আমি আজকে আপনাদের মাঝে সিঙ্গাপুর শহর সম্পর্কে কিছু আলোচনা করার জন্য আপনাদের মাঝে হাজির হয়েছে। সিঙ্গাপুর আজকে বিশ্বের অত্যাধুনিক একটি ব্যয়বহুল এবং রাষ্ট্র হিসেবে এবং সুন্দর রাষ্ট্র হিসাবে বিবেচিত হয়েছে বিশ্বের বুকে। সিঙ্গাপুর সরকার প্রতিনিয়ত চেষ্টা করতে দেশ কিভাবে উন্নত করে সুন্দরভাবে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে পরিচালনা করা যায় আসলে সেই চিন্তা ভাবনায় প্রতিনিয়ত সিঙ্গাপুর সরকার নিজের অধিকাংশ সময় ব্যয় করছে। বাইরের দেশ থেকে বিভিন্ন ধরনের শ্রমিক নিয়ে এসে সিঙ্গাপুরে কাজ করিয়ে তাদের দিয়ে সিঙ্গাপুর শহরটাকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করছে এবং তাদের পারিশ্রমিক দিয়ে সে দেশের শ্রমিক সেই দেশকে উন্নত করার চেষ্টা করছে প্রতিনিয়ত এভাবেই অসংখ্য শ্রমিক সিঙ্গাপুরে এসে কাজ করছে এবং তাদের পরিবারকে সুন্দর এবং ভালো রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করছে এদিকে সিঙ্গাপুরটাকে সুন্দরভাবে সাজানো হয়ে যাচ্ছে। গতকালকে আমি এই বিষয়টা দেখেছিলাম এবং আমার কাছে বেশ ভালো লেগেছে আসলে রাস্তার পাশে গাছ লাগানো সত্যি প্রত্যেকটা মানুষের জন্য বেশ ভালো সেখানে সুন্দর ছোট ছোট চারা গাছ লাগানো হয়েছিল সব মিলিয়ে দেখে আমি ভেবেছিলাম আসলে এই কাজগুলো যখন বৃষ্টি পানিতে হালকা বড় হয়ে যাবে তখন দেখতে আরো বেশি ভালো লাগবে আর এখানে এমনিতেই সব সময় বৃষ্টি হয় আর এভাবে বড় হবে আমি আশা করছি।
I have come to you today to discuss something about the city of Singapore. Singapore is considered a modern and expensive country in the world and a beautiful country in the world. The Singapore government is constantly trying to develop the country and manage it through a well-planned and well-planned way. The Singapore government is constantly spending most of its time thinking about that. It is trying to decorate the city of Singapore beautifully by bringing various types of workers from abroad and making them work in Singapore and with their remuneration, the workers of that country are trying to improve that country. In this way, countless workers are constantly coming to Singapore to work and working tirelessly to keep their families beautiful and well. Meanwhile, Singapore is being decorated beautifully. I saw this yesterday and I liked it a lot. Actually, planting trees on the side of the road is really good for every person. Beautiful small saplings were planted there. Looking at all of this, I thought that when these works grow lightly in the rain, it will be even better to see, and it rains here all the time and I hope it will grow like this.
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.
প্রয়োজন কখনো কোন বাধা মানতে রাজি নয়। সকল শ্রমিকদের প্রতি আমার শতকোটি শ্রদ্ধা।