It is really hard to describe how good it feels to be able to meet my close friends in one place after coming to a foreign country. Yesterday we met my close friends in Singapore and had a nice meal and a nice moment. Actually, everyone left the country a long time ago, because I left the country a few days ago, so everyone came to meet me and I also went to that place. We sat at a designated place and had a nice moment, sharing stories and chatting. Actually, all these moments are very good when I remember them, but when I remember work, I feel like I have left the country and gone to hell. But there is nothing to do but I have to stay here. I hope that I will be able to spend a few years here and increase the financial well-being of my family and return to my country. We all came to work abroad with the hope that we will be able to return to our country again. But let's share today's post with you.
বাইরের দেশে আসার পরে কাছের মানুষগুলোকে যখন এক জায়গায় পাওয়া যায় সত্যিই তখন কি যে ভালো লাগে বলে বোঝানো যাবে না। গতকাল আমরা সিঙ্গাপুরে আমার খুবই কাছের মানুষগুলোর সাথে এক জায়গায় হয়েছিলাম এবং সেখানে বেশ সুন্দর খাওয়া দাওয়া করেছিলাম এবং সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন। আসলে অনেক আগেই সবাই দেশ ছেড়ে যে আমি কিছুদিন আগে দেশ ছেড়ে এসেছি তাই আমার সাথে দেখা করার উদ্দেশ্যে সবাই এসেছিল এবং আমিও সেই জায়গায় গিয়েছিলাম নির্ধারিত একটি জায়গায় আমরা বসে বেশ সুন্দর একটি মুহূর্ত পাঠিয়েছিলাম গল্পগুলো এবং আড্ডায়। আসলে এই সকল মুহূর্তগুলো মনে আসলে বেশ ভালো লাগে কিন্তু কাজের কথা যখন মনে পড়ে তখন মনে হয় যেন দেশ ছেড়ে নরকের দেশে চলে এসেছি। তবে কিছু করার নাই কিন্তু এসেছি থাকতে হবে আশা করি ভালোভাবে সম্পূর্ণরূপে আমি এখানে থেকে কয়েকটি বছর অতিক্রম করে পরিবারের আর্থিক সচ্ছলতা একটু বৃদ্ধি করে আবার দেশে ফিরতে পারবো এই আশায় আমরা সকলে বাইরের দেশে কাজের উদ্দেশ্যে এসেছি। তবে চলুন আজকের লেখা পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক