Friends of my blurt space Community
I'm @rex-kibreay from Bangladesh
Assalamu Alaikum my bullet friends, I hope you are doing very well. I am also very well with your prayers. I am @rex-kibreay I am going to share with you today. A post on some current affairs from an event of our Union Parishad. Some time ago I walked past our Union Parishad and when I came home I saw that many people including the chairman had come to our Union Parishad to perform some function. I went there to watch the event. Many young boys and girls from our village went there to watch the event. Starting from the band party, many musical instruments were brought to the event. Indeed, every artiste there gave very good songs and there was great music and rhythm. There we were listening to music quite happily and enjoying the songs quite nicely. In fact, I really like to listen to songs and programs anywhere, so today I am going to share some things about the cultural programs of our Union Parishad. But let's share today's post with you consistently.
আসসালামু আলাইকুম আমার বুল্ট বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @rex-kibreay আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি । আমাদের ইউনিয়ন পরিষদের একটি অনুষ্ঠানের কিছু সমসাময়িক বিষয় নিয়ে পোস্ট। বেশ কিছুদিন আগে আমি আমাদের ইউনিয়ন পরিষদের পাশ দিয়ে হেঁটে যখন বাড়িতে এসেছিলাম তখন দেখছিলাম আমাদের ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান সহ অনেক মানুষ এসেছে কিছু অনুষ্ঠান করার জন্য। আমি সেখানে গিয়েছিলাম অনুষ্ঠান দেখার জন্য আমাদের গ্রাম থেকে অনেক ছোট ছেলে মেয়েরা সেখানে অনুষ্ঠান দেখার জন্য গিয়েছিল। সেখানে ব্যান্ড পার্টি থেকে শুরু করে অনেক বাদ্যযন্ত্র নিয়ে আসা হয়েছিল অনুষ্ঠানে। সত্যি সেখানে প্রত্যেক শিল্পীরা বেশ ভালো ভালো গান উপহার দিয়েছিল এবং দারুণ বাদ্যযন্ত্র এবং তালে তালে গান হচ্ছিল। সেখানে আমরা বেশ আনন্দের সাথে গান শুনছিলাম এবং গানগুলো বেশ সুন্দরভাবে উপভোগ করছিলাম। আসলে যে কোন জায়গায় গান এবং অনুষ্ঠান হলে এগুলো শুনতে আমার কাছে সত্যিই বেশ ভালো লাগে তাই সেই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের মাঝে আমাদের ইউনিয়ন পরিষদের সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে কিছু কথা শেয়ার করতে যাচ্ছে। তবে চলুন আজকের পোস্ট আপনাদের মাঝে ধারাবাহিকভাবে শেয়ার করা যাক।
First of all, if you look at the picture above, you can see that I have taken a very nice photo of a micro car and shared it with you. In fact, when the musical team and the chairman came to our Union Parishad, Micro came in a car. When the micro car was brought and placed in front of our Union Parishad, I took a very nice picture. Very nicely shared among you. If you notice, you can see that there is a very beautiful name of our union parishad. After bringing the car and stopping there, our Union Parishad Chairman spoke several words to all the people. In fact our union council chairman H has sincerity and commonality with all people. In that continuity, he organizes a cultural event in the Union Parishad almost every month with the people of the entire Union Parishad. In fact, every time many people come to watch this event, so this time too, I myself went to watch the event. I hope that today's cultural event can be shown to all of you. There was a small meal organized in the middle of the cultural program in the afternoon where the chairman prepared a nice meal for everyone. I really enjoyed the food.
