Some moments of fishing on the bill

in blurt-188398 •  2 months ago 

Assalamu Alaikum/Hello
Friends of my blurt space Community
I'm @rex-kibreay from Bangladesh

IMG20240923171116.jpg

Assalamu Alaikum my blogging friends hope you are doing well. I am also very well with your prayers. I'm @rex-kibreay I'm going to share with you today some moments of fishing on the bill. I have been very busy since morning. I woke up first thing in the morning to find that it was raining heavily in our area. I was sitting at home for some time during the rain. Then I washed my hands and headed towards the fish pond to feed the fish. After giving fish food, I came home and after taking bath, I was sitting in the room for some time. That's when I started messing around with several accounts. That's when I found out a very bad secret from this platform. In fact, there are quite a few people who want to abuse this platform. And a person has many accounts by transferring coins from one account to each account. In fact, I think this is actually a downside for blogging platforms. Since I have been with blogging platforms for a long time, I understand these things very well. Thus I spent quite a bit of time with several accounts. In fact it took me almost too much time to check each account even though I spent my allotted precious time on each account. In fact, our main objective is to take this platform to greater heights. But there we will see some bad people. We want everyone to work together to take this platform forward. But if we don't want to be alone, everyone has to join hands with us. Then it is possible to take this platform to higher heights. So I want all the users of this platform together we will take this platform to better heights in the future. So I need to help some of the weaknesses of this platform, then I hope that the users of this platform can reach the heights together.
Convert to Bengali to facilitate the understanding of Bengali language people
আসসালামু আলাইকুম আমার ব্লগিং বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @rex-kibreay আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি বিলে মাছ ধরার কিছু মুহূর্ত। আজকে সকাল বেলা থেকে বেশ ব্যস্ত সময় পার করছি। সকাল বেলায় প্রথমে ঘুম থেকে উঠে দেখি আমাদের এলাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টি মুহূর্তে বাড়িতে বেশ কিছু সময় বসে ছিলাম। তারপরে হাতমুখ ধুয়ে মাছের পুকুরের দিকে রওনা দিয়েছিলাম মাছের খাবার দেওয়ার জন্য। মাছের খাবার দেওয়া শেষ করে বাড়িতে এসে গোসল শেষ করে খাওয়া-দাওয়া শেষ করে রুমের মধ্যে বেশ কিছু সময় বসে ছিলাম। তখনই বেশ কিছু অ্যাকাউন্ট নিয়ে আমি ঘাটাঘাটি শুরু করেছিলাম। তখনই এই প্লাটফর্ম থেকে আমি খুব খারাপ একটা রহস্য বের করতে পেরেছি। আসলে বেশ কিছু লোক আছে এই প্লাটফর্মকে এবিউজের আওতায় খেলতে চাচ্ছে। এবং একজন ব্যক্তির অনেক অ্যাকাউন্ট আছে একটা অ্যাকাউন্ট থেকে প্রত্যেকটা একাউন্টে কয়েন ট্রান্সফার করে। আসলে এটা সত্যি ব্লগিং প্লাটফর্মের জন্য একটা খারাপ দিক আমি মনে করি। যেহেতু আমি অনেকদিন ব্লগিং প্ল্যাটফর্মের সাথে আসি, তাই এই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পারি। এভাবে আমি বেশ কিছু অ্যাকাউন্ট নিয়ে বেশ কিছু সময় ব্যয় করেছিলাম। আসলে প্রত্যেকটা অ্যাকাউন্ট চেক করতে আমার প্রায় অনেক সময় ব্যয় হয়েছিল তাও আমি আমার নির্ধারিত মূল্যবান সময় প্রত্যেকটা অ্যাকাউন্টের পেছনে ব্যয় করেছিলাম। আসলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই প্লাটফর্ম টা কে আরো অনেক উচ্চতায় পৌঁছে দেওয়া। কিন্তু সেখানে আমরা বেশ কিছু খারাপ মানুষের দেখাবে। আমরা চাই সকলে মিলে একসাথে কাজ করে এই প্ল্যাটফর্মটাকে আরো সামনের দিকে নিয়ে যাব। কিন্তু আমাদের একা চাইলে হবে না সকলকে আমাদের সাথে হাত মেলাতে হবে। তাহলে সম্ভব এই প্লাটফর্মটাকে আরো উচ্চতায় পৌঁছে নেওয়া। তাই আমি চাই এই প্ল্যাটফর্মের সকল ইউজার মিলে আমরা এই প্লাটফর্মকে আরো সামনের দিকে ভালো উচ্চতায় নিয়ে যাবে। তাই এই প্লাটফর্মের কিছু উইকনেস কে আমাকে সাহায্য করতে হবে তাহলে আমি সহ আমাদের এই প্লাটফর্মের ইউজাররা মিলে উচ্চতায় পৌঁছে দিতে পারবে আশা করি।

