Today I have presented to you the photography of Singapore Airport. Actually, when I reached Singapore Airport from Bangladesh, I took several photographs as soon as I reached here. When I took the photographs on the camera, it was really difficult. Because I have never been outside the country before, and this is the first time I am going outside the country, I was also afraid. In this way, after reaching Singapore Airport from Bangladesh Airport, I took several photos. In fact, I tried to share everything with you beautifully by making it a friend of work. I try to keep everything beautiful and fair for you. But the interesting thing is that when I went to Singapore Airport to say goodbye, I met my uncle there. After meeting my uncle, we were both very happy. In this way, my uncle picked me up in our company car from there and my uncle came home again. I also got into the company car and the company took me away. In this way, I reached Singapore Airport from Bangladesh.
আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সিঙ্গাপুর এয়ারপোর্ট এর ফটোগ্রাফি। আসলে আমি যখন বাংলাদেশ থেকে সিঙ্গাপুর এয়ারপোর্টে পৌঁছেছিলাম তখন এখানে পৌঁছানো মাত্রই বেশ কিছু ফটোগ্রাফি আমি ধারণ করেছিলাম। ফটোগ্রাফিক্স গুলো যখন আমি ক্যামেরায় ধারণ করেছিলাম তখন সত্যিই বেশ কষ্টসাধ্য হয়ে গিয়েছিল। কেননা আমি তো এর আগে কোনদিন দেশের বাইরে জানি এবার প্রথম দেশের বাইরে যাচ্ছি তাও নিজের মধ্যে একটা ভয় কাজ করছিল। এভাবেই বাংলাদেশ এয়ারপোর্ট থেকে সিঙ্গাপুর এয়ারপোর্টে পৌঁছানোর পরে বেশ কিছু ক্যামেরা বন্দী করেছিলাম। আসলে সব কিছু কামের বন্ধু করে আমি আপনাদের মাঝে সুন্দরভাবে শেয়ার করার চেষ্টা করেছি। চেষ্টা করি সবকিছু আপনাদের মাঝে প্রতিনিয়ত সুন্দর এবং সুষ্ঠুভাবে পালন করার জন্য। কিন্তু মজার বিষয় হচ্ছে যখন সিঙ্গাপুর এয়ারপোর্টে আমি বলতে গিয়েছিলাম তখন আমি সেখানে মামার সাথে দেখা হয়েছে সত্যি মামার সাথে দেখা হওয়ার পরে দুজন বেশ আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম। এভাবে মামা সেখান থেকে আমাকে আমাদের কোম্পানির গাড়িতে উঠিয়ে দিয়ে আবারো মামা বাসায় চলে এসেছিল আমিও কোম্পানির গাড়িতে চড়ে কোম্পানি আমাকে নিয়ে চলে গিয়েছে। এভাবেই বাংলাদেশ থেকে সিঙ্গাপুর এয়ারপোর্টে পৌঁছে গেলাম।