কয়েকদিন আগে রেস্টুরেন্টে খাওয়া-দাওয়ার কিছু মুহূর্ত। আমি এবং মোস্তাফিজুর আমাকে কয়েকদিন আগে আমাদের পাশের গ্রামে একটি রেস্টুরেন্ট হয়েছে সেখানে খেতে গিয়েছিলাম আসলে সেখানে খেতে গিয়ে দুজনে মিলে দেশ দারুণ মজা করেছিলাম এবং সন্ধ্যা রাতে খাওয়ার মুহূর্তগুলো মোবাইলের ক্যামেরা বন্ধ করে রেখেছিলাম সেগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে আসলাম। আসলে যেকোনো ধরনের খাবার খেতে আমি বেশ পছন্দ করি আসলে সব সময় বাইরের খাবার গুলো আমার সব থেকে বেশি পছন্দ কিন্তু সেসব খাবারগুলো খেলে সারাজী ক্ষতি হয় তা জানা সত্ত্বেও আমি বাইরের খাবার খেতে বেশি পছন্দ করি। খুব সুন্দরভাবে সেসব খাবারগুলো খাওয়া-দাওয়ার সময় বেশি ভালো লাগে কিন্তু খেতে আর বেশ মন চায় না তবে খাওয়া দাওয়া শেষ মুহূর্তে আমি আর খেতে পারছিলাম না প্লেটে অনেকগুলো খাবার ছিল সেগুলোর একটি ছবি তুলে রেখেছিলাম ভেবেছিলাম আপনাদের মাঝে মজার একটি গল্প আটি শেয়ার করব। আসলে নতুন রেস্টুরেন্ট আবেগের বয়সে দুজনার হাতের বেলায় খেতে গিয়েছিলাম কিন্তু আমি তো খেতে পেরেছিলাম না তাই সব মিলিয়ে বেশ দারুন সময় সেখানে অতিবাহিত করেছিলাম এবং দারুন একটি মুহূর্ত কাটিয়েছিলাম। আজকে আপনাদের মাঝে চলে আসলাম যে সকল মুহূর্তগুলো খুব সুন্দরভাবে শেয়ার করার জন্য।
A few days ago, some moments of eating at a restaurant. Me and Mostafizur went to eat there a few days ago. Actually, we had a great time eating there and we turned off our mobile camera to share the moments of eating in the evening and night with you. Actually, I like to eat any kind of food. In fact, I always like eating outside food the most. But despite knowing that eating those foods is harmful to the body, I like to eat outside food more. I like eating those foods very nicely but I don't feel like eating them anymore. But at the last moment of eating, I couldn't eat anymore. There were many foods on the plate. I took a picture of them and thought I would share a funny story with you. Actually, I went to eat at a new restaurant when we were both excited but I couldn't eat them so overall, we spent a great time there and had a great moment. Today, I have come to share all those moments very nicely.