IMG20240923171404.jpg

IMG20240923172012.jpg

Now if you look at the picture above, you can see that I am going to write about the topic of today's post. The subject of my question today is some moments of bill fishing. I woke up in the morning and in the afternoon there was a lot of water, so I took a net and went fishing. This incident happened yesterday. After we cycled for some distance, we reached the designated fishing spot. For fishing there we took with us a bank and some pants and a current net. In fact, we mainly fished with nets. If you look at the bill you can see a very big bill where every farmer is cultivating paddy in their land. Sometimes we put fishing nets where there are some vacant lands. Many fish were caught in our nets within minutes of casting the fish there. If you notice we had an older brother go fishing with us and he got down in the bill very nicely to set the net. I have collected several pictures from there to share with you whenever it starts to bloom. In fact, after collecting these pictures, it is really difficult to write blocks like this. But I try to keep up with different types of blogging content. So, in the continuation of today's day, I have come to you to write blogging. Actually every user has to rely on three to four things for blogging. Experience own skills and creativity. This is everything one needs to be in blogging I think. Then you can become an efficient blogger on any platform. And if we want to write meaningfully with our blog then we all need to know some coding and use of mark down. Then our post can be displayed beautifully among others. We have to keep all these things in mind then we can be successful.
Convert to Bengali to facilitate the understanding of Bengali language people
এবার আপনারা উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আজকের পোষ্টের বিষয়ের সম্পর্কে এবার লিখতে যাচ্ছি। আমার আজকের প্রশ্নের বিষয় হচ্ছে বিলে মাছ ধরার কিছু মুহূর্ত। সকাল বেলা ঘুম থেকে উঠে বিকেল বেলায় বেশ প্রচুর পানি হচ্ছিল তাই আমি দিলে জাল নিয়ে মাছ ধরতে গিয়েছিলাম। এই ঘটনাটি হচ্ছে গত কালকের একটি ঘটনা। আমরা বাইক নিয়ে বেশ কিছু পথ পাড়ি দেওয়ার পরে আমরা নির্ধারিত জায়গায় মাছ ধরার জন্য গিয়ে পৌঁছেছিলাম। সেখানে মাছ ধরার জন্য আমরা সাথে নিয়ে গিয়েছিলাম একটি ব্যাংক এবং কয়েকটি প্যান্ট এবং একটি কারেন্ট জাল। আসলে আমরা মূলত জাল দিয়েই মাছ ধরেছিলাম। আপনারা বিলের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন অনেক বড় একটি বিল সেখানে প্রত্যেকটা কৃষক তাদের জমিতে ধানের চাষ করছে। মাঝেমধ্যে কয়েকটা জমি ফাঁকা আছে সেখানে আমরা মাছের জাল দিয়েছিলাম। সেখানে মাছের ঝাল দেওয়ার পরে কয়েক মিনিটে অনেক মাছ আমাদের জালে ধরেছিল। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আমাদের সাথে আমাদের মাছ ধরার জন্য একজন বড় ভাই গিয়েছিল তিনি অনেক সুন্দরভাবে বিলের মধ্যে নেমে পড়েছেন জাল দেওয়ার জন্য। যখনই ঝাল দেওয়া শুরু করেছিল তখনই আমি সেখান থেকে বেশ কিছু ছবি সংগ্রহ করে রেখেছিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে। আসলে এই ছবিগুলো সংগ্রহ করার পরে এভাবে ব্লক লেখা সত্যি অনেক কষ্টকর। তবে আমি চেষ্টা করি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ব্লগিং কন্টেনের সাথে যুক্ত থাকার জন্য। তাই প্রত্যেকদিনের নেয় আজকের সেই ধারাবাহিকতায় আমিও চলে এসেছি আপনাদের মাঝে ব্লগিং লেখার জন্য। আসলে ব্লগিং লেখার জন্য প্রত্যেক ইউজারকে তিন থেকে চারটা বিষয়ের উপর নির্ভর করতে হয়। নিজের দক্ষতা অভিজ্ঞতা এবং সৃজনশীলতা। এই সবকিছুই হচ্ছে একজন ব্লগিংয়ের মধ্যে থাকা দরকার আমি মনে করি। তাহলে যে কোন প্লাটফর্মের একজন দক্ষ ব্লগার হওয়া যাবে। এবং নিজের ব্লগ দিয়ে যদি মানেন করে লিখতে হয় তাহলে অবশ্যই আমাদের সকলকে কিছু কোডিং এবং মার্ক ডাউন এর ব্যবহার জানতে হবে। তাহলে আমাদের পোস্ট অন্যদের মাঝে সুন্দরভাবে ফুটিয়ে তোলা যাবে। এই সবকিছু বিবেচনায় আমাদের রাখতে হবে তাহলে আমরা সফল হতে পারব।

