Today I am going to share with you some moments of buying medicine from a pharmacy. In fact, in our daily life, every person is quite involved in taking medicine due to physical or mental problems, so if there is a problem for every person, it is important to take medicine. In fact, there is such a person in our family, my father is a diabetic and he has to take medicine constantly. In fact, I went to the pharmacy to buy medicine for my father that day, I had captured several pictures from there on my mobile, and with those pictures, I am going to share some posts with you today. In fact, I constantly share different things with you and share different photography with you. In fact, I am constantly trying to bring out something new from my place. In fact, I am constantly trying to bring out those new things with you constantly, only on the basis of my writing. Today, in that continuity, I have come to you again to share a new post. In fact, I am constantly trying to write and share posts beautifully with you, since we run a community and to run this community, it is true that every person has to work hard, everyone has a moderator, everyone works hard with us all. Since the beginning, every day the moderator has been giving some great gifts to all of you. You have been seeing this from the beginning. I am also very satisfied with every work. In fact, everyone is cooperating with us in a very nice way and trying to move this community forward. This is what I hoped for from all of you. I hope that in this way, everyone will try to move forward together by maintaining continuity in the days to come.
আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি একটি ফার্মেসি থেকে ওষুধ কেনার কিছু মুহূর্ত। আসলে আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটা মানুষের শারীরিক বা মানসিক সমস্যার কারণে প্রত্যেকটা মানুষ ঔষধ খাওয়ার সাথে বেশ যুক্ত আছে তাই প্রত্যেকটা মানুষের সমস্যা হলে ঔষধ খাওয়া দেশ জরুরি আমাদের পরিবারের এমন একটা মানুষ আছে আসলে ডায়াবেটিসের রোগী আমার বাবা প্রতিনিয়ত ঔষধ সেবন করা লাগে। আসলে আমি মূলত আমার বাবার জন্য সেদিন ফার্মেসিতে ওষুধ কিনতে গিয়েছিলাম সেখান থেকেই বেশ কিছু ছবি আমি আমার মোবাইলে ধারণ করে রেখেছিলাম সেই ছবিগুলো দিয়ে আমি আজকে আপনাদের মাঝে কিছু পোস্ট শেয়ার করতে আছি আসলে আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে ভিন্ন ভিন্ন জিনিস এবং শেয়ার করে থাকে এবং ভিন্ন ভিন্ন ফটোগ্রাফি শেয়ার করে থাকি সেই ফটোগুলো দিয়ে আপনাদের মাঝে প্রতিনিয়ত পোস্ট শেয়ার করি। আসলে প্রতিনিয়ত আমি আমার জায়গা থেকে নতুন নতুন কিছু তুলে ধরার চেষ্টা করছি আসলে সেই নতুন নতুন জিনিস গুলোই আপনাদের মাঝে প্রতিনিয়ত ফুটিয়ে তোলার চেষ্টা করতে শুধুমাত্র আমার লেখার ভিত্তিতে। আজকে সেই ধারাবাহিকতায় আবারো আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি পোস্ট শেয়ার করার জন্য আসলে আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে সুন্দরভাবে পোস্ট লিখে শেয়ার করার চেষ্টা করি যেহেতু আমরা একটা কমিউনিটি চালাই এবং এটা কমিউনিটি চালাতে হলে সত্যি প্রত্যেকটা মানুষকে অনেক পরিশ্রম করতে সকলে একদিন মডারেটর আছে সকলেই অনেক পরিশ্রম করে আমাদের সকলের সাথে। প্রথম থেকেই প্রত্যেকটি একদিন মডারেটর বেশ দারুন কিছু উপহার দিয়ে আসছে আপনাদের সকলের মাঝে আপনারা সেই প্রথম থেকে দেখে আসছেন আমিও প্রত্যেকটা কাজের প্রতি বেশ সন্তুষ্ট আসলে সকলে আমাদের অনেক সুন্দর ভাবে সহযোগিতা করে এই কমিউনিটি টাকে সামনের দিকে এগিয়ে নেয়ার চেষ্টা করছি এটাই আমি আপনাদের সকলের কাছে কাম্য আশা করেছিলাম আশা করি এভাবেই সামনের দিনে সকলে মিলে ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করে।
