী বেশ দারুন ভাবে তারা তাদের গাইডলাইন অনুযায়ী মেনে চলতেছে এটাই হচ্ছে আমাদের সব থেকে বড়। আজকের পোস্ট লিখে এখানে শেষ করছে আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।
For the past few days, I have been coming to the TTC Training Center from our Meherpur district to go abroad for training. Today, I am sharing several pictures from there. In fact, I constantly share different types of posts. However, I always try to show you the activities that I do from my place of work on different days. Hopefully, in a few days, I will have to leave the country and go abroad, so what kind of work and what are the uses and our purpose when I go there, that is what we have been taught here. All in all, I am trying from my place to get cooperation through various types of work and the teachers are giving us guidelines very nicely, I am always enjoying this. Our training has started for just two days today, after three days, we will be given a certificate from here, with that certificate we will leave for abroad. In fact, we have about 100 people here for training, all of them are very talented, they are following their guidelines very well, this is our biggest achievement. I am ending today's post here, I hope you all like it.