প্রথমে আপনারা উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি অনেক সুন্দর ভাবে একটি মাইক্রো গাড়ির ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছে। আসলে আমাদের ইউনিয়ন পরিষদে যখন বাদ্যযন্ত্রের টিম এবং চেয়ারম্যান এসেছিল তখন মাইক্রো গাড়িতে করে এসেছিল। মাইক্রো গাড়ি যখন নিয়ে এসে আমাদের ইউনিয়ন পরিষদের সামনে রাখা হয়েছিল তখন আমি অনেক সুন্দর ভাবে একটি ছবি তুলে রেখেছিলাম। আপনাদের মাঝে অনেক সুন্দরভাবে শেয়ার করেছে। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন সেখানে অনেক সুন্দর ভাবে আমাদের ইউনিয়ন পরিষদের নাম সহ দেওয়া রয়েছে। গাড়ি নিয়ে এসে সেখানে থামানোর পরে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেশ কিছু কথা বলেছিল সকল জনগণের উদ্দেশ্যে। আসলে আমাদের ইউনিয়ন পরিষদের এইচ চেয়ারম্যান আন্তরিকতা এবং সকল মানুষের সাথে মিল রয়েছে। সেই ধারাবিকতায় তিনি প্রায় প্রত্যেক মাসে ইউনিয়ন পরিষদে একটি করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে পুরো ইউনিয়ন পরিষদের মানুষের সাথে নিয়ে। আসলে প্রত্যেকবার এই অনুষ্ঠানে অনেক মানুষ হয় দেখার জন্য তাই এবারও সেই ধারাবাহিকতায় আমি নিজেও গিয়েছিলাম সে অনুষ্ঠান দেখার জন্য। আশা করছি আপনাদের সকলের কাছে আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান আমি কিছুটা হলেও ফুটিয়ে তুলতে পারব। সেখানে দুপুরবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাঁকে অল্প একটু খাবারের আয়োজন করা হয়েছিল সেখানে প্রত্যেকের জন্য চেয়ারম্যান সাহেব অনেক সুন্দর খাবারের আয়োজন করেছিল। সত্যি খাবার খেয়ে আমার কাছে বেশ ভালো লেগেছিল।
Now you can see if you look at the picture above. I took a very nice picture of our entire union council and shared it with you. Our Union Parishad chari site has very nicely covered candidate submissions. Many beautiful small mango gardens have been created in the union council, everything has been created by the chairman himself. A very popular chairman in our area. This chairman of ours has a lot of sincerity in common with every person. In that continuation, I have tried today to highlight some of the good aspects and characteristics of the chairman. At the end of the lunch, when the musical instruments and the artists started singing again, I have shared with you some scenes beautifully captured on camera. I was really impressed where the chairman arranged a chair for each member of the union to sit. I wake up almost constantly for various tasks in the Union Parishad. I like the sincerity of the chairman. I have tried from my place to highlight the good aspects of our chairman. Hope you all like today's post. Share your opinion through the comment box below. My best wishes to all.
এবার আপনারা উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। আমি অনেক সুন্দরভাবে আমাদের পুরো ইউনিয়ন পরিষদের ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছে। আমাদের ইউনিয়ন পরিষদের চারি সাইটে প্রার্থীর দেওয়া অনেক সুন্দর ভাবে ঘেরা রয়েছে। ইউনিয়ন পরিষদের মধ্যে অনেক সুন্দর ভাবে ছোট ছোট আমবাগান তৈরি করা হয়েছে সবকিছু চেয়ারম্যান নিজের হাতে তৈরি করেছে। আমাদের এলাকাতে সত্যিই বেশ জনপ্রিয় একটি চেয়ারম্যান। প্রত্যেকটা মানুষের সাথে বেশ আন্তরিকতার মিল রয়েছে আমাদের এই চেয়ারম্যান। সেই ধারাবাহিকতায় আমি আজকে চেষ্টা করেছি চেয়ারম্যানের কিছু ভালো দিক এবং বৈশিষ্ট্য আপনাদের মাঝে তুলে ধরার জন্য। দুপুরের খাওয়া-দাওয়া শেষে বাদ্যযন্ত্র এবং শিল্পীরা যখন আবারো গান শুরু করেছিল তখন আমি অনেক সুন্দরভাবে কিছু দৃশ্য আপনাদের মাঝে ক্যামেরাবন্দি করে রেখে শেয়ার করেছি। চেয়ারম্যান সাহেব যেখানে ইউনিয়নের প্রত্যেক সদস্যর জন্য বসার জন্য একটি করে চেয়ারের ব্যবস্থা করে রেখেছিল এটা সত্যিই আমাকে বেশ মুগ্ধ করেছিল। আমি ইউনিয়ন পরিষদে প্রায় প্রতিনিয়তই বিভিন্ন কাজের জন্য জেগে থাকি চেয়ারম্যান সাহেবের আন্তরিকতা আমার কাছে বেশ ভালো লাগে। আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি আমাদের চেয়ারম্যান সাহেবের ভালো দিকগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আশা করি আজকের লেখা পোস্ট আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
My best wishes and congratulations to all the users who will visit this post of mine today.
Join Our Community blurt space
I am Md. Kibria Hossain. I live in Kamarkhali village of Gangni Thana, Meherpur District, Khulna Division, Bangladesh. My best wishes and congratulations to you all. I will try my best to take the Blurt platform to greater heights in the future. I am currently a 12th standard student. My mother tongue is Bengali. I love to speak and write in Bengali. Most of all I like to do photography. I spend most of my time traveling around. Among few hobbies my main hobby is traveling to different places. In brief I have shared my identity with you. Everyone pray for me. I wish you all the best.
Telegram and Whatsapp