আমি প্রতিনিয়ত আমার পোষ্টের নিচে আমাদের কমিউনিটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিভাবে কমিউনিটিতে ডেলিগিশন করতে হবে এরকম একটি ভিডিও প্রতিনিয়ত আমার পোষ্টের নিচে শেয়ার করে আসছি। সেই ধারাবাহিকতায় আজকেও আমি আমার পোষ্টের নিচে ভিডিও শেয়ার করব। আমাদের কমিউনিটি ডেলিগিশন সার্ভার একাউন্টের নাম @blurtspace আপনারা চাইলে যে কোন ইউজার এখানে ডেলিগিশন করতে পারবেন। আমাদের কমিউনিটির একাউন্টে ডেলিগিশন করলে আপনারা ভোট পাবেন এক্ষেত্রে প্রত্যেক সপ্তাহে ডেলিগিশন এমাউন্ট অনুযায়ী এ রিওয়ার্ডস পাঠিয়ে দেওয়া হবে। প্রতিনিয়ত আমরা এই ধারাবাহিকতা গুলো পালন করে আসছি আপনারা আমাদের কমিউনিটির ডেলিগিশন একাউন্ট ভিজিট করলে বুঝতে পারবেন। আসলে আমরা অন্যান্য ডেলিগিশন একাউন্ট থেকে নিজেরা একটু আলাদাভাবে ডেলিগিশন একাউন্ট তৈরি করেছি যাতে কোন ট সিস্টেম ভোট না হয় এ ক্ষেত্রে আপনারা blurtbooster থেকেও ভোট পাবেন কোন সমস্যা নেই । যদি এক্ষেত্রে কোন সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমারও চেষ্টা করব এই সমস্যা গুলো সমাধান করে দেওয়ার জন্য। আমাদের কমিউনিটিতে যে সকল ইউজার আছে প্রত্যেকেই ডেলিগিশন করেছে এবং নিজেরা প্রত্যেক সপ্তাহে রিওয়ার্ডস নিচ্ছে এবং প্রত্যেকটা পোস্টে ভোট নিচ্ছে আপনারাও চাইলে আমাদের কমিউনিটির নিয়ম গুলো মেনে ডেলিগিশন করতে পারেন এক্ষেত্রে আপনারাও প্রত্যেক সপ্তাহের রিওয়ার্ডস পাবেন। তাই আমরা কমিউনিটির সকল ইউজারদের কথা মাথায় রেখে প্রতিনিয়ত সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য নতুন নতুন আইডিয়া আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি ভিডিও দেখলে আপনারা কমিউনিটিতে ডেলিগিশন করতে পারবেন যদি কোন সমস্যা হয় আমাদের discord সার্ভার যোগাযোগ করবেন আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ।
I have been sharing a video under my post on how to delegate in the community to move our community forward. In that vein, today I will also share a video under my post. The name of our community delegation server account is @blurtspace. Any user can delegate here if you want. If you delegate to our community account, you will get votes. In this case, rewards will be sent every week according to the delegation amount. We have been following this consistency constantly. You will understand if you visit our community delegation account. In fact, we have created a delegation account a little differently from other delegation accounts so that there is no system vote. In this case, you will also get votes from blurtbooster. If there is any problem in this case, please contact us and I will try to solve these problems. All the users in our community have delegated and are getting rewards every week and voting on every post. If you want, you can also delegate by following our community rules, in which case you will also get rewards every week. So, keeping in mind all the users of the community, we are constantly sharing new ideas with you to move forward beautifully. I hope that after watching the video, you will be able to delegate in the community. If you have any problems, please contact our discord server and we will try to solve them. Thank you all.