Friends of my blurt space Community
I'm @rex-kibreay from Bangladesh
Assalamu Alaikum my blogging friends hope you are doing well. I am also very well with your prayers. I'm @rex-kibreay I'm going to share with you today some of my personal opinions and some personal likes and feelings. Actually I grew up in my grandmother's village since childhood and I really like this because our village didn't have any good educational institutions and there were no good sirs for private tuition that's why I grew up in my grandmother's village since childhood and my uncle took us to school. I grew up according to my uncle's guide from home. In fact, Maya's love for that village could not give up anything. In fact, now I have grown up and gone to study abroad. Even at home, almost every day in the evening or in the afternoon, women go around the village on bikes. In that sequence, one evening, I and my uncle went for a bike ride in the evening. On the way to my grandmother's village, I took several pictures with my mobile camera and shared them with you. Actually, my grandmother's house is very far from our house, about 5 to 6 km, but I also try to go to the grandmother's house regularly to meet everyone. I have spent 12 years since, in fact, I have never stayed anywhere before, so I really liked that village and the people of that area. The bottom line is that I don't know many people in my village, but I know almost every person in my grandmother's village and they all know me very well.
আসসালামু আলাইকুম আমার ব্লগিং বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @rex-kibreay আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আমার নিজের কিছু ব্যক্তিগত মতামত এবং ব্যক্তিগত কিছু ভালো লাগার এবং অনুভূতির কিছু কথা। আসলে আমি ছোটবেলা থেকেই নানিদের গ্রামে থেকে বড় হয়েছি সত্যিই এই বিষয়ে আমার বেশ ভালো লাগে কেননা আমাদের গ্রামে তেমন ভালো কোন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা ছিল না এবং প্রাইভেট টিউশনের জন্য তেমন কোন ভাল স্যার ছিল না এজন্যই আমি ছোটবেলা থেকে আমার নানীদের গ্রামে বড় হয়ে এবং আমার মামা আমাদের বাসায় থেকে মামার গাইডের অনুযায়ী বড় হয়েছি। আসলে সেই গ্রামের প্রতি মায়া ভালোবাসা কোন কিছুই ত্যাগ করতে পারেনি আসলে এখন বড় হয়েছি বাইরে লেখাপড়া করতে গিয়েছি তাও বাড়িতে আসলে প্রায় দিন সন্ধ্যা বেলায় হোক বিকেল বেলায় হোক বাইক নিয়ে নারীদের গ্রামে ঘুরতে যাওয়া হয়। সেই ধারাবাহিকতায় একদিন সন্ধ্যার দিকে আমি এবং আমার চাচা দুজন মিলে বাইক নিয়ে সন্ধ্যার দিকে ঘুরতে গিয়েছিলাম আমার নানীদের গ্রামে যাওয়ার পথে আমি বেশ কিছু ছবি আমার মোবাইলের ক্যামেরা বন্দী করেছিলাম সেগুলো আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে আমাদের বাড়ি থেকে আমার নানীদের বাড়ি প্রায় অনেক দূরে প্রায় 5 থেকে 6 কিলোমিটার দূরে কিন্তু আমি তাও চেষ্টা করি প্রতিনিয়ত নানিদের বাসায় গিয়ে সকলের সাথে দেখা করার জন্য আসলে আমি যখন পাঁচ থেকে ছয় বছরের এক কথায় আমার বুদ্ধির বয়স হয় তখন থেকে আমি নানীদের গ্রামে প্রায় ১০ থেকে ১২ বছর কাটিয়েছি আসলে এত বড় সময় এর আগে কোথাও থাকা হয়নি তাই সেই গ্রাম এবং সেই এলাকার মানুষজনের প্রতি সত্যি নিজের কাছে বেশ ভালো লাগা তৈরি হয়েছিল। মূল কথা হচ্ছে আমি আমার গ্রামের তেমন কোন মানুষকে চিনি না বললেই চলে তবে আমার নানীদের গ্রামের প্রায় প্রত্যেকটা মানুষকে আমি চিনি এবং সে সকল মানুষ ও আমাকে বেশ ভালোভাবেই চেনে।
Me and my uncle Zubair went together to my grandmothers village and I captured some beautiful moments on my mobile camera. Since I have engaged myself with various types of blogging content in addition to this study, I am trying to share some blogging content with you even in the middle of my busy schedule. So I have been constantly sharing blogs with you. Actually sharing blogs requires a lot of patience and experience and it is not really easy to claim yourself as a full-fledged blogger. But I myself have been involved in this blogging site for about two to two and a half years. In fact, from there I can claim myself as a complete blogger. In fact, I have had a good experience and good skills from here. I am constantly trying to use my skills and experience. to move towards. I hope this way I can move forward constantly and if everyone is by my side, I can better bring myself as a complete blogger. On the way to Nani's village, I saw several educational institutions. I stood there in a great way. In fact, I have tried my best to organize everything very nicely to share it with you. In fact, as a complete blogger and a team member of this platform, I am constantly trying to organize this platform beautifully from my place. So I am constantly trying to connect with people on this platform in any way possible.
আমি এবং আমার চাচা জুবায়ের দুজন মিলে গিয়েছিলাম আমার নানীদের গ্রামে সত্যিই যাওয়ার পথে বেশ কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আমি আমার মোবাইলের ক্যামেরাবন্দি করে রেখেছিলাম। যেহেতু আমি এ লেখাপড়ার পাশাপাশি নিজেকে বিভিন্ন ধরনের ব্লগিং কন্টেন্টের সাথে যুক্ত রেখেছি তাই চেষ্টা করি অতি ব্যস্ততার মাঝেও আপনাদের মাঝে কিছু ব্লগিং কনটেন্ট শেয়ার করার জন্য। তাই সেই ধারাবাহিকতায় আমি আপনাদের মাঝে প্রতিনিয়ত ব্লগ শেয়ার করে আসছি। আসলে ব্লক গুলো শেয়ার করতে হলে অনেক ধৈর্য এবং অভিজ্ঞতার প্রয়োজন হয় এবং নিজেকে একজন পরিপূর্ণ ব্লগার হিসেবে দাবি করা সত্যিই খুব সহজ ব্যাপার নয়। তবে আমি নিজে এই ব্লগিং সাইডে যুক্ত আছে প্রায় দুই থেকে আড়াই বছর আসলে সেখান থেকে আমি নিজেকে একজন পরিপূর্ণ ব্লগার হিসেবে দাবি করতেই পারি আসলে এখানে থেকে আমার বেশ ভালো এক অভিজ্ঞতা এবং ভালো দক্ষতা হয়েছে সেই ধারাবাহিকতায় আমি আমার দক্ষতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রতিনিয়ত চেষ্টা করছি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আশা করি এভাবে আমি প্রতিনিয়ত সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং সকলে যদি আমার পাশে থাকে আমি আরো ভালোভাবে নিজেকে একজন পরিপূর্ণ ব্লগার হিসেবে তুলে আনতে পারব। নানীদের গ্রামে যাওয়ার পথে আমি বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান দেখতে পেয়েছিলাম সেখানে দাঁড়িয়ে বেশ দারুন ভাবে আমি আমার নারীদের গ্রামের ইউনিয়ন পরিষদের গেটের ছবি অনেক সুন্দর ভাবে আমার মোবাইলের ক্যামেরাবন্দি করে রেখেছিলাম। আসলে আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি সবকিছু অনেক সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য আসলে নিজেকে একজন পরিপূর্ণ ব্লগার এবং এই প্ল্যাটফর্মের একজন টিমের মানুষ হিসেবে আমি চেষ্টা করছি প্রতিনিয়ত আমার জায়গা থেকে সুন্দরভাবে গোছানোর জন্য এই প্লাটফর্মটাকে। তাই আমি প্রতিনিয়ত এই প্লাটফর্মে মানুষের সাথে যুক্ত হয়ে যেকোনো ভাবে যোগাযোগ করার চেষ্টা করছি।
Now if you notice, when I reached the school field of my women's village in the evening, I saw different people playing games and some boys were changing their dresses after finishing the game. Actually after coming there I felt bad for myself when I didn't get to watch the game, in fact I used to play football regularly and participated in many big tournaments in this village. He does not play his favorite game now due to lack of time, but from time to time I see the big games of many villages and cities. I really enjoy watching the games. Football is my most popular sport as compared to other sports I love to play and watch this game. I myself was a player in our district team as a child and a player in the union level team, this game is really in my blood. After going there, every boy in that village knew me very well, I had a nice talk with every boy about football and had a great time with everyone. I think I stood there for some time and finished talking with the people of the village and said goodbye to everyone to go home again. I hope you will like today's post, I wish you all the best
এবার আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আমি সন্ধ্যার দিকে যখন এসে আমার নারীদের গ্রামের স্কুল ফিল্ডে পৌঁছেছিলাম তখন দেখি সেখানে বিভিন্ন মানুষ খেলা খেলছে এবং কয়েকজন ছেলেরা খেলা শেষ করে তাদের ড্রেস চেঞ্জ করছিল। সত্যি সেখানে আসার পরে আমি যখন খেলা দেখতে পেয়েছিলাম না আমার নিজের কাছে বেশ খারাপ লেগেছিল আসলে ফুটবল খেলা এক সময় আমি প্রতিনিয়ত খেলতাম এবং এই গ্রামের বেশ বড় বড় টুর্নামেন্ট খেলায় অংশগ্রহণ করেছিলাম। সে নিজের প্রিয় খেলা এখন সময় স্বল্পতার কারণে আর খেলা হয় না তবে বিভিন্ন সময়ে অনেক গ্রাম অঞ্চলের এবং শহর অঞ্চলের বড় বড় খেলা গুলো আমার দেখা হয় সত্যিই খেলাগুলো দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। অন্যান্য খেলার তুলনায় ফুটবল খেলা হচ্ছে আমার সবথেকে জনপ্রিয় একটি খেলা আমি এই খেলা খেলতে এবং দেখতে বেশ পছন্দ করে। আমি নিজেও ছোটবেলায় আমাদের জেলা টিমের প্লেয়ার ছিলাম এবং ইউনিয়ন পর্যায়ে টিমের প্লেয়ার ছিলাম সত্যিই এই খেলাটা আমার রক্তের সাথে মিশে আছে। সেখানে যাওয়ার পরে সেই গ্রামের প্রত্যেকটা ছেলেরা আমাকে বেশ ভালোভাবেই চেনে আমি প্রত্যেকটা ছেলেদের সাথে ফুটবল খেলার বিষয় নিয়ে বেশ সুন্দর কিছু কথা আলোচনা করেছিলাম এবং সকলের সাথে বেশ দারুন ভাবে আনন্দে উল্লাসে মেতে উঠেছিলাম। ভাবি বেশ কিছু সময় সেখানে দাঁড়িয়ে গ্রামের মানুষের সাথে গল্প শেষ করে আবারো বাড়ি ফেরার জন্য সকলের কাছ থেকে বিদায় নিয়েছিলাম। আশা করি আজকের লেখা পোস্ট আপনাদের সকলের কাছে ভালো লাগবে সকলের মতামত দিতে পারেন আমার পক্ষ থেকে শুভকামনা রই
Blurt space discord server
I and all our community team members, including our community founder, are trying to figure out how to constantly improve this platform and move it forward. We have taken several new initiatives since coming to this platform. Seeing that we have taken this new initiative, all the big users on this platform have given us a lot of encouragement. Our community founder and I have been placed in a very respectable place on this platform since we embarked on a new journey in the community. In fact, it is really good for our community users that if there is any problem we will try to solve it from our place. We have our official group Discord server with two members as moderators. We try our best to solve different types of cases. We have solved a lot of cases since we both arrived. Hopefully, as long as we are associated with this platform in the future, we can bring this platform to a better place. Both of us are trying our best to continuously support new members joining our community from our community account. And that support we all share equally is really great. We both always want to create a good cordial relationship and bonding between all members of our community. Let each user discuss something among themselves. So all users please cooperate with us, we hope that we will be able to deliver this platform to a better place in the future.
আমি এবং আমাদের কমিউনিটির ফাউন্ডার সহ আমাদের কমিউনিটি সকল টিম মেম্বার মিলে চেষ্টা করছি এই প্লাটফর্মকে কিভাবে প্রতিনিয়ত উন্নত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমরা এই প্লাটফর্মে আসার পর থেকে বেশ কিছু নতুন নতুন উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের এই নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা দেখে সত্যি এই প্লাটফর্মে সকল বড় বড় ইউজার আমাদেরকে বেশ উৎসাহ দিয়েছে। এই প্লাটফর্মে আমরা কমিউনিটিতে নতুন জার্নি করার পর থেকে এই প্লাটফর্মের বেশ ভালো একটা সম্মানীয় জায়গায় আমাদের কমিউনিটির ফাউন্ডার এবং আমাকে স্থান দিয়েছে। আসলে এটা সত্যি আমাদের কমিউনিটির ইউজারদের জন্য বেশ ভালো যে কোন সমস্যা হলে আমরা সমাধান করার চেষ্টা করবো আমাদের জায়গা থেকে। আমরা আমাদের অফিসিয়াল গ্রুপ রয়েছে ডিসকোড সার্ভার সেখানকার মডারেটর হিসেবে দুইজন যুক্ত আছি। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করি বিভিন্ন ধরনের কেস সলভ করার জন্য। আমরা দুজন আসার পর থেকে এখন পর্যন্ত অনেকগুলো কেস সলভ করেছি আশা করি সামনের দিন আমরা যতদিন এই প্লাটফর্মের সাথে যুক্ত থাকব আশা করি এই প্লাটফর্মকে উন্নতের জায়গায় পৌঁছে দিতে পারব। আমরা দুজন মিলে চেষ্টা করছি আমাদের কমিউনিটির অ্যাকাউন্ট থেকে আমাদের কমিউনিটিতে যে সকল নতুন মেম্বার যুক্ত হচ্ছে তাদেরকে প্রতিনিয়ত সাপোর্ট দেওয়ার জন্য। এবং সেই সাপোর্ট আমরা সকলেই সমানভাবে ভাগ করে নিচ্ছি এটা সত্যি বেশ দারুন ব্যাপার। আমরা দুজন সব সময় চাই আমাদের কমিউনিটি সকল সদস্যের মধ্যে একটা ভালো আন্তরিকতার সম্পর্কে এবং বন্ডিং তৈরি হোক। প্রত্যেকটা ইউজার তাদের নিজেদের মধ্যে কিছু আলাপ আলোচনা করুক। তাই সকল ইউজার আমাদের সাথে থেকে সহযোগিতা করুন আশা করি আমরা সামনের দিন এই প্লাটফর্মকে আরো উন্নত স্থানে পৌঁছে দিতে পারব।
My best wishes and congratulations to all the users who will visit this post of mine today.
Join Our Community blurt space
I am Md. Kibria Hossain. I live in Kamarkhali village of Gangni Thana, Meherpur District, Khulna Division, Bangladesh. My best wishes and congratulations to you all. I will try my best to take the Blurt platform to greater heights in the future. I am currently a 12th standard student. My mother tongue is Bengali. I love to speak and write in Bengali. Most of all I like to do photography. I spend most of my time traveling around. Among few hobbies my main hobby is traveling to different places. In brief I have shared my identity with you. Everyone pray for me. I wish you all the best.
https://x.com/kibreay001/status/1848663061403734112
Bhaiya has shared very beautiful photography