IMG20240923172212.jpg

IMG20240923172214.jpg

When we finished welding the bill we were sitting upstairs. Then I captured several pictures on my mobile camera. Then after sitting there for some time one of us again went down into the bill and prepared to throw the fish. I watched from above as the fish were netted and was quite amused. If these fish can be fried and eaten at home, it will be very good to see and not to eat. Actually these fishes have been given to us for a few days but we are all eating them. The people of our area will benefit a lot due to the presence of dance in this bill. As long as there are fish in the bill, I would really like to see the village boys catch and eat fish with nets. And today remembering this fishing of that day reminded me of my childhood. In fact, you can count how many fish you have caught like this when you were a child. Actually there is a fun in catching these months. I hope everyone had such fun in their childhood. The first day we caught two tilapia and a putty fish as you can see above. I have very nicely tried to share two pictures with you. In fact, these two tilapia fish looked very big and the putty fish was quite a ball. After spending the year in the Maldives I came up and very gracefully turned off my mobile camera. I remember all the moments of that day. In fact, these things really bring back those childhood memories. Hope you all like today's post. Share your opinion through the comment box below. My best wishes to all.
Convert to Bengali to facilitate the understanding of Bengali language people
আমরা যখন বিলের মধ্যে ঝাল দেওয়া শেষ করে উপরে বসে ছিলাম। তখন আমি বেশ কিছু ছবি আমার মোবাইলের ক্যামেরা বন্দী করে রেখেছিলাম। তারপরে বেশ কিছু সময় সেখানে বসে থাকার পরে আমাদের মধ্য থেকে আবারও একজন বিলের মধ্যে নেমে মাছগুলো ছুড়ে আনার জন্য প্রস্তুতি নিয়েছিল। মাছগুলো যখন জালে বেধেছিল তখন উপর থেকে আমি দেখেছিলাম এবং বেশ মজা পেয়েছিলাম। সত্যি এই মাছগুলো বাড়িতে নিয়ে এসে যদি ভেজে খাওয়া যায় দেখতে বেশ ভালো লাগবে দেখতে না খেতে বেশ ভালো লাগবে। আসলে এই মাছগুলো অল্প কিছুদিন হলো আমাদের দিলে এসেছে কিন্তু আমরা সবাই ধরে খাচ্ছি। আমাদের এলাকার মানুষ অনেক উপকার হবে এই বিলে নাচ থাকার কারণে। যতদিন বিলে মাছ থাকবে ততদিন গ্রামের ছেলেরা জাল দিয়ে মাছ ধরে খাবে এটা দেখতে সত্যি আমার কাছে বেশ ভালো লাগবে। এবং আজ সেই দিনের এই মাছ ধরার কথা মনে পড়ে শৈশবের কথা মনে পড়ে গিয়েছিল। আসলে ছোটবেলা এভাবে কত মাছ ধরেছি বলে ওঠা যাবে। আসলে এই মাসগুলো ধরার মধ্যে একটা মজা আছে। প্রত্যেকের ছোটবেলায় শৈশবে এমন মজার পেয়েছে আমি আশা করি। প্রথম দিন আমরা দুইটি তেলাপিয়া এবং একটি পুটি মাছ পেয়েছিলাম আপনারা উপরের দিকে লক্ষ্য বলে দেখতে পারবেন। আমি খুবই সুন্দরভাবে আপনাদের মাঝে দুটি ছবি তুলে শেয়ার করার চেষ্টা করেছে। আসলে এই তেলাপিয়া মাছ দুইটি দেখতে অনেক বড় এবং পুটি মাছ ছিল বেশ বল। মালদ্বীপে সাল থেকে ছড়ানোর পরে আমি উপরে উনি এসেছিলাম এবং অনেক সুন্দরভাবে আমার মোবাইলের ক্যামেরা বন্ধ করে রেখেছিলাম। সব মিলায়া সেই দিনের মুহূর্তগুলো আমার বেশ মনে পড়ে। আসলে এই বিষয়গুলো সত্যি সেই ছোটবেলার স্মৃতিগুলোকে আবারো মনে করে দেয়। আশা করি আজকের লেখা পোস্টে আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।


My best wishes and congratulations to all the users who will visit this post of mine today.

Join Our Community blurt space


1000063028.jpg

✨💞My Own Identity💞✨

1000062172.jpg

I am Md. Kibria Hossain. I live in Kamarkhali village of Gangni Thana, Meherpur District, Khulna Division, Bangladesh. My best wishes and congratulations to you all. I will try my best to take the Blurt platform to greater heights in the future. I am currently a 12th standard student. My mother tongue is Bengali. I love to speak and write in Bengali. Most of all I like to do photography. I spend most of my time traveling around. Among few hobbies my main hobby is traveling to different places. In brief I have shared my identity with you. Everyone pray for me. I wish you all the best.

✨💞Thank you for visiting my blog💞✨

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  2 months ago  ·  

Good Experience with nice weather