The story of a poor old man (part-1)

in blurt-188398 •  2 months ago 

Assalamu Alaikum/Hello
Friends of my blurt space Community
I'm @rex-kibreay from Bangladesh

1000069092.jpg
Source Pixabay.com

Assalamu Alaikum my blogging friends hope you are doing well. I am also very well with your prayers. I am @rex-kibreay today I am going to share with you the story of a poor old man. In fact, today I am going to share with you the story of a person who is more suitable for our village than me. In fact, there is a very big man in our village. But I have seen since childhood that people are very honest. He tries to help his family but in an honest way despite suffering a lot. In fact, in today's society, people are forced to resort to dishonest means if they are in a little trouble. But even though he is very mature, he never takes dishonest means, I have seen since childhood. When he had a lot of energy on him, he used to roam the land of people. He would try to help his family by giving the little money he could earn from it. In fact, he is now very old and has no earning capacity. But people in our society look at him with a lot of contempt and neglect. But it feels really bad to me. I try to help the helpless poor people of our village even though I am Krishna. In fact, the man's lack of strength makes him a laughing stock even from his family. That is why he is now begging on the streets and earning his own food but that is the honest way. In fact he has a lot of land and everything but his sons and daughters do not see him anymore. His children took everything he had accumulated from him. In fact, these things really bother me sometimes. I really don't like seeing the suffering of such people. So in that sequence, I will share with you about that person in detail through a few episodes. But let's share today's first episode with you.


Convert to Bengali to facilitate the understanding of Bengali language people
আসসালামু আলাইকুম আমার ব্লগিং বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @rex-kibreay আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি দরিদ্র এক বুড়ো মানুষের গল্প। আসলে আমি আজকে আমার চেয়ে আপনাদের মাঝে আমাদের গ্রামের সময় উপযোগী একটি মানুষের গল্প শেয়ার করতে যাচ্ছি । আসলে আমাদের গ্রামে অনেক বড় একটি মানুষ হয়েছে। কিন্তু আমি অনেক ছোটবেলা থেকেই দেখে আসছি মানুষটা অনেক সৎ। তিনি অনেক কষ্ট করে হলেও তার পরিবারকে সাহায্য করার চেষ্টা করে কিন্তু সৎ উপায়। আসলে এখনকার সমাজে মানুষ একটু সমস্যার মধ্যে পড়লেই তিনি অসৎ উপায় অবলম্বন করতে বাধ্য হচ্ছে। কিন্তু তিনি অনেক মুরুব্বী হওয়া সত্ত্বেও তিনি কখনোই অসৎ উপায় অবলম্বন করে না এটা আমি অনেক ছোটবেলা থেকেই দেখে আসছি। তার গায়ে যখন অনেক শক্তি ছিল তখন তিনি মানুষের জমিতে জন খাটতে যেত। সেখান থেকে যে অল্প কিছু অর্থ উপার্জন করতে সে অর্থ দিয়ে তার পরিবারকে একটু হলেও সাহায্য করার চেষ্টা করত। আসলে এখন তিনি অনেক মুরুব্বী হয়ে গেছেন তাই তার আর কোন অর্থ উপার্জন করার মত সক্ষমতা নেই। কিন্তু আমাদের সমাজের মানুষ তাকে অনেক অবমাননা এবং অবহেলার চোখে দেখে। কিন্তু এটা সত্যি আমার নিজের কাছে বেশ খারাপ লাগে। আমি চেষ্টা করি আমাদের গ্রামের অসহায় গরীব দুঃস্থ মানুষদের কৃষ্ণ হলেও সাহায্য করার জন্য। আসলে সেই লোকটার গায়ে কোন বল শক্তি না থাকার কারণে এখন তার পরিবার থেকেও তাকে হাস্যর পাত্র মনে করছে। সে কারণে তিনি এখন পথে পথে ভিক্ষা করছে এবং তার নিজের খাবার নিজেই রোজগার করছে কিন্তু সেটা সৎ উপায়। আসলে তার অনেক জমি সবকিছু আছে কিন্তু তার ছেলে মেয়েরা তাকে আর দেখেনা। তার জমে যাওয়া সব কিছুই তার ছেলেমেয়েরা সব নিয়ে নিয়েছে তার কাছ থেকে। আসলে এসব কিছু আমাকে সত্যি বেশ কাদায় মাঝে মাঝে। এমন মানুষদের কষ্ট আমার চোখে পড়লে সত্যিই আমার আর ভালো লাগেনা। তাই সেই ধারাবাহিকতায় আপনাদের মাঝে সেই লোকের সম্পর্কে আমি বিস্তারিত কয়েকটি পর্বের মাধ্যমে শেয়ার করব। তবে চলুন আজকের প্রথম পর্ব আপনাদের মাঝে কিছুটা হলেও শেয়ার করি।

1000069093.webp
Source Pixabay.com

In fact, when that person was an influential person in our society, many people would go to him for help. Many people got a lot of help from him even he was a respectable person in the society. But after his children became minors, his money and everything he owned was written in their name and he was thrown out of his house. Since then that man has lost peace of mind and everything. In fact, every person needs peace of mind, if there is no peace of mind, he is already unbalanced and behaves like a madman with every person. When his sons and daughters threw him out of his house he used to sit at a corner of our village and from there some people used to give him food and many people helped him many people helped him. We had a shop there and ate a lot of money left over from that shop but he could not afford to pay that money anymore. But he had a lot of wealth but his children took it all so now he has no ability. Later I came to know on inquiry that the shopkeeper had waived all that money. Actually that shopkeeper was facing such problem one day but that time he was helped by that man. So the shopkeeper also returned the help today. In fact one can never repay one's help I think. Because every person lives their life with great difficulty and moves their own life forward. In this regard, each person should consider everything in their own time. So today I am going to write something about this man among you, maintaining that continuity. He worked as a tokai in our area for some time. Tokai means that in all the shops that were passed in different parts of the village, he used to look at every person and eat and drink and what can I say, he behaved like a small person who is hungry in the stomach. But we have some good people in our village to help. I really feel for all these people.

Convert to Bengali to facilitate the understanding of Bengali language people
আসলে সেই লোকটা যখন আমাদের সমাজের মধ্যে একজন প্রভাবশালী লোক ছিল তখন তার কাছে অনেক মানুষ সাহায্য যেতে যেত। অনেক মানুষ তার কাছ থেকে অনেক সাহায্য পেয়েছে এমনকি সমাজে তিনি একজন গণ্যমান্য ব্যক্তি ছিল। কিন্তু তার ছেলেমেয়েরা সাবালক থেকে নাবালক হওয়ার পরেই তার অর্থ এবং যা কিছু আছে সবকিছু তাদের নামে লিখে নিয়েছে এবং তাকে তার বাড়ি ঘর থেকে বের করে দিয়েছে। তারপর থেকেই সেই লোকটা মানসিক শান্তি এবং সবকিছু হারিয়ে ফেলেছে। আসলে প্রত্যেকটা মানুষের মানসিক শান্তি প্রয়োজন মানসিক শান্তি না থাকলে সে এমনিতেই ভারসাম্যহীন হারিয়ে পাগলের মতো আচরণ করে প্রত্যেকটা মানুষের সাথে। তার ছেলে মেয়েরা তাকে যখন তার বাড়ি থেকে বের করে দিয়েছে তিনি তখন আমাদের গ্রামের একটি মোড়ে বসে থাকতো এবং সেখান থেকেই কিছু মানুষ তাকে খাবার দিত এবং অনেক মানুষ তাকে সাহায্য করেছে অনেক মানুষ তাকে হেল্প করেছে। আমাদের সেখানে একটি দোকান ছিল সেই দোকান থেকে অনেক টাকা বাকি করে খেয়েছিল কিন্তু সেই টাকাগুলো দেওয়ার মতো আর সামর্থ্য ছিল না তার। কিন্তু তার অনেক অর্থ সম্পদ ছিল কিন্তু সেগুলো তার ছেলেমেয়েরা সব নিয়ে নিয়েছে সেই কারণে এখন তার আর কোন সামর্থ্যই নেই। পরে আমি জানতে পারি খোঁজখবর নিয়ে সেই দোকানদার নাকি তার সেই অর্থ সবকিছুই মাফ করে দিয়েছে। আসলে সে দোকানদার একদিন এরকম সমস্যায় পড়ছিল কিন্তু সেই সময় তাকে ঐ লোকটাই সাহায্য করেছিল। তাই সেই দোকানদার ও আজকে তাই সাহায্যের প্রতিদান ফিরিয়ে দিল। আসলে একজনের সাহায্যের প্রতিদান কখনোই ফেরানো সম্ভব না আমি এটা মনে করি। কেননা প্রত্যেকটা মানুষ অনেক কষ্ট করে তাদের জীবন যাপন করে তাদের নিজ জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এক্ষেত্রে প্রত্যেকটা মানুষের তাদের সময়োপযোগী সবকিছুর কথা বিবেচনা করা উচিত। তাই আমিও আজকে সেই ধারাবাহিকতা বজায় রেখে আপনাদের মাঝে এই মানুষটা সম্পর্কে কিছু লেখার জন্য চলে আসলাম। কিছুদিন যাবৎ তিনি আমাদের এলাকায় টোকাইয়ের কাজ করেছিল। টোকাই বলতে গ্রামের বিভিন্ন জায়গায় যে সকল দোকান পাস ছিল সেখানে প্রত্যেকটা মানুষের কাছে চেয়ে চিনতে খাওয়া-দাওয়া করত এবং কি বলবো ছোট মানুষের মতো আচরণ করত পেটে ক্ষুধা থাকলে যা হয়। কিন্তু চেষ্টা করতে আমাদের গ্রামের কিছু ভালো মানুষ থাকে সাহায্য করার জন্য। সত্যি এই সকল মানুষের জন্য আমার বেশ মায়া হয়। তবে নিজের সাধ্যমত উপকার করার চেষ্টা করি তাদেরকে আমি। সবকিছুর ধারাবাহিকতায় আপনাদের মাঝে পথ শেয়ার করতে আসছি।

1000069094.jpg

Source Pixabay.com

But a few days ago when that man lost his balance and behaved like a madman with people. That's when I spoke to her family and asked her children to take her to a doctor's home. But his children were saying that he has become old and now what will happen if the doctor takes him home and he will die after a few days. Actually these words really hurt me a lot at that time. In fact, if a birth father is such a laughing stock to his children, I think one day they will be a laughing stock to his children as well. That man now has shaggy hair on his head and dirty tattered clothes on his hands. But that man was now supposed to be in the king's court. As he was an influential person in the village and had a lot of reputation. In fact, he was the head of the village when his condition was good. I think only his children are responsible for his bad condition. Actually I am considering all these things myself. Now his body smells bad after taking a bath for many days. There is no other environment for people to go around him. In fact, he has no specific place to take a bath, so how can he take a bath, but there is a pond in our village, I have seen him take a bath sometimes. This is how his life is slowly being managed. We hope that he will soon bring his family back home safely. Today's post is ending here. Hope you all like it. Share your opinion through the comment box below. My best wishes to all.


Convert to Bengali to facilitate the understanding of Bengali language people
কিন্তু কিছুদিন আগে সেই লোকটা যখন ভারসাম্য হারিয়ে একদম পাগলের মতো আচরণ করছে মানুষের সাথে। তখনই আমি তার পরিবারের সাথে কথা বলেছিলাম এবং তাকে একটু ডাক্তার বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলেছিলাম তার ছেলেমেয়েদেরকে। কিন্তু তার ছেলেমেয়েরা বলছিল মুরুব্বী হয়ে গেছে এখন আবার ডাক্তার বাড়ি নিয়ে গিয়ে কি হবে আর কিছুদিন পরেই তো মারা যাবে। আসলে এইসব কথা সত্যিই আমাকে বেশ কষ্ট দিয়েছে সে সময়। আসলে একজন জন্মদাতা পিতাকে যদি তার ছেলে মেয়েরা এমন হাস্যরসের পাত্র মনে করে আমি মনে করে একদিন তার ছেলেমেয়েদের কাছেও তারা এরকম হাস্যরসের পাত্র হয়ে থাকবে। সেই লোকটার মাথায় এখন ঝালটি চুল হাতে বড় বড় চারা গায়ে ময়লা ছেঁড়া জামা। কিন্তু সেই লোকটার এখন থাকার কথা ছিল রাজার হালে। যেহেতু গ্রামের মধ্যে তিনি একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন এবং অনেক স্বনামধন্য ব্যক্তি ছিলেন। আসলে গ্রামের এক কথায় মাথা ছিলেন তিনি যে সময় তার অবস্থা ভালো ছিল। শুধুমাত্র তার অবস্থা খারাপের পেছনে তার ছেলেমেয়েদের ভূমিকা রয়েছে আমি মনে করি। আসলে এই সব কিছু আমি নিজেই বিবেচনা করছি। এখন তার গা দিয়ে বেশ দুর্গন্ধ বের হয় অনেক দিন পর পর গোসল করে। মানুষ তার আশেপাশে যাওয়ার মত আর কোন পরিবেশ নেই। আসলে গোসল করার মত তার নির্দিষ্ট কোন জায়গা নেই তাহলে গোসল করবে কিভাবে তবে আমাদের গ্রামে একটা পুকুর রয়েছে সেখানে মাঝেমধ্যে তিনি গোসল করে আমি দেখেছি। এভাবেই তার জীবন আস্তে আস্তে পরিচালিত হচ্ছে। আশা করি তিনি খুব দ্রুত আবারও তার পরিবার সুস্থতার সাথে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে এটাই কামনা করি। আজকের লেখা পোস্ট এখানে শেষ করছি। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।


My best wishes and congratulations to all the users who will visit this post of mine today.

Join Our Community blurt space


1000063028.jpg

✨💞My Own Identity💞✨

1000062172.jpg

I am Md. Kibria Hossain. I live in Kamarkhali village of Gangni Thana, Meherpur District, Khulna Division, Bangladesh. My best wishes and congratulations to you all. I will try my best to take the Blurt platform to greater heights in the future. I am currently a 12th standard student. My mother tongue is Bengali. I love to speak and write in Bengali. Most of all I like to do photography. I spend most of my time traveling around. Among few hobbies my main hobby is traveling to different places. In brief I have shared my identity with you. Everyone pray for me. I wish you all the best.

✨💞Thank you for visiting my blog💞✨

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  2 months ago  ·  

Loved the first episode on this topic that you shared today. I was waiting for the next episode.

Good to see from the actual plan, thank you bro

Thank you for sharing such great content!
Congratulations on your post in #blurt-131902 or #blurtconnect
Blurt to the Moon
Most welcome Votes for our community Witness Here
Your publication has been manually upvoted by @oadissinOfficial Blurtconnect-ng Page
Please delegate Blurt power to @blurtconnect-ng and help support this curation account
Also, keep in touch with Blurtconnect-ng family on 

Telegram and Whatsapp