আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি আপনাদের সকলের মাঝে শেয়ার করতে এসেছি আমাদের ছোট্ট সোনামণি নাসিয়ার ছবি দিয়ে একটি পোস্ট। কিছুদিন আগে নাসিয়া এবং তার বাবা-মা আমাদের এলাকায় বেড়াতে এসেছিল সত্যি কয়েকদিনে তাকে যে কতটা ভালবেসেছিলাম নিজেও বলে বোঝাতে পারবো না। আসলে বড় বড় জ্ঞানী মানুষের কাছ থেকে শুনেছি ভালো এবং সুন্দর মুহূর্ত গুলো অল্প সময়ের জন্য আসে সেগুলো চাইলেও সব সময় ধরে রাখা যায় না সেটারই প্রমাণ পেয়েছি আমি। আসলে নাসিয়া সহ তার পরিবারের সকলে কয়েকদিনে আমার অন্তরের অন্তরস্থলে জায়গা করে নিয়েছিল। সকলের সাথে কাটানো সময় গুলো ছিল দুর্দান্ত সে সকল সময়ের স্মৃতিগুলো মোবাইলের গ্যালারিতে যখন ছবিগুলো দেখি মনে ভেসে আসে। আমি আশা করি আবারো সকলের সাথে এরকম সুন্দর মুহূর্ত অতিবাহিত করব আমরা সকলে মিলে একসাথে আজকের মত পোস্টিং এখানেই শেষ করছি সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন।
Today I have come to you with a new post. Today I have come to share with you all a post with a picture of our little sweetheart Nasiya. A few days ago, Nasiya and her parents came to visit our area, and I can't even explain how much I loved her in a few days. In fact, I have heard from great and wise people that good and beautiful moments come for a short time, and even if you want them, you can't keep them forever. In fact, Nasiya and her family made a place in my heart in a few days. The times we spent with everyone were wonderful, the memories of all those times come to mind when I see the pictures in the mobile gallery. I hope we will spend such beautiful moments with everyone again. I am ending this posting here on my behalf. Thank you and congratulations to everyone.
So sweet! 😍
Thanks