Friends of my blurt space Community
I'm @rex-kibreay from Bangladesh
আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি বিকেল বেলায় শীতের সকালে বড়া খাওয়ার কিছু মুহূর্ত। আসলে আমি এবং আমাদের গ্রামের বেশ কিছু ছেলে প্রায় দিন বিকেলবেলা আমাদের পাশের গ্রামে বড়া খেতে যায়। আসলে বড়া খেতে সত্যি আমার কাছে বেশ ভালো লাগে আমি বেশিরভাগ সময় বিভিন্ন ধরনের ফাস্টফুড খাবার খেয়ে থাকি তার মধ্যে বড় অন্যতম। আসলে এই বড়া আমি আমাদের কমিউনিটির এডমিন রকি ভাইকে একদিন খাইয়ে ছিলাম সত্যি রকি ভাই জানে এই বলাটা কেমন সুস্বাদু। রকি ভাই তো আমাদের গ্রামের এই বরার প্রেমে পড়ে গেছে। আশা করি প্রত্যেকটা মানুষের কাছেই বেশ ভালো লাগবে আপনারা যদি খেতে ইচ্ছুক হন তাহলে চলে আসবেন আমাদের এলাকাতে যেকোনো সময় আমাকে মেসেজ করবেন পাওয়া যাবে আশা করি আপনাদেরকে বড় খাওয়াবো অবশ্যই ভালো লাগবে। আজকের মত পোস্ট লেখা এখানেই শেষ করলাম সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন।
Today I am going to share with you some moments of eating bara on a winter morning in the afternoon. Actually, I and several boys from our village go to our neighboring village to eat bara almost every afternoon. Actually, I really like eating bara. I eat different types of fast food most of the time, bara is one of them. Actually, I fed this bara to our community admin Rocky Bhai one day. Rocky Bhai really knows how delicious it is. Rocky Bhai has fallen in love with this bara from our village. I hope everyone will like it. If you are willing to eat it, then message me anytime in our area. I hope you will like it. I have finished writing a post like today here. Congratulations to everyone on my behalf.