আমি আজকে আপনাদের মাঝে খুবই সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। গত কিছুদিন আগে আমাদের এলাকায় একটি ফুটবল টুর্নামেন্ট খেলা হয়েছিল সেখান থেকে আমি বেশ কিছু ফটোগ্রাফি আমার মোবাইলে ক্যামেরা বন্দি করে রেখেছে। আসলে বাংলাদেশ নারী ফুটবল দলের বেশ কিছু প্লেয়ার এসেছিল এখানে ফুটবল খেলার জন্য সেই খেলায় আমাদের এলাকা থেকে অনেক মানুষ খেলা দেখার জন্য গিয়েছিল বামুন্দি ফিল্ডে। আসলে ফিল্ডে বেশ কিছুদিন ধরে আয়োজন করা হয়েছিল এবং মাইকিং করা হয়েছিল তাদের খেলা দেখার জন্য সকলে আমন্ত্রিত ছিল সেখানে আমি নিজেও গিয়েছিলাম খেলা দেখার জন্য। আসলে খেলা দেখতে পেরে সত্যিই আমার কাছে বেশ ভালো লেগেছে আসলে মেয়েরা বেশ দারুন খেলা উপহার দিয়েছিল সকলের পায়ের চমৎকার জাদু ছিল। এভাবে আস্তে আস্তে খেলা বেশ কিছু সময় অতিক্রম হওয়ার পরে ঢাকা নারী ফুটবল দল খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থাকে এবং চাঁদপুর ফুটবল একাদশ দুই শূন্য গোলে পিছিয়ে পড়ে তাই এখানেই জয় নির্ধারণ হয়ে যায়।
I am going to share a very beautiful photography post with you today. A few days ago, a football tournament was played in our area, from where I have captured several photographs on my mobile camera. Actually, several players of the Bangladesh women's football team came here to play football, and many people from our area went to Bamundi Field to watch the game. Actually, the field had been organized for quite some time and miking was done, everyone was invited to watch their game, I myself went there to watch the game. Actually, I really enjoyed watching the game, in fact, the girls gave a great game, everyone had wonderful magic of their feet. After playing like this, after some time, the Dhaka women's football team was leading 2-0 until the end of the game, and Chandpur Football XI was behind by two goals to zero, so the victory was